What Is GB WhatsApp in Bengali (জিবি হোয়াটস্যাপ কি?) -আমাদের মধ্যে অনেকেই আছেন যারা WhatsApp Messenger ব্যবহার করেন এবং এর সুবিধে নিয়ে থাকেন...

What Is GB WhatsApp in Bengali | জিবি হোয়াটস্যাপ কি?

What Is GB WhatsApp in Bengali | জিবি হোয়াটস্যাপ কি?

জানুন What Is GB WhatsApp in Bengali,জিবি হোয়াটস্যাপ কি? কিভাবে এই এপ্লিকেশন টি কাজ করে এবং কি কি অ্যাডভান্স ফীচার দেখতে পাওয়া যায় এই অপ্পে।

What Is GB WhatsApp in Bengali | জিবি হোয়াটস্যাপ কি?

8 10 99
What Is GB WhatsApp in Bengali (জিবি হোয়াটস্যাপ কি?)-আমাদের মধ্যে অনেকেই আছেন যারা WhatsApp Messenger ব্যবহার করেন এবং এর সুবিধে নিয়ে থাকেন ,ঠিক তারই মতো অপর আরেকটি এপ্লিকেশন রয়েছে যার নাম GB WhatsApp. এই App টি অনেকটাই হোয়াটস্যাপ এন্ড্রোইড এপ্লিকেশন মতো বা বলতে পারেন হোয়াটস্যাপ এর Clone Application .

বর্তমানে ইন্টারনেট বিভিন্ন প্রকারের এপ্লিকেশন রয়েছে যেটি  গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করেন। ঠিক সেরকম জিবি হোয়াটস্যাপ এপ্লিকেশন কেও আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। 

যেখানে সাধারণ হোয়াটস্যাপে আপনি যেকোন ইউসারের সাথে কেবল ফটো,টেক্সট ম্যাসেজ, মিডিয়া ফাইল, প্রোফাইল DP ও Status এর মতো কিছু অ্যাডভান্স techniques পেয়ে যান। 

কিন্তু আপনি যদি জিবি হোয়াটস্যাপ ব্যবহার করেন তাহলে সাধারণ হোয়াটস্যাপের তুলনায় অনেক বেশি ও অ্যাডভান্স Feature পেয়ে যাবেন। যেটি আপনি অন্যান্য এপ্লিকেশনে হয়তো খুব কম পেয়ে থাকেন। 

তাহলে আমার সরাসরি ভাবে দেখে নেব যে কিভাবে আপনি নিজের স্মার্টফোনে GB WhatsApp Application ব্যবহার করবেন ও কি কি রয়েছে  Feature .

What Is GB WhatsApp- জিবি হোয়াটস্যাপ কি?

জিবি হোয়াটস্যাপ একটি সাধারণ হোয়াটস্যাপ অ্যাপের মতোই ইন্টারফেস যেখানে আপনি হোয়াটস্যাপের থেকে অনেক অ্যাডভান্স Feature পেয়ে থাকবেন। এই সোশ্যাল মিডিয়া মেসেজিং এপ্লিকেশন টিকে Third Party Developer দ্বারা তৈরি করা হয়েছে। 

এই অ্যাপ সম্পূর্ণ ভাবে ৯০ % WhatsApp Official App কে Clone করে Develop করা হয়েছে। এখানে আপনি বিভিন্ন  ফীচার পেয়ে যাবেন যেগুলি সাধারণ হোয়াটস্যাপ অ্যাপ টিতে পাবেন না। 

বলতে পারেন সাধারণ হোয়াটস্যাপের তুলনায় অনেক উন্নত মানের টেকনোলজি সম্পন্ন অ্যাডভান্স এপ্লিকেশন এটি। 
gb whatsapp

GB WhatsApp এ সাধারণ হোয়াটস্যাপের সমস্থ ফীচার পাওয়ার সাথে সাথে এখানে আরও অনেক নতুন ধরনের ফীচার পেয়ে থাকেন। তাই বর্তমানে এই এপ্লিকেশনের ইউসার দিন দিন বেড়ে চলেছে। 

জিবি হোয়াটস্যাপ টিকে সম্পূর্ণ ভাবে হোয়াটস্যাপ কে Customization করে বানানো হয়েছে তাই এই এপ্লিকেশনের Icon থেকে শুরু করে সমস্ত কিছু ডিসাইন Clone করে তৈরি করা হয়েছে। 

জিবি হোয়াটস্যাপের সুবিধা - Benefits Of GB WhatsApp 

বর্তমানে সাধারণ হোয়াটস্যাপ তুলনায় জিবি হোয়াটস্যাপে অনেক উন্নত মানের ফীচার দেওয়া রয়েছে। ফলে আপনি একটি Normal WhatsApp থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকবেন। যেমন -

  • প্রথমত GB WhatsApp কে আপনি খুব কম Version স্মার্টফোনের মধ্যেও ব্যবহার করতে পারেন। 
  • যেকোন Chat Groups Status Call অপসন আপনি এই অ্যাপের হোম ইন্টারফেসে পেয়ে থাকেন। 
  • Normal WhatsApp এর সাথে এটিকেও খুব সহজে চালাতে পারেন। 
  • এখানে আপনি বিভিন্ন ভাষায় সাপোর্ট পেয়ে যাবেন এবং সমস্ত ভাষায় চ্যাট করতে পারেন। 
  • বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করার মতো সুবিধে রয়েছে। 
  • যেকোন Custom Theme ব্যবহার করতে পারেন। 
  • যেকোন বন্ধুরা স্টেটাস খুব সহজে কপি ও রিপোস্ট করতে পারেন। 
  • পাশাপাশি এখানে Stories পোস্ট করতে পারেন। 
  • কোন বন্ধুর আসা মিডিয়া ফাইল ও টেক্সট মেসেজ Verify কে Hide করতে পারেন ( Blue Tick, Double Tick )। 
  •  বিভিন্ন ধরনের টেক্সটের Font ব্যবহার করতে পারেন। 
  • যেকোন বন্ধুর চ্যাটিং ম্যাসাজ কে Hide করতে পারবেন। 
  • ডাটা অন থাকা অবস্থায় জিবি হোয়াটস্যাপের চ্যাটিং কে off রাখতে পারেন। 
  • এখানে আপনি নিজের চ্যাট কে Scheduled এবং Auto Replay set করতে পারেন। 
  • ১৬ Gb size পর্যন্ত মিডিয়া ফাইল কে খুব সহজে শেয়ার করতে পারেন। 


GB WhatsApp কিভাবে ডাউনলোড করবেন 

আপনি যদি জিবি হোয়াটস্যাপ ব্যবহার করতে চান নিজের স্মার্টফোনের মধ্যে তাহলে আপনাকে সরাসরি কোন ওয়েব ব্রাউসারে Gb WhatsApp Apk  Downlode টাইপ করে সার্চ করলে খুব সহজে এই এপ্লিকেশন টির Latest Version এর সাথে ডাউনলোড করতে পারবেন। 

আপনাকে মানে রাখতে হবে এই GB WhatsApp এপ্লিকেশন টি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না কারন এটি একটি clone এপ্লিকেশন। আপনি যদি এই আপ টিকে ব্যবহার করতে চান তাহলে কোন ওয়েব ব্রাউসার থেকে ডাউনলোড করে নিতে হবে। 

GB WhatsApp কিভাবে ব্যবসার করবো 

জিবি হোয়াটস্যাপ টি ওয়েব ব্রাউজারে থেকে ডাউনলোড করার পর অ্যাপ টিকে Install করে নিতে হবে। অব্যশই আপনাকে ইনস্টল করার সময়ে ফোন সেটিং এ গিয়ে Device Privacy On করে নিতে হবে। 

তারপর আপনি নিজের মোবাইল নম্বর দিয়ে একাউন্ট টি বানিয়ে নিতে হবে যেখানে আপনাকে মোবাইল OTP দ্বারা Verify করে নিতে হবে। 

এবং প্রোফাইল টিকে সঠিক ভাবে Customize করার জন্যে DP, Name ও Bio লিখে সম্পূর্ণ করতে হবে। 
তারপর আপনি খুব সহজে একটি Normal WhatsApp অক্কোউন্টের মতো ব্যবহার করতে হবে। আপনি যদি হোয়াটস্যাপ ম্যাসেজে ভালো ভাবে অপারেট করতে পারেন তাহলে আপনি খুব সহজে জিবি হোয়াটস্যাপ টি ব্যবহার করতে পারবেন। 


GB WhatsApp এর ব্যবহারের অসুবিধা 

ইন্টারনেট থেকে যেকোন সুবিধে নেওয়ার পাশাপাশি এখানে কিছু অসুবিধেও থেকে থাকে। জিবি হোয়াটস্যাপের দিক দিয়ে অনেকই তার সিকিউরিটি ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন কারন এটি একটি Clone app .

এই এপ্লিকেশন কতটা সুরক্ষিত এনিয়ে কোন সঠিক তথ্য নেই ,যদিও এটি একটি হোয়াটস্যাপ সোশ্যাল মিডিয়ার কপি তাই এটিকে ব্যবহার করার সময় এর সিকিউরিটি নিয়ে প্রশ্ন এসেই থাকে। 

ইউসারদের এই এপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা বা অসুবিধে দেখা দিতে পারে যেমন -

  • ইউসারদের অফিসিয়াল WhatsApp একাউন্ট যেকোন মুহূর্তে Suspend হতে পারে। 
  • ইউসার দের ডাটা যেকোন মুহূর্তে Hack হতে পারে। 
  • Original WhatsApp এর সাথে এর কোন ভাবেই সম্পর্ক নেয়। 
  • এই রকম Clone এপ্লিকেশন ব্যবহারের ফলে ইউসার Privacy নষ্ট হয়ে থাকে। 

Conclusion

GB WhatsApp একটি সোশ্যাল মিডিয়া ম্যাসেজিং এপ্লিকেশন যেটিকে সম্পূর্ণ ভাবে WhatsApp official Application এর Duplicate Copy বানানো হয়েছে। যেখানে এই WhatsApp এর চেয়ে অনেক উন্নত অ্যাডভান্স ফীচার দেখতে পাওয়া যায়। 
বন্ধুরা এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান এবং আর্টিকেল টি ভালো লেগে থাকলে অবশ্য শেয়ার করুন। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.