يونيو 15, 2021
আমরা বর্তমানে ইন্টারনেটে অনেক ধরনের পরিষেবা নিয়ে থাকি কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে কিন্তু এটা কি জানেন আমাদের...
DDOS Attack কি ? | What Is DDOS Attack In Bengali
DDOS Attack কি ? | What Is DDOS Attack In Bengali
DDOS Attack কি? What Is DDOS Attack In Bengali জানুন কিভাবে কোন ওয়েবসাইট হ্যাক করা হয় ইন্টারনেট টেকনিকের মাধ্যমে এবং DDOS কিভাবে কাজ করে।
DDOS Attack কি ? | What Is DDOS Attack In Bengali
8
10
99
আমরা বর্তমানে ইন্টারনেটে অনেক ধরনের পরিষেবা নিয়ে থাকি কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে কিন্তু এটা কি জানেন আমাদের এই প্লাটফর্ম গুলি যখন তখন হ্যাক হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে অনেক হ্যাকিং টেকনিক রয়েছে যার মাধ্যমে যেকোন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া সার্ভার কে হ্যাক করা যায়। DDOS Attack কি ? What Is DDOS Attack In Bengali
বর্তমানে বিভিন্ন হ্যাকিং পদ্ধতি গুলির মধ্যে DDOS Attack হচ্ছে অনেক উন্নত technique যেখানে এই পদ্ধতির মাধ্যমে যেকোন ওয়েব সার্ভার কে টার্গেট করে হ্যাক করা হয়। এই attack থেকে বাঁচা অনেক কঠিন কারন এটির কোন নিদিষ্ট IP Address থাকে না। এটি সম্পূর্ণ ভাবে Bot group হিসেবে ইন্টারনেটে কাজ করে থাকে।
এই পদ্ধতি টি কোন ইউসার বা হ্যাকার দ্বারা করা হয় যেটি সম্পূর্ণ ভাবে বিভিন্ন কম্পিউটরের কে কেন্দ্র করে ওয়েব সার্ভার কে Counter করে থাকে। এই attack এক খুবেই খারাপ পদ্ধতি যেটি যদি একবার কোন সার্ভার কে attack করে তাহলে সেই ওয়েবসাইটের সার্ভার সম্পূর্ণ ভাবে Down অবস্থায় হয়ে যায়।
DDOS Attack কি ?- What Is DDOS Attack In Bengali
DDOS Attack মানে Distributed Denial Of Service Attack এটিকে সাধারণ ভাষায় বলতে গেলে এটি একটি Cyber Attack যেটির মূল উদ্দেশ্য কোন ওয়েব সার্ভার কে Down করা বা সমস্থ পরিষেবা কে বন্ধ করা। হতে পারে কোন ওয়েবসাইট সার্ভার,Application সার্ভার বা কোন সোশ্যাল মিডিয়া সার্ভার কে attack করে থাকে।
যেকোন ওয়েব সার্ভার এর নিদিষ্ট Limite থাকে যে কত পরিমান Lode দেওয়া যাবে ওয়েব সার্ভার টিতে যেটি কোন Visitor হতে পারে বা কোন file Store করার ক্ষেত্রেও হতে পারে। সাধারনত এই Lode Capacity এর উপরের এই Attack হয়ে থাকে।
মনে করুন আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে প্রতিদিন ১০০০ Visitor এক মিনিটে বা এক দিনে Access করতে পারবে যেখানে যদি ২০০০ ভিসিটর চলে আসে তাহলে অবশ্য ওয়েব সার্ভার Down হয়ে যাবে যেটিকে আমরা বলে থাকি Web Server Crash.
ঠিক এই পদ্ধতি টি DDOS Attack এর ক্ষেত্রে হ্যাকার ব্যবহার করে থাকে। তাহলে DDOS Attack কিভাবে কাজ করে সম্পূর্ণ তথ্য জানার জন্য নিচে সংক্ষেপে আলোচনা রইলো।
DDOS Attack full Form কি?
DDOS Attack full Form-Distributed Denial Of Service Attack এটি একটি সাইবার attack পদ্ধতি যেটিকে সম্পূর্ণ ভাবে হ্যাকার দ্বারা পরিচালিত করা হয়।
DDOS Attack কিভাবে কাজ করে - How To Work DDOS Attack
DDOS একটি অনলাইন সার্ভার টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে এই হ্যাকিং technique কেবল কোন ওয়েব সার্ভার কে ডাউন বা Crash করার জন্য ব্যবহার হয়ে থাকে। এটি একটি সম্পূর্ণ Team তৈরী করে Botnet এর মাধ্যমে কাজ করে থাকে। যেটি সম্পূর্ণ ভাবে Programming Comment এর উপর কাজ করে।
এখানে কোন সার্ভার কে হ্যাক করার জন্য একটি দুটি কম্পিউটার IP থাকে না এখানে কোন সার্ভার কে Down করার জন্য একাধিক কম্পিউটারের ব্যবহার করা হয় এবং এই সব সিস্টেম কম্পিউটার গুলিতে অনেক বেশি মাত্রায় ভাইরাস থাকে যেটি খুব সহজে যেকোন ওয়েব সার্ভার কে Crash করতে পারে।
এখানে একাধিক কম্পিউটার এই জন্যেই ব্যবহার করা হয় যাতে সেই কম্পিউটারের IP block না করতে পারে। মনে করুন আপনার ওয়েব সার্ভার কে কোন এক IP দ্বারা Down করার চেষ্টা করছে সে ক্ষেতের আপনি খুব সহজে সেই Ip block করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু যদি একসাথে কয়েক হাজার IP Attack করে সে ক্ষেত্রে আপনার কোন করার থাকে না।
এই ভাবে DDOS Attack System কাজ করে এই Attack এর ,মূল উদ্দেশ্য ওয়েব সার্ভার কে Crash করে ডাউন করা। যেটি যেকোন সময় যেকোন ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়। এই সকল Attack সাধারণত Wordpress ওয়েবসাইট বেশি দেখতে পাওয়া যায়।
Botnet কি? What Is Botnet
Botnet হল এক ধরনের ডিজিটাল Robot যেটি সঠিক নিদেশ অনুযায়ী কাজ করে। এটি একটি Code Formate এ থাকে যেখান কোন হ্যাকার ওয়েবসাইট সাথে বা কোন সোশ্যাল মিডিয়ার File এর সাথে Attach করা হয়। যেখান এই file কোন ইউসার Downlode করে থাকলে তাহলে সেই ফাইলের সাথে Botnet ফাইল টিও Connect হয়ে যায় Device এর সাথে। তার পর এই Code Device এর মধ্যে Comment মাধ্যমে নিদেশ দিয়ে কাজ করে এটি সম্পূর্ণ ভাবে Control করে হ্যাকারা।
DDOS Attack কয় প্রকারের হয়ে থাকে
যেকোন ওয়েব সার্ভার কে DDOS Attack সাধারণত তিন ভাবে Attack করতে পারে যেটি কে আমার DDOS প্রকারভেদ ও বলতে থাকি । DDOS তিন প্রকারের হয়ে থাকে
- Traffic Attack
- Protocol Attack
- Application Layer Attack
Traffic Attack
নাম শুনেই বুঝে গেছেন সার্ভারের কোন জায়গায় হামলা করা হয় এবং এটি অনেক কমন পদ্ধতি কোন সার্ভার কে Crash করার জন্য।যেখানে ওয়েবসাইটের মধ্যে পরিমানের বেশি Visitor পাঠিয়ে সার্ভার কে ক্র্যাশ করা হয় Botnet এর মাধ্যমে।
মনে করুন আপনার ওয়েবসাইট মানে হোস্টিং এ প্রতিদিন ১০০০ ইউসার visite করার ক্ষেমতা রাখে সেখানে যদি দিয়ে ১০০০০ ইউসার visit করে তাহলে স্বাভাবিক সেই ওয়েবসাইট টি Down হয়ে যাবে। ঠিক Traffic Attack হ্যাকারা আপনার ওয়েবসাইটে একাধিক Fack visitor পাঠিয়ে হ্যাক করে থাকে। এই ধরনের Attack কে Bits Per Second হিসেবে মাপা হয়।
Protocol Attack
ইন্টারনেট নিজের প্রোটোকল এর উপর ভিত্তি করে কাজ করে কিন্তু এর কোন না কোন ছোট খাটো ত্রুটি রয়ে যায়। তাই হ্যাকারা সার্ভার প্রোটোকল কে Attack করার জন্য Botnet ডাটা Packet গুলি সার্ভার মধ্যে পাঠিয়ে থাকে ফলে সেই সার্ভারের বেশি Resource ব্যবহার করতে থাকে ফলে সার্ভার খুব তাড়াতাড়ি crash হয়ে থাকে।
Application Layer Attack
এই ধরনের Attack সম্পূর্ণ ভাবে Web Application কে Target করা হয় যেখানে যেকোন Apps কে কমজোর বানানোর জন্য এই attack করা হয়। এটির আসল উদ্দেশ্য Application টির সম্পূর্ণ দিক দিয়ে ইউসার ব্যবহার বন্ধ করা।
আরও পড়ুন
DDOS Attack থেকে কিভাবে বাঁচবো
DDOS Attack থেকে বাঁচার জন্য কিছু সুরক্ষা নিতে হবে যেটি থেকে খুব সহজে নিজের ওয়েব স্পেস কে এই সব হ্যাকার দের থেকে বাঁচাতে পারেন।
- DDOS Attack থেকে ওয়েব সার্ভার কে বাঁচানোর জন্য কিছু security নিতে হবে তার মধ্যে একটি Per Second Request Set করা ,এই Security এর সাহায্যে আপনার ওয়েব সার্ভার অধিক Visitor আসা আপনি খুব সহজে Control করতে পারবেন।
- নিজের ইন্টারনেট Router কে সুরক্ষিত রাখার জন্য VPN ব্যবহার করে রাউটারের IP Address কে ওয়েব স্পেসে Hide করে রাখতে পারেন। VPN ব্যবহার করলে IP Address সম্পূর্ণ ভাবে Save থাকে।
- DDOS Attack থেকে নিজের ওয়েবসাইট কে বাঁচানোর জন্য WAF ( Website Application Firewall ) service কে Activate করতে হবে। ইন্টারনেট অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে CloudFlare হলো অন্যতম।
Conclusion
বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন Distributed Denial Of Service Attack কোন পদ্ধিতে কাজ করে এবং কেন এটিকে Cyber Attack এর সবচাইতে খারাপ ও উন্নত পদ্ধতি মানা হয়। এই নিয়ে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্টের মাধ্যমে যাতে পারেন।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.