আজকে আমরা জানব Email Marketing এর বিষয়ে  ইমেইল মার্কেটিং কি ?- What Is Email Marketing , এটির মূল অর্থ কি কেন ব্যবসার ক্ষেত্রে এটি অনেক ব...

ইমেইল মার্কেটিং কি ?-Email Marketing Meaning In Bengali

ইমেইল মার্কেটিং কি ?-Email Marketing Meaning In Bengali

বন্ধুরা আজকে জানব ইমেইল মার্কেটিং কি ?-Email Marketing Meaning In Bengali এই মার্কেটিং করার জন্য কোন কোন সফটওয়্যার প্রয়োজন এবং কিভাবে Audience টার্গেট করবেন

ইমেইল মার্কেটিং কি ?-Email Marketing Meaning In Bengali

8 10 99

   আজকে আমরা জানব Email Marketing এর বিষয়ে ইমেইল মার্কেটিং কি ?- What Is Email Marketing,এটির মূল অর্থ কি কেন ব্যবসার ক্ষেত্রে এটি অনেক বেশি উপযোগী। এবং কিভাবে ইমেইল মার্কেটিং করা হয় তার সংস্থা তথ্য। 

বন্ধুরা বর্তমানে বিভিন্ন ব্যবসা অফ লাইন থেকে অনলাইন হয়ে পড়েছে। করোনা পরিস্থির জন্য এটি আরও অনেক বেশি পরিমানে Grow হচ্ছে। যেখানে বিভিন্ন Customer কে একটি প্লাটফর্মের মাধ্যমে Targate করা  যায়। 

ইমেইল মার্কেটিং এমন একটি ব্যবসা মাধ্যম যেখানে যেকোনো Product এর সরাসরি Promotion করা যায় এটি একটি Digital Marketing


What Is Email Marketing


ইমেইল মার্কেটিং কি? What Is Email Marketing 


যেসব অনলাইন মার্কেটিং এ প্রধানত ইমেইল এর মাধ্যমে মার্কেটিং করা হয় তাকে ইমেইল মার্কেটিং বলা হয়। এই মার্কেটিং একটি নিদিষ্ট প্লাটফর্মে Campaign মাধ্যমে করা হয়। 


ইমেইল মার্কেটিং মাধ্যমে কোনো প্রোডাক্টের Promotion করা হয়ে তাছাড়াও অন্যান্য যেকোনো কাজের ক্ষেত্রে Adversitement করা হয়। 

মনে করুন আপনার একটি website/ Blog আছে যেখানে মোবাইল ফোনের Review দেন এখানে আসা সমস্থ ইউসার দের Email Push Notification এর মাধ্যমে collect করেন এবং তারপর পরবর্তী মোবাইল ফোনের Review আপনার Website পাবলিশ করবেন তার নোটিফিকেশন ম্যাসেঞ্জ ইউসার দের Email এর মাধ্যমে পাঠাতে পারেন। 

আমরা আমাদের Gmail Account এর Inbox বা Promotion folder এ দেখে থাকি বিভিন্ন ধরনের Application,Product বা অন্যান্য Electronic Gadgets এর Massage এসে থাকে এগুলি কিন্তু Email Marketing যেখান এ সব product গুলির Promotion করে থাকে। 


ইমেইল মার্কেটিং কিভাবে করবেন 

ইমেইল মার্কেটিং করা খুবই সহজ এর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং কোনো কোর্স করা ছাড়াও  ভালো  ইমেইল মার্কেটিং করতে পারবেন।  

 মার্কেটিং পদ্ধতি সম্পূর্ণ ভাবে autometed যেখানে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে প্রোডাক্টের নোটিফিকেশন mail ইউসার দের Email করা হয়। এক ক্লিকে একাধিক ইউসার দের এই Promotion ম্যাসেজ পাঠানো হয়। 

ইমেইল মার্কেটিং করার আগে ইউসার দের Mail ID এর list থাকা অবশ্যক যেগুলি আপনাকে collect করতে হবে blog /Website Push Notification থেকে। 

এছাড়াও আরও একটি বিশেষ নিদিষ্ট পদ্ধতি রয়েছে যেখান থেকে Mail Id collect করতে পারেন। তার জন্য Google Country অনুযায়ী Mail Id Collect করতে পারেন। 


ইমেইল মার্কেটিং করার সফটওয়্যার 

ইমেইল মার্কেটিং করার জন্য নিদিষ্ট যেকোনো সফটওয়্যার থাকতে হবে কারন সাধারণ Email Account থেকে ইমেইল মার্কেটিং করা যায় না সাধারণ Email Account কেবল মাত্র দিনে ১০০ টি mail করতে দেওয়া হয়। 

তার জন্য আপরা ব্যবসার কোম্পানি Business Mail থাকতে হবে। যেমন marketing@techadda.com. ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে Website /Blog না থাকে সেও ক্ষেত্রেও আপনি এই মার্কেটিং করতে পারেন। 

তাই এই মার্কেটিং করার জন্য আপনার কাছে একটি  marketing Mail Software থাকতে হবে যেমন 

Email Marketing Software 

  • Mailchimp 
  • Active Campaign 
  • Mailer Lite 
  • Hubspot 
  • Convertkit 
  • Get Response 


এই সব মার্কেটিং সফটওয়্যার গুলি থেকে ইমেইল মার্কেটিং খুব সহজে করতে পারবেন। কিন্তু এগুলি কে ব্যবহার করার জন্য Subcription  নিতে হবে। যেখানে অনেক টাকা আপনাকে Pay করতে হয় Monthely বা Yearly Subcription  নিতে পারেন। 


আরও পড়ুন  Affiliate-marketing কি ?

এগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় সফটওয়্যার হলো Mailchimp. আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে Landing Page পেজ বানাতে পারেন যেটি একটি Website বলতে পারেন। 

এই সফটওয়্যার গুলোর মাধ্যমে বিভিন্ন Campaign বানিয়ে Audience টার্গেট করে Landing Page নিয়ে আস্তে পারেন। 

এই Campaign এ Audience দের ফরম্যাটের মাধ্যমে বিজ্ঞাপন দেখাতে পারেন যেমন ভালো মানের Image,Infographics বা Video বানিয়ে Ads বা Campaign থেকে মার্কেটিং করতে পারেন। 


ইমেইল মার্কেটিং করার সুবিধে বা লাভ 

ব্যাবসার ক্ষেত্রে ইমেইল মার্কেটিং হলো একটি খুব সহজ মাধ্যম যেখানে অনেক সুবিধে রয়েছে। তার মধ্যেও হলো


  • Website /Blog ছাড়াই এই মার্কেটিং করা সম্ভব 

  • এই মার্কেটিং থেকে ইউসার দের সরাসরি টার্গেট করা হয় 

  • এই মার্কেটিংয়ের মূল রূপ দিক দিয়ে এটি Email Accounter বিজ্ঞাপন দেখানো হয় কারন প্রত্যেক ইউসার দের কাজে একটি বৈধ্য Mail Id থাকা অনিবার্য্য। এই অনেক  সংখক ইউসার টার্গেট করা যাই। 

  • এই মার্কেটিংয়ে Audience দের আকর্ষণ করার জন্য উন্নত মানের Image , Infographics ও ভিডিওগ্রাফিক্স ব্যবহার করতে পারেন যেগুলো অন্যান্য মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় না। 

  • এই মার্কেটিং থেকে Blog বা Website এ অসংখ্য Visitor নিয়ে আস্তে পারেন। 

  • এই ইমেইল মার্কেটিং খুব কম খরচে হয়ে থাকে 

বন্ধুরা আপনারা আসা করি বুঝতে পেরেছেন Email Marketing কি। এই বিষয়ে কোনো বিষয় থাকলে নিচে কমেন্ট বক্সে জানান 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.