বন্ধুরা আজকে আমরা জানব কম্পিউটারের মধ্যে লাগানো থাকা একটি অজানা memory chip এর বিষয়ে যেটির নাম Cache Memory . বর্তমানে কম্পিউটারের তিন চার ...

What Is Cache Memory | ক্যাশ মেমরি কি?

What Is Cache Memory | ক্যাশ মেমরি কি?

জানুন What Is Cache Memory,ক্যাশ মেমরি কি? কেন এটি ব্যবহার করা হয় ও কিভাবে এই মেমরি কাজ করে থাকে, কেন ক্যাশ মেমরি এতো ছোট হয়ে থাকে।

What Is Cache Memory | ক্যাশ মেমরি কি?

8 10 99

 বন্ধুরা আজকে আমরা জানব কম্পিউটারের মধ্যে লাগানো থাকা একটি অজানা memory chip এর বিষয়ে যেটির নাম Cache Memory. বর্তমানে কম্পিউটারের তিন চার ধরনের মেমরি চিপ ব্যবহার হয়ে থাকে। যেখানে এই সব ধরনের মেমরি ব্যবহার করা অনেক গুরুত্ব পূর্ণ হয়ে থাকে। 

কোন কম্পিউটার বা ল্যাপটপ সঠিক ভাবে পরিচালনা করার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলোজির ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হল এই ক্যাশ মেমরি চিপ। এই ধরনের মেমরির নাম অনেক এ শুনে থাকেন। 

আমাদের মধ্যে প্রায় অনেক ইউসার আছেন যারা কম্পিউটারের মধ্যে কেবল দুতিন ধরনের মেমরি চিপের নাম শুনে থাকেন তার মধ্যে হল ROM, RAM , এই দুই মেমোরির নাম যেকোন কম্পিউটার/ ল্যাপটপ ইউসারা খুব সহজে শুনে থাকে। 

কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যে এই ক্যাশ মেমরির নাম বা এর বিষয়ে সম্পূর্ণ তথ্য জানে না , তাই আজকে এই আর্টিকেল টির মাধ্যমে সম্পূর্ণ ভাবে জানাবো যে What Is Cache Memory (ক্যাশ মেমরি কি?) , কেন এই মেমরি ব্যবহার করা হয় বা এই ক্যাশ মেমরি ব্যবহার নাহলে কি সমস্যা হইতে পারে পিসি এর মধ্যে। 

What Is Cache Memory- ক্যাশ মেমরি কি ?

ক্যাশ মেমরি একটি হার্ডওয়্যার উপাদান যেটি ডিভাইসের মোদারবোর্ডের সাথে বা IP বোর্ডের সাথে যুক্ত হয়ে থাকে। এই মেমরি আকারে অনেক ছোট ও কম ক্যাপাসিটির হয়ে থাকে। 

cache-memory

এই মেমরি কম্পিউটার বা ফোন প্রসেসের কে ডাটা ইনফরমেশন Read করতে সাহায্য করে। এই মেমরি অন্যান্য মেমরি চিপের তুলনায় অনেক দ্রুত ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। 

এই মেমরি Device এর মধ্যে সমস্থ ডাটা কে খুব শিগ্রী Processor কে ফরওয়ার্ড করে থাকে। কোন Processor সিস্টেমের মধ্যে ডাটা collect কেবল তিনটি মেমরি থেকে নিয়ে থাকে প্রথমত Cache Memory, দ্বিতীয় Ram , তৃতীয় Rom ( Hard Disk ) ,

Processor সিস্টেম থেকে কোন ডাটা Collect করার সময় যদি Cache Memory থেকে নিয়ে থাকে যেখানে প্রসেসরের সময় লাগে ৪৫ নেনো সেকেন্ড। 

আবার যদি Processor সিস্টেম থেকে কোন ডাটা Collect করার সময় যদি Ram ও Rom থেকে নিয়ে থাকে সেখানে সময় লাগে ১৮০ নেনো সেকেন্ড। 

এই তফাৎ টা দেখে আসা করি বুঝতে পারলেন যে Cache Memory কত দ্রুত কাজ করে থাকে। এই মেমরি দুই ভাবে দেখতে পাওয়া যায়। এই মেমরি CPU মধ্যে আকারে অনেক ছোট ছোট কালো রঙের হয়ে থাকে  এবং মোদারবোর্ডের মধ্যে আকারে বড় কালো রঙের হয়ে থাকে যে সম্পূর্ণ ভাবে Motherboard ও CPU এর মধ্যে যুক্ত অবস্থায় হয়ে থাকে। 

ক্যাশ মেমরি কয় প্রকার - Types Of Cache Memory 

ব্যবহারের দিক দিয়ে ক্যাশ মেমরির কোন প্রকারভেদ হয় না কিন্তু এটিকে তিনটি লেভেলে ভাগ হয়ে থেকে যেটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় লেবেলের হয়ে থাকে। 

What Is Cache Memory In Computer 

এই ক্যাশ মেমোরির Type দেখতে গেলে সবার প্রথম কম্পিউটার / ল্যাপটপ ডেভিসের ক্যাশ মেমোরির বিষয় উঠে আসে। 

প্রথমে ও দ্বিতীয় ক্যাশ মেমরি

প্রথমে ও দ্বিতীয় ক্যাশ মেমরি CPU অর্থাৎ Processor ভেতরে হয়ে থাকে।  যেখানে CPU কোন ডাটা Read করার জন্য সবার প্রথমে এই দুই মেমোরির ব্যবহার করে থাকে। 

type cache memory

কোন CPU যদি Doule Core হয়ে থাকে সেই ক্ষেত্রে এই দুটি কোর ক্যাশ মেমোরির প্রথম ও দ্বিতীয় লেভেলের ক্যাশ মেমরি কে ব্যবহার করে থাকে। এই ধরনের ক্যাশ মেমরি কে CPU Memory ও বলা হয়ে থাকে। 

তৃতীয় লেভেল ক্যাশ মেমরি 

এই মেমরি মোদারবোর্ডের মধ্যে ও CPU এর থেকে আলাদা থাকে। আপনার অনেক সময় দেখে থাকে কোন মোদারবোর্ডের IP সেকশনে কালো রঙের বড় চিপ দেখতে পাওয়া যায়। 

এই ক্যাশ মেমরি প্রথম ও দ্বিতীয় মেমোরির তুলনায় আকারে অনেক বড় হয়ে থাকে। কোন Dual Core Processor এই মেমরি কে শেয়ার করে ব্যবহার করে থাকে।  মানে এই মেমরি দুটি core এর জন্য সমান ভাবে ডাটা এক্সেস দিয়ে থাকে। 

What Is Cache Memory In Mobile 

ক্যাশ মেমরি কোন কম্পিউটার ডেভিসের পাশাপাশি বর্তমানে স্মার্টফোনের মধ্যেও ব্যবহার হয়ে থাকে। এখানকার স্মার্টফোনের মধ্যে অনেক হাই ক্যাপাসিটি প্রসেসর ব্যবহার হয়ে থাকে। 

সাধারণত মোবাইলের ক্ষেত্রে এক ধরনের ক্যাশ মেমরি ব্যবহার করা হয় যেটির সাহায্যে সমস্ত ধরনের ডাটা প্রসেসরের মধ্যে ট্রান্সফার করে থাকে। 

mobile cache memory

মোবাইলের মধ্যে যেকোন এপ্লিকেশন ডাটা এই মেমোরির মধ্যে স্টোর হয়ে থাকে। এই মেমরিতে ডাটা স্টোর ফুল হয়ে থাকলে মোবাইল টিক মতো কাজ করে না বা মোবাইল হ্যাংক হয়ে থাকে। 

আরও পড়ুন >> SSL Certificate কি?

আমরা স্মার্টফোনের এপ্লিকেশন সেটিং এ গিয়ে খুব সহজে এই ক্যাশ ডাটা দেখে থাকে যেটি কে Clean করলে এপ্লিকেশনের সমস্ত ডাটা এক্সেস ডিলেট হয়ে থাকে। ফলে আমাদের মোবাইল আগের তুলনায় অনেক দ্রুত ফাস্ট হয়ে থাকে। 

How To Work Cache Memory-ক্যাশ মেমরি কাজ কিভাবে করে 

কোন ইনফরমেশন ডাটা বলুন বা কোন সফটওয়্যার / এপ্লিকেশন ডাটা এক্সেস বলুন সমস্ত ডাটা এই ক্যাশ মেমরি তে এসে স্টোর হয়ে থাকে। 

সাধারণত এই মেমোরির প্রধান কাজ হল যেসব ডাটা সিস্টেমের মধ্যে অনেক বেশি বার ও খুব কমন হয়ে থাকে যেটি ব্যবহার বারবার হয়ে থাকে সেই ডাটা খুব অল্প সময়ের মধ্যে Processor কে ট্রানফার করা। 

সিস্টেমের মধ্যে যেকোন Query সবার প্রথম Processor এ আসে তারপর প্রসেসর থেকে ক্যাশ মেমরি সাহায্যে ডাটা ইউসারের কাছে রেজাল্ট রূপে দিয়ে থাকে। 

>> এই বিষয় টিকে উদাহরনের সাহায্যে বুঝুন মনে করুন আপনার টাকার প্রয়োজন সেক্ষেত্রে সবার প্রথম আপনি নিজের কাছে থাকে Money পার্স সার্চ করবেন, তার পর বাড়ির ড্রয়ার সার্চ করবেন এবং সবার শেষ আপনি ব্যাঙ্ক একাউন্ট সার্চ করে টাকার প্রয়োজন মেটাবেন। 

এখানে আপনার প্যান্টের পার্স হলো Cache Memory , যেখানে আপনি টাকা সার্চ খুব অল্প সময়ে করে থাকে এবং বাড়ির  ড্রয়ারও ব্যাঙ্ক একাউন্ট হলো Ram ও Rom যেখানে আপনার টাকা সার্চ করতে অনেক সময় লেগে থাকে। 

এই ক্যাশ মেমরির ক্যাপাসিটি ৩ থেকে ৪ Mb এর হয়ে থাকে। এই মেমোরির ক্যাপাসিটি যত বেশি হবে এর গতি তত দ্রুত হবে। 

Conclusion

তাহলে আশাকরি বুঝতে পারলেন যে What Is Cache Memory মানে কি ও কিভাবে কাজ করে। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.