আমরা অনেক সময় ইন্টারনেট কোন তথ্য সার্চ করার সময় দেখে থাকি যে আমাদের কে সেই তথ্য দেওয়ার আগে একটি Security বিষয়ে Notification দিয়ে থাকে। যেটি...

What Is SSL Certificate in Bengali | SSL সার্টিফিকেট কি?

What Is SSL Certificate in Bengali | SSL সার্টিফিকেট কি?

what Is ssl certificate in bengali,ssl certificate কি? জানুন কেন অনলাইন থেকে তথ্য নেওয়ার সময় https থাকা প্রয়োজন এবং টাকা থাকা অবস্থায় কি সমস্যা হয়।

What Is SSL Certificate in Bengali | SSL সার্টিফিকেট কি?

8 10 99

 আমরা অনেক সময় ইন্টারনেট কোন তথ্য সার্চ করার সময় দেখে থাকি যে আমাদের কে সেই তথ্য দেওয়ার আগে একটি Security বিষয়ে Notification দিয়ে থাকে। যেটি পড়ে আমাদের সেই সাইট ভিসিট করছে সংকোচবোধ করে থাকি। 

এই Notification টি অনেকেই গুরুত্ব দেয় না। কারন এটিকে কোন সমস্যা বলে মনে করে না। তাই প্রায় ইউসার এটিকে এড়িয়ে সেই সাইট টি ভিসিট ও এক্সেস করে সেখানে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার সাথে সাথে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকে। 

এই সব Froud ও Crime রুখতে টেকনোলজিতে একটি বিশেষ সুরক্ষিত ও Secure পরিষেবা রয়েছে যেটির নাম SSL Certificate.

এই SSL সার্টিফিকেট এমন এক পরিষেবা যেটি বর্তমানে যেকোন ওয়েবসাইট URL এর জন্য ব্যবহার করা বাধতামূলক। যেখানে এই সার্টিফিকেট কোন ওয়েব ইউআরএল সাথে HTTPS লিখে Indicate করে থাকে। 

তাহলে আমরা জেনে নেব What Is SSL Certificate In Bengali বা SSL সার্টিফিকেট কি?, কেন ওয়েবসাইটের জন্য এটির ব্যবহার হয়ে থাকে । এবং কিভাবে বুঝবেন ও এটি না ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে ইউসার দের সমস্থ কিছু তথ্য জেনে নেব এই আর্টিকেলের মাধ্যমে। 

What Is SSL Certificate In Bengali - SSL সার্টিফিকেট কি?

SSL Certificate মানে Secure Sockets Layer যেটি কোন অনলাইন ট্রানফার ডাটা কে Encrypted Code ফোমে পরিবর্তন করা। যেটির ফলে ইন্টারনেটে এক্সেস করা ডাটা সুরক্ষিত ও Secure করে রাখে। 

SSL Certificate

সহজে ভাষায় বলতে গেলে SSL সার্টিফিকেট একটি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে যেখানে ইউসার ওয়েব ব্রাউসারে কোন Query সার্চ করে থাকে সেই ডাটা কে Secure রাখায় SSL সার্টিফিকেটের কাজ। 

এই ssl সার্টিফিকেট কোন URL লিংকের সাথে যুক্ত হয়ে সিকিউরিটি প্রদান করে থাকে, যেকোন url এর সাথে SSL Certificate HTTPS ফর্মে সংযুক্ত হয়ে থাকে। 

যেকোন ওয়েবসাইট কতটা সুরক্ষিত সেটা জানতে পারবেন সেই Url টির আগে HTTPS যুক্ত রয়েছে কি না। 

এই HTTPS লেখা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ওয়েব সার্ভার টি সুরক্ষিত কিনা। যেকোন URL এর সাথে HTTP বা HTTPS এই দুই Extension যুক্ত হয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে।

HTTPS ও HTTP মানে কি? 

HTTP মানে Hypertext Transfer Protocol যেখানে কোন রূপ ssl সার্টিফিকেটের ব্যবহার করা হয় না। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন যেখানে সেই ওয়েবসাতে ভিসিট করার আগে আপনারকাছে একটি নোটিফিকেশন ফর্ম এসে থাকে যেটিতে আপনাকে সতর্ক করে থাকে এই সাইট টিকে ভিসিট করার জন্য। 

HTTPS এটির মানে হল Hypertext Transfer Protocol Secure. বর্তমানে সমস্ত ওয়েবসাইটে এই SSL Certificate ব্যবহার হয়ে থাকে ,যেখানে মানা হয় এই সার্টিফিকেট ব্যবহার করার ফলে ইউসার দের Access করা ডাটা সুরক্ষিত থাকে। 

SSL Certificate কয় প্রকার- Types Of SSL Certificate 

সাধারণত SSL সার্টিফিকেট অনেক প্রকারের হয়ে থাকে কিন্তু ব্যবহারের দিক দিয়ে যেমন -

  • Domain Validation SSL
  • Multi-Domain SSL
  • Business Validation SSL  
  • Extend Validation SSL 
  • Wild Card SSL
  • Organization Validation SSL   

#1. Domain Validation SSL Certificate 

বর্তমানে যত ছোট ব্লগার রয়েছে তাদের ওয়েবসাইটের মধ্যে এই ধরনের SSL Certificate ব্যবহার করা হয়। যেটি খুব কম পরিমানে Secure হয়ে থাকে। কারন কোন ব্লগার সাইট থেকে কেবল কোন ইনফরমেশন নেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। 

#2. Multi-Domain SSL Certificate 

আপনি যদি একটি সার্ভারে অনেক গুলি ওয়েবসাইট হোস্ট করতে চান তাহলে আপনি এই Multi Domain SSL ব্যবহার করতে পারেন। এখানে আপনি ২৫০ টির মতো ডোমেইন ও Subdomain Secure করতে পারেন। 

#3. Extend Validation SSL Certificate 

এই প্রকারের SSL সাধারণত কোন কোম্পানির ওয়েবসাইটে ব্যবহার হয়ে থাকে। এই ধরনের ssl অনেক বড় মানের সিকিউরিটি প্রদান করে থাকে। কারন এ সব সাইটের মাধ্যেম ব্যবসার সাথে জড়িত বিভিন্ন প্রকারের তথ্য ট্রানফার হয়ে থাকে। 

>> আরও পড়ুন - সার্চ ইঞ্জিন মানে কি?

#4. Wild Card SSL Certificate 

এই ধরনের SSL সার্টিফিকেটের সাহায্যে আপনি নিজের Domain ও Subdomain কে Secure করতে পারেন। যেখানে আপনার Domain & Organization Validation Support পেয়ে থাকেন। 

#5. Organization Validation SSL Certificate 

এই ধরনের ssl সার্টির্ফিকেটে বিভিন্ন ধরনের Business, Company ওয়েবসাইটের জন্য ব্যবহার হয়ে থাকে। যার ফলে যেকোন ইউসার বিভিন্ন ধরনের ডাটা ট্রানফার করার জন্য সিকিউরিটি দিয়ে থাকে। 

>> আরও পড়ুন- ব্লগ মানে কি?

SSL Certificate কিভাবে ব্যবহার  করবেন 

আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য SSL সার্টিফিকেট ব্যবহার করতে চান তাহলে বর্তমানে অনেক Third Party প্লাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি তাদের Plane বেছে ব্যবহার করতে পারেন। 

এছাড়াও অনলাইন অনেক এই রকমে প্লাটফর্মে রয়েছে যেখান থেকে এই পরিষেবাটি বিনা মূল্যে দিয়ে থাকেন কিন্তু Premium Plane এর তুলনায় অনেককম মানের সিকিউরিটি দিয়ে থাকে। 

যেমন Cloudflare ও Google থেকে আপনি এই SSL Certificate পরিষেবা সম্পূর্ণ ফ্রীতে প্রদান করে থাকে। 

SSL Certificate ব্যবহার না করার সমস্যা 

বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের Frouding ও Hacking মতো ক্রাইম হয়ে চলেছে। তাই ইন্টারনেট থেকে কোন তথ্য নেওয়ার আগে সেই সাইট টিতে SSL Certificate Approval রয়েছে কি না তা যাচাই করে নেওয়া খবর প্রয়োজন। 

SSL Certificate না থাকায় অবস্থায় কোন ওয়েবসাইটে ভিসিট করেন তাহলে হতে পারে নিচের দেওয়া সমস্যা গুলি -

  • হতে পারে আপনার ডিভাইস হ্যাক 
  • এক্সেস করা ডাটা খুব সহজে অনলাইনের মাধ্যমে চুরি হওয়ার মতো বড় আশঙ্কা। 

  • যেকোন সার্ভারের এক্সেস হারতে পারেন (যেমন- ইমেইল ,ফেসবুক, টুইটারের মতো বড় সার্ভারের এক্সেস )

  • নিজের ব্যক্তিগত তথ্য হ্যাক হতে পারে। 

  • অনলাইন ব্যাঙ্কিং Details হ্যাক হতে পারেন (যেমন- Debit Card ,Net Banking Password ) .

  • যেকোন ধরনের Privacy হারাতে পারেন। 

SSL Certificate কিভাবে কাজ করে 

যেমনটি অপরে আপনাদের জানিয়েছি SSL Certificate Full-Form হল  Secure Sockets Layer. এই সার্টিফিকেট টি সাধারণত কোন URL এর সাথে HTTPS যুক্ত হয়ে কাজ করে থাকে। 

অনলাইনে ওয়েব ব্রাউসারের মাধ্যমে ইউসার যে সার্চ করে থাকে বা নিজের যেসমস্ত ডাটা ইনফরমেশন Submit করে থাকে। সেই ডাটা Send বা সার্চ ডাটা রেজাল্ট জন্য সার্চ করে থাকে সেই ডাটা submit করার সাথে সাথে ইনফরমেশন Query টি Encrypted ডাটা কোড ফরম্যাটে পরিবর্তন হয়ে থাকে।

ফলে এটিকে কোন ভাবেই হ্যাক করা সম্ভব হয় কারন এটি একটি বিশেষ কোডিং ফরম্যাটে অনলাইন Run হয়ে থাকে। 

এবং ইউসার কাছে যে ডাটা Result Show হয় সেটিও সার্ভার থেকে Encrypted কাদের মাধ্যমে এসে থাকে। 

Conclusion

তাহলে আপনারা বুঝতে পারলেন কেন অনলাইন ইন্টারনেট থেকে কোন তথ্য নেওয়ার সময় SSL Certificate এর প্রয়োজ হয়ে থাকে এবং জানলেন What Is SSL Certificate in Bengali,(SSL Certificate কি?) মানে কি ?

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.