আমাদের অনেক সময় ব্যবসা করার জন্য বা অন্যান্য কাজের জন্য টাকার প্রয়োজন হয়ে থাকে,তাই টাকা পাওয়ার জন্য আমরা যেকোন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকি। ...

HDFC Bank Personal Loan Apply | HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন

HDFC Bank Personal Loan Apply | HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন

HDFC Bank Personal Loan Apply | HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন কিভাবে নিবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে , hdfc ঠেলে ১০ মিনিটের লোন কিভাবে পাবেন

HDFC Bank Personal Loan Apply | HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন

8 10 99

 আমাদের অনেক সময় ব্যবসা করার জন্য বা অন্যান্য কাজের জন্য টাকার প্রয়োজন হয়ে থাকে,তাই টাকা পাওয়ার জন্য আমরা যেকোন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকি।  তাই আজকে আমরা জেনে নেব কিভাবে HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করবো ( HDFC Bank Personal Loan Apply )। 

বর্তমানে যেকোন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া অনেক কঠিক কাজ হয়ে পড়েছে। HDFC থেকে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে লোন নিতে পারেন। 

HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে কিছু Role রয়েছে যেগুলি  আপনাকে Follow করতে হবে। নিচের দেওয়া সমস্থ নিয়ম গুলি আপনি   Follow করেন  এখানে থেকে আপনি খুব সহজে লোন পেয়ে থাকবেন। 

আপনি যদি HDFC Bank থেকে Personal Loan নিতে চান তাহলে নিচের দেওয়া তথ্য গুলি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। 

HDFC Bank Personal Loan Apply ( HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন কিভাবে নিবেন )

HDFC Bank পার্সোনাল নেওয়ার জন্য অবশ্য আপনার কাছে ব্যাংকে দেওয়া সম্পূর্ণ Documents থাকার এর পাশাপাশি সমস্থ Eligible Criteria Follow করতে হবে।
Hdfc loan


HDFC Bank Personal Loan Benefits ( HDFC ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার সুবিধে )

HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে গ্রাহক দের অনেক সুবিধে দিয়ে থাকে যেগুলি অন্যান্য ব্যাঙ্ক দিয়ে থাকে না। তাহলে দেখে নিন hdfc ব্যাঙ্ক থেকে লোন নিলে কোন কোন সুবিধে পেয়ে থাকেন। 

  • আপনি যদি HDFC ব্যাংকের Pre Apporavale গ্রাহক হয়ে থাকে তাহলে এখানে আপনি ১০ সেকেন্ডের মধ্যে লোন পেতে পারেন ( Pre Apporavle মানে ব্যাঙ্ক আপনাকে সরাসরি লোনের জন্যা অফার দিয়ে থাকে ).
  • HDFC ব্যাঙ্ক থেকে অনলাইনের মাধ্যমে লোন নেওয়ার জন্য ৪ ঘন্টার মধ্যে আপনাকে কোন দিয়ে থাকে। 
  • পার্সোনাল লোন নেওয়ার পাশাপাশি সঙ্গে বিভিন্ন ধরনের Insurance দিয়ে থাকে যেমন - Accident Cover & Security.
  • HDFC থেকে লোন নেওয়া জন্য গ্রাহককে কোন Statement দেওয়ার প্রয়োজন হয় না যে লোনের টাকা কোন কাজে ব্যবহার করলেন। 
  • যেকোন ধরনের সমস্যার জন্য অনলাইন ২৪*৭ Helpline মোবাইল ব্যাঙ্কিং ও SMS ব্যাঙ্কিং এর সাহায্যে সমাধান করতে পারেন। 


 HDFC Personal Loan Eligibility

HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোনের জন্য নিচের দেওয়া সমস্থ Eligibility Criteria সম্পূর্ণ থাকতে হবে। 

  • লোন আবেদনকরি কে অবশ্য কোন কাজের সাথে যুক্ত থাকতে হবে। 
  • ব্যক্তির বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। 
  • কাজের অভিজ্ঞতা ২ বছর থাকতে হবে এবং বর্তমানে যে পেশায় যুক্ত সর্বনিম্ন ১ বছর যুক্ত থাকতে হবে। 
  • HDFC ব্যাংকের গ্রাহক যদি হয়ে থাকে তাহলে ব্যক্তি মাসিক আয় ২৫ হাজার ও অন্য ব্যাংকার গ্রাহক হলে ৫০ হাজার মাসিক আয় হতে হবে গ্রাহকের। 


Documents 

HDFC ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য অবশ্য আপনার কাছে নিচের দেওয়া এই তিন প্রকারের সমস্থ নতি বা Documents থাকতে হবে -

পরিচয় পত্র ( Identity Proof )

  • আধার কার্ড 
  • ভোটার কার্ড 
  • ড্রাইভারিং লাইসেন্স 
  • ভারতীয় পাসপোর্ট 

ঠিকানা প্রমাণপত্র ( Address Proof )

  • আধার কার্ড 
  • ভোটার কার্ড 
  • ড্রাইভারিং লাইসেন্স 
  • ভারতীয় পাসপোর্ট 
  • ইলেকট্রিক বিল 

আয়ের প্রমাণপত্র ( Income Proof )

  • প্যান কার্ড 
  • স্যালারি স্লিপ 
  • ইনকাম টেক্স রিটার্ন ফাইল 
  • Form 16
  • Bank Passbook 

Hdfc Personal Loan Interest Rate

HDFC ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন বা যেকোন লোনের সঠিক কোন Interest rate এক থাকে না। সময় অনুযায়ী লোনের Interest Rate Change হয়ে  থাকে। 


How To Apply HDFC Personal Loan ( কিভাবে লোনের জন্য আবেদন করবেন )

HDFC ব্যাঙ্ক থেকে যেকোন ধরনের লোন নেওয়ার জন্য মোট দুই ভাবে আবেদন করতে পারেন এক সরাসরি ব্যাঙ্ক থেকে আবেদন করতে পারেন এবং এছাড়াও অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন। 

আপনি যদি অফলাইনের মাধ্যমে লোন নিতে চান তাহলে তাহলে খুব সহজে HDFC Bank এর অফিসিয়াল সাইট গিয়ে আবেদন করতে হবে। নিচের দেওয়া স্টেপ গুলি Follow করুন -

  • প্রথমে HDFC Official Page এসে Personal Banking Service Section এ Select Product Type এ Loans এ ও নিচের বিকল্পের Personal Loan ক্লিক Apply বোতামে ক্লিক করতে হবে। 
Hdfc loan apply


  • Next Page আপনাকে মোবাইল নম্বর দিয়ে Continue বোতামে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ OTP Verify করতে হবে। 
  • তারপর Next প্রক্রিয়া পার্সোনাল ইনফরমেশন ও ইনকামের তথ্য দিতে হবে। যেখানে আপনার  নাম , ঠিকানা,পেশা, বাড়ির তথ্য এই সমস্থ তথ্য দিয়ে ফর্ম টি পূরণ করতে হবে। 
  • Next পেজে আপনাকে কত টাকা পর্যন্ত লোন দেওয়া হবে এবং কত সময়ের জন্য দেওয়া হবে সেটি নিজের প্রয়োজন অনুযায়ী Fill করে Submit করতে হবে। 
  • লোনের Requist Verify করার পর কয়েক মিনিটের মধ্যে আপনার লোনের টাকা আপনার ব্যাক একাউন্টে চলে আসবে। 

Conclusion

তাহলে বন্ধুরা এই আর্টিকেল থেকে জানলেন যে কিভাবে HDFC Bank Personal Loan Apply করবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এই বিষয়ে কোনরূপ প্রশ্নের জন্য নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.