বন্ধুরা বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইন ট্রেন্ডিং করে টাকা আয় করতে চাই কিঁন্তু সঠিক কোন তথ্য না থাকার কারনে তারা এই ট্রেডিং...

Trading Meaning In Bengali 2021 | ট্রেডিং ব্যবসা কি?

Trading Meaning In Bengali 2021 | ট্রেডিং ব্যবসা কি?

Trading Meaning In Bengali 2021,ট্রেডিং মানে কি? কিভাবে ট্রেডিং করতে হয় এবংকিভাবে শেয়ার কেনা বেচা করা হয়,ট্রেডিং একাউন্ট ও ডিমেট একাউন্ট কি।

Trading Meaning In Bengali 2021 | ট্রেডিং ব্যবসা কি?

8 10 99

  বন্ধুরা বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইন ট্রেন্ডিং করে টাকা আয় করতে চাই কিঁন্তু সঠিক কোন তথ্য না থাকার কারনে তারা এই ট্রেডিং থেকে টাকা উপার্জন করতে পারে না বা অনেকেই এই ফিল্ডে টাকা উপার্জন করার জন্য আসে না। 

অনেকই বলে থাকে যে ট্রেডিং বা শেয়ার মার্কেট থেকে টাকা আয় করা অনেক জটিল ও অনেক Risk হয়ে থাকে ,কথাটি কিন্তু সম্পূর্ণ ভাবে ভুল নাই। আপনার যদি ট্রেন্ডিং বিষয়ে ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য এখানে টাকা আয় করা অনেক জটিল হয়ে থাকবে। 

তাই আজকে আমরা এই আর্টিকেল টির মাধ্যমে জন্য ট্রেন্ডিং বিষয়ে সম্পূর্ণ তথ্য Trading Meaning In Bengali -ট্রেডিং কি? এবং কিভাবে করতে হয়। 

 Trading Meaning In Bengali -ট্রেডিং কি?

বন্ধুরা ট্রেন্ডিং মানে হল ব্যবসা করা,যেটি সাধারণত আমরা শেয়ার বাজারে করে থাকি। ট্রেন্ডিং একটি অন্য প্রকারের ব্যবসা যেটি আপনি সরাসরি শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মাধ্যমে করে থাকি। 
সাধারণ ব্যবসার মতো এই ব্যবসাতেও আপনাকে প্ৰথমে নিজের প্রয়োজন মতো টাকা বিনিয়োগ করতে হবে তার পর সেটিকে বিক্রি করে উপার্জন করে থাকবেন।

ভারতে ট্রেন্ডিং ব্যবসার করার একটি সঠিক সময় রয়েছে যেখানে আপনাকে এই সঠিক সময়ের মধ্যে কোন কোম্পানির শেয়ার কিনতে পারেন বা বেচতে পারেন। সাধারণত এই ব্যবসার সময়ে ৯.১৫ মিনিট থেকে দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত এই ব্যবসায় লেনদেন করতে পারবেন। 
trading Meaning


শেয়ার বাজারে কোন কোম্পানির শেয়ার বা স্টক কেনার জন্য ট্রেন্ডিং একাউন্ট এর প্রয়োজন হয়ে থাকে। যেটির মাধ্যমে আপনি খুব সহজে যেকোন কোম্পানির স্টক কিনতে এবং বিক্রি করতে পারবেন। 

সরল ভাষাতে বুঝতে গেলে ট্রেন্ডিং মানে কোন বস্তু বা সেবা কে মুনাফায়  আয় করার জন্য কেনা বেচা করা কে ট্রেডিং বলা হয়। এখানে কেনা বেচা প্রক্রিয়া করা ব্যক্তিকে Trader বলা হয়। 

আমরা আমাদের আশেপাশে দেখে থাকি কোন ব্যক্তি সবজি অথবা অন্য যেকোন নিত্যপ্রয়োজন বস্তু বিক্রি করে থাকে। যেখানে সেই ব্যক্তিটি বাজার  থেকে সবজি টিকে কম দামে কিনে নিয়ে আসছে এবং আমাদের কে বেশি মূল্যে বিক্রি করে থাকে। এখানে কেনা বেচা কে ট্রেন্ডিং বলতে পারেন এবং সেই ব্যক্তি  কে Trader বলতে পারেন কারন এটিও এক ধরনের ট্রেডিং। তাহলে বুঝতে পেরেছেন Trade meaning in Bengali.

ট্রেডিং কয় প্রকারের হয় - Types Of Trading 

Trade Meaning in Bengali এই আর্টিকেল মাধ্যমে আমরা জেনে নেব বর্তমানে ট্রেন্ডিং কয় প্রকারের হয়ে থাকে ও কি কি?
সাধারণত ট্রেডিং তিন প্রকারের হয়ে থাকে -
  • Intraday Trading
  • Positional Trading 
  • Short Term Trading Or Swing Trading 

Intraday Trading

যে শেয়ার কিনে একই দিনে সেই শেয়ার বেঁচে দেওয়া হয় এই ট্রেডিং প্রক্রিয়া কে Intraday Trading বলা হয়ে থাকে। এই ট্রেডিং র মাধ্যমে কোন শেয়ার কে কিনে সেই একই দিনে Sell করে থাকতে হয়। 

সাধারণত শেয়ার এই প্রক্রিয়া টি সকাল ৯.১৫ থেকে দুপুর ৩.৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ লেনদেন হয়ে থাকে। যেখানে কোন Traders খুব সহজে এই কিছু ঘন্টার মধ্যে কোন কোম্পানির শেয়ার কে কিনে আবার সেটি বিক্রি করতে পারে। 

ভারতীয় স্টক মার্কেট যেকোন সময়ে শেয়ারর Price এর মধ্যে অনেক Up And Down দেখতে পাওয়া যায় তাই কম সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন করার জন্য এটি অনেক কার্যকরী প্রমাণিত হয়ে থাকে। 

লাভের পাশাপাশি এখানে অনেক ক্ষতিও হয়ে থাকে কারন কেন শেয়ার কেনার সময় যে মূল্য থাকে তার ২ ঘন্টা পর সেই শেয়ার price বেশি নাও হতে পারে। তাই টাকা আয় করা এখানে অনেক ঝুঁকিও হয়ে থাকে। 

ট্রেডিং কি ভিডিওর মাধ্যমে বোঝার জন্য এখানে ক্লিক করুন 

Positional Trading

শেয়ার বাজারে যে স্টক কেনার প্রক্রিয়া ১ দিন থেকে শুরু করে  ১ সপ্তাহের মধ্যে হয়ে থাকে তাকে Positional Trading বলে হয়। 

মনে করুন আপনি আজকে কোন শেয়ার কিনলেন আবার সেটিকে ৫ দিন বা সাত দিন পরে বিক্রি করলেন এই প্রক্রিয়াটি Positional Trading  এর মধ্যে পড়ে থাকে। 

এই প্রকারের ট্রেডিং করার জন্য Demat Account প্রয়োজন হয়ে থাকে কারন কোন শেয়ার বা স্টক কে কেনার পর সেটি ১ দিন থেকে ৭ দিন পর্যন্ত হোল্ড করতে বা স্টোর করতে হয়ে থাকে। 

এই ট্রেডিংএ Intraday Trading তুলনায় কম ঝুঁকি কর হয়ে থাকে কেননা এখানে কোন শেয়ার কে কেনার পর সেটিকে বেচের জন্য ৭ দিন পর্যন্ত সময় পেয়ে থাকেন। ফলে শেয়ার Price অনেক কম বেশির Trending দেখতে পাওয়া যায়। 

Positional Trading এ কেনা কোন শেয়ার সরাসরি আপনার Demat Account এর মধ্যে স্টোর হয়ে থাকে যেটি কিছু ঘন্টায় ব্যবধানে হয়ে থাকে। 

Short Term Trading বা Swing Trading 

swing trading meaning in Bengali-শেয়ার মার্কেটে কোন শেয়ার কেনার পর সেটি ১ সপ্তাহ থেকে ৩০ দিনের মধ্যে লেনদেন হয়ে থাকে থাকে Short Term Trading বলা হয়ে থাকে। 

এই ট্রেডিংএ কোন ট্রেডার ভালো মানের লাভের মুখ দেখতে পাওয়া যায়। সাধারণত এই ট্রেডিং এ Profit করা সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে কারন এই trad এর price up Up and Down Swing করে থাকে তাই একে Swing Trading বলা হয় । এবং কোন ট্রেডের কে এখানে অনেক ধের্য রাখতে হয়। 

ট্রেডিং কিভাবে শুরু করবো - How To Start In Trading 

বন্ধুরা শেয়ার বাজারের ট্রেডিং করার জন্য আপনার  মোট তিনটি ডকুমেন্টস থাকতে হবে যেটিকে ট্রেডিংর আগে তৈরি রাখতে হবে সেগুলি হল 

  • Bank Account
  • Trading Account
  • Demat Account 

Bank Account 

যেকোন টাকার লেনদেন শুরু হয় কোন সেভিং অথবা কারেন্ট একাউন্টের মাধ্যমে। যেটি কোন  ভারতীয় রাষ্ট্রীয় ব্যাংকার অধীনে হতে হবে। 

বর্তমানে ভারতে শেয়ার মার্কেটের যেকোন লেনদেন এখন অনলাইনের সাহায্যে হয়ে থাকে তাই কোন টাকা লেনদেন করার জন্য ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে হয়ে থাকে। 

ব্যাঙ্ক একাউন্ট কে ট্রেডিং একাউন্টের সাথে লিংক করা হয় যাতে টাকার লেনদেন করা যায়। 

Trading Account Meaning In Bengali 

শেয়ার বাজারে কোন কোম্পানির স্টক বা শেয়ার কেনার জন্য একটি ট্রেডিং একাউন্টের প্রয়োজন হয়ে থাকে তার সাহায্যে আপনি এই স্টক লেনদেন করে থাকে। 
Trading Inforgraphic


এই Account এ কোন রূপ স্টক কে আপনি Hold করতে পারবেন না তার জন্য আপনাকে Demat Account এর প্রয়োজন হয়ে থাকবে।  যেখান আপনি কোন শেয়ার কে ষ্টোর করতে পারবেন। 

বর্তমানে ট্রেডিং একাউন্ট বিভিন্ন Online Broker Service Party এর মাধ্যমে খুলতে পারেন। তার জন্য আপনাকে নিজের প্যান, আধার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট ও আরও অন্যান্য Documents এর প্রয়োজন হয়ে থাকবে। 

Demat Account 

কোন শেয়ার বাজারে ট্রেড করার জন্য ডিমেট একাউন্টের প্রয়োজন হয়ে থাকে কারন শেয়ার বাজারে কেনা কোন শেয়ার কে ডিমেট একাউন্ট এ স্টোর করা হয়।
    ট্রডিং একাউন্টের সাহায্যে শেয়ার মার্কেটে কোন শেয়ার কেনা বেচা করা হয় কিন্তু কোন রূপ শেয়ার কে স্টোর বা লোড করা যায় না। তাই শেয়ার বা স্টক কে হোল্ড করার জন্য ডিমেট একাউন্টের ব্যবহার করা হয়। 

শেয়ার মার্কেটের যেকোন শেয়ার শেয়ার বা স্টক ইলেকট্রনিক ডাটা ফরম্যাটে Demat Account এ স্টোর করা হয়। 

ট্রেডিং একাউন্ট ও ডিমেট একাউন্টের মধ্যে পার্থক্য কি ?- Different Of Trading & Demat Account 

শেয়ার বাজারে কেনা বেচা করার জন্য Trading Account ও Demat Account এই দুটি য্থাকা খুবই প্রয়োজন কারন এই দুটি একাউন্ট ছাড়া ট্রেডিং করা সম্ভব নয়। 
Trade Bengali Meaning এই আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নেব এই ট্রেডিং একাউন্ট ও ডিমেট একাউন্টের মধ্যে অন্তর কি রয়েছে -


কোন ট্রেডার শহরে মার্কেটে ট্রেডিং একাউন্টের মধ্যে কেবল ট্রেড করতে পারবেন মানে লিন্ডেন প্রক্রিয়া করতে পারবেন। এখানে কোন রূপ শেয়ার অথবা স্টক কে স্টোর করা যাবেন না। 

অন্য দিকে Demat Account আমরা শেয়ার বাজারে কেনা কোন স্টক কে ইলেকট্রনিক ডাটা ফরম্যাটে স্টোর করে রাখা হয়। এবং সমস্থ কিছু শেয়ারর Summary Maintenance করে থাকি। 

Conclusion

তাহলে আপনারা এই আর্টিকেলের মাধ্যমে বুঝতে পেরেছেন Trading Meaning In Bengali বা ট্রেডিং কি?, এবংজানলেন যে ভারতীয় শেয়ার বাজারে ট্রেড করার জন্য কেন এই ট্রেডিং একাউন্ট এর প্রয়োজন হয়ে থাকে।Bengali meaning of trade এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.