أكتوبر 10, 2021
এখানকার দিনে অধিকাংশ YouTuber রা ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করে সেখান থেকে ভালো টাকা আয় করে চলেছে। ২০২১ সালে অনলাইন থেকে টাকা আয় করার সবচ...
Types Of YouTube Ads 2021 | ইউটিউবের কোন ভিডিও তে বেশি আয় হয়
Types Of YouTube Ads 2021 | ইউটিউবের কোন ভিডিও তে বেশি আয় হয়
জেনে নিন ইউটিউবে কোন কোন বিজ্ঞাপন থেকে বেশি টাকা আয় হয়ে থাকে এবং Youtube মোট কয় প্রকারের Ads এসে থাকে Types Of YouTube Ads 2021.
Types Of YouTube Ads 2021 | ইউটিউবের কোন ভিডিও তে বেশি আয় হয়
8
10
99
এখানকার দিনে অধিকাংশ YouTuber রা ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করে সেখান থেকে ভালো টাকা আয় করে চলেছে। ২০২১ সালে অনলাইন থেকে টাকা আয় করার সবচাহিতে সহজ টাকা আয়ের উৎস হল YouTube .
এই অনলাইন প্লাটফর্মের সাহায্যে মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। কারন বর্তমানে YouTube হল একটি সবচাইতে জনপ্রিয় Video Search Engine যেখানে প্রচুর ভিডিওর ডাটা রয়েছে। ডাটা ভিডিওর পাশাপাশি কোন ইউসাদের Behaviour Data রাখার মতো Capacity রয়েছে।
ইউটিউবের কাছে ইউসার দের এই Behaviour Data থাকার কারনে ইউটিউবেরা বিজ্ঞাপনের মাধ্যমে অধিক পরিমানে টাকা আয় করে থাকে। অনেক ইউটিউবেরা জানে না যেকোন ইউটিউবে মোট কয় ধরনের বিজ্ঞাপন এসে থাকে এবং কোন Ads থেকে বেশি পরিমানে টাকা আয় হয়ে থাকে।
তাই বন্ধুরা আজকে এই আর্টিকেল থেকে জানাবে যে types of YouTube ads বা ইউটিউবে কয় প্রকারের বিজ্ঞাপন এসে থাকে।
Types Of YouTube Ads - ইউটিউবে কয় প্রকারের বিজ্ঞাপন হয়
ইউটিউব ভিডিও দেখার সময়ে ইউসার দের কাছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এসে থাকে কোন শর্টস ভিডিওর মাধ্যমে যেটি ইউসার দের ভিডিও চলা কালীন এই বিজ্ঞাপন এসে থাকে বা ভিডিওর নিচের অংশের এরিয়া তে Hyper Link Image এসে থাকে।
ইউটিউবের মধ্যে মোট ৫ প্রকারের বিজ্ঞাপন এসে থাকে যেগুলির Creator আলাদা আলাদা Price দিয়ে থাকে। তাহলে দেখে নিন এই 5 Types YouTube Ads.
- Skippable In-Stream Video Ads
- Non-Skippable In-Stream Video Ads
- Discovery Ads
- Bumper Ads
- Overlay Ads
1. Skippable In-Stream Video Ads
বর্তমানে ইউটিউব ভিডিও চলাকালীন সবচাইতে বেশি এই Skippable Video Ads এসে থাকে। এই বিজ্ঞাপন সাধারণত ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত এসে থাকে কিন্তু ভিডিওর মধ্যে এই বিজ্ঞাপন আসার পর এটিকে ৫ সেকেন্ড চলার পর Skip বোতামে ক্লিক করে বিজ্ঞাপন টিকে Hide করতে পারবেন।
ইউটিউব ভিডিওর মধ্যে ৫০ শতাংশেরও বেশি এই Skip Ads এসে থাকে কারন এই বিজ্ঞাপন ইউসার দের কোন ইউসার এক্সপ্রিন্স খারাপ করে না। তাই এই Ads ইউটিউবের মধ্যে বেশি Run হয়ে থাকে।
এই বিজ্ঞাপন ভিডিও এর যেকোন পার্ট এসে থাকে এবং এই বিজ্ঞাপন থেকে Creator দের ৯০% ইনকাম এই Ads থেকে এসে থাকে।
2. Non-Skippable In-Stream Video Ads
এই ads ঠিক Skippable Video Ads মতো কাজ করে থাকে কিন্তু এই বিজ্ঞাপন তুলনামূলক ভাবে অনেক কম এসে থাকে। এই বিজ্ঞাপন মোবাইলের পাশাপাশি যেকোন ডিভাইস এসে থাকে ভিডিও চলাকালীন। Skippable Ads মতো এই Ads কে কোন ভাবেই Skip যায় না।
এই ধরনের বিজ্ঞাপনের ভিডিওর সময় ১০ থেকে ২০ সেকেন্ডের মতো হয়ে থাকে যেটিকে ইউসার দের সম্পূর্ণ দেখতে হয়। ইউটিউবের মধ্যে সমস্থ ads এর মধ্যে এই বিজ্ঞাপন মোট ১০% এসে থাকে এবং বেশির ভাগ ক্ষেত্রে দেখে যায় ইউসার দের এক্সপ্রিন্স খারাপ হয়ে থাকে।
এই বিজ্ঞাপনও ভিডিও চলাকালীন যেকোন পার্ট এ এসে থাকে অবজ্ঞাই বিজ্ঞাপন থেকে Creator দের অনেক বেশি ইনকাম এসে থাকে। কিন্তু এই Ads কেবল টার্গেটেড উসারদের ভিডিওর মধ্যে এসে থাকে।
3. Discovery Ads
এই বিজ্ঞাপন কোন রূপ ভিডিও এর মাধ্যমে আসে না বা এটি কোন Video Ads Format নয়। এটি কেবল Banner Ads মতো কিন্তু এটি ইউটিউবের Home সেকশনে Sponsored Video হিসেবে Search Result এসে থাকে।
এই বিজ্ঞাপন কেবল YouTube সরাসরি ভাবে Home Section এসে থাকলে তাই এই Ads এর জন্য Creator দের কোন রূপ Revenue দেয় না।
4. Bumper Ads
এই বিজ্ঞাপন খুবেই কম পরিমান এসে থাকে এটি কোন ভিডিও বা Banner Ads নয়। কেবল ৫-৬ সেকেন্ডের মধ্যে আপনাকে একটি ফর্ম দেওয়া হয় এবং সেটি তে আপনার Interest অনুযায়ী Option বেছে Submit করতে হয়।
সাধারণত এই বিজ্ঞাপন সার্ভে টাইপের হয়ে থাকে যেটি ইউটিউবে অফিসিয়াল ভাবে Run করে থাকে এবং এই বিজ্ঞাপন থেকে অনেক Revenue দিয়ে থাকে। এই বিজ্ঞাপন কে কোন ভাবে Skip করা যায় না। এবং মোবাইলের পাশাপাশি যেকোন ডিভাইস এই বিজ্ঞাপন দেখতে পাবেন।
5. Overlay Ads
Overlay Ads সাধারণত image ব্যানারের হয়ে থাকে, যেখানে এই বিজ্ঞাপনের সঠিক নিদিষ্ঠ Size এর হয়ে থাকে এবং এই বিজ্ঞাপন কেবল মাত্রা কম্পিউটারে মধ্যে এসে থাকে।
728 x 60 পিক্সেল সিজির Side Bar ও Footer Bar এসে থাকে এই বিজ্ঞাপন থেকে অনেক বেশি পরিমানে টাকা আয় হয়ে থাকে। কারন এই বিজ্ঞাপন উসারদের প্রয়োজন মতো প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী Ads এ ক্লিক করে থাকে।
Conclusion
তাহলে বুঝলেন ইউটিউবের ভিডিওর মধ্যে কোন ধরনের বিজ্ঞাপনের উপর বেশি পরিমানে টাকা দিয়ে থাকে ও ইউটিউবে কয় ধরনের বিজ্ঞাপন এসে থাকে। আপনি যদি একজন YouTube Creator হন তাহলে আপনি কোন ধরনের বিজ্ঞাপন আপনার ভিডিওর মধ্যে চালাবেন কমেন্ট বক্সে জানান। আমরা আপনাকে Custom Ads চালানোর অ্যাডভান্স টিপস দিয়ে থাকবো।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.