আমাদের মধ্যে একাধিক ইউসারা রয়েছে যারা প্রতিদিন অনলাইন ইন্টারনেট থেকে বিভিন্ন প্রকারের ইনফরমেশন নিয়ে থাকে, যেটি আপনার কোন কোন ওয়েবসাইট থেকে ...

Website Meaning In Bengali | ওয়েবসাইট মানে কি?

Website Meaning In Bengali | ওয়েবসাইট মানে কি?

জেনেনিন Website Meaning In Bengali, ওয়েবসাইট মানে কি? কিভাবে ওয়েব পেজ ইন্টারনেটে কাজ করে থাকে এবং কিভাবে অনলাইনে ডাটা স্টোর হয়ে থাকে

Website Meaning In Bengali | ওয়েবসাইট মানে কি?

8 10 99

 আমাদের মধ্যে একাধিক ইউসারা রয়েছে যারা প্রতিদিন অনলাইন ইন্টারনেট থেকে বিভিন্ন প্রকারের ইনফরমেশন নিয়ে থাকে, যেটি আপনার কোন কোন ওয়েবসাইট থেকে নিয়ে থাকি। আমাদের মধ্যে অনেক ইউসারা আছেন যারা জানেন না ওয়েবসাইট মানে কি? কিভাবে ওয়েবসাইট কাজ করে। 

আপনি যদি কোন সময়ের জন্য আপনার স্মার্টফোনের সাহায্যে কোন ওয়েবসাইট ভিসিট করে থাকেন তাহলে আপনি এটা ভালো ভাবেই জানেন যে ওয়েবসাইট কেবল ইন্টারনেটের সাহায্যে এক্সেস করা সম্ভব, অনলাইন যেকোন সার্ভার থেকে যেকোন ইনফরমেশন নিয়ে থাকেন তাহলে সেটি আপনি কোন ওয়েবসাইট মাধ্যমে নিয়ে থাকবেন। 

তাই আজকে আমাদের সহজ ভাবে বুঝে নেব যে ওয়েবসাইট বিষয়ে সম্পূর্ণ তথ্য -Website Meaning In Bengali. আপনি যদি ইন্টারনেটের ব্যবহার করেন তাহলে আপনাকে এই পোস্ট টি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। 

Website Meaning In Bengali - ওয়েবসাইট মানে কি?

ওয়েবসাইট সাধারণত একটি ওয়েব পেজ হয়ে থাকে ,যেটি কেবল মাত্র ইন্টারনেট প্রোটোকলের মাধ্যেম কাজ করে থাকে। যেকোন প্রকারের ওয়েবসাইট তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুজের ব্যবহার করা হয়। 
Website Meaning


এই প্রোগ্রামিং ল্যাংগুজের মধ্যে অসংখ্য কোডিং র ব্যবহার করা হয়। এই কোডিং কেবল মাত্র ওয়েব সার্ভারের জন্য প্রযোজ্য হয়ে থাকে, যেখানে সার্ভার মধ্যে এই কোডিং গুলি এক্সেস করে থাকে এবং কোন ওয়েব ব্রাউসারের মাধ্যমে ইউসার দের এক ভিজ্যুয়াল গ্রাফিক্স রুপে Represents করে থাকে। 

ইন্টারনেটে ওয়েবসাইট বা Web Page একটি নিদিষ্ট Web Browser এর উপর কাজ করে থাকে যেখানে ওয়েবসাইটের Domain ও Server IP এক সাথে Connect হয়ে Google Chrome, Opera Mini মতো ব্রাউসারে এক্সেস করে ভিজ্যুয়াল গ্রাফিক্স দেখতে পাওয়া যায়।

ওয়েবসাইট কিভাবে কাজ করে - How To Work Web Page 

ওয়েবপেজের কোডিং কে একটি Content Management Editor এর ফাইল টিকে উপলোডে করে ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করতে হয়। ওয়েবসাইট ইন্টারনেটের মধ্যে এক্সেস করার জন্য সার্ভার থেকে একটি IP Code প্রদান করে থেকে যেটি ওয়েবপেজের Address Bar হয়ে থাকে যেটিকে পরে Domain এর সাথে কানেক্ট করে একটি Custom Address এ ট্রানফার করা হয় যাতে ইউসারা খুব সহজে সার্চ করে ওয়েব পেজ টিকে এক্সেস করতে পারবে। 

ওয়েবসাইটের থেকে যেকোন এক্সেস করা কন্টেন্ট সমস্ত কিছু ডেটা একটি অনলাইন Cloud Server এ Store করা হয়। যেখানে থেকে সমস্থ ডাটা ইন্টারনেটের প্রোটোকল অনুযায়ী ইউসার দের ব্রাউসারের সাহায্যে ইনফরমেশন প্রদান করে থাকে। 

ওয়েবসাইট কয়  প্রকারের - Types Of Website 

ইউসার দের ব্যবহারের ও ডেটা ইউসারের দিক দিয়ে ওয়েবসাইট মোট দুই প্রকারের হয়ে থাকে যেমন - 
  • Static Website
  • Dynamic Website 

Static Website 

এই স্ট্যাটিক ওয়েবসাইট কেন ইউসার দের জন্য কেবল অনলাইন থেকে ডেটা ইনফরমেশন নেওয়ার জন্য ব্যবহার হয়ে ঠায়ে থাকে। বর্তমানে আমাদের ওয়েব পেজ থেকে বিভিন্ন প্রক্টরের তথ্য নিয়ে থাকি এই সমস্যাহ ওয়েব পেজ এই স্ট্যাটিক ওয়েব পেজ হয়ে থাকে। 

এই ধরনের ওয়েবসাইট সাধারণত পার্মানেন্ট হয়ে থাকেম এই ধরনের ওয়েব পেজ তৈরি করার জন্য HTML বা Coding এর ব্যবহার করা করা হয়। এই ধরনের ওয়েবপেজে কোন পরিবর্তন করা জন্য বিশেষ কোডিং এর বা HTML সাহায্যে করতে হবে। 

>> আরও পড়ুন -Coding Meaning In Bengali

এই ধরনের ওয়েব পেজ কে বানানো খুবই সহজ বর্তমানে অনেক Open Source Content management System পেয়ে যাবেন  যার সাহায্যে যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সাধারণত কোন Blog Website , Company Webpage এই  ধরনের ওয়েবসাইটের উদাহরণ। 


Dynamic Website 

Dynamic Website এর মধ্যে যেকোন ধরনের ইনফরমেশন নেওয়া সম্ভব বা যেকোন ধরনের ফাইল attech করা সম্ভব যেটি স্ট্যাটিক ওয়েবসাইট করা সম্ভব নয়। 

আরও পড়ুন - Tor Browser কি?

এই ধরনের ওয়েব পেজে যেকোন ধরনের ডাটা কে চেঞ্জ করা খুবই সহজ। যেকোন ধরনের ডাটা কে খুব সহজে ও অল্প সময়ের মধ্যেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই ধরনের ওয়েব সাইট কে তৈরি করা তুলনা মূলক ভাবে অনেক জটিল। 

করেন এই ধরনের ওয়েবসাইট ইন্টারনেটে অনেক দ্রুত হাতিয়ে কাজ করে থাকে এবং এর ইউসার এক্সেস পারফরমেন্স অনেক বেশি থাকে। Facebook, Instagram ওয়েবসাইট এই ধরনের একটি Dynamic website.

Conclusion 

বন্ধুরা আশাকরি বুঝতে পড়েছেন যে ওয়েবসাইট মানে কি? ( Website Meaning In Bengali ) কিভাবে ইন্টারনেটে ওয়েবপেজ কাজ করে থাকে। এই বিষয়ে যেকোন প্রশ্নের জন্য কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.