বন্ধুরা আজকে আমরা জানব Graphics Design এর বিষয়ে। বর্তমানে কেন গ্রাফিক্স ডিসাইন এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে এবং এর মাধ্যমে আমরা কি কি সুবিধ...

What is Graphics Design in Bengali - গ্রাফিক ডিজাইন কি?

What is Graphics Design in Bengali - গ্রাফিক ডিজাইন কি?

জেনে নিন what is Graphics Design in Bengali মানে কি,কিভাবে গ্রাফিক্স ডিসাইন শিখবেন, কোন কোন মাধ্যমে টাকা উপার্জন করবেন একজন ডিসাইনার হয়ে

What is Graphics Design in Bengali - গ্রাফিক ডিজাইন কি?

8 10 99

বন্ধুরা আজকে আমরা জানব Graphics Design এর বিষয়ে। বর্তমানে কেন গ্রাফিক্স ডিসাইন এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে এবং এর মাধ্যমে আমরা কি কি সুবিধে পেয়ে থাকি সম্পূর্ণ সংক্ষেপ বিষয়ে জেনে নেব What is Graphics Design .

বর্তমানে আমারদের যেকোন কাজ ডিজিটাল হয়ে চলেছে যেখানে ইউসার দের আকর্ষণীয় করার জন্য Image, Banner এ বিভিন্ন ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়। আমাদের যেকোন কাজের ক্ষেত্রে অনেক পরিমানে গ্রাফিক্স ব্যবহার করা হয়। 

এই গ্রাফিক্সের মধ্যে ইউসারা দুই ভাবে উপকৃত হয়ে থাকে যেখানে বিভিন্ন text লেখার পরিবর্তে ছবির মাধ্যমে কোন বিষয়ে কে সহজে বোঝানো হয় এবং 

What is Graphics Design- গ্রাফিক ডিজাইন কি?

গ্রাফিক্স ডিসাইন মানে কোন VesualyArt. যেটির সাহয্যে কোন information কে একটি ছবির মাধ্যমে বোঝানো হয় .এখানে কোন তথ্য কে Text লেখার এর পরিবর্তে কোন ছবির মাধ্যমে বোঝানো কে গ্রাফিক্স ডিসাইনের বড় উদাহরন .

What is Graphics Design

এখানে যেকোন information কে কোন একটি ছাবির মাধ্যমে ইউসার দের কে বোঝানো হয়. যেখানে বিভিন্ন সংস্থার সার্ভে অনুযায়ী এটা বোঝা যাচ্ছে ইউসার text information চেয়ে image information অনেক বেশি পরিমানে পছন্দ করে থাকে .

আমরা প্রায় দেখে থাকি যে আমাদের আসেপাশে কোন সরকারি তথ্য দেওয়ার জন্য Text লেখার পরিবর্তে Image এর মাধ্যমে জানকারী দিয়ে থাকে .কারন আমাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশুনা জানে না তাদের ক্ষেত্রে কোন Text লেখা তথ্য পড়া সম্ভাব নয় .তাই তাদের কে গ্রাফিক্স ডিসাইন ইমাজের সাহায্যে খুব সহজে বোঝানো হয় .

Type Of Graphics Design-গ্রাফিক ডিজাইন কয় প্রকারের 

যেকোন তথ্য় অনুসারী গ্রাফিক্স ডিসাইন বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মধ্যে আমরা ৭ প্রকারের নিয়ে আলোচন করব .

  • Visual Identity
  • Marketing & Advertising Graphics
  • User Interface
  • Publication 
  • Packaging
  • Motion Environmental

Visual Identity Graphics Design

Visual Identity graphics Design মানে যেসব ইমেজে কোন ভাব ,ধারনা ও অভিজ্ঞতা ইউসার দের দেওয়া হয় .যেমন কোন banner এর মাধ্যমে কোন সতর্কতা বার্তা। 

Marketing & Advertising Graphics

Marketing & Advertising Graphics কেবল মাত্র বিভিন্ন কোম্পানি তে ব্যবহার হয়ে থাকে যেখানে  তাদের কোন ব্র্যান্ডিং,বিজ্ঞাপনে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে . কোন কোম্পানির Promotion ক্ষেত্রে এটি একটি উন্নত মাধ্যমে .

examples
  • Postcard
  • Magazine
  • Social Media Ads
  • PowerPoint Presentation

User Interface Graphics Design

এই Graphics Design টি ইউসার দের ব্যবহার কে মাথায় রেখে তৈরি করা হয় যেমন কোন ওয়েবসাইট ডিসাইন. এখানে ওয়েবসাইট যত দেখতে ভালো হবে ইউসার তত আকর্ষন হবে .

examples
    • Website Design
    • Theme Design
    • App Design

    Publication Graphics Design

    এই গ্রাফিক্স ডিসাইন টি কেবল কোন বই,খবরের কাগজ ,মাগাজিন এবং Catalogs এর জন্য ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এখানে যত উন্নত ডিসাইন ব্যবহার করা হয় সম্পূর্ণ তা ইউসার দের Base করে করা হয় .

    examples

    • Book
    • Magazine
    • Catalogs
    • Newspapre

    Packaging Graphics Design

    Packaging Graphics design কেবল কোন product এর Packet ডিসাইন তৈরির জন্য ব্যবহার হয় .আমার দেখে থাকি যেকোন পন্যের উপরের প্লাস্টিকের বা কাগজের উপর ভালো মানের ছবি ডিসাইন করা গ্রাহক দের কে আকর্ষণ করার জন্য . 

    Motion Environmental Graphics Design

    আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের পাশেপাশের পরিবেশের উপর ভিত্তি করে infographics Image মাধ্যমে কোন বার্তা দেওয়া হয় এই গুলি কিন্তু Motion Environmental .

    এখানে কেবল আমাদের পরিবেশের বিভিন্ন উপাদানের ছবি নিয়ে বানানো হয় .

    গ্রাফিক্স ডিসাইন কেন শিখবেন 

    গ্রাফিক্স ডিসাইন একটি উন্নতমানের পদ্ধতি যেখানে ইউসার দের graphics Technology এর মাধ্যমে কোন তথ্য কে বোঝানো হয় .বর্তমানে মানুস এই পদ্ধতি কে অনেকে পছন্দ করে  কারন কোন তথ্য কে Text অনেক সময় ধরে পড়ার চেয়ে একটি image এ খুব তাড়াতাড়ি বুঝতে সাহায্যে করে .

    এবং আগামী দিনে এর ব্যবহার বাড়বে বলে বোঝা যাচ্ছি .তাহলে আপনি যদি একজন গ্রাফিক্স ডিসাইন হন তাহলে এখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন .

    Graphics Design কিভাবে শিখবেন 

    গ্রাফিক্স ডিসাইন শেখার জন্য আপনাকে কোন রকেট সাইন্স জানার প্রয়োজন নেই কিন্তু আপনার মধ্যে Creatvity থাকতে হবে যেখানে আপনাকে  জানতে হবে সঠিক তথ্য দেওয়ার জন্য কোন ধরনের গ্রাফিক্স বানালে ইউসারা সহজে বুঝবে .
    graphics design

    যেকোন গ্রাফিক্স ডিসাইন করার জন্য সাধারনত কিছু সফটওয়্যার টুলের প্রয়োজন হয়ে থাকে. এই টুলগুলির মধ্যে Photoshop, coreldraw হচ্ছে অন্যতম . আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিসাইনার হতে যান তাহলে এই টুলগুলির ব্যবহার ভালো ভাবে জানতে হবে .

    Photoshop 

    abode photoshop একটি Raster Graphics File.এর সাহায্যে একটি ফটো কে যেকোন Design দিতে পারেন অথবা Edit করতে পারেন। ফটোশপে Editing  করার জন্য বিভিন্ন টুল পেয়ে যাবেন যার সাহায্যে ফটো কে আরও আকর্ষনীয় বানাতে পারেন। 

    photoshop image edit image

    Coreldraw / Adobe Illustrator 

    এই দুটি সফটওয়্যার Vector Graphics File. যেখানে এই সফটওয়ারের সাহায্যে যেকোন ডিসাইন করতে পারেন ,logo design, banner Design,Infographics, Motion Graphics, সমস্থ্য কিছু ডিসাইন এই সফটওয়ারের মাধ্যমে করতে পারেন। 

    Graphics Design কোথায় শিখবেন 

    Graphics Design শেখার জন্য অনলাইন ও অফ লাইন দুই ভাবে শিখতে পারেন। অনলাইনে শেখার জন্য অনেক সাইট আছে যেখানে Grpahics Design Course করিয়ে থাকে তার মধ্যে Udemy হচ্ছে অন্যতম।  
    এখানে গ্রাফিক্স ডিসাইন কোর্সের জন্য নিদিষ্ট সময়ের মাধ্যমে শেখানো হয়। Udemy নিজের মাতৃভাষা তেও শিখতে পারেন এর জন্য কিছু Fee দিয়ে কোর্স টিকে কিনতে হবে। 

    এবং অফলাইনে শেখার জন্য আপনাকে নিজের শহরে বিভিন্ন instutite রয়েছে যেখানে এই Graphics Design ৬ মাস থেকে ১ বছরের মধ্যে শিখিয়ে থাকে। এখানে কোর্স করার জন্য অনেক পরিমানে টাকা Pay করতে হয় অনলাইনের তুলনায়। 

    Graphics Design থেকে টাকা আয় 

    অনেকেরই প্রশ্ন যে গ্রাফিক্স ডিসাইনার হওয়ার পর কিভাবে টাকা উপার্জন করব। তো আপনাকে বলে দি যে একজন ডিসাইনার হওয়ার পর এখানে আপনি টাকা উপার্জন অনেক ভাবে করতে পারেন যেমন - কোন কোম্পানি তে Employer হিসেবে কাজ করতে পারেন , নিজের local ব্যবসা শুরু করতে পারেন, অথবা Online Freelancer হতে পারেন এখানে আপনি নিজের অভিজ্ঞতার অনুসারে কাজের পারিশ্রমিক নিতে পারেন। 

    বর্তমানে কোন ডিসাইনার Freelancing থেকে বেশি পরিমানে টাকা যায় করে থাকে। আপনি যদি Fiverr, Upwork এর মতো Freelaning  সাইটে Visit করেন তাহলে দেখবেন Graphics Design উপর কত কাজ রয়েছে। যেখানে একটি কোম্পানির Logo তৈরি করার জন্য কত পরিমানে টাকা দিয়ে থাকে। 

    Conclusion 

     আশাকরি বন্ধুরা বুঝতে পারলেন Graphics Design কি বা গ্রাফিক ডিজাইন কি? এবং কিভাবে একজন সফল গ্রাফিক্স ডিসাইনার হয়ে ভালো টাকা উপার্জন করবেন। এই নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে জানান। 

    0 Post a Comment:

    Please Do Not enter any spam link in the comment box.