আপনি যদি অনলাইন মার্কেটিং করতে ও শিখতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে এই পোস্ট টিতে ফেসবুক মার্কেটিং বিষয়ে আলোচনা করব।  ফেসবুক মার্...

ফেসবুক মার্কেটিং কি?- What Is Facebook Marketing

ফেসবুক মার্কেটিং কি?- What Is Facebook Marketing

আজকে জানবো ফেসবুক মার্কেটিং কি? What Is Facebook Marketing কিভাবে করতে হয়, এবং এটি কয় প্রকারের হয়ে থাকে , একটি ফেসবুক পেজ কিভাবে বানাতে হয়

ফেসবুক মার্কেটিং কি?- What Is Facebook Marketing

8 10 99

আপনি যদি অনলাইন মার্কেটিং করতে ও শিখতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে এই পোস্ট টিতে ফেসবুক মার্কেটিং বিষয়ে আলোচনা করব।  ফেসবুক মার্কেটিং কি? What Is Facebook Marketing.কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন এবং এর সাথে জড়িত আরও অনেক তথ্য। 

বন্ধুরা যেভাবে দিন দিন ব্যবসার মার্কেটপ্লেস পাল্টাচ্ছে তাতে দেখা যাচ্ছে ক্রেতারা মার্কেট বা বাজারের তুলনায় অনলাইন থেকে অনেক বেশি পরিমানে পণ্য কিনে থাকে। এবং আগামী দিনেও এর প্রভাব বাড়বে বলে আসা করা যাচ্ছে। 

তাই বিভিন্ন অনলাইন মার্কেটিং প্লেস গুলোর মধ্যে ফেসবুক একটি অন্যতম উদাহরণ যেখানে প্রত্যেক দিন অসংখ্য মানুষ সময় কাটিয়ে থাকে। ফেসবুক মার্কেটিং একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন্যান্য সোশ্যাল প্লাটফর্ম গুলির চেয়ে এটি খুব জনপ্রিয়। 

এই Article তে জেনে নেব ফেসবুক মার্কেটিং কাকে বলে ? কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন এবং কিভাবে এই ব্যবসা শিখবেন। আগামী দিনে এই ব্যবসার খানি লাভময় হয়ে উঠবে তার সম্পূর্ণ তথ্য নিচে সংক্ষপে আলোচনা করা হয়েছে। 


Facebook Marketing


ফেসবুক মার্কেটিং কি? What Is Facebook Marketing 


যে ব্যবসা ফেসবুকের মাধ্যমে ফেসবুক ইউসার দের টার্গেট করে কোনো পণ্য বা সেবা বিক্রি করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। 

ফেসবুক মার্কেটিং একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এটি Digital Marketing এর একটি ভাগ। এই মার্কেটিং কেবল ফেসবুক ব্যবহারকারি দের টার্গেট করে করা হয়। 

যেখানে ইউসার দের বিজ্ঞাপনের দ্বারা এই ব্যবসা করা হয়। এখানে যেকোনো ধরনের পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়ে পণ্যের Sale নিয়ে আস্তে পারেন। 

ফেসবুকে আপনি ব্যবসা করার জন্য নিদিষ্ট জায়গা ভিত্তিক ও ইউসার ভিত্তিক Audiance টার্গেট করে ব্যবসা করতে পারেন। 


কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন 

ফেসবুক মার্কেটিং করা খুবই সহজ শুধু মাত্র আপনার কোম্পানি অনুযায়ী একটি ফেসবুক পেজ থাকে হবে যেটি আপনার মুখ্য মার্কেটিং প্লেস এবং সঙ্গে আপনার facebook business Manager Account থাকতে হবে। 

ফেসবুকের সমস্থ বিজ্ঞাপন facebook business Manager Account থেকেই run করতে হয়। এখানে  বিভিন্ন ধরনের Ads Unit Create করে Audiance টার্গেট করতে হয়। 

business Manager Account থেকে বিজ্ঞাপন দেওয়ার সময় আপনার কাছে অনেক বিকল্প দেওয়া থাকে যেমন facebook Page Promot করতে পারেন,ব্লগে বা ওয়েবসাইটে visitor নিয়ে আস্তে পারেন এবং আরও অনেক কিছু। 


ফেসবুক পেজ কিভাবে বানাবেন 


ফেসবুকে আপনি যদি মার্কেটিং বা ব্যবসা করতে চান তাহলে সবার প্রথমে জানতে হবে কিভাবে ফেসবুক পেজ বানাতে হয় কারন এখানে মার্কেটিং পেজের উপর ভিত্তি করে হয়। আপনার পেজের Followr যত বেশি হবে আপনার Business marketing তত বেশি হবে। 

ফেসবুক পেজ বানানোর জন্য আপনার একটি সাধারণ facebook Account Profile থাকতে হবে বা  বানিয়ে নিতে হবে যেটি আপনার নিজের নামে Creat করতে হবে। 


facebook Account Profile
Facebook Account Opening


তারপর আপনার ফেসবুক একাউন্ট টি Open করার পর Home এর পাশে Page এর  Option দেওয়া থাকে সেখানে ক্লিক করতে হবে। তারপরেই চলে আসবে Create New Page .

Create New Page Option এ ক্লিক করার পর আপনার কাজে তিনটি অপসন চলে আসবে Page name, Category ও Description এই তিন টি অপসন পূরণ করার পর Page টি তৈরি হয়ে যাবে। 

পেজ টি বানানোর পর আপনাকে কিছু Setting করতে হবে যে গুলি নিচে দেওয়া রয়েছে 


facebook Page image
Facebook Page image

Page Banner 

একটি পেজ কে আকর্ষণীয় বানানোর জন্য সবার প্রথম কাজ হলো পেজটির High Quality Banner বা Cover photo  দিতে হবে। যেটি আপনি খুব সহজে Canva.com থেকে বানাতে পারেন অথবা আপনি Menualy বানাতে পারেন যেকোনো Android Phone Editing app থেকে। 

Facebook Page Banner Or Cover Photo Size - 1300px/640 px


Facebook Page Logo 

ফেসবুক Cover Photo যেমন একটি গুরুত্বপূর্ণ ঠিক সেরকম Page logo তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারন যেকোনো বিজ্ঞাপনে পেজের নাম ও Logo ই Show হয়ে থাকে। 

Facebook Logo আপনি খুব সহজে PixalLab বা Picsart থেকে বানাতে পারেন। 


Facebook Page Logo size - 160px / 160px


Page Button 

Page Button এটি খুব কার্যকরি অপসন এই অপসন এর মাধ্যমে পেজের ক্ষেত্রে অনেক কিছু করতে পারেন, Sing Up লাগাতে পারেন, Learn More, Follow Start Order, Book Now, Call Now, Send Message, Use App, Shop Now.

এই সব Button লাগিয়ে আপনার ফসবুক পেজ কে Customization করতে হবে। 


Messenger Link 

আপনাকে অবশ্য আপনার Messenger App সঙ্গে পেজের লিংক করতে হবে কারন কোনো ইউসার এর সরাসরি কোনো প্রশ্ন থাকে থাহলে এই app এর সাহায্যে জানাতে পারে। 


Website Link 

এখানে আপনি আপনার ওয়েবসাইটের URL Add করতে পারেন কারন এখান থেকে সরাসরি Visitor নিয়ে যাওয়া যাই ওয়েবসাইটে। একটি Business পেজের ক্ষেত্রে একটি Website থাকা অনেক লাভময় আর থেকে আপনার Page ও website এর  Authority বাড়ে। 


About us বা Description 

একটি পেজের জন্য About us খুবই প্রয়োজন। এখানে আপনার পেজ টি কোনো বিষয়ের বা কোন topic তার সম্পূর্ণ তথ্য দিতে হয়। 


ফেসবুক মার্কেটিং কয় প্রকার- Type Of Facebook Marketing


সাধারণত ফেসবুক মার্কেটিং করার জন্য অনেক পরিমানে টাকার প্রয়োজন হয়ে থাকে একটি Add Campaign চালানোর জন্য খুব টাকা খরচ করতে হয়। 

এছাড়াও আপনি ফেসবুক মার্কেটিং তেও করতে পারেন তাই মার্কেটিং দিক দিয়ে ফেসবুক মার্কেটিং দুই প্রকার হয়ে থাকে - Paid Marketing , Free Marketing 


Paid Marketing

Paid Marketing হলো যেটি আপনি ফেসবুক Business manager থেকে টাকা দিয়ে Ads Campaign করে মার্কেটিং করে পারেন। 


এখানে আপনার অনেক সুবিধে রয়েছে ফ্রি মার্কেটিংয়ের তুলনায়। Ads Campaign থেকে যেকোনো location এর  Audiance টার্গেট করতে পারেন। কোন Category এর ইউসার টার্গেট a to Z সমস্থ কিছু Customazion আপনি নিজের মতো করে করতে পারেন। 

Paid Marketing

Facebook Paid Marketing


এই মার্কেটিংয়ে পেজে বেশি সংখ্যাক Follower ছাড়াই ভালো পরিমানে ব্যবসা করতে পারবেন।একটি ইউসার কে কোন বিজ্ঞাপন দেখানো হবে কোনটির থেকে বেশি Sale নিয়ে আসবেন সেটি Facebook ভালো করে Find করতে পারেন কারন একটি ব্যাক্তির সমস্থ তথ্য ফেসবুক ভালো ভাবে জানে। ফেসবুকের কাজে ইউসার দের সঠিক Data Stoke থাকে। 


Paid Marketing সুবিধা 


  • খুব অল্প সময়ে বেশি Sale নিয়ে আসা যাই। 
  • Exactly ইউসার কে টার্গেট করা। 
  • Next time Remarketing করা। 
  • অসংখ্য Visitor বা followr নিয়ে আসা খুব সহজ। 
  • যেকোনো Location ও Demographic অনুযায়ী Business করা। 


Free Marketing 


নাম শুনেই মনে হচ্ছে Free মানেই Low Marketing .কথা ঠিক যে Paid Marketing এর মতো এখানে কোন Ads Campaign কর যায় না। এবং Exactly  Audiance টার্গেট করার কোন সুবিধে থাকে না।

ফ্রি মার্কেটিং করার জন্য আপনার Page এ অনেক পরিমানে Followr প্রয়োজন যেটি আপনাকে আপনার content এর মাধ্যমে বাড়াতে হবে। এখানে আপনার এক বার যদি অনেক পরিমানে Followr হয়ে যায়। তাহলে Paid Marketing এর চেয়ে অনেক বেশি Sale নিয়ে আস্তে পারেন। 

কারন Paid marketing এ তখনি আপনার Sale বাড়বে যখন আপনি Business Manager থেকে Ads Campaign চালাবেন কিন্তু এখানে এমন কোন নেই আপনার Follor যত বেশি sale ও তত বেশি। 


Free Marketing সুবিধে 


  • এই মার্কেটিং Trust অনেক বেশি করে থাকে আপনার পেজের উপর.
  • Long Term Business Opportunity.
  • Brand Value অনেক বেশি হয়ে থাকে। 
  • Low Revenue Good Profity 
  • No Money invest 

আরও পড়ুন 




ফেসবুক মার্কেটিং কোর্স কিভাবে করবেন 



ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার কিছু basic কিছু তথ্য জানতে হবে যেমন Ads Campaign কিভাবে বানাবেন, কিভাবে Audience টার্গেট করবেন এই সব কিছু 

এর  জন্য আপনি কোনো কোর্স করতে পারেন। যেটি Paid বা free এই দুই ভাবে করতে পারেন Youtube বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে সেখান থেকে করতে পারেন।  

এছাড়াও Udemy সাইট থেকেও করতে পারেন যেখানে Paid এবং Free দুই কোর্স রয়েছে। এবং নিজের মাতৃভাষায় এই কোর্স করতে পারেন।

 
ফেসবুক একটি অনলাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটি আপনি আপনার স্মার্টফোনে থেকেও শুরু করতে পারেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে থাকে নিচে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.