অবশেষে দীর্গ অপেক্ষার পর ভারতের হয়ে টোকিও অলিম্পিক ২০২০ প্রথম স্বর্ণ পদক নিয়ে এলেন নীরাজ চোপড়া। শনিবারের জ্যাভেলিন থ্রোও প্রতিযোগিতার দ্বিত...

ভারতের হয়ে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতলেন নীরাজ চোপড়া ( Neeraj Chopra )

ভারতের হয়ে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতলেন নীরাজ চোপড়া ( Neeraj Chopra )

ভারতের হয়ে দীর্গ ১৩ বছরের পর টোকিও অলিম্পিক থেকে স্বর্ণ পদক জিতলেন নীরাজ চোপড়া, ভারতের হয়ে প্রথম বার জ্যাভেলিন প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি

ভারতের হয়ে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতলেন নীরাজ চোপড়া ( Neeraj Chopra )

8 10 99

 অবশেষে দীর্গ অপেক্ষার পর ভারতের হয়ে টোকিও অলিম্পিক ২০২০ প্রথম স্বর্ণ পদক নিয়ে এলেন নীরাজ চোপড়া। শনিবারের জ্যাভেলিন থ্রোও প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৭ মিটারের মিলস্টোন অতিক্রম করে ভারতের হয়ে ২০২০ টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতলেন তিনি। 

ভারতের ইতিহাসে এই প্রথম বার জ্যাভেলিন প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেন কোন ভারতীয়। প্রথম রাউন্ডে নীরাজ ৮৭.০৩ মিটারের রেকর্ড বানিয়ে অন্য দের থেকে অনেকটাই এগিয়ে ছিলেনা তিনি তারপর পরবর্তী দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৭ মিটারের রেকর্ডের সাথে প্রথম স্থান অধিকারে করে স্বর্ণ পদক জিতলেন তিনি। 

Neeraj Chopra
Image Credit by- indiatoday.in

এর আগে ভারতের হয়ে ব্যক্তিগত স্বর্ণ পদক জিতেছেন ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা যেটি তিনি শুটিংয়ে প্রতিযোগিতায় জিতেন। দীর্গ ১৩ বছরের অপেক্ষা কাটিয়ে অবশেষ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন নীরাজ চোপড়া । 

এছাড়াও ভারতের আরও ৮টি স্বর্ণ পদক রয়েছেন যেটি ভারতীয় হকি প্রতিযোগিতায় নিয়ে এসেছেন সব মিলিয়ে ভারতে মোট অলিম্পিকে স্বর্ণ পদকের সংখ্যা ১০ টি। 

২০২০ টোকিও অলিম্পিক জ্যাভেলিন থ্রোও নীরাজের স্থান 

প্রতিযোগিতার শুরুর দিকেই নীরাজ ভালো স্থানে রয়েছে। প্রথম রাউন্ডে ৮৭.০৩ ও দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৭ মিটারে গন্ডি অতিক্রম করে প্রথম স্থান দখল করে। 

নীরাজের পাশাপাশি আরও বিভিন্ন দেশের খেলোয়াড় রা খুব কাছাকাছি ছিলেন যেমন - 2.ভেদলেজছ জাকুব ( চেক প্রজাতন্ত্র ) - ৮৬.৬৭ মিটার , 3. ভেসিলি ভিটেজসলাভ ( চেক প্রজাতন্ত্র ) - ৮৫.৪৪ মিটার , 4.ওয়েবার জুলিয়ান ( জার্মানি )-৮৫.৩০ মিটার, 5. নাদীম আরশাদ ( পাকিস্তান ) - ৮৪.৬২ মিটার, 6. কাটকাভেটস অলিআক্সেই (বেলারুশ ) - ৮৩.৭১ মিটার , 7. মার্ডারে এন্ড্রিয়ান (মলডোভা )- ৮৩.৩০ মিটার , 8. এটিলাটালো ল্যাসি ( ফিনল্যাণ্ড ) - ৮৩.২৮ মিটার , 9. ভিটার জোনানাস ( জার্মানি )- ৮২.৫২ মিটার, 10. মিলেস্কা পাভেল (বেলারুশ ) - ৮২.২৮ মিটার ,11. কিম ( সুইডেন ) - ৭৯.৬৯ মিটার , 12. আলেক্সান্ড্রা মিহায়তা ( রোমানিয়া ) ৭৯.২৯ মিটার। 

নীরাজের এই সাফল্যে জন্য অভিনন্দন জানিয়ে ছেন ভারতের বর্তমান প্রধান মন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সহ  আরও বিশেষ ব্যক্তিরা। যেখানে মাননীয়া প্রদান মন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার শারীরিক বিষয় ও তার অলিম্পিকের মতো বড় মঞ্চে আসার জার্নির বিষয়ে আলোচা করেন। 

নীরাজ চোপড়ার পরিবারে সমর্থন

নীরাজ ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলার অন্তগত খান্দরা গ্রামে জন্ম। যেখানে নীরাজ ছোট বেলা থেকে খুবই স্বাস্থ্যকর। যেখানে ১২ বছর বয়সে নীরাজ পুষ্টি যুক্ত খাবার খেয়ে নিজের ওজন ৮০ কেজি করে তোলে। 

তার পাশাপাশি নীরাজ খেলা ধুলো করায় অনেকে ভালো ছিলেন এবং পরবর্তী সময়ে তার বাবা সতীশ চোপড়া ছেলের এই খেলা ধুলার প্রতি সমর্থন জানায়। 

এবং ২০১১ সালে নীরাজের কাকা ভীম চোপড়া তাকে নিয়ে যান পানিপথ স্পোর্টস স্টেডিয়ামে যেখানে তার এই খেলার প্রশিক্ষণ হয়। 

নীরাজ জেলার এই স্পোর্টস স্টেডিয়ামে প্রতিদিন  ট্র্যাক এন্ড ফিল্ডে  প্রশিক্ষণের জন্য আসতেন। নীরাজের এই অক্লান্ত কঠোর পরিশ্রমে ফলেই আজ এতো বড় জয়ের মুখ দেখলেন তিনি। 

নীরাজ কে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.