বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আগামী দিনের অ্যাডভান্স টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে ( Artificial Intelligence Meaning In Bengali,...

Artificial Intelligence Meaning In Bengali | AI কি?

Artificial Intelligence Meaning In Bengali | AI কি?

Artificial Intelligence Meaning In Bengali AI কি? বর্তমানে কয় প্রকারের AI টেকনোলজি রয়েছে এবং কোন কোন পদ্ধতি এগুলি কাজ করে থাকে।

Artificial Intelligence Meaning In Bengali | AI কি?

8 10 99

 বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আগামী দিনের অ্যাডভান্স টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে ( Artificial Intelligence Meaning In Bengali,AI কি? ), এই উন্নত মানে পদ্ধতিটির পরবর্তী দিনে একাধিক বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হবে। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতিতে মেশিন কে কোন মানব মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। যেখানে কোন কাজ মানব মস্তিস্ক করার পরিবর্তে সেই কাজ মেশিন দ্বারা করা হবে। সহজ ভাষায় বলতে গেলে মানব মস্তিস্ক কে কোন মেশিন বা রোবটের মধ্যে ট্রানফার করার মতো টেকনোলজি। 

বর্তমানে বিশ্বের সবচাইতে বড় চার চাকা গাড়ির কোম্পানি Tesla তার গাড়ির মধ্যে যে টেকনোলজি ব্যবহার করে থাকে সেটি হল এই Artificial intelligence টেকনোলজি ,যেখানে গাড়িটি চালানোর জন্য কোন চালকের প্রয়োজন হয় না। 

এখানে গাড়ির সিস্টেম এমন ভাবে বানানো হয় যেখানে মানব মস্তিস্ক মতো সম্পূর্ণ কাজ করে থাকলে। তাহলে বন্ধুরা আমরা দেখে নেব artificial intelligence meaning In bengali বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  মানে কি। এটি কিভাবে কাজ করে। 

Artificial Intelligence Meaning In Bengali -আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি?

সাধারণ ভাষায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কোন মেশিন বা রোবট কে মানব মস্তিস্ক সরূপ নির্মিত করা। যেখানে এই মেশিন একটি সাধারণ মানব মস্তিস্কের মতো ভাব ধারায় পরিপূর্ণ কার্য কলাপ করে থাকবে। 
artificial intelligence

বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রশিক্ষণ দিয়ে থাকে, বিভিন্ন এক্সপার্টদের মতে এটা ভাবা যাচ্ছে আগামী দিনে এর ব্যবহার অনেক পরিমানে বৃদ্ধি পাবে। 
যেকোন কাজের ক্ষেত্রে কোন মানুষের পরিবর্তে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের বা রোবটের ব্যবহার করা সম্ভব হয়ে থাকবে। 

Types Of Artificial Intelligence- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয় প্রকারের 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমরা সাধারণত চার ভাগে বুঝে নিতে পারি -
  • Purely Reactive 
  • Limited Memory 
  • Brain Theory 
  • Self Conscious

Purely Reactive

যেসব  প্রতিক্রিয়াশীল AI মেশিন কোন মানবিক ভাবনার চিন্তাধারায় অক্ষম থাকে  এবং বর্তমানে কোন নির্ণয় নেওয়ার সময় অতীতে ঘটে আশা কোন রূপ ঘটনা কে কেন্দ্রে করে ব্যবহারের অক্ষম থাকে তাকে AI ভাষায় Reactive Artificial Intelligence বলে। 

এই মেশিন কোন কাজ করার সময় অতীতে কোন ঘটনা ঘটে আসা কোন রূপ ডাটা কে মেমোরির মধ্যে Store করতে অক্ষম থাকে। 

যেমন Deep Blue সুপারকম্পিউটার এখানে  Reactive AI টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বলা হয় এই Deep Blue সুপারকম্পিউটার দাবা খেলায় যে সাদা কালো Moving Step গুলি থাকে সেগুলিকে খুব সহজে বুঝতে পারে এবং বর্তমান পরিস্থিতি অনুসারে নিজের চাল চলে থাকে। 

এখানে Deep Blue সুপারকম্পিউটারের কোন রূপ Memory Stor থাকে না ফলে অতীতে ঘটে আসা কোন ঘটনা কে বর্তমানে নির্ণয়ে অক্ষম থাকে। 

Limited Memory 

Limited Memory Ai মেশিনের মধ্যে একাধিক বিভিন্ন গুন থাকে। এই মেশিনের মধ্যে যেকোন ইনফরমেশন ডেটা কে নিজের Memory তে স্টোর রাখতে পারেন। কোন ঘটনা ঘটে আশা প্রণালী কে খুব সহজে নিজের মেমোরিতে Save রাখতে পারে। 

এই মেশিন বর্তমানে কোন নির্ণয় নেওয়ার সময় তার মধ্যে মেমরি তে Store থাকা অতীতের ঘটে আশা ঘটনা কে কেন্দ্র করে পরিস্থির সরূপ নির্নয় নিয়ে থাকে। 

যেমন Tesla কোম্পানির চার চাকা গাড়িতে এই ধরনের Ai টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যেখানে এই গাড়ির অপেরেটিং সিস্টেম মেশিন কে হিউমান ব্রেন মতো Develop করা হয়েছে। 

যেখানে গাড়ির মধ্যে কোন চালক না থাকা অবস্থায় গাড়ি নিজের মেশিন সিস্টেমের মাধ্যমে একজন চালকের মতো গাড়িটিকে চালিয়ে থাকে। 

Brain Theory

 artificial intelligence দুনিয়া এই Brain Theory টেকনোলজি অনেক উন্নত মানের একটি পদ্ধতি যেখানে একটি মেশিন বা রোবট কে সম্পূর্ণ মানবিক বুদ্ধি, গুন,আচার আচরণ সম্পন্ন দিক দিয়ে পরিপূর্ণ করা হয়। 

একজন ব্যক্তির মধ্যে যে গুন গুলি থাকে সেই সমস্ত গুন এই মেশিনের সিস্টেমের মধ্যে Build করা হয়। এই মেশিন কে ভবিষতের জন্য অনেক কার্যকরী প্রমাণিত হতে পারে ,যেখানে কোন মানুষের পরিবর্তে রোবট তুলনা করা হবে। 

যেমন কোন ব্যক্তির রুচি আচার আচরণ ভিন্ন হয়ে থাকে ঠিক এই বিচার  রোবট মেশিনের সিস্টেম কে শিখানো হবে। 

Self Conscious

Self Conscious মানে মানসিক চেতনা। কোন রোবট অথবা মেশিন কে মানসিক চিন্তা ধারার সাথে তুলনা করলে এটা আগে দেখতে হবে তার মধ্যে কোন ব্যক্তির মতো মানসিক চেতনা রয়েছে কি না। 

তাই এই প্রকারের Ai টেকনোলজি তে একটি রোবট কে এটা শিখানো যে তার প্রয়োজনিত কি, কোন কাজ করা উচিত অনুচিত সমস্ত ধরনের মানসিক চিনাধারনা তার মধ্যে তৈরি করা। 

 একজন ব্যক্তি যেমন নিজেকে কিভাবে Develop করে কোন কোন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে সমস্ত কিছু নিজের মধ্যে মানসিক চেতনা জাগানো।  

Ai Technology কেন ব্যবহার করা হয় 

 বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার হয়ে আসছে তার মধ্যে artificial intelligence টেকনোলজি হলো একটি উন্নত পদ্ধতি যেখানে খুব সহজে একটি মেশিন কে হিউমান ব্রেন টেকনোলজি মাধ্যমে গড়ে তোলে। 

তাই বিভিন্ন ক্ষেতের এই Ai সম্পন্ন রোবোটিক্স মেশিনের ব্যবহার হয়ে চলেছে। এই মেশিন ব্যবহার করার অনেক সুবিধে রয়েছে। যেমন -

  • যেসব জায়গায় হিউমান বডি ব্যবহার অনেক ঝুঁকি কর সেখানে খুব সহজে এই টেকনোলজি ব্যবহার করা হয় .
  • বর্তমানে কোন গাড়ির, চালক না থাকা অবস্থায় এই টেকনোলজির মাধ্যমে গাড়ি মেশিনের দ্বারা পরিচালনা করা সম্ভব। 

  • মহাকাশে কোন ব্যক্তিকে পাঠানো অনেক ঝুকিকর তাই খুব সহজে AI সম্পন্ন রোবট কে সেখানে পাঠানো সহজ ও ঝুকিহীন। 
  • বর্তমানে যেকোন মেশিন অপেরেটিং করার জন্য এই অটোমেটিক টেকনোলজির ব্যবসার করা হয়। 

Conclusion

তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন যে artificial intelligence meaning In bengali বা AI কি? এবং বর্তমানে কয় ধরনের AI টেকনোলজি হয়ে থাকে। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানান।

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.