অনেকেই যারা স্মার্টফোনে বা PC থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন ধরনের ডাটা ইনফরমেশন নিয়ে থাকেন। কিন্তু এটা জানেন না কিভাবে অনলাই...

VPN Meaning In Bengali | VPN কি?

VPN Meaning In Bengali | VPN কি?

VPN Meaning In Bengali -VPN কি? জেনে নিন কিভাবে সুরক্ষিত ভাবে যেকোন Wifi ইন্টারনেট এক্সেস করতে এই প্রক্রিয়ার সাহায্যে এবং vpn কিভাবে কাজ করে

VPN Meaning In Bengali | VPN কি?

8 10 99

 অনেকেই যারা স্মার্টফোনে বা PC থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন ধরনের ডাটা ইনফরমেশন নিয়ে থাকেন। কিন্তু এটা জানেন না কিভাবে অনলাইনে সুরক্ষিত ভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়। তাই আজকে আমরা জেনে নেব VPN Meaning In Bengali- VPN কি?

আমাদের বিভিন্ন কাজ বর্তমানে অনলাইনের মাধ্যমে হয়ে যাওয়ার কারনে যেমন অধিকাংশ কাজ সহজ হয়ে উঠেছে এবং ঠিক তার উল্টো দিকে নিজেদের Info Data চুরির আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে। 

তাই আজকে খুব সহজ ভাষার মাধ্যমে জেনে নেব কিভাবে ভিপিন ব্যবহার করে নিজেদের ডাটা কে সুরক্ষিত রেখে ইন্টারনেট Access করতে পারি। এ ছাড়া  জানব VPN Full Form কি? কিভাবে ভিপিন  কাজ করে এবং VPN Meaning In Mobile মানে কি তার সম্পূর্ণ তথ্য নিচে জেনে নেব। 

VPN Meaning In Bengali- VPN কি?

ভিপিন মানে একটি Public network Technique, ভিপিনে র পুরো নাম Virtual Private Network. যেটি ইন্টারনেটে বিভিন্ন ধরনের সুরক্ষা প্রদান করে থাকে। যেমন কোন Wi-Fi এ সুরক্ষা দেওয়া বা কোন ইন্টারন্যাশনাল সাইট visit করার ক্ষেত্রে সুরক্ষা দেওয়া। 

VPN একটি অনেক উন্নত মানের technology System যার সাহায্যে ইন্টারনেটে ইউসার দের ডাটা সুরক্ষা রাখে। যেমন নিজের দের Personal Data হ্যাকার দের থেকে। 

VPN Meaning In Bengali

VPN এর ব্যবহার বেশির ভাগ অনলাইনে কাজ করা বিভিন্ন সরকারি এজেন্সিস,Organisations ও বিভিন্ন কোম্পানি গুলি করে থাকে যেখানে তাদের ডাটা কে unauthorized ইউসার দের থেকে সুরক্ষিত রাখে। 

এছাড়া বর্তমানে সাধারণ ইউসারাও নিজেদের smartphone VPN ব্যবহার করে থাকে যাতে তাদের কোন ডাটা lik না হয় এবং তাদের Ip address কেউ যেন Track না করতে পারে। 

আমরা অনেক সময় ব্যবহার করে থাকে কোন Public Wi-Fi ( Railway Station ) যেখানে আমাদের Network কে কোন Protection থাকে না। এখানে খুব সহজে কোন Hacker আমাদের Data কে যেকোন মুহূর্তে lock করতে পারে এবং আমাদের Privacy চুরি করতে পারে। এই ক্ষেত্রে আপনি কোন VPN Service ব্যবহার করেন তাহলে সে হ্যাকার কোন ভাবেই আপনার ডাটা চুরি করতে পারবে না। 

কারন ইন্টারনেট ব্যবহার করার সময় আপনার ইউসার Identity ও IP Address কেবল VPN System পর্যন্ত গিয়ে থাকে তার পর থেকে সম্পূর্ণ ডাটা সুরক্ষিত থাকে VPN service এর মাধ্যমে। 

VPN কাজ কিভাবে করে 

যখন আমরা কোন Web Browser এর কিছু লিখে সার্চ করি তখন আপনার Request সবার প্রথমে ISP মানে Internet Service Provider কাজে গিয়ে থাকে।  তারপর এই service এর মাধ্যমে আপনার সমস্থ কিছু তথ্য Identity, IP Address, Location সেই সার্চ করা সার্ভারে যায়। যেখানে আপনার কোন Privacy সুরক্ষিত বা গোপন থাকে না এবং পরবর্তী সময়ে Hacker দের শিকার হন। 

এখানে VPN service ব্যবহার করলে আপনি Web Browser কোন তথ্য সার্চ করলে তার Request সবার প্রথমে VPN সার্ভারে যায় যেখানে আপনার সমস্থ Personal Information কে Hide করে ISP মাধ্যমে সার্চ করা সার্ভার যায়। এই পদ্ধতিতে আপনার সমস্থ ডাটা কেবল ভিপিন সার্ভার পর্যন্ত সীমিত থাকে তারপর পরবর্তী প্রক্রিয়ার জন্য VPN IP Active হয়। যেখানে আপনার সমস্থ information সুরক্ষিত বা গোপন থাকে। 

vpn working image


আমরা অনেক সময় দেখে থাকি ইন্টারনেটে কোন সাইট সার্চ করলে সেটা দেখায় this Site not available in your Country এটির মানে হল কোন একটি Website যেটি কেবল আমেরিকার দেশের জন্য বানানো হয়েছে অন্য কোন দেশের ইউসার এখানে প্রবেশ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি ভিপিন সার্ভিস ব্যবহার করেন তাহলে খুব সহজে আমেরিকার সার্ভার ব্যবহার করে সেই ওয়েবসাইট প্রবেশ করেত পারেন। 

এখানে যে মুহুতে আপনি VPN Service Active করবেন এই সয়ে থেকে আপনার ইন্টারনেট Ip address সার্ভার Location আমেরিকা হয়ে যাবে। 

How To Use VPN Service - VPN কিভাবে ব্যবহার করব 

ভিপিন ব্যবহার করা খবেই সহজ যতটা কোন মোবাইল এপ্লিকেশন ব্যবহার করা।  এই সার্ভিস টি আপনি দুই ডেভিসের মাধ্যমে ব্যবহার করতে পারেন Mobile এবং কম্পিউটারে।  এই দুটির জন্য আলাদা আলাদা VPN service Provider রয়েছে। তো জেনে নিন কিভাবে এই দুই device এ Use করবেন 

vpn working in internet image

VPN Meaning In Mobile 

মোবাইল বা স্মার্টফোনে ভিপিন সার্ভিস ব্যবহার করার জন্য সবার প্রথমে কোন App Store বা Play Store থেকে যেকোন  একটি VPN Application Downlode করে Install করে নিয়ে হবে যেখানে খুব সহজ পদ্ধতির মাধ্যমে SignUp করে নিতে হবে। 

যেখানে app টি ব্যবহার করার আগে কিছু সেটিং করে নিতে হবে যেমন Appটির কিছু Privacy Allow করতে হবে সার্ভার location setting করতে হবে তারপর Tern On করলেই ভিপিন Service চালু হয়ে যাবে। 

Mobile ব্যবহার করার জন্য ভালো কিছু VPN Apps 

  • Secure VPN
  • Thunder 
  • Super 
  • Turbo

VPN Meaning In PC 

নিজের কম্পিউটার বা ল্যাপটপে  VPN Service ব্যবহার করার জন্য আপনার system এ Opera Developer Software মাধ্যমে Downlode করে ব্যবহার করতে হবে।  

যেখানে এই Appটিকে প্রথমে Install করে নিতে হবে যেখান এপ্প টিকে ওপেন করে সঙ্গে সঙ্গে কিছু Setting করে নিতে হবে। সেটিং এ Privacy and Security Option কে ক্লিক করে Enable করতে হবে।  তার পর VPN Active অপসন চলে আসবে যেটিকে On করলে পরিষেবা টি আপনার ব্রাউজারে সাথে Connect হয়ে যাবে। 

এছাড়া আপনি কম্পিউটারে VPN ব্যবহার করার জন্য Google Chrome এ বিভিন্ন Extension থেকেও এই পরিষেবা নিতে পারেন। যেখানে আপনার ব্রাউসার যেকোন একটি VPN Extension ডাউনলোড করে এই Service নিতে পারেন। 

Windows PC জন্য ভালো VPN Software 

  • Nordvpn 
  • CyberGhost 
  • Hotspot Shield 
  • Surf Easy 
  • Windscribe 

VPN ব্যবহারে সুবিধে ও অসুবিধে 

ভিপিন ব্যবহার করার যেমন অনেক কার্যকরি এবং তার থেকে নিজের প্রয়োজন মিটিয়ে থাকি তার কিছু সুবিধা ও অসুবিধা দুই রয়েছে - 

সুবিধে 

ভিপিন ব্যবহার করে প্রায় অনেক ইউসার উপকৃত হয়ে থাকে যেমন নিজের Identity, IP Address গোপন রেখে খুব সহজে ইন্টারনেট থেকে তথ্য নিতে পারি তার মধ্যে কয়টি সুবিধা জেনে নেব যেমন 

Security 

ভিপিন ব্যবহার করে ইউসারা যেকোন ওয়েবসাইটে ভিসিট করে সমস্থ information নিতে পারে খুব সহজে যেখানে কোন রূপ সমস্যা থাকে না। এছাড়া যেকোন পাবলিক Network বা WI-FI ব্যবহার করতে পারেন কোন রূপ আশঙ্কা ছাড়াই। 

Privacy

কোন Device ভিপিন ইনস্টল করার পর ইন্টারনেটের মাধ্যমে কোন সার্ভার নিজের privacy কোন রূপ hack হয় না কারন সমস্থ পার্সোনাল information VPN সার্ভারে মাধ্যমে সুরক্ষিত রাখা হয়। 

অসুবিধা  

ভিপিন ব্যবহার করা যেমন অনেক কার্যকরি ও সুরক্ষিত মনেকরি ঠিক তার বিপরীতে এর কিছু অসুবিধে রয়েছে যেটির থেকে আমরা ইন্টারনেট ব্যবহারে বিরক্তি বোধ মনেকরি যেমন 

Slow Internet Speed 

ভিপিন  ব্যবহার করার সময় আমাদের ইন্টারনেট Web Browser অনেক পরিমানে Security Resource তৈরী করে যার ফলে পোর্টাল টি Engagement বাড়ে এবং বেশি internet ডাটা Use করে। এর থেকে web Page টির Speed কমতে থাকে। 

Paid Service 

এই পরিষেবা নেওয়ার সময় আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে যেখানে এই সব পরিষেবা  কোম্পানি গুলি কিছু সময়ের জন্য এই পরিষেবা টি ফ্রি দিয়ে থাকে পরবর্তী সময়ে এর plane টাকা দিয়ে Buy  করতে হবে যেটি একজন ইউসারের পক্ষে সম্ভব নয়। 

Conclusion 

বন্ধুরা আসাকরি বুঝতে পড়েছেন VPN Meaning In Bengali- ভিপিন কি? কিভাবে এই পরিষেবা টি কাজ করে এবং কিভাবে নিজের স্মার্টফোনে বা কম্পিউটার ব্যবহার করবে। এই নিয়ে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানান।  

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.