বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো গুগল এডসেন্স মানে কি ? এবং  কোন কোন কাজের ক্ষেত্রে আমার এটিকে ব্যবহার করে থাকি ও এর থেকে আমার কিভাবে টাকা আয় ক...

What Is Google Adsence | এডসেন্স কি?

What Is Google Adsence | এডসেন্স কি?

জেনে নিন what Is google Adsence,এডসেন্স কি? কিভাবে আপনি নিজের ওয়েবসাইটের জন্য এই একাউন্টটি বানাবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য।

What Is Google Adsence | এডসেন্স কি?

8 10 99

বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো গুগল এডসেন্স মানে কি? এবং  কোন কোন কাজের ক্ষেত্রে আমার এটিকে ব্যবহার করে থাকি ও এর থেকে আমার কিভাবে টাকা আয় করে থাকি সমস্থ কিছু তথায় জেনে নেব এই আর্টিকেল টির  মাধ্যমে। 

তাহলে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পেশাগত ভাবে একজন ব্লগার বা ইউটিউবার। যেকোন ব্যক্তিকে বলুন কোন কাজ করে যাতে সেখান থেকে টাকা উপার্জন করতে পারে। ঠিক সে রকম এখানেও হয়ে থাকে ব্লগার ও ইউটিউবের ক্ষেত্রেও। 

আমরা সবাই জানি ব্লোগ্গিং ও ইউটিউব থেকে টাকা আয় হয়ে থাকে যেটি গুগল এডসেন্স এর মাধ্যমে দিয়ে থাকে কোন Creator দের। 

গুগল কেবল ব্লোগ্গিং ও ইউটুবের জন্য শুধু মাত্র এডসেন্স থেকে টাকা দিয়ে থাকে। তাহলে কিভাবে গুগল এডসেন্স কাজ করে থাকে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য এই পোস্ট টির মাধ্যমে জেনে নেব- What Is Google Adsense - এডসেন্স কি?

What Is Google Adsence - এডসেন্স  কি?

এডসেন্স এটি গুগলের প্রোডাক্ট যেটির মাধ্যেম Creator দের বিজ্ঞাপনের Ads Revenue টাকা দিয়ে থাকে। এই বিজ্ঞাপন আপনি গুগলের দুটি প্লাটফর্মে চালাতে পারেন ওয়েবসাইট বা Youtube এর মধ্যে। 
Google Adsence

একজন ব্যক্তির ক্ষেত্রে গুগল adsence একাউন্ট একটির বেশি বানানো সম্ভব নয়। কারন এক ব্যক্তির নামে গুগল কেবল একটি একাউন্ট ID দিয়ে থাকে। কোন কারন বসত একের বেশি দুই একাউন্ট বানানোর চেষ্টা করেন সেক্ষত্রে দ্বিতীয় একাউন্ট টির Request Reject করা হবে। 

একজন ব্লগার ক্ষেত্রে গুগল এডসেন্স এর মাধ্যমে তার ওয়েবসাইটে নিজের প্রয়োজন মত বিজ্ঞাপন লাগাতে পারে কিন্তু Youtube এর মধ্যে এই রকম কোন বিকল্প থাকে না বিজ্ঞাপন লাগানোর। 

Google Adsence কিভাবে কাজ করে 

গুগল হচ্ছে বিশ্বের সবচাইতে বড় সার্চ ইঞ্জিন। তাই গুগলের কাছে বিভিন্ন ইউসারের ডেভিসের IP address এর পাশাপাশি সমস্ত ডাটা store হয়ে থাকে তার নিজেস্ব সার্ভারে। যার কারনে গুগলের সহজ হয় কোন ইউসার বিজ্ঞাপন দেখানো। 

সাধারণত গুগল এডসেন্স এর জন্য Artificial Intelligence টেকনোলজির ব্যবহার করা হয় যার কারন গুগল তার বিজ্ঞাপন সঠিক ইউসার কে তার রুচি অনুযায়ী বস্তুর বিজ্ঞাপন দেখিয়ে থাকে। 

গুগল কোন ইউসার বা ব্যক্তিকে বিজ্ঞাপন দেখানোর আগে সেই ইউসারের IP Address এর মাধ্যমে Cookie data Collect করে। যে ইউসার কোন বিষয়ে ইন্টারনেট সার্চ করছে  বা কোন ধরনের ইনফরমেশন অনলাইন বেশি দেখছেন। 

 সেই ইউসারের সার্চ ইনটেন্ট এর পরিপেক্ষিতে বা Behaviour ভিত্তিতে গুগল বিজ্ঞাপন দেখিয়ে থাকে। অনেক সময়ে দেখে থাকি যে আমার যে বিষয়ে ইন্টারনেটে সার্চ করে থাকি বা কোন প্রোডাক্টের ইনফরমেশন সার্চ করে থাকি, তারপর কিছু সময় পরে কোন অনলাইন সাইটে আমরা ভিসিট করে তাহলে আমরা সেখানে আমাদের রুচি অনুযায়ী বিজ্ঞাপন দেখতে পাই। যেটি সম্পূর্ণ ভাবে Cookie data এর সাহায্যে দেখিয়ে থাকে ,এই cookie Data ১ দিন থেকে শুরু করে ৩০ পর্যন্ত আপনার IP Address এ Save হয়ে থাকে।

মনে করুন আপনি একটি মোবাইল ফোন গুগল অথবা কোন E-commerce সাইটে সার্চ করলেন তারপর সেখান থেকে তথ্য নিয়ে বেরিয়ে চলে এলেন। তারপর ঠিক এক দু মিনিটে পরে ইন্টারনেতে কোন ব্লগ পড়ছেন বা ইউটিউবে ভিডিও দেখছেন সেখানে  আপনাকে সেই সার্চ করা মোবাইলের বিজ্ঞাপন দেখিয়ে থাকে। যেটি সরাসরি গুগল আপনার সার্চ ইনটেন্ট কে কেন্দ্র করে Cookie মাধ্যমে দেখিয়ে থাকে। 

বর্তমানে আমরা ধরে নিতে পারি গুগল একটি Human ইনটেন্ট এর উপর কাজ করে। 

গুগল এডসেন্স কিভাবে টাকা দিয়ে থাকে 

বন্ধুরা গুগলের বিজ্ঞাপন মোট দুটি প্লাটফর্মের উপর ভিত্তি করে কাজ করে থাকে যেটি হল - ( i ) Google Adword, (ii ) Google Adsence.

প্রথমে গুগল Adword এর মাধ্যেমে কোন Advertiser ( বিজ্ঞাপনদাতার ) কাছ থেকে বিজ্ঞাপন চালানোর অর্ডার নিয়ে থাকে ,যেটির সম্পূর্ণ ভাবে গুগল দায়িত্ব থাকে বিজ্ঞাপন টি পরিচালনা করার কিন্তু Primary Control থাকে Advertiser এর কাছে। 
যে একটি বিজ্ঞাপন কত টাকা খরচ করবে, কত সময়ের জন্য Ads চলবে,এবং কোন উজারদের ও কোন Location এ দেখানো হবে সমস্থ কিছু। 


দ্বিতীয় Google Adsence এই প্লাটফর্ম টির মাধ্যমে গুগল ইউসার দের বিজ্ঞাপন দেখিয়ে থাকে। গুগল এই বিজ্ঞাপন দেখানোর আগে যে ব্লগ বা ওয়েবসাইটেঁ বিজ্ঞাপন দেখাবে সেই সাইটের Monetization Role সম্পন্ন থাকতে হবে। 

ওয়েবসাইটের ক্ষেত্রে Creator নিজের মতো করে ব্লগের মধ্যে বিজ্ঞাপন লাগিয়ে ক্লিক ও Impression এর মাধ্যেমে টাকা উপার্জন করতে পারে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কেবল Impression মাধ্যেমই টাকা আয় করা হয়। 

এই গুগল এডসেন্স এর মধ্যে উপার্জন টাকা একটি সঠিক সময়ের মধ্যে সরাসরি নিজের ব্যাঙ্ক একাউন্টে এসে থাকে। 

গুগল এডসেন্স একাউন্ট কিভাবে বানাবো 

গুগল এডসেন্স একাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনাকে একটি Website/Blog বা Youtube চ্যানেল থাকতে হবে। এই দুই প্লাটফর্মের মাধ্যমে গুগলের Adsence Program এ Register করতে পারবেন। 

ইউটিউবের ক্ষেত্রে সরাসরি সেখান থেকে এই এডসেন্স এ Register হতে পারেন। কিন্তু ওয়েবসাইটের বা ব্লগের ক্ষত্রে আপনাকে গুগল এডসেন্সের ওয়েবসাইটে  গিয়ে Register হতে হবে। যেখানে আপনার একটি Google Account থাকতে হবে এবং এটি স্থানীয় ভাবে হয়ে থাকে। 

তারপর আপনার ওয়েবসাইটের  URL টি submit করার পর সেখানে একটি HTML কোড দেওয়া হবে যেটিকে আপনাকে আপনার ব্লগের HTML কোডিং এর Head সেকশনে Add করতে হবে ,যেটির থেকে আপনার সাইট টিকে গুগল অফিসিয়ালি ভালো Check করবে যে আপনার সাইটে কিধরনের Content পোস্ট হচ্ছে এবং আপনার সাইট Adsence এর জন্য উপযুক্ত কিনা। 

একবার আপনার ওয়েবসাইট গুগল এডসেন্স এর জন্য Approval হয়ে গেলে সেখানে আপনি নিজের প্রয়োজন মতো Ads Unit তৈরি করে বিজ্ঞাপন লাগাতে পারেন অথবা আপনি Auto Ads ব্যবহার করতে পারেন যেটি গুগল সরাসরি  আপনার সাইটে বিজ্ঞাপন গুলি Place করে থাকে। 

অবশ্য আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রয়োজন ও লোভের বেশি বিজ্ঞাপন ব্যবহার করলে আপনার সাইট টি সাসপেন্ড হতে পারে। 

গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকে 

বন্ধুরা কোন ব্লগ বা ইউটিউবের থেকে টাকা আয় করার পর সেখানে টাকা এডসেন্স থেকে ব্যাঙ্ক একাউন্ট আসা পর্যন্ত অনেক পদ্ধতি রয়েছে। গুগল এডসেন্স একাউন্ট এ প্রথম ১০ ডলার হওয়ার পর আপনাকে গুগল এডসেন্স একাউন্ট টিতে Adsence Pin এর মধ্যে Verify করতে হবে। 

Google Adsence Pin মানে কি?

বন্ধুরা গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা নেওয়ার আগে গুগল এটা যাচাই করে যে ব্যক্তির নামে একাউন্ট টি রেজিস্টার করা হয়েছে সেই ব্যক্তি আসলে কি সেই ঠিকানায় উপস্থিত বা সঠিক ব্যক্তি। 
এটি যাচাই করার জন্য গুগল ব্যক্তির স্থায়ী ঠিকানায় ভারতীয় পোস্টের মাধ্যমে  একটি চিঠি পাঠিয়ে থাকে যার মধ্যে একটি গোপন পিন নম্বর দেওয়া থাকে যেটি ৬ ডিজিটের হয়ে থাকে। যেটির সাহায্যে গুগল এডসেন্স একাউন্টে কে verify করতে হয়। এই চিঠি টি বা পিন নম্বর টি সেই মুহূর্তে আসে যখন আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার আয়  হয়ে থাকে। 

Bank একাউন্ট Verify 

বন্ধুরা এডসেন্স একাউন্টে পিন ভেরিফাই করার পর পরবর্তী স্টেপে আপনাকে ব্যাঙ্ক একাউন্ট details দিতে হবে। যেখানে আপনাকে ব্যাঙ্ক একাউন্ট নম্বর, IFSC Code ও Swift Code দিতে প্রক্রিয়া টিকে সম্পূর্ণ করতে হবে। তারপর আপনার এডসেন্স অক্কোউন্টে ১০০ ডলার আয় হয়ে গেলে সরাসরি আপনার ব্যাঙ্ক চলে আসবে। 

Swift কোড মানে কি? - বন্ধুরা swift Code মানে হলে এমন একটি পিন কোড যার সাহায্যে ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়া হয়। এই Swift কোডের সাহায্যে রাষ্ট্রীয় ব্যাংক গুলিতে ইন্টান্যাশনাল পেমেন্ট  সক্রিয় করা হয়। এই swift কোড ছাড়া কোন মতে ইন্টারন্যাশন টাকা নেওয়া সম্ভব নয়। 

এই Swift Code একাধিক ব্যাংকার ভিন্ন ভিন্ন হয়ে থাকে ,যদি কোন কারনে আপনার স্থানীয় ব্যাংকে Swift Code না থাকে তাহলে আপনি সেই ব্যাংকার Main ব্রাঞ্চের Swift Code  দিতে পারেন তাতে কোন সমস্যা নেই। 

Conclusion

তাহলে বন্ধুরা আশাকরি বুঝতে পারলেন What Is Google Adsence ,এডসেন্স কি? এবং কিভাবে গুগল তার এই প্রোডাক্টের মাধ্যমে ইউসার দের টাকা দিয়ে থাকে ও কি কি রয়েছে এর নিয়ম। এই বিষয়ে কোন রূপ প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যেমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.