একটি ব্যবসা অথবা কোম্পানি তৈরি করার জন্য একাধিক বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়ে থাকে যে গুলিকে ব্যবহার করে একটি উপযুক্ত ব্যবসা অথবা কোম্পানি তৈর...

Assets Meaning In Bengali 2021| Assets মানে কি?

Assets Meaning In Bengali 2021| Assets মানে কি?

Assets Meaning In Bengali 2021-জানুন কোন ব্যবসার Assets মানে কি এবং কয় প্রকারের হয়ে থাকে ও কি কি? Current Assets ও Fixed Assets মানে কি?

Assets Meaning In Bengali 2021| Assets মানে কি?

8 10 99
একটি ব্যবসা অথবা কোম্পানি তৈরি করার জন্য একাধিক বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়ে থাকে যে গুলিকে ব্যবহার করে একটি উপযুক্ত ব্যবসা অথবা কোম্পানি তৈরী করা হয়। 
তাই আজকে আমরা এই আর্টিকেল টিতে জেনে নেব Assets বিষয়ে যে একটি উপযুক্ত ব্যবসা করার জন্য Assets ব্যবহার কত খানি রয়েছে। এবং কেন ব্যবসা করার জন্য Assets এর প্রয়োজন হয়ে থাকে। 

আরও জানবেন বর্তমানে ব্যবসা তে কয় প্রকারের Assets রয়েছে এবং এ গুলির ব্যবহার কিভাবে করা হয় সম্পূর্ণ তথ্য জানবেন এই Assets Meaning in Bengali পোস্ট টির মাধ্যমে। 

Assets Meaning In Bengali-Assets মানে কি?

Assets মানে হল সম্পত্তি। যেমন আমরা আমাদের  বস্তু বা অন্য কোন জিনিস কে নিজের সম্পত্তি বলে থাকি ঠিক সেরকম ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হওয়া একাধিক বস্তুকে বা অন্য কোন জিনিস কে Assets বলে থাকি বা ব্যবসার সম্পত্তি বলে থাকি। 
Assets Image

যেকোন ব্যবসা বা ব্যাপার করার জন্য আমরা বিভিন্ন ধরনের Assets ব্যবহার করে থাকি। সেই Assets টি হতে পারে সম্পূর্ণ ভাবে স্থায়ী বা অস্থায়ী। আমাদের ব্যবসায় বিভিন্ন Assets থেকে থাকে যেগুলি কোনটি দীর্গ স্থায়ী বা কোনটি অল্প স্থায়ী। 

ব্যবসায় কাজে আসা চেয়ার, টেবিল, টাকা,Investment, ব্যবসার পণ্য সমস্থ কিছু সাধারণত ব্যবসার Assets এর উদাহরণ যেগুলি কোন Business এ ব্যবহার হয়ে থাকে। 

আরও সহজ ভাবে বুঝতে লেগে আমরা ব্যবসায় যে সব সম্পত্তি তে প্রথমে টাকা বিনিয়োগ করতে এবং সেটিকে পরবর্তী অল্প বা দীর্ঘ সময়ে বিক্রি করে টাকা আয় করি সেগুলিকে Assets বলা হয়। 

Types Of Assets- Assets কয় প্রকার 

আমাদের ব্যবসা বিভিন্ন প্রকারের Assets ব্যবসার হয়ে থাকে কিন্তু তার মধ্যেও Assets কে আমরা দুই ভাগে বুঝে নিতে পারি। যেমন -
  • Current Assets 
  • NonCurrent Assets / Fixed Assets

Current Assets Meaning In Bengali 

Current Assets মানে বর্তমানে ব্যবহার যোগ্য সম্পত্তি বা একে Short Term Assets বলা হয়ে থাকে। আমাদের ব্যবসায় এমন অনেক Assets রয়েছে যেগুলিকে খুব কম সময়ের মধ্যে বিক্রি করে টাকা উপার্জন করে থাকি সেগুলি এই Cuurent Assets এর মধ্যে পড়ে থাকে। 
Assets infographic
সাধারণত এই সব Assets  ১ বছরের মধ্যে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এগুলি কম সময়ের জন্য ব্যবসায় কাজে এসে থাকে। 
  • Cash & Cash Equivalents
  • Short Term Investment
  • Office Supplies
  • Account Receivables
  • Inventory  
বর্তমানে এই Assets  গুলি ব্যবসাতে ১ বছরের বা কম সময়ের মধ্যে বিক্রি করে টাকাতে Convert করতে পারবে। 

এছাড়াও ব্যবসাতে ব্যবহার করা বিভিন্ন ধরনের Product বা পণ্য কেউ এই Current Assets এর পর্যায় ধরতে পারেন কারন যেকোন ব্যবসা করা হয় Product বিক্রি করার জন্য তাই পণ্য কে খুব অল্প সময়ের জন্য ব্যবহারে এসে থাকে। 

Non-Current Assets / Fixed Assets Meaning In Bengali 

ব্যবসায় ব্যবহার হাওয়া যেসব Assets বা সম্পত্তি দীর্গ স্থায়ী বা বেশি দিনের জন্য ব্যবহারে এসে থাকে যেগুলিকে Non-Current Assets বলা হয়। 

যেকোন প্রকারের ব্যবসাতে এই ধরনের Assets এর প্রয়োজন অনেক বেশি হয়ে থাকে এবং এই সকল Assets স্থায়ী রূপে ব্যবহার হয়ে থাকে তাই এগুলিই Fixed Assets বলা হয়। 

একটি, টাকা উপার্জনের মাধ্যম কে তখনি ব্যবসা বলতে পারেন যখন তার কাছে Fixed Assets উপস্থিত থাকবে কারন কোন ব্যবসা তৈরি হয় Fixed Assets এর মাধ্যমের উপর নির্ভর করে। যেমন -
  • জমি /Land 
  • বাড়ি / Building 
  • Furniture
  • Vehicles
  • Machinery And Equipment 
যেকোন ব্যবসার ক্ষেত্রে এইসব Assets গুলি ১ বছরের বেশি বা দীর্গ সময়ের জন্য ব্যবহারে এসে থাকে তাই এগুলিই দীর্গ স্থায়ী সম্পত্তি বলা হয়ে থাকে। কারন এই Assets গুলি যেকোন ব্যবসার মুখ্য সম্পত্তি হয়ে থাকে এবং এগুলিকে কোন ভাবেই কম সময়ের মধ্যে বিক্রি করা সম্ভব নয়। 

বিভিন্ন কোম্পানি Assets কে আবার Physical Existence Assets রূপেও ভাগ করে থাকে। 

>>Assets মানে কি ভিডিওর মাধ্যমে বুঝুন 


Physical Existence Assets Meaning In Bengali 

বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসায় ব্যবহার হওয়া যেকোন সম্পত্তি কে আবার Physical Existence Assets বলে থাকে। ব্যবসায় সহজ মাধ্যমে বোঝার জন্য এটিকেও আবার দুটি ভাগে ভাগ করে থাকে --
  • Tangible Assets 
  • Intangible Assets 

Tangible Assets 

ব্যবসার ভাষাতে যেসব Assets বা সম্পত্তি স্পর্শ ও চোখে দেখতে পেয়ে থাকি সেই সব সম্পত্তি কে Tangible Assets বলা হয়। কারন এই সব Assets  গুলি আমরা ব্যবসার কাজে দেখতে এবং স্পর্শ করতে পারি মানে যেগুলির বাস্তবিক আকার ও ব্যবহার রয়েছে। যেমন -
  • জমি /Land 
  • বাড়ি / Building 
  • Furniture
  • Vehicles
  • Machinery And Equipment 
  • Investment 

Intangible Assets -Intangible Meaning In Bengali

ব্যবসার কাজে যেসব Assets বা সম্পত্তি গুলিয়ে স্পর্শ করতে পারিনা অথবা যেগুলি বাস্তবিক কোন চরিত্রের বৈশিষ্ট নেই সেগুলিকে Intangible Assets বলা হয়। 

অর্থাৎ যেসব Assets আমরা ব্যবসার কাজে ব্যবহার করি কিন্তু কোন ভাবেই স্পর্শ করতে পারি না। সাধারণ এগুলি কে Digital Assets ও বলে পারেন। 
  • Goodwill 
  • Patent
  • Brand 
  • Copyright 
  • License
  • Trademarks   
তাহলে আপনারা জানলেন যে Assets কি কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয়ে আপনাকে জানতে হবে যেটি হল Liabilities কারন কোন ব্যবসাতে Assets এর যত খানি অবধান তার থেকে অনেক বেশি Liabilities অবদান হয়ে থাকে। তাই আমরা জেনে নেব Labilities মানে কি?

Labilities Meaning In Bengali 

Labilities মানে হল দায়িত্ব। যেকোন ব্যবসাতে অথবা কোম্পানি তে বলুন সব চাইতে গুরুত্বপূর্ণ সম্পত্তি হল Labilities কারন একটা ব্যবসা গড়ে উঠে সেই কোম্পানির দায়িত্বে উপর নির্ভর করে। 


একটি ব্যবসাতে দায়িত্ব অনেক ভাবে হয়ে থাকে। যে বর্তমানে কোন ব্যক্তি কে টাকা দিতে হবে কার কাছ থেকে টাকা নিতে হবে এবং আগামী দিনে কোন ব্যক্তির কাছে কত পণ্য বা টাকা দিতে হবে বা নিতে হবে। এই সমস্থ কিছু একটি দায়িত্বের মধ্যে পড়ে থাকে। 

Labilities কে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি -
  • Current Labilities
  • Non-Current Labilities

আরও পড়ুন- IPO মানে কি ?

Current Labilities

Current Labilities মানে বর্তমানে যে সব দায়িত্ব নেওয়া হবে সেগুলি এই Labilities মধ্যে হয়ে থাকে। 
মানে কোন ব্যক্তি ১ বছরের মধ্যে টাকা দিতে হবে। 

Non-Current Liabilities

Non-Current Labilities এই সব Labilities দীর্গ সময়ে বা ভবিষ্যে দায়িত্ব হয়ে থাকে মানে। ১০ বছর পর কোন ব্যক্তিকে টাকা দিতে হবে বা নিতে হবে এবং কোন পণ্য আগামী সময়ে দিতে হবে এই প্রকারের দায়িত্ব। 

Conclusion

তাহলে আপনারা এই Assets Meaning In Bengali এই আর্টিকেল থেকে বুঝতে পরেছেন যে Assets মানে কি? এবং কোন ব্যবসাতে কিভাবে ব্যবহার হয়ে থাকে। আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.