مايو 27, 2021
আমরা অনেকেই আছি যারা ফেসবুক ব্যবহার করে থাকি। এটি একটি আমাদের প্রতিদিনের বলতে পারেন প্রয়োজন হয়ে উঠেছে। আমরা দিনে অন্তত ৫ মিনিটের জন্যেও হলে...
Facebook Tips Bangla in 2021- ফেসবুক টিপস বাংলা
Facebook Tips Bangla in 2021- ফেসবুক টিপস বাংলা
Facebook Tips Bangla- ফেসবুক টিপস বাংলা আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি নিজের ফেসবুক একাউন্ট কে কিছু সেটিং এর মাধ্যমে সুরক্ষিত করবেন।
Facebook Tips Bangla in 2021- ফেসবুক টিপস বাংলা
8
10
99
আমরা অনেকেই আছি যারা ফেসবুক ব্যবহার করে থাকি। এটি একটি আমাদের প্রতিদিনের বলতে পারেন প্রয়োজন হয়ে উঠেছে। আমরা দিনে অন্তত ৫ মিনিটের জন্যেও হলেও এই ফেইসবুক খুলে থাকি। এখানে আমরা বন্ধুদের সাথে চ্যাট করা ছাড়াও অন্যান্য আরও অনেক তথ্য পেয়ে থাকি। এখানে নিজেদের পছন্দের Shopping ও করে থাকি।
Facebook আমাদের একটি Personal data Profile হয়ে উঠেছে যেখানে একজন ব্যক্তির সমস্থ তথ্য এই প্লাটফর্ম থেকে আপনি খুব সহজে পেয়ে থাকি এছাড়াও সেই ব্যক্তির কি কি পছন্দ অপছন্দ সেই সমস্থ কিছু তথ্য দিয়ে থাকে ফেসবুক।
অনেকেই আছেন যারা তাদের ফেসবুক একাউন্ট কে তাদের ইচ্ছেমতো customization করে ভালো ও আকর্ষণীয় করতে চাই। কিন্তু অনেকেই আছেন যারা এই Facebook Account কে কিভাবে Edit করতে হয় তা জানে না। তাই আজকে এই পোস্ট টিতে এমন কিছু Facebook Tips Bangla বিষয়ে জনাব যেটি আপনি নিজের Facebook Account এ Apply করেন তাহলে অনেক
Facebook Tips Bangla- ফেসবুক টিপস বাংলা
ফেসবুক আমাদের কে অনেক Advance কিছু Feature দিয়ে থাকে যেগুলিকে Apply করে সমস্থ Activity কে নিজের নিয়ন্ত্রনে নিয়ে আস্তে পারেন। নিচে সমস্থ Facebook Tips গুলি দেওয়া হলো
Facebook Follow Button Active
আমরা অনেকের Account এ দেখে থাকি যে তাদের id তে Add Friends Option এর পরিবর্তে Follow Option দেওয়া থাকে যেটি আপনার একাউন্ট কে আকর্ষণীয় করে তোলে এটির সাহায্যে আপনাকে অনেকেই Follow করতে পারে।
আপনি যদি এই Follow বোতাম টি Active করতে চান তাহলে নিজের Account এ থ্রী লাইনে গিয়ে Setting এ ক্লিক করতে হবে তারপর Privacy Setting ক্লিক করে Who Can send you friend Requests ক্লিক করে Friends of Friends অপসন টিকে Select করতে হবে।
এরপর দ্বিতীয় step আবার পুনরায় Setting চলে আস্তে হবে যেখানে Public Posts এ ক্লিক করে নিতে হবে যেখানে চারটি সেটিং করতে হবে
- Who Can Follow Me - Public
- Public Post Comments - Public
- Public Post notification - Everyone
- Public Profile Info - Public
এই সেটিং করার পর আপনার Profile follow Option টি চলে আসবে।
Profile Music Show
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Music এর Fan হয়ে থাকেন এবং নিজের facebook profile যেকোন Music মানে গান রাখতে পারেন। যেখানে কেউ আপনার Profile visit করে সেখানে ওই মুহুতে music Play হয়ে থাকবে যেটি আপনি নিজে Set করতে পারেন।
এই Music Option টিকে Set করার জন্য আপনাকে নিজের Profile এর নিচের দিকে Photo, Avatars Option এর পাশে Slide করলে music Option দেওয়া থাকবে এখানে আপনি Click করে নিজের ইচ্ছে মত গান সেট করতে পারেন। যেটি কেউ আপনার Account visit করার সময় Play করে শুনতে পারে।
Restricted Post
Restricted মানে হল মনে করুন আপনি এমন কিছু পোস্ট করলেন আপনার Profile এ যেটি আপনি কোন একটি friends কে দেখাতে চান না বা কোন বাড়ির লোক দের Show করতে চান না আপনার Post টি।
সে ক্ষেত্রে এটি আপনি খুব সহজে করতে পারবেন তার জন্য আপনাকে নিজের Account থেকে গিয়ে Friends নাম সার্চ করে নিতে হবে যে Friend কে আপনার পোস্ট দেখতে চান না।
সেই friends এ থ্রী ডটে ক্লিক করে Friends Option টিতে select করতে হবে তারপর Edit friend List ক্লিক করে Restricted অপসন পেয়ে যাবেন যেটিতে এক বার ক্লিক করলেই পরিষেবা টি On হয়ে যাবে।
Avatars Create
আমরা অনেক সময় facebook Avatars বা Cartoon পোস্ট করে থাকি এবং এবং এই সব কার্টুন গুলিকে বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের আপ্লিকেশন ব্যবহার করে বানিয়ে থাকি কিন্তু বর্তমানে আমাদের কে এই সব Avatars create করার জন্য facebook তার প্লাটফর্মে এই সুবিধা টি রয়েছে। যেখানে খুব সহজে এস কার্টুন গুলি বানিয়ে Post করতে পারেন।
আপনার facebook একাউন্ট এ থ্রী ডটে ক্লিক করলে আপনি এই Avatars option পেয়ে যাবেন।
Track Activity off
কোন সময় আপনি fecebook Access করছেন এবং সেই সময় ফেসবুক থেকে কোন বিজ্ঞাপন আসে যেটা আপনার Interest.আপনি সেই বিজ্ঞাপন দেখে অবাক হয়ে দেখেন এটা কিভাবে সম্ভব যেটা আপনার পছন্দের সেটা ফেইসবুক কিভাবে আপনাকে দেখাচ্ছে।
এখানে অবাকের কিছুই নেই ফেসবুকে আপনি যাই কিছুন করুন না কে সব Activity fecebook Track করে থাকে।
তাই সব Activity থেকে খুব সহজে বাচঁতেপারেন কেবল আপনাকে ফেসবুক একাউন্ট কিছু সেটিং করতে হবে।
প্রথমে আপনাকে নিজের একাউন্ট এর থ্রী ডটে ক্লিক করে setting Option এ ক্লিক করুন তারপর নিচের দিকে Your Facebook Information এর মধ্যে Off- facebook Activity Option Click করে Clear History বা Activity বন্ধ করতে পারেন।
Game Play
আমরা অনেক সময় ধরে ফেসবুকে চ্যাট করি বা একের পর এক পোস্ট দেখে থাকি এবং অনেক সময় আমরা বিরক্তি অনুভব করে থাকি যেখানে আমরা চাই কোন Game খেলতে বা Music শুনতে যাতে আমরা একটু cool হতে পারি।
তাই এই problem থেকে cool হওয়ার জন্য Facebook আমাদের কে কোন Music অপসন ও দিয়ে থাকে যেটা এই পোস্টে উপরে আলোচনা করেছি। কিন্তু আপনি এই প্লাটফর্মে Online game খেলার বিকল্পও দিয়ে থাকে যেটা সহজে খেলতে পারেন যেটি আপনার একাউন্ট এর ৩ ডটে ক্লিক করলে নিচের দিকে Game Option দেওয়া থাকে।
এখানে আপনি কোন গেম না install করে game খেলতে পারেন।
Job Notification
বর্তমানে আমরা অনেক ওয়েবসাইট বা কোন app থেকে Job খুঁজে থাকে তাই এই কাজ খোঁজার ক্ষেত্রেও ফেসবুক একটি বড় ভূমিকা পালন করে। কয়েক বছর ধরে এই Job Search করার ভালো পরিষেবা টি ফেসবুকও তার ইউসার দের Job এর সন্ধান দিয়ে থাকে।
এখানে আপনি নিজের Location অনুযায়ী কাজের সন্ধান নিতে পারেন। প্রতিদিন অনেক কাজের Notification Register হয়ে থাকে এই প্লাটফর্মে।
এখানে আপনি job search করার জন্য প্রথমে নিজের সম্পূর্ণ education qualification তথ্য দিতে হবে তারপর আপনি job search করতে পারেন যেটি আপনি খু সহজে এক্কোউন্টের থ্রী ডটে ক্লিক করলে Job Option টি দেখতে পাবেন।
Conclusion
বন্ধুরা আপনাদের যদি আপনার facebook account থেকে এই সব সুবিধে নিতে চা তাহলে অবশ্য এই টিপস গুলি follow করুন। এই নিয়ে কোন প্রশ্ন থাকে অবশ্য নিচে কমেন্ডের মাধ্যমে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.