مايو 25, 2021
আজকে আমরা জেনে নেব Vlog Meaning in Bengali , vlog মানে কি এবং কিভাবে এটি করতে হয় বা কোন প্লাটফর্মে Vlog বানানো সবচাইতে উপযোগী এবং কি কি পদ...
Vlog Meaning in Bengali- Vlog মানে কি ?
Vlog Meaning in Bengali- Vlog মানে কি ?
vlog meaning in bengali- vlog মানে কি? একটি Vlog চ্যানেল কিভাবে বানাবেন,সেখানে কোন ধরনের ভিডিও পাবলিশ করবেন এবং কিভাবে টাকা আয় করবেন।
Vlog Meaning in Bengali- Vlog মানে কি ?
8
10
99
আজকে আমরা জেনে নেব Vlog Meaning in Bengali, vlog মানে কি এবং কিভাবে এটি করতে হয় বা কোন প্লাটফর্মে Vlog বানানো সবচাইতে উপযোগী এবং কি কি পদ্ধতিতে এখান থেকে টাকা উপার্জন করবেন।
বর্তমানে আমরা যেভাবে ডিজিটাল টেকনোলজির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি তাতে সমস্ত কিছুর জন্য আমাদের কে ইন্টারনেট উপর নির্ভর কারন এখানে যেকোন তথ্য খুব অল্প সময়ে ও সঠিক তথ্য পেয়ে থাকি কোন Text, Audio, Video বা image content এর মাধ্যমে।
এই সমস্থ তথ্য নেওয়ার জন্য যেভাবে blogging আমাদের প্রয়োজন মিটিয়ে আসছে ঠিক সেরকম Vlogging ও এই ভাবে আমাদের অনেক তথ্য দিয়ে থাকে। তাই আমার জেনে নেব Vlogging মানে কি ? কিভাবে করতে হয় তার সমস্থ কিছু তথ্য
Vlog Meaning in Bengali - Vlog মানে কি ?
Vlog মানে হল Video Blog বা Video Log যেটিকে ছোট করে Vlog বলা হয়।এটি একটি Videography যেখানে ভিডিও মাধ্যমে যেকোন তথ্য Present করে থাকে।
এখানে যেকোন Information Content ভিডিওর মাধ্যমে হয়ে থাকে। সরল ভাষায় বুঝতে লেগে এটিকে Live Information ও বলতে পারেন।
বর্তমানে এবং পরবর্তী দিনে এই Content এ চাহিত ক্রমশ বেড়ে চলেছে কারন ইউসারা কোন Text Content এর চেয়ে video Content বেশি পছন্দ করে থাকে। কোন ব্যক্তি একটি তথ্য কে বোঝার জন্য Text লেখার থেকে Image Video ওর মাধ্যমে অনেক সহজ ভাবে বুঝতে পেরে থাকে।
Vlogger কিভাবে হওয়া যায়
vlogger হওয়ার জন্য কোন Skill ও Degree প্রয়োজন হয় না। কেবল আপনি যে বিষয়ে Vlog চ্যানেল টি বানাবেন সেই বিষয়ে সম্পূর্ণ জানকারী আপনার থাকতে হবে। এখানে আপনি যেকোন Topic এ vlog বানাতে পারেন।
vlog মানে একটি Live Videography যেখানে ইউসার দের কে বোঝানোর জন্য নিজের content Quality ভালো হতে হবে। Anchoring করার জন্য নিজের গলার সর ভালো ও পরিষ্কার হতে হবে।
এছাড়া এই প্লাটফর্মে কাজ করার জন্য অন্যান্য কিছু সামগ্রীকের প্রয়োজন হয়ে থাকে যেগুলি আপনার Topic অনুযায়ী নির্বাচন করতে হবে।
Vlog Type- Vlog কয় প্রকারের হয় ?
Vlog কে সাধারণত ইউসার দের ব্যবহারের দিক দিয়ে দুই প্রকারের হয়ে থাকে - Personal Vlog or Live Broadcasting vlog .
Personal Vlog
Personal Vlog হলো যেখানে আপনি নিজের রুচি অনুযায়ী video content দিয়ে থাকবেন। বর্তমানে অনেক প্লাটফর্ম আছে যেখানে নিজের vlog চ্যানেল বানিয়ে Content Publish করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের Category চ্যানেল create করতে পারেন।
Travelling Vlog
Travelling Vlog চ্যানেল একটি high Growing চ্যানেল যেখানে এই সব চ্যানেল গুলিতে অনেক পরিমানে ইউসার এসে থাকে এক একটি Video তে অনেক পরিমানে Views এসে থাকে।
এই চ্যানেলের ভিডিও তে আপনি বিভিন্ন Location visit করে video বানাতে পারেন এই ভিডিও তে আপনার face অবশ্য দেখাতে হবে যাতে করে আপনার চ্যানেলর ইউসার base ভালো হয়।
বর্তমানে অনেকেই আছেন যারা এই সব ভিডিও তাদের চ্যানেল Publish করে থাকে।
Food Recipe Vlog
এই topic হলো সবচাহিতে High demand. এই বিষয়ে ভিডিও Content এ competition অনেক বেশি কারন কোন খবর বানানোর জন্য কোন ভাষার প্রয়োজন হয় না। কেবল Recipe Step By Step বানিয়ে গেলে হবে এবং ভিডিও তে Recipe সমস্থ উপকরণের Subtitle দিলেই হয়ে যাবে।
এখানে আপনাকে অবশ্য নিজের Face দেখতে হবে যদি ভিডিওর Quality বাড়ে। আপনি যেকোন Vlog প্লাটফর্মে গিয়ে দেখতে পারেন এই চ্যানেলের জনপ্রিয়তা কত বেশি।
আপনি যদি একজন Recipe Vlog বানাতে চান তাহলে অবশ্য আপনার মধ্যে Recipe এর বিষয়ে ভালো Experience থাকতে হবে।
Farming Vlog
Farming বা কৃষি Vlog একটি উন্নত মানের ভিডিওগ্রাফিক্স যেখানে কৃষি কাজের বিষয়ে যেকোন তথ্য খুব সহজে ভিডিওর মাধ্যমে ইউসারের কাছে পৌঁছে থাকে।
এখানে আপনি খুব সহজ পদ্ধতিতে জানাতে পড়েন কিভাবে কৃষি কাজ করতে হয় কোন ফসল সঠিক সময়ে করা সবচেয়ে উপযোগী এই সব তথ্য দিতে পারেন।
এই vlog চ্যানেল ও অনেকেই পছন্দ করে থাকে এই সব চ্যানেল অন্যান্য চ্যানেলের তুলনায় এর Competition অনেক কম।
Street Market Vlog
Street Market Vlog একটি ভালো Topic যেখানে এই বিষয়ে অনেকেই তাদের আশেপাশের বাজার-মার্কেটের বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করে। এখানে মার্কেটের বিভিন্ন ধরনের জিনিসের বিষয়ে বলতে পারেন। যেমন Mobile Market ,Computer Market বিষয়ে তথ্য ভিডিও ওর মাধ্যমে দিতে পারেন।
এই সব Personal Vlog এর ভিডিও বানানোর জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়ে থাকে যেমন Camera, Computer, Video Editing Software.
Live Broadcasting vlog
এই সব Live Vlog আমরা বলতে পারি যেখানে সরাসরি Video মাধ্যমে Content দিয়ে থাকে। এখানে যাকিছু information live ভিডিওর মাধ্যমে দেওয়া হয়।
যেমন এই Vlog আমরা সাধারণত কোন কোম্পানি live Project এ দেখে পাই বা কোন Couching center এ live Class Video এই সব Vlog গুলিকে Live Broadcasting Vlog বলা হয়।
আপনারা দেখেছেন অনেক এই রকম চ্যানেল আছে যেখানে Live couching এর মাধ্যমে Student দের পড়ানো হয়।
কোন কোন প্লাটফর্মে Vlog বানাবেন-Vlog Meaning in Bengali
বর্তমানে Vlog বানানোর জন্য অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে আপনি নিজের চ্যানেল বানিয়ে Video Content publish করতে পারেন। তার মধ্যে জনপ্রিয় হল
Youtube
ইউটিউব একটি Vlog চ্যানেল বানানোর জন্য সবচাইতে ভালো একটি প্লাটফর্ম কারন এটি বিশ্বে সবচাইতে বড় Video Search Engine. ইউটিউবে প্রতিদিন প্রচুর ইউসার এসে থাকে।
এখানে খুব সহজে একটি Vlog তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্ৰীতে। Youtube একটি Google এর product এখানে একটি ভিডিও Publish করার জন্য যা কিছু প্রয়োজন তা সব এখানে আপনাকে ফ্রি তে দেওয়া হয়।
Dailymotion
dailymotion ও একটি ভালো প্লাটফর্ম যেখানে Video Content publish করার জন্য উপযোগী।এখানে Vlog বানানোর জন্য Personal information দিয়ে চ্যানেল খুলতে পারেন। তারপর এখানে content publish করতে পারেন।
Website Vlog
বর্তমানে এই সব Video প্লাটফর্ম ছাড়াও আপনি নিজের Website বানিয়ে সেখানে video publish করতে পারেন। এই ক্ষেত্রে আপনি Blogspot বা Wordpress ব্যবহার করতে পারেন।
এই প্লাটফর্মে আপনি নিজের মতকরে Site বানাতে পারেন সম্পূর্ণ Control আপনার কাজে। এখানে আপনি video Content এর পাশাপাশি Text Content ও দিতে হবে।
Vlog Video জন্য কি কি প্রয়োজন
vlog একটি videography content তার জন্য এখানে বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়ে থাকে এবং তার সাথে নিজের কাজের অভিজ্ঞতা।
Camera
কোন Vlog এর জন্য ক্যামেরা একটি প্রয়োজনীয় সরঞ্জাম যেখানে যেকোন Video বানানোর জন্য সেই Location কে ক্যামেরা দ্বারা Shot করতে হয়।
ক্যামেরা ছাড়া Vlog কোন ভাবেই সম্ভব নই। একটি ভিডিওর জন্য উন্নত মানের ক্যামেরা একান্ত প্রয়োজন যাতে High Quality Video shot করতে পারেন।
Computer / Laptop
আপনি যদি একটি video বানাবেন তার জন্য কোন কম্পিউটার ব্যবহার করবেন না তাহলে এটা সম্ভব নয় কারন vlog ভিডিওর Quality অনেক High থাকে সেটিকে কম্পিউটার ছাড়া মোবাইল Edit করা কোন ভাবেই সম্ভব নয়।
Video Editing Software
কোন ভিডিও location এ ক্যামেরা দ্বারা shot করার পর সেটিকে ভালো Editing Software দ্বারা Editing করে নিতে হবে। যেখানে একটি ভিডিওর মধ্যে অনেক Cut লাগাতে হয় তারপর সম্পূর্ণ ভালো Video তৈরি হয়।
এখানে এটি Premium Video Editing Software এর জন্য অনেক টাকা Pay করতে হয়।
Sound Catch Mic
কোন Vlog ভিডিও জন্য Sound Quality অনেক প্রয়োজন করে কারন আপনার ভিডিও কোন সার্চ রাংক হয় তার quality জন্য। একটি ভিডিওর সাউন্ড quality পরিষ্কার ও ভালো অবশ্য হতে হবে। তার জন্য আপনাকে উন্নত মানের Mic নিতে হবে।
Vlog থেকে কিভাবে টাকা আয় করবেন
একটি vlog বানানোর পর সেখানে আপনি টাকা যায় অনেক ভাবে করতে পারেন কিন্তু আপনার vlog ভিডিও তে ইউসার view অবশ্য ভালো থাকতে হবে। বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ভাবে টাকা আয়ের Source রয়েছে।
যেখানে Youtube এ আপনি সরাসরি তাদের বিজ্ঞাপন দেখিয়ে টাকা যায় করতে পারেন তাছাড়া Affiliate marketing, Paid Promotion থেকে ভালো টাকা উপার্জন করতে পারেন। কিন্তু ইউটিউবে টাকা আয়ের আগে কিছু নিয়ম রয়েছে যেটি আপনার চ্যানেলে সম্পূর্ণ থাকতে হবে।
Dailymotion আপনাকে সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে টাকা দিয়ে থাকে এখানে বিজ্ঞাপনের জন্য কোন নিয়ম থাকে না কেবলাপনের ভিডিও তে View আস্তে হবে। এছাড়া এখানে আপনি Affiliate marketing, Paid Promotion করে টাকা আয় করতে পারেন।
Website Vlog এখানে আপনি যেকোন ভাবে টাকা আয় করতে পারেন কেবল সার্চ ইঞ্জিনের Result এ আপনার সাইট আস্তে হবে। এখানে আপনি অনলাইনে বিজ্ঞাপন,Affiliate marketing, Paid Promotion থেকে টাকা যায় করতে পারেন।
Conclusion
বন্ধুরা আসাকরি বুঝতে পড়েছেন Vlog Meaning In Bengali. কিভাবে এখানে থেকে টাকা আয় করা যায় এই নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্য নিচে ম্যাসেজের মাধ্যমে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.