أغسطس 02, 2021
Youtube Channel Categories List 2021 - বন্ধুরা আমাদের মধ্যে অনেক আছেন যারা অনলাইন থেকে টাকা উপার্জন করতে চান। বর্তমানে যেকোন অনলাইন Earning...
৭টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া 2021
৭টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া 2021
বন্ধুরা জানুন ৭টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া এর বিষয়ে অথবা Youtube Channel Categories List 2021 যেখানে জানবেন কিভাবে ইউটিউবে সফল হওয়া যায়।
৭টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া 2021
8
10
99
Youtube Channel Categories List 2021- বন্ধুরা আমাদের মধ্যে অনেক আছেন যারা অনলাইন থেকে টাকা উপার্জন করতে চান। বর্তমানে যেকোন অনলাইন Earning প্লাটফর্মে গুলির মধ্যে Youtube হচ্ছে অনেক ভালো ও সহজ মাধ্যম টাকা আয় করার। যেখানে এখানকার দিনে বিভিন্ন Creator রা এই প্লাটফর্মের ব্যবহার করে প্রচুর টাকা আয় করে চলেছে।
২০২১ সালে ইউটিউবে নিজের Life Set করা তুলনামূলক ভাবে অনেক কঠিন হয়ে পড়েছে,কারন যেকোন ব্যক্তি এই প্লাটফর্মে নিজের আইডিয়া ও অভিজ্ঞতা শেয়ার করে টাকা আয় করে চলেছে।
তাই অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে যে কোন ক্যাটাগরি বা কোন বিষয়ের উপর ইউটিউবে চ্যানেল টি তৈরি করবে সেটি সঠিক ভাবে বুঝতে পারে না। এবং সঠিক ক্যাটাগরি না রিসার্চ করে ইউটিউবের মধ্যে নেমে পড়ে আর কিছু দিনের মধ্যে তাকে ব্যার্থতার মুখে পড়তে হয়।
আজকে আপনাদের কে জনাব যে কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তৈরি করলে খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবেন এবং খুব অল্প সময়ে ভালো টাকা আয় করতে পারবেন।
৭টি সেরা ইউটিউব চ্যানেল ক্যাটাগরির আইডিয়া 2021
বন্ধুরা কোন ব্যক্তি ইউটিউব চ্যানেল খোলার আগে এটা তাকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে থাকে যে কোন ক্যাটাগরি তে চ্যানেল টি খুলবা। কোনটিতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেশি হবে এবং কোনটির থেকে খুব অল্প সময়ে বেশি পরিমানে টাকা আয় করবো।
তাই বন্ধুরা আপনাদের কে এই আর্টিকেল টিতে ৭ টি সেরা Niche বা ক্যাটেগরির বিষয়ে আইডিয়া দেব এখান থেকে আপনি যেকোন একটি ক্যাটাগরি বেছে নিয়ে কাজ শুরু করলে খুব অল্প সময়ে ভালো টাকা আয় করতে পারবেন।
এবং আপনাদের কে এই তথ্য দেব, কেন এই ক্যাটাগরির চ্যানেল গুলি থেকে খুব সহজে বেশি টাকা আয় করতে পারবেন।
( আমরা যে ৭ টি টপিকের আইডিয়া দেব এই চ্যানেল গুলি আপনাকে সম্পূর্ণ বাংলা ভাষায় খুলতে হবে তবেই আপনি সাফল্যে পাবেন ইউটিউবের মধ্যে। )
1 . ব্যবসার আইডিয়া ( Business Idea )
YouTube channel Category-বন্ধুরা আপনি যদি একজন শিক্ষিত ব্যক্তি বা মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এই ব্যবসার আইডিয়া ক্যাটাগরি টি বেছে নিয়ে ইউটিউবে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। তাছাড়া এখানে আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকলেও অন্যের কাছ থেকে টিপস নিয়ে কনটেন্ট পোস্ট করতে পারেন।
এই ক্যাটেগরির ভিডিও গুলি আমাদের বাংলায় একাধিক ইউসারা দেখে থাকে। তাই এই টপিকের উপর চ্যানেলটি খুব তাড়াতাড়ি Grow হয়ে থাকবে এবং এই টপিকের উপর কম্পিটিশন অনেক কম রয়েছে।
আয় - এই চ্যানেল থেকে আপনি খুব সহজে মাসে ২০,০০০ থেকে ৩০,০০০ হাজার টাকা আয় করতে পারেন। কারন এই ক্যাটাগরি চ্যানেলে অনেক দামি দামি বিজ্ঞাপন এসে থাকে এবং এই বিজ্ঞাপন গুলির RPM অনেক বেশি হয়ে থাকে। ( RPM মানে ১০০০ জন ইউসার বিজ্ঞাপন টি দেখার জন্য কত টাকা দেওয়া হবে ) .
2. ব্যাঙ্কিং টিপস ( Banking Tips )
বর্তমানে বিভিন্ন মানুষ নিজের উপার্জন ও টাকা নিয়ে অনেক সতর্ক, এখানকার দিনে কোন মানুষ নিজের কাছে টাকা রাখার তুলনায় ব্যাংকে টাকা রাখা বেশি সুরক্ষা মনে করে। তাই আপনি যদি ব্যাংকার খবর বা তথ্যর উপর ইউটিউবে চ্যানেল তৈরী করেন তাহলে আপনি খুব সহজে অনেক সংখক সাবস্ক্রাইব পেয়ে থাকবেন।
যেকোন ব্যক্তিকে বলুন ব্যাঙ্ক বিষয়ে জড়িত যেকোন তথ্য বা ভিডিও সম্পূর্ণ নিয়ে থাকে তাতে ভিডিও ৫ মিনিটের হোক বা ১০ মিনিটের কোন মেটের করে না। আপনাকে কিছুই করতে হবে না কেবল ব্যাঙ্ক থেকে আশা অফিসিয়াল নিউস গুলিয়ে ইউটিউবের মধ্যে নিজের মতো করে শেয়ার করতে হবে।
আয়- এই চ্যানেল থেকে ও আপনি কম বেশি করে মাসে ১০,০০০ থেকে ১৫,০০০ হাজার টাকা খুব সহজ পদ্ধতি করে উপার্জন করে থাকবেন। কারন এখানে বিভিন্ন ইউসারা সম্পূর্ণ দেখে থাকে ফলে আপনি এখানে NonSkip Ads লাগিয়ে বেশি টাকা আয় করতে পারবেন। NonSkip বিজ্ঞাপনে সবচাইতে বেশি RPM দেওয়া হয়।
3. গেমিং টিপস ( Gaming Tips )
বর্তমানে বিভিন্ন ইউসারা কোন না কোন গেম প্লাটফর্মে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে থাকে এবং এই সমস্থ Game টিপস নেওয়ার জন্য তারা ইউটিউব থেকে টিপস নিয়ে থাকে। বিভিন্ন এক্সপার্টদের মতে বলা হচ্ছে ২০২১ সালে গেমিং ইন্ডাস্ট্রতে অনেক ট্রেন্ডিং থাকবে।
আমরা দেখে থাকি আই দিন একটা না একটা গেম প্লে স্টোরে লঞ্চ হয়ে থাকে এবং এই গেম কে প্রমোট করার জন্য গুগল Ads এর মাধ্যেম Promotion করে থাকে। আপনাকে কেবল এখানে গেম খেলতে হবে এবং সেটিকে কোন Mobile Screen Recoder এর সাহায্যে Recode করে ইউটিউবে উপলোড করে দিতে হবে।
বন্ধুরা ট্রেন্ডিং থাকা মানে আপনি বুঝতেই পারছেন এই গেমিং র বিজ্ঞাপনের RPM কিরকম থাকবে। এখানে আপনি খুব সহজে মাসে ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার টাকা আয় করতে পারেন। বন্ধুরা টাকার অঙ্ক দেখে মনে বা বিশ্বাস হচ্ছে না যে এতো টাকা আয় করা সম্ভব। তাহলে আপনার বিশ্বাস করা বা না করা কোন চাই আসে না যারা আয় করার তারা ঠিক আয় করে চলেছে।
4. Vlog Video
বন্ধুরা Vlog মানে আসা করি বুঝতে পেরেছেন যেসব ভিডিও তে Creator রা বিভিন্ন জায়গা বা Tour করে ভিডিও বানিয়ে থাকে সেগুলিকে Vlog বলা হয়। আপনি এই টপিক টির উপরে কাজ করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে ভালো টাকা আয় করতে পারবেন।
কারন এই সব ধরনের ভিডিও অনেকই পছন্দ করে থাকে এবং বিভিন্ন জায়গার তথ্য সরাসরি ভাবে জানতে পারে। বর্তমানে অনেকেই এই ক্যাটেগরির উপরে কাজ করছে। competition থাকলেও এখানে আপনি খুব তাড়াতাড়ি Grow হতে পারবেন।
আয়- বন্ধুরা এই ক্যাটেগরির চ্যানেলে আপনি অনেক টাকা আয় করতে পারেন মাসে কম বেশি করে ১ লক্ষ টাকা পর্যন্ত টাকা আয় করতে পারবেন। এই টপিক ভিডিতে বেশি টাকা আয় করে কারন রয়েছে। যেটি হল এই টপিকের ভিডিও অনেক বড় হয়ে থাকে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত ফলে এখানে আপনি একাধিক মাল্টিপল বিজ্ঞাপন লাগাতে পারেন ভিডিওর মধ্যে।
5. হোম ডেকোরেশন টিপস ( Home Decoration Tips )
বন্ধুরা আমরা বাঙালি মানেই বিভিন্ন রোম্যাচক আচার আচরণের সাথে জড়িত যার মধ্যে একটি হল সুন্দর ঘর বাড়িতে বসবাস করা। কথাতেই বলে বাঙালির বাড়ি ,তাই অনেকেই চাই নিজের বাড়িকে কিভাবে সুন্দর রাখতে পারে।
আপনি যদি এই ক্যাটেগরিতে চ্যানেল বানিয়ে সেখানে বাড়ির বিষয়ে জড়িত যেকোন টিপস আপনি দিতে পারেন যেমন - বাড়িতে কোন ধরনের TV ভালই লাগবে, দেওয়ালে কোন রং দেওয়া যায়, বাড়ির বাগান কিভাবে সুন্দর করে সাজাতে হয় ,
আয়-এখানে আপনি Vlog ক্যাটেগরির মতো টাকা আয় করে থাকবেন এবং তার সাথে আপনি এখানে Affiliate marketing করতে পারেন , যেমন কোন Tv বিষয়ে টিপস দিলেন এবং ভিডিওর মধ্যে বলেন যে এই TV অনলাইন থেকে কিনতে চাইলে নিচে ডেসক্রিশনে তার লিংক দেওয়া রয়েছে। আবার কোন ইউসার এই লিংকের মাধ্যমে TV টি তাহলে আপনি সরাসরি কমিশনের মাধ্যমে টাকা আয় করতে পারেন।
6. Women মেকআপ টিপস ( Make Up Tips )
আপনি যদি একজন মেয়ে হয়ে থাকে তাহলে জানেন মেয়েরা তাদের রূপ চর্চা নিয়ে কতটা Serius, আপনি এর মধ্যে যেকোন একটি টপিক উপর কাজ করেন তাহলে আপনি এখানে ভালো একটা টাকা উপার্জনের জায়গা করে নিতে পারেন। যেমন Nail Art, Hair Tips , Facewash, Suns Creem .
আয় - বন্ধুরা এই ক্যাটেগরির উপরে যদি কাজ করেন তাহলে কম বেশি করে মাসে আপনার অবশ্য ২৫,০০০ টাকা এসে যাবে।
7. ফিনান্স ( Finance )
বন্ধুরা সবচাইতে বড় ও সব থেকে বেশি টাকা উপার্জন করার ক্যাটাগরি। বর্তমানে বিভিন্ন ব্যক্তি যেকোন জায়গার থেকে ফিনান্স এর বিষয়ে তথ্য নিতে থাকে। এখানে আপনি আবার অনেক ছোট ছোট Niche পেয়ে যাবেন ,যেমন - মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক ডিপোজিট ,ইন্সুরেন্স, Cryptocurrency ও আরও অনেক Niche.
বন্ধুরা আপনি যদি এখানে একটি Niche Select করে কাজ শুরু করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে থাকবেন কারন এই ক্যাটাগরি তে এখন পর্যন্ত বেশি Competition নেই হিন্দি ভাষা মটোমুটি এর Competition দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের বাংলা ভাষায় একেবারে নেই।
আয় - বন্ধুরা আপনি যদি এই ক্যাটাগরি তে কাজ শুরু করেন তাহলে এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন ,এখানে টাকার কোন লিমিট নেই। আপনার যদি ১ হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলেও আপনি এখানে থেকে মাসে সর্ব নিম্ন ১০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
Conclusion
বন্ধুরা আপনাদের কে এই তথ্য টি আমি কোন হাওয়াতে বলিনি ,খুব ডিপ রিসার্চ করে তার ভিত্তি তে জানানো হয়েছে। এবং আপনি যদি এই সমস্থ চ্যানেল গুলি বাংলাতে শুরু করেন তবেই সাফল্যে পাবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন বাংলা ভাষাতে টাকা আয় করে যাবে না তাই তারা হিন্দি ভাষা টি বেছে নেই।
কিন্তু আপনি বলতে পারি যে হিন্দি ভাষার তুলনায় বাংলায় অনেক সুযোগ রয়েছে কারন পশ্চিমবঙ্গে ১২ কোটি জনসংখ্যা রয়েছে এবং বাংলাদেশে প্রায় ১৬ কোটি মোট ২৮ কোটি ইউসার পেয়ে থাকবেন তার মধ্যে ১% ইউসার কেউ টার্গেট করি তাহলেও আপনি এখানে ভালো একটা জায়গা করে নিতে পারেন।
তাহলে বন্ধুরা ৭টি সেরা ইউটিউব চ্যানেল ক্যাটাগরির আইডিয়া 2021 ভালো লেগে থাকে তাহলে অবশ্য পোস্ট টিকে শেয়ার করুন।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.