বর্তমানে অনেক পদ্ধতি রয়েছে অনলাইন থেকে টাকা উপার্জন করার কিন্তু আজকে যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো যেটি একটি উন্নত মানের পদ্ধতি যেটিকে আপ...

আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?| Earn From Amazon Affiliate

আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?| Earn From Amazon Affiliate

আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?| Earn From Amazon Affiliate

8 10 99

 বর্তমানে অনেক পদ্ধতি রয়েছে অনলাইন থেকে টাকা উপার্জন করার কিন্তু আজকে যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো যেটি একটি উন্নত মানের পদ্ধতি যেটিকে আপনি Lifetime Career রূপে নিতে পারেন। তাই আজকে আমরা জেনে নেব amazon Affiliate marketing বিষয়ে Earn From Amazon Affiliate in Bengali.

amazon বিশ্বের সবচাহিতে বড় E-commerce platforme যেখানে কয়েক লক্ষ Product Register রয়েছে। এটি ভারতবর্ষের পাশাপাশি বিভিন্ন দেশে অনেক জনপ্রিয় রয়েছে। বর্তমানে অনেকই এই প্লাটফমের Affiiate program join করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে থাকে। 

এখানে আপনি যেকোন Product কে Promote করে পণ্য বিক্রি করতে পারেন এবং বিক্রির Commission এর মাধ্যমে টাকা আয় করতে পারেন। যেকোন পণ্যের বিক্রির commision মূল্য নির্ধারিত থাকে। 

তাহলে আমরা জেনে নি যে amazon marketing কি? এবং কিভাবে এখান থেকে পণ্য বিক্রি করে টাকা আয় করবেন তার সমস্থ তথ্য। 


What Is Amazon Affiliate Marketing - আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?

আমাজন একটি অনলাইন ইকমার্স ওয়েবসাইট যেখানে থেকে বিভিন্ন ধরনের পণ্য অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এবং সেটি এক সপ্তাহে মধ্যে আপনার বাড়িতে delivery করে দেওয়া হবে Courier এর মাধ্যমে। 
amazon affiliate image

আমাজন থেকে আপনি দুই ভাবে পণ্য কিনতে পারেন এক হল আপনি সরাসরি আমাজন ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন। এখানে সেই পণ্যের বিক্রির উপর আমাজন কে কোন কমিশন টাকা Pay করতে হবে না কারন গ্রাহক পণ্য সরাসরি amazon এর সাইট থেকে কিনে থাকে। 

   দ্বিতীয় আপনি আমাজনের পণ্য কোন Reference  এর মাধ্যমে কিনতে পারেন যেটি আপনি আমাজনের মেইন সাইট থেকে কেনার আগে কোন Reference লিংকের মাধ্যমে এসে থাকেন। সেক্ষেত্রেও আপনি খুব সহজে সেই একি মূল্যে পণ্য কিনতে পারেন। কিন্তু এখানে Amazon Company কে এই পণ্য বিক্রি হওয়ার পর তাকে বিশেষ মূল্যে কমিশন দিতে হয় যে  Reference লিংকের মাধ্যমে আপনি এই পণ্য টিতে এসেছেন সেই লিংকের ব্যক্তিকে। 


এফিলিয়াটে মার্কেটিং মানে কি - What Is Affiliate Marketing

  এফিলিয়াটে মার্কেটিং মানে কোনো কোম্পানির পণ্য জিনিস তাদের থেকে অনুমতি নিয়ে নিজের মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করা কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে হয়। এটি একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যেখানে কমিশনের মাধ্যমে টাকা আয় করে থাকেন। 

এফিলিয়াটে মার্কেটিং কি সোজা ভাবে বলতে গেলে অন্যের কোনো জিনিস Commission এর মাধ্যমে বিক্রি করে টাকা আয় করা কে বলতে পারেন। 


Amazon Affiliate কিভাবে কাজ করে-How To Work Amazon Affiliate 

আমাজন একটি জনপ্রিয় E-commerce প্লাটফর্ম যেখানে থেকে একাধিক গ্রাহকরা পণ্য কিনে থাকে। আমরা যেমন সরাসরি আমাজানের ওয়েবসাইট থেকে পণ্য কিনে থাকি ঠিক তার বিপরীতে কোন affiliate লিংক থেকেও Product কিনে থাকি। 

এখানে আমাজন একটি বড় কোম্পানি হওয়ার সাথে সাথে এর বিশেষ Affiliate Algorithm রয়েছে যেটিকে কোন Affiliate Marketer কে এর নিয়ম অনুসারে কাজ করতে হয়। 

আমাজনের কোন পণ্য Affiliate এর মাধ্যমে করতে গেলে প্রথমে আপনাকে Amazon Associate Programm এ Join করতে হবে। যেখানে আপনাকে সঠিক ভাবে জানাতে হবে যে আমাজনের কোন প্রকারের পণ্য আপনি বিক্রি করবেন এবং কোন জায়গায় Promote করবেন সমস্ত কিছু তথ্য দিতে হবে।   

  এখানে Account বানানোর পর খুব সহজে যেকোন Product এর Affiliate Link Generate করে নিজের প্রয়োজন মতো প্লাটফর্মে পণ্য বিক্রি করতে পারেন। এখানে Affiliate Link মাধমে Product কেনার জন্য একটি বিশেষ System কে Follow করা হয়। 

 মনে করুন কোন গ্রাহক আপনার Affiliate Link লিংকে ক্লিক করে Amazon এর ওয়েবসাইট বা App এসে সেই Product না কিনে অন্য Product কিনে  তাহলে সেখানেও আপনাকে পণ্যের দাম অনুযায়ী কমিশন দেওয়া হবে কারন সে গ্রাহক আপনার Reference Link থেকে  আমাজনের সাইটে এসেছে।

 এখানে আরেকটি method কাজ করে যেটি হল কোন Affiliate Link কে ক্লিক করার পর সেই Web Browser এ একটি Cookie Save হয়ে যায় যেটি Amazon সাইট থেকে হয়ে থাকে। এই Cookie Web Browser এ ১০ থেকে ৩০ দিন পর্যন্ত Save হয়ে থাকে। 

 কারন কোন ব্যক্তি সেই Affiliate Link এ ক্লিক করার পর সেই মুহুতে কোন পণ্য না কিনে তার পরিবর্তে ১০ দিন পর ওই ব্রাউসার থেকে যেকোন পণ্য কেনে তাহলেও আপনি কমিশন পাবেন কোম্পানি থেকে।  

কোন কোন মাধ্যমে Product Promote করবেন 

আমাজন একটি অনলাইন e-commerce ওয়েবসাইট যেখানে সমস্থ পণ্য Digitily মাধ্যমে বিক্রি হয়ে থাকে। তাই আপনাকে এর Product কে অনলাইনের মাধ্যমে Promot করতে হবে। এখানে আপনি Promot করার জন্য দুইটি প্লাটফর্মের মাধ্যমে Promot করতে পারেন একটি Website ও Social Media এর মাধ্যমে। 

Website / Blog

এখানে আপনি আমাজনের যেকোন Product এর অনুযায়ী website বা Blog বানিয়ে সেখানে পণ্যের Review দিতে পারেন যেখানে আপনাকে জানাতে হবে এই পণ্য টির Quality কি রকম, ব্যবহার করলে কি কি সুবিধে পাবেন,বাজারে এর মূল্য কত, কিভাবে ব্যবহার করতে হয় এই সমস্থ বিষয়ে আপনাকে সম্পূর্ণ একটি Article লিখতে হবে যেখাবে এই পণ্যের Affiliate Link দেওয়া থাকবে। 

নিজের এই Wbsite / Blog বানানোর জন্য Blogspot বা WordPress ব্যবহার করতে পারেন। 

Social Media 

Affiliate Marketing করার সবচাইতে সহজ মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ইউসার Active থাকে। এখানে আপনার নিজের Account বানিয়ে যেকোন Category উপর ভিত্তি করে প্রোডাক্টের Review দিতে পারেন। 

 অবশ্য আপনার সোশ্যাল মিডিয়াতে ভালো মানের Audience বা Follower থাকতে হবে। এই Product Promot করার জন্য Facebook,Instagram, Telegram,Youtube এর বড় বড় সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন ,যেখানে আপনি খুব সহজে নিজের চ্যানেল বানিয়ে Product Review দিতে পারেন। 

Email Marketing 

ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া এই দুটি পদ্ধতি ছাড়াও আপনি Email marketing মাধ্যমেও পণ্য বিক্রি করতে পারেন কিন্তু এটি একটি Paid Promot পদ্ধতি। আমার অনেক সময় দেখে থাকি আমাদের Gmail Account এর Inbox বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন দেখে থাকি এগুলি সাধারণত Affiliate Marketing এর  Product .

এটিকে কেবল Email Account এ Promotion করতে পারেন। এর জন্য আপনাকে ভালো মানের টাকা ব্যয় করতে হয়। 



Amazon Product Promot করার নিয়ম 

আমাজন তার প্লাটফর্মের পণ্যের Affiliate Marketing এর জন্য কিছু নিয়ম রেখেছে যেগুলি হল যে আমাজনের কোন Product এর Image সরাসরি ব্যবহার করতে পারবেন না। Product এর Information Copy করা যাবে না। পণ্যের কোন প্রকারের User Review ব্যবহার করা চলবে না। 


এই সব guideline গুলি না মানেন তাহলে যেকোন সময়ে আপনার Affiliate Account Suspend হতে পারে। 

Amazon Affiliate কিভাবে Join করবেন 

amazon affiliate join  করা খুব সহজ যেখানে আপনাকে প্রথমে আমাজনে Signup করে নিতে হবে যেখানে email Id বা Mobile Number এর মাধ্যমে একাউন্ট টি বানিয়ে নিতে হবে। 

amazon Become an affiliate
তারপর আপনেকে আমাজনের Home পেজের শেষে Footer বারে চলে আস্তে হবে যেখানে Become An Affiliate Option click করে নিতে হবে। যেখানে আপনাকে চার টি পদ্ধতিতে নিজের নাম,Website/Social media, ও অন্যান্য তথ্য দিয়ে খুব সহজে Affiliate Account টি বানিয়ে নিতে হবে। 
amazon affiliate registraion form

এই Process সম্পূর্ণ হওয়ার পর আপনি যেকোন প্রোডাক্টের Affiliate লিংক Genarate করে নিজের Website / Social Media তে promot করে পণ্য বিক্রি করে কমিশনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। 

Conclusion 

আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে Amazon Affiliate marketing থেকে টাকা আয় করতে হয় Earn From Amazon Affiliate in Bengali. এই বিষেয় কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান এবং যেকোন ধরনের Problem বিষয়েও জিজ্ঞাসা করতে পারেন। 

Affiliate Marketing Video 

এই ভিডিও টি GrowBig ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আপনি যদি দৈনিক Blogging বিষয়ে কোন তথ্য নিতে চান তাহলে ভিডিওর মাধ্যমে গিয়ে চ্যানেল টিকে  Subscribe করুন। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.