أكتوبر 19, 2021
Free Video Editing Software 2021 - বন্ধুরা আমাদের মধ্যে অনেক ভিডিও ক্রিয়াটার রয়েছে যারা নিজে দের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সম্পূর্ণ ফ্রি...
5 টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার | Free Video Editing Software 2021
5 টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার | Free Video Editing Software 2021
জেনে নিন সম্পূর্ণ ফ্রি তে কোন watermarke ছাড়ার ভিডিও এডিটি করুন যেকোন কম্পিউটারের সাহায্যে ,ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যা Free Video Editing Software.
5 টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার | Free Video Editing Software 2021
8
10
99
Free Video Editing Software 2021- বন্ধুরা আমাদের মধ্যে অনেক ভিডিও ক্রিয়াটার রয়েছে যারা নিজে দের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সম্পূর্ণ ফ্রি তে ভিডিও এডিটিং করতে চাই। কিন্তু বর্তমানে অধিকাংশ সফটওয়্যারে ভিডিও এডিটি করার জন্য সেই সফটওয়্যারের লাইনান্স Key নিতে। যার জন্য ক্রেটার দের অনেক টাকা খরচ করেত হয়।
তাই অনেক ক্রিয়াটার আছেন যারা ইউটিউবে ভিডিও বা সোশ্যাল মিডিয়ার জন্য কিছু অ্যাডভান্স লেবেরের ভিডিওগ্রাফি করতে চাই সম্পূর্ণ ফ্রি সফটওয়্যারের উপরে।
ইউসার দের সুবিধের জন্য আজকে আমরা এমন ১০ টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারের বিষয়ে জানাবো যার সাহায্যে আপনি সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিন করতে পারবেন কোন রূপ Watermark ছাড়ার।
আপনি যদি একজন ভিডিও Cretor হয়ে থাকেন এবং আপনি এমন ফ্রি ভিডিও এডিটরের সাহায্যে ভিডিও বানাতে চান তাহলে এই পোস্ট টি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।
৫ টি সেরা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার - Free Video Editing Software
২০২১ সালে ইন্টারনেটের অনেক ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারের তথ্য দিয়ে থাকে কিন্তু পরবর্তী সময়ে ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ঠিক মতো কাজ না করে Cretor রা বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। তাহলে দেখে নিন এই ১০ টি সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলি কে কোন সমস্যা ছাড়ায় ব্যবহারকরতে পারবেন।
- Open Short Software
- Shortcut Video Editing Software
- Movie Maker ১০
- VSDC
- Blender
1. Open Short
Open Short Video Editing Software একটি সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার যোগ্য সফটওয়্যার যেটিকে Windows Operating Software এর পাশাপাশি MAC ও Linex খুব ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।
এই সফটওয়্যারের বিভিন্ন ধরনের অ্যাডভান্স effects পেয়ে যাবেন এবং এই Tool এর সমস্থ Feature খুব সহজে যেটিকে ব্যবহার করা একজন Creator এর জন্য খুবই সহজ।
এই ভিডিও এডিটিং সফটওয়ারের সাহায্যে আপনি ভিডিও কে খুব সহজে Trim করতে পারবেন, Unlimited Video Effects ও যেকোন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এই ভিডিও এডিটিং টুল টিকে খুব সহজে ইন্টারনেট থেকে ডাউনলোড করে যেকোন Configaration PC তে ব্যবহার করতে পারবেন।
2. Movie Maker 10
Movie Maker Video Editing Software একটি Microsoft কোম্পানির অফিসিয়াল সফটওয়্যার যেটিকে কেবল Windows Operating System ব্যবহার করা যাবে। এই Tool যেকোন PC তএর মধ্যেখুব সহজে ব্যবহার করেত পারবেন।
এই ভিডিও এডিটিং সফটওয়্যার কে Paid Version এর পাশাপাশি এটিকে ফ্রি তে ব্যবহার করতে পারেন। যেটিকে আপনি খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করে ভিডিও এডিটিং করতে পারবেন।
এই ভিডিও এডিটিং সফটওয়ারের সাহায্যে আপনি যেকোন ভিডিওর মধ্যে আপনি যেকোন ধরনের এফেক্টস, অ্যানিমেশন ও আরও অন্যান্য অ্যাডভান্স লেবেলের ফীচার পেয়ে যাবেন।
3. Blender
ব্লেন্ডার একটি Open Source Video Editing Software যেটিকে আপনি সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারের আপনি যেকোন ধরনের অ্যাডভান্স লেবেলের গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন।
একজন নতুন Creator রের জন্য এই সফটওয়্যার মধ্যে ভিডিও মেকিং করা খুব কঠিক কারনে এখানে ফ্রি তে অনেক অ্যাডভান্স ফীচার দিয়ে থাকে। যার সাহায্যে আপনি যেকোন ধরনের 3D Graphics Video Editing করতে পারবেন।
এই ভিডিও এডিটিং সফটওয়্যার টি ব্যবহার করার জন্য কম্পিউটার configartaion High থাকতে হবে। PC এর মধ্যে অবশ্য Graphic card থাকতে হবে। এই সমস্থ থাকার পর আপনি ইন্টারনেট থেকে খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
4. Shortcut
Shortcut ভিডিও এডিটিং সফটওয়্যার একটি Light Verious software যেটি কে যেকোন কম্পিউটারের মধ্যে Install করে খুব সহজে ব্যবহার করা সম্ভব। এই সফটওয়্যার টিকে আপনি খুব সহজে অনলাইন থাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
একটি ভিডিও তে প্রয়োজন মতো Effects ও অ্যানিমেশন ব্যবহার করতে পারেন এছাড়ার যেকোন পার্ট এ Cut লাগাতে পারেন ও ভিডিও র মধ্যে একাধিক Sound Track অ্যাড করতে পারেন।
এই সফটওয়্যার যেকোন Cretor খুব সহজে ভিডিও এডিট করেত পারবে।
5. VSDC
VSDC ভিডিও এডিটিং সফটওয়্যার একটি ফ্রি টুল যার সাহায্যে আপনি যেকোন ধরনের ভিডিও এতিদ করতে পারবেন। এই ভিডিও এডিটিং সফটওয়্যার টি কেবল windows Opertaing System এ ব্যবহার করতে পারবেন।
এই ভিডিও এডিটিন সফটওয়্যারের সাহায্যে আপনি ভিডিওর মধ্যে যেকোন ধরনের Effects Add করতে পারবেন 4K Video ,3D Video, Live Color, ও Motion Tracking এর মতো অ্যাডভান্স ফীচার পেয়ে যাবেন।
এই সফটওয়্যার টি আপনি খুব সহজে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
Conclusion
বন্ধুরা আপনি যদি একজন ইউটিউবার হন বা ভিডিও Creator হন তাহলে এবং আপনি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার থেকে ভিডিও এডিট করতে চান তাহলে এই আর্টিকেলের ৫ টি সেরা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ( Free Video Editing Software ) এর সাহায্যে আপনি ভিডিও বানাতে পারেন।
এই ভিডিও এডিটিং সফটওয়্যারের বিষয়ে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্টের সাহায্যে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.