বন্ধুরা বর্তমানে আমাদের ভারতবর্ষের নাগরিক দের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র যেটির প্রয়োজন আমাদের যেকোন মুহূর্তে বা যেকোন কাজ...

আধার কার্ড সংশোধন অ্যাপস ২০২১ | আধার কার্ডের সম্পূর্ণ তথ্য

আধার কার্ড সংশোধন অ্যাপস ২০২১ | আধার কার্ডের সম্পূর্ণ তথ্য

how apply aadhar card online,কিভাবে আধার কার্ড সংশোধন করবেন বা আধার কার্ড আপডেট কিভাবে করবেন এবং আধার কার্ড চেক করার সহজ মাধ্যম।

আধার কার্ড সংশোধন অ্যাপস ২০২১ | আধার কার্ডের সম্পূর্ণ তথ্য

8 10 99

 বন্ধুরা বর্তমানে আমাদের ভারতবর্ষের নাগরিক দের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র যেটির প্রয়োজন আমাদের যেকোন মুহূর্তে বা যেকোন কাজে এসে থাকে। এবং আমাদের মধ্যে একাধিক মানুষের আধার কার্ডে কোন না কোন সমস্যা হয়ে রয়েছে। 

সাধারণত ৫০ % ব্যক্তিরা জানায় না আধার কার্ডের মধ্যে কোন সমস্যায় কিভাবে সংশোধন করতে হয় বা অনেকেই খুঁজেই পাই না যে আধার কার্ডে কোন সমস্যা রয়েছে। 

তাই আজকে এই আর্টিকেল টিতে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো আধার কার্ড বিষয়ে। এই পোস্ট পড়ার আপনি জেনে যাবেন আধার কার্ডে যেকোন ধরনের সমস্যা বা কাজের বিবরণ। 

এই পোস্ট টিতে আধার কার্ডের বিষয়ে সম্পূর্ণ A To Z সম্পূর্ণ তথ্য জানাবো। যে আধার কার্ড New Enroll করা শুরু থেকে সংশোধন করা পর্যন্ত ও সঙ্গে থাকবে যেকোন ধরনের সমস্যার তথ্য। নতুন 

আধার কার্ড বিষয়ে সম্পূর্ণ তথ্য - নতুন আধার কার্ড, সংশোধন ও বিভিন্ন সমস্যার সমাধান 

আজকে আমরা এই আর্টিকেল টিতে আধার কার্ডের বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাবো। তো আধার কার্ডের বিষয়ে যেকোন সম্পূর্ণ Information নেওয়ার জন্য এই পোস্ট টি পড়ুন। 

নতুন আধার কার্ড বানানোর পদ্ধতি - New Enrollment  

ভারতের যেকোন নাগরিক এই আধার কার্ড বানাতে পারেন ব্যক্তির বয়স ১ দিন থেকে শুরু করে একাধিক বয়স পর্যন্ত- এই কার্ড বানানোর জন্য প্ৰথমে আপনার কাছে নিচের দেওয়া নতি গুলি অবশ্য থাকতে হবে। 

৫ বছরের উর্ধে নতুন আধার কার্ড 

পরিচয় পত্র 
  • ভোটার কার্ড 
  • প্যান কার্ড 
  • ড্রাইভারিং লাইসেন্স 
  • পাসপোর্ট 
  • ব্যাঙ্ক পাসবুক ( ছবি সহ )
  • পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট ( ছবি সহ )
  • স্থানীয় MLA সার্টিফিকেট ( ছবি সহ )
  • ও আরও 

ঠিকানা প্রমান পত্র 
  • ভোটার কার্ড 
  • ড্রাইভারিং লাইসেন্স 
  • পাসপোর্ট 
  • ব্যাঙ্ক পাসবুক ( ছবি সহ )
  • পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট ( ছবি সহ )
  • স্থানীয় MLA সার্টিফিকেট ( ছবি সহ )
  • ও আরও 

জম্ম তারিখ প্রমান পত্র 
  • ভোটার কার্ড 
  • ড্রাইভারিং লাইসেন্স 
  • পাসপোর্ট 
  • জন্ম সার্টিফিকেট 
  • মাধ্যমিক এডমিট কার্ড 
  • PF Book 
  • ও আরও অন্যান্য 
এই তিনটি প্রমান পত্র section  মধ্যে প্রত্যেক টির যেকোন একটি করে প্রমান থাকতে হবে। যেখানে এই তিনটি নতির ভিত্তিতে ব্যক্তির কার্ড টি বানানো হবে। 
কার্ড টি বানানোর সময় আপনার সমস্থ তথ্য ও আপনার আঙুলের ছাপ, ছবি , চোখের ছবি ও মোবাইল নম্বর দিয়ে কার্ড টি আবেদন করতে হবে। 
এখানে আপনার আঙ্গলের ছাপ সর্বনিম্ন ২০% থাকতে হবে এর নিচে গেলে আধার কার্ড তৈরি হওয়ার আসা কমে যায়। 

মুখের ছবি ও চোখের ছাপের ক্ষেত্রেও আপনার ২০% নিচে হলে সমস্যা হয়ে থাকে। কার্ড টি বানানোর সময় অবশ্য মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। 

এই সমস্থ প্রক্রিয়া করার পর আধার কার্ড Enroll File টি তৈরি হয়ে যায়। এই ফাইল টি কে আধার Operator দ্বারা ১৪ দিনের মধ্যে Head Office এ Submit করতে হয় ( এই Submit করা প্রক্রিয়া টিকে SFTP বলা হয় )। 

এই File টিকে কোন কারনে SFTP আগে Delete ও করা যেতে পারে। 


৫ বছরের নিজে শিশুদের আধার কার্ড বানানোর পদ্ধতি ( Minor Aadhar Card )

৫ বছরের নিচে শিশু দের আধার কার্ড বানানোর জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে। যেখানে কার্ড টি বানানোর সময় শিশুর হাত ছাপের পরিবর্তে তার বাবা অথবা মায়ের হাত ছাপ দিয়ে কার্ড টি বানানো হয়। 
এখানে যদি বাবা মায়ের কার্ডে কোন সমস্যা থাকে তাহলে শিশুর কার্ড টি তৈরী হয় না যেমন Bio Metric Update না থাকে সে ক্ষেত্রে শিশুর কার্ড তৈরি হয় না ফলে প্রক্রিয়া টি Reject হয়ে থাকে। 

যদি শিশুর কার্ড টি তৈরি হয়ে থাকে তাহলে সেটি বাচ্চা টির বয়স ৫ বছরের জন্য বৈধ তারপর কার্ডটি টি বায়োমেট্রিক করতে হয়। যেখানে শিশুর হাতের ছাপ, ছবি ,চোখের ছাপ দিয়ে ( এই প্রক্রিয়ার নাম Bio-Metric Update ) হয়  .

শিশু আধার কার্ড বানানোর নতি 

  • জন্ম সার্টিফিকেট 
  • পোলিও কার্ড 
  • বাবা / মায়ের আধার কার্ড 

আধার কার্ড সংশোধন করার পদ্ধতি - Aadhaar Card Correction  

বর্তমানে আধার কার্ডে বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে যেটির সমাধান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

আধার কার্ড নাম সংশোধন -

আধার কার্ডে নাম সংশোধন করার জন্য আপনার কাছে যেকোন একটি সঠিক পরিচয় পত্র থাকতে হবে যার ভিত্তিতে কার্ডটি সঠিক করা হবে।আমাদের মধ্যে প্রায় অনেকেই আছেন যে আধার কার্ড সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে যেটা জানে না। 
Update aadhar

এখানে সংশোধনের জন্য ভোটার কার্ড,প্যান কার্ড, ড্রাইভারিং লাইনেন্স এর অন্যান্য আরও কিছু নতির প্রয়োজন হয়ে থাকে। 
এর সঙ্গে আপনার যেকোন একটি আঙ্গলের ছাপ বা চোখের ছাপ দিয়ে Verify করে  সংশোধন করতে হবে। 
বর্তমানে আধার কার্ডের নাম পরিবর্তে করার একটি নিদিষ্ট লিমিট রয়েছে যেটিকে আপনাকে অফিসিয়াল ভাবে জেনে নিতে হবে। একাধিক বার নাম পরিবর্তন করা যাবে না। 

আধার কার্ডে  ঠিকানা পরিবর্তন 

আধার কার্ডের  ঠিকানা পরিবর্তন আপনি একাধিক বার করতে পারেন। ঠিকানা পরিবর্তন করার জন্য আপনার কাছে অবশ্য ভোটার কার্ড / পাসপোর্ট/পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট / MAL সার্টিফিকেট / BDO Certificate এর যেকোন একটি নতি থাকতে হবে। 
এর সঙ্গে আপনার যেকোন একটি আঙ্গলের ছাপ বা চোখের ছাপ দিয়ে Verify করে  সংশোধন করতে হবে। 

আধার কার্ডে  জন্ম তারিখ সংশোধন 

আধার কার্ডের মধ্যে জন্ম তারিখ একটি বড় সমস্যা যেটি অধিকাংশ মানুষের হয়ে থাকে। তাই আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনাকে কাছে প্যান কার্ড/ ভোটার কার্ড /এডমিট কার্ড / জন্ম সার্টিফিকেট মধ্যে যেকোন একটি নতি থাকে হবে।  

তারপর এর সঙ্গে আপনার যেকোন একটি আঙ্গলের ছাপ বা চোখের ছাপ দিয়ে Verify করে  সংশোধন করতে হবে। 

জন্ম তারিখ পরিবর্তন করার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে যেগুলি আপনাকে জেনে নিতে হবে যেমন - ২ বছরের বেশি সংশোধন করার সমস্যা হয়ে থাকে এবং এক বারের বেশি সংশোধন করা সম্ভব নয়। 

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট  ও ইমেইল আইডি সংযুক্ত করন 

মোবাইল নম্বর ও ইমেইল আইডি আধার কার্ডের সাথে যুক্ত করা অনেক প্রয়োজন হয়ে থাকে। তাই আধার এর সাথে মোবাইল নম্বর ও ইমেইল Add করার জন্য কেবল আধার কেন্দ্রে গিয়ে করতে পারেন। 
যেখান আপনার আধার নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল প্রয়োজন হয়ে থাকবে এবং সঙ্গে আপনার যেকোন একটি আঙ্গলের ছাপ বা চোখের ছাপ দিয়ে Verify করে  অ্যাড করতে পারেন । 

মোবাইল ও ইমেইল আইডি অ্যাড করার সুবিধে 

  • মোবাইল নম্বরের সাহায্যে খুব সহজে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। 
  • অনলাইন আধার কার্ড সংশোধন করেত পারবেন। 
  • PF একাউন্ট থেকে টাকা তোলা সহজ হয়ে থাকে। 
  • ইমাইন আইডির সাহায্যে আধার কার্ডে কোন রূপ সমস্যা বা হ্যাকিং হলে খুব সহজে আপনার Mail ইনবক্সে এর Notification চলে আসে। 

অনলাইন আধার কার্ড সংশোধন কিভাবে করবেন 

অনলাইনের মাধ্যেম আধার কার্ড সংশোধন করার জন্য প্রথমে আপনার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি আপনার আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকে তাহলে খুব সহজে অনলাইনে আধারে যেকোন ভুলত্রুটি সংশোধন করতে পারবেন। 

প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে Uidai.Gov.In আস্তে হবে তারপর নিচের দেওয়া প্রক্রিয়া টিকে Follow করুন। 
  • আধার ওয়েবসাইট টিতে প্রথমে Update Aadhaar Section টিতে আস্তে হবে যেখানে Update Demographics Data Online এই Option টিতে ক্লিক করে নিতে হবে। 
  • তারপর Processed To Update Aadhaar অপসন এ ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ এসে যাবে যেখানে আপনার আধার নম্বর ও Captcha দিয়ে Send OTP তে ক্লিক করেত হবে। 
  • তারপর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর একটি ৬ Digit এর নম্বর এসে থাকবে যেটিকে নিচে খালি বক্সে Enter করে Login করতে হবে। 
  • Login করার পর এখানে আপনার কাছে দুটি বিকল্প দেওয়া হবে যার মধ্যে প্রথম অপসন Update Demographics Data ক্লিক করতে হবে। 
  • পরবর্তী নতুন একটি পেজ এসে যাবে যেখানে আপনার প্রয়োজন মতো সংশোধন করার Option দেওয়া থাকবে। এখানে আপনার প্রয়োজন মতো বিকপ্ল বেছে নিয়ে Proceed করতে হবে। 
  • Proceed করার পর এখানে একটি নতুন Notification পেজ এসে যাবে যেখানে দেওয়া থাকবে যে কোন সংশোধন কত বার করতে পারবেন যেমন - নাম,যেমন তারিখ ও লিঙ্গ সংশোধন সারা জীবনে এক বার করতে পারবেন। এই তথ্য বুঝে বক্সে ক্লিক করে Proceed করতে হবে। 
  • তারপর এখানে আপনার Correction Form এসে যাবে আপনি নিজের প্রয়োজন মতো ভুল সংশোধন করে তার সঠিক প্রমান পত্র uplode করে Next Option এ ক্লিক করতে হবে। 
  • পরবর্তী Captcha দিয়ে Send OTP তে ক্লিক করতে হবে। যেখানে OTP নম্বর বসানোর পর Make Payment ক্লিক করতে হবে। 
  • যেখানে আপনাকে Correction Charge রূপে ৫০ টাকা Fee দিতে হবে যেটি আপনি অনলাইন Net Banking, Debit card ,Credit card মাধ্যমে কাটাতে হবে। 
  • Free কাটানোর পর এই Correction প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে একটি Acknowledgement Slip দেওয়া হবে যেটি আপনি পরবর্তী সময়ে সংশোধের Status চেক করতে পারবেন। 

কিভাবে আধার কার্ড হাতে পাবেন 

আধার কার্ড পাওয়ার জন্য বর্তমানে বিভিন্ন মাধ্যম রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজে আধার কার্ড পেতে পারেন। তার আগে আপনাকে জানতে হবে কার্ড টি তৈরি হয়েছে কি না।  

আধার কার্ড চেক 

আধার কার্ড Enrollment করার পর আপনাকে জানতে হবে কার্ড টির Approval হয়েছে কি না। সেটি জানার জন্য আপনাকে সরাসরি Uidai তে আপনার মোবাইল ম্যাসেজ দিয়ে থাকে। 

অথবা আপনি ম্যানুয়াল ভাবে জানতে চান তাহলে আপনাকে প্রথমে UIDAI অফিসিয়াল ওয়েবসাইট চলে যেতে হবে। যেখানে Home পেজ এসে Get Aadhaar Section গিয়ে check Aadhaar Status অপসনে ক্লিক করতে হবে। 
যেখান আপনার Enrollment করা Acknowledgement No ও Date & Time টি Enter করে Check করে নিতে কার্ড টি হয়েছে কি না। 

এই সম্পূর্ণ প্রক্রিয়া টি আপনি আপনার স্মার্টফোন এর থেকে করতে পারেন। 

অনলাইন আধার কার্ড ডাউনলোড 

অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে UIDAI অফিসিয়াল Home Page এসে Get Aadhaar সেকশনে এসে Downlode Aadhaar অপসন টিতে ক্লিক করে নিতে হবে। যেখানে আপনাকে কার্ড টি ডাউনলোড করার তিন টি বিকল্প দিয়ে থাকে Aadhar No / Enroll No / Virtual No যেকোন একটি মাধ্যম বেছে নিতে হবে ,নতুন আধার কার্ডের জন্য Enroll No প্রয়োজন হয়ে থাকবে। 

এখানে Enroll No বসিয়ে Captcha পূর্ণ করে Send OTP ক্লিক করতে হবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর একটি ছয় অঙ্কের OTP এসে থাকবে যেটি আপনাকে অনলাইন ফর্ম টিতে বসিয়ে কার্ড ডাউনলোড করতে হবে। 

অনলাইন আধার কার্ড খোলার পাসওয়ার্ড 

অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার পর সেই PDF টিকে Open করার জন্য পাসওয়ার্ড এর প্রয়োজন হয়ে থাকে। পাসওয়ার্ড টি হল 

যেকোনো ব্যাক্তির ক্ষেত্রে পাসওয়ার্ড হচ্ছে তার নামের প্রথম চারটি  অক্ষর এবং ওই ব্যাক্তির জন্ম সাল যেমন -

Name - Ramananda Mukherjee 

DOB - 01/01/1990

Password - Rama1990


পিভিসি আধার কার্ড আবেদন -PVC Aadhar Apply 

আপনি যদি পিভিসি আধার কার্ড বা প্লাষ্টিক আধার কার্ড বানাতে চান তাহলে অনলিনেমাধ্যমে খুব সহজে নিজের স্মার্টফোনের সাহায্যে আবেদন করতে পারেন যেটি ৭ দিনের মধ্যে আপনার রেজিস্ট্রেশন ঠিকানায় চলে আসবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে। 

এই কার্ড আবেদন করার জন্য প্রথমে আপনকে UIDAI অফিসিয়াল ওয়েবসাইট আস্তে হবে যেখানে Home পেজে Get Aadhaar সেকশনের Order Aadhaar PVC Card Option এ ক্লিক করে নিতে হবে। 

Get Update

ক্লিক করার পর নতুন একটি পেজ এসে যাবে যেখানে আপনাকে আধার নম্বর/ Virtual No Enter করতে হবে এবং তার নিচে ক্যাপচা পূর্ণ করতে হবে। তারপর যদি আপনার আধারের সাথে মোবাইল নম্বর লিংক করা নেই তাহলে নিচের বক্সে ক্লিক করে নতুন যেকোন মোবাইল বসিয়ে Sent OTP click করতে হবে। 

সঙ্গে সঙ্গে আপনার মোবাইল একটি OTP আসবে যেটিকে সেখানে বসিয়ে Verify করতে হবে এবং তার পরবর্তী স্টেপে আপনাকে ৫০ টাকা Fee কাটানোর জন্য বলা হবে যেটি যেকোন অনলাইন মাধ্যমে দিতে পারেন। 

এই আবেদন টি সম্পূর্ণ করার পর আপনার কার্ডটি এক সপ্তাহ পরে চলে আসবে। 

mAadhaar App থেকে আধার কার্ড ডাউনলোড- আধার কার্ড সংশোধন অ্যাপস 

আপনি যদি মোবাইল mAadhar app মাধ্যেম আধার ডাউনলোড করতে চান তাহলে প্রথমে আপনাকে Google Play Store থেকে App টিকে ডাউনলোড করে নিতে হবে। 

তারপর App টিকে Open করতে হবে যেখানে আপনাকে ভাষা বেছে নিয়ে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর Enter করে Next করতে হবে। তারপর মোবাইল নম্বরের  ছয় সংখ্যার OTP এসে যাবে যেটিকে Enter Submit করলে আপনার App সম্পূর্ণ ভাবে খুলে যাবে। 

এখানে আপনি আধার কার্ড টি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। নিচে Step By Step Process হল -

Downlode Aadhaar >> Regular Aadhaar >> Aadhaar No Enter >> A No Enter >> Captcha >> Request OTP >> Enter OTP >> Verify >> Downlode 

আধার কার্ডের সমস্যা 

বর্তমানে আধার কার্ডের সমস্যার জন্য একাধিক মানুষ ভুগছেন এবং এখন আধার কার্ডের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাই আজকে আমরা জেনে নেব কোন কাজে কোন সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যার সমাধান কি ?

নতুন আধার আবেদন Reject 

মনে করুন আপনি আধার কার্ডটি করলেন যেখানে যদি আঙুলের ছাপ ঠিক মতো না আসে বা ছবি যদি ঠিক মতো না পরিষ্কার হয়ে থাকে সেক্ষেত্রে আধার Enroll Reject হওয়ার আসা থাকে। 

এছাড়াও আপনার উপযুক্ত নতি সঠিক না থাকে তার জন্য এই সমস্যা হয়ে থাকে। 

সমাধান >>  অবশ্য আধার Enroll করানোর সময়ে আঙুলের ছাপের Percentage চেক করে নেবেন এবং আধারে দেওয়া Document সঠিক রয়েছে কি না। 

আধার সংশোধন করানোর সময় সমস্যা 

আপনি আধার কার্ডে কোন ভুল সংশোধন করানোর পর সেটি অনেক সময় রিজেক্ট হয়ে যায়। কিন্তু আপনি বুঝতে পারেন না যে কেন সেই Cancel হলো। 

এই সমস্যা টি হয়ে থাকে মোট দুটি কারনে একটি যদি আপনার আধার টিতে বায়োমেট্রিক আপডেট না থাকে তাহলে এই সমস্যা হতে পারে। দ্বিতীয় যদি সংশোধন টি করানোর সময়ে ঠিক মতো আঙুলের ছাপ বা চোখের ছাপ ঠিক মতো না আসে তাহলে এই সংশোধন টি রিজেক্ট হয়ে যায়। 

সমাধান - সঠিক সময়ে বায়োমেট্রিক করতে হবে এবং সংশোধন করার সময় আপনাকে জানতে হবে যে ঠিক মতো ছাপ কি Verify হলো কি না। 

৫ বছরের শিশুর আধার কার্ড না হওয়ার সমস্যা 

কোন ৫ বছরের নিচে শিশুর আধার কার্ড বানাতে চান যেখানে শিশুর কার্ডটিতে তার বাবা -মায়ের হাতের ছাপ দিয়ে বানিয়ে থাকে যেটি বাচ্চা টি ৫ বয়স পর্যন্ত বৈধ থাকে। অনেক সময়ে দেখে থাকেন যে আবেদন টি রিজেক্ট হয়ে থাকে কিন্তু আপনি বুজতে পারেন না যে কি সমস্যা। 

এখানে সমস্যা একটি যেটি হল তার বাবা- মায়ের আধার কার্ড টিতে যদি তাদের কার্ড টিতে বায়োমেট্রিক আপডেট না থাকে তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। 

সমাধান - অন্য কার্ডের মাধ্যমে শিশুর কার্ডটি  আবেদন করতে হবে মনে করুন প্রথমে যদি মায়ের আধার দিয়ে কার্ড বানিয়ে থাকেন তাহলে দ্বিতীয় বার কিন্তু বাবার আধার কার্ড দিয়ে বানাতে হবে। 

প্যান কার্ড বানানোর সময়ে সমস্যা 

বর্তমানে ভারতে প্যান কার্ড বানানোর জন্য আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে। তাই প্যান কার্ড বানানোর সময় সেখানে প্যান কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। কারন আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট থাকে না। 

সমাধান - বায়োমেট্রিক আপডেট। 

Conclusion

তাহলে বন্ধুরা আশাকরি বুঝতে পারলেন যে আধার কার্ডে কোন কোন সমস্যা হলে কিভাবে সমস্যার সমাধান করবেন। এবং কিভাবে আধার কার্ড আপডেট করবেন। এই বিষয়ে যেকোন প্রশ্নের জন্য নিচে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.