বন্ধুরা আমাদের মধ্যে অনেক ইউসার দের প্রশ্ন যে ইউটিউব শর্টস ফান্ড কি এবং কিভাবে ইউটিউবে এই দুর্দান্ত ফীচার টির থেকে ক্রিটরদের টাকা দিয়ে থাক...

How To Earn Money YouTube Shorts Channel 2021 | ইউটিউব শটস ভিডিও থেকে টাকা আয়

How To Earn Money YouTube Shorts Channel 2021 | ইউটিউব শটস ভিডিও থেকে টাকা আয়

Earn Money YouTube Shorts Channel 2021 জেনে নিন কিভাবে ইউটিউব শর্টস চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন এবং কোন কোন বিষয়ে শর্টস ভিডিও বানাবেন

How To Earn Money YouTube Shorts Channel 2021 | ইউটিউব শটস ভিডিও থেকে টাকা আয়

8 10 99

 বন্ধুরা আমাদের মধ্যে অনেক ইউসার দের প্রশ্ন যে ইউটিউব শর্টস ফান্ড কি এবং কিভাবে ইউটিউবে এই দুর্দান্ত ফীচার টির থেকে ক্রিটরদের টাকা দিয়ে থাকে।  এই শর্টস ভিডিও থেকে টাকা আয় করার জন্য কোন কোন পলিসি ইউটিউবার দের Follow করতে হয়। 

আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আপনাকে জানিয়ে দি যে বর্তমানে আপনার ইউটিউব শর্টস চ্যানেল ১ হাজার সাবস্ক্রাইবার বা ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম না সম্পূর্ণ হলেও  আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারেন।

আপি যদি এই YouTube Shorts Fund থেকে টাকা ইনকাম করতে চান  তাহলে এই আর্টিকেল টি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন এবং এই পোস্ট টিতে জানিয়ে ছি যে বর্তমানে কোন কোন ক্যাটেগরির শর্টস চ্যানেল বানালে আপনি ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি টাকা পাবেন। 

এছাড়ার এই ইউটিউব শর্টস ফান্ড কোন কোন দেশের Creator রা এখান থেকে  টাকা পাবে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। 

ইউটিউব শর্টস ফান্ড কি? ( What Is YouTube Shorts Fund ) 

এ বছরের শুরুর থেকে ইউটিউব তার প্লাটফর্মে TikTok ও Instagram সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মতো শর্টস ভিডিও নিয়ে আসার জন্য ঘোষণা করে। রীতিমতো এই শর্টস ভিডিও ইউটিউব তার প্লাটফর্মে নিয়ে আসে, এই দুর্দান্ত ফীচার ইউটিউব নিয়ে আসার পর ইউসার দের কাছে খুব ঝড় তলে এই শর্টস ভিডিও ফীচার। 

এই ফীচার যেমন যেকোন ইউসার খুব সহজে উপভোগ করতে পারবে, ঠিক তেমনি খুব সহজ পদ্ধতিতে যেকোন ইউসার তার রুচি অনুযায়ী যেকোন বিষয়ে শর্টস ভিডিও বানাতে পারে। 

ইউটিউবের এই দুর্দান্ত ফীচার YouTube Shorts নামে পরিচিত। এই প্লাটফর্মের ভিডিওর সময় সীমা ৬০ সেকেন্ডের মধ্যে সীমিত, কোন ভাবে ভিডিওর সময় ৬০ সেকেন্ডের বেশি হয় সেক্ষেত্রে ভিডিও টি YouTube Shorts এর জন্য কার্যকর হবে না। 

YouTube Shorts Video তে কিভাবে টাকা দিয়ে থাকে ( How To Earn YouTube Shorts )

YouTube Shorts Video থেকে কোন রূপ অফিসিয়াল বা ডাইরেক্ট Monitiazation নেই মানে যেমন সাধারণ ইউটিউব চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে চ্যানেল টি Google Ads দ্বারা টাকা ইনকাম করতে থাকে। এই প্রকারের কোন ফীচার ইউটিউব Shorts video এর জন্য নিয়ে আসে নি। 
YouTube Shorts

কিন্তু ইউটিউব তার Creator দের কোন দিনেই  হতাশা করেন নি তাই এই ধরনের ভিডিও জন্য YouTube Shorts Fund তৈরি করেছেন। যার মাধ্যমে ইউটিউব শর্টস Creator দের টাকা দিয়ে থাকে। 

এই শর্টস ফান্ড যেকোন শর্টস Creator রা পেয়ে থাকে। এই ফান্ড থেকে ১০০ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত টাকা পেতে পারে। 

যেটি আপনার ইমেইল একাউন্টের ইনবক্সে সরাসরি ভাবে জানিয়ে থাকে।  আপনি ইউটিউব শর্টস ফান্ড থেকে টাকার বিষয়ে জানিয়ে থাকবে। এই টাকা আপনাকে একটি সঠিক সময় মতো Claim করতে হবে এবং AdSence একাউন্ট থেকে টাকা টি Received করতে হবে। 

শর্টস ভিডিও থেকে টাকা ইনকাম করার পলিসি ( YouTube Shorts Earning Policy )

শর্টস ভিডিও থেকে সহজে টাকা উপার্জন করা বা অনলাইন থেকে টাকা ইনকাম করার একটি সহজ মাধ্যম কিন্তু এখানে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেটিকে Creator দের মাথায় রেখে ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে হবে। 

যদি কোন কারনে ইউটিউবের এই Policy বা নিয়মের বাইরে ভিডিও পাবলিশ হয়ে থাকে তাহলে এখন থেকে কোন ভাবেই টাকা ইনকাম করা সম্ভব নয়। 

তাহলে দেখে নিন শর্টস ভিডিও বানানোর জন্য কোন কোন Policy আপনাকে মানতে হবে। 

  • ভিডিওর সময় সীমা ৬০ সেকেন্ডের মধ্যে থাকতে হবে। 
  • ভিডিও তে কোন প্রকার Copyright Music ব্যবহার করা চলবে না। 
  • ভিডিও তে YouTube Library এর copyright Free Music করতে হবে।
  • ভিডিও অবশ্য Original Content হইতে হবে। 
  • ভিডিও তে নিজের Voice ব্যবহার করতে হবে। 
  • ভিডিও তে কোন প্রকারের Water Mark থাকা চলবে না। 



ইউটিউব শর্টস ফান্ড কোন কোন দেশের জন্য (YouTube Shorts Fund Eligibility )

নিচের দেওয়া এই সমস্থ দেশের জন্য YouTube তার Shorts Fund এর টাকা দিয়ে থাকে।  আপনি যদি এই দেশের ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি এই Programm থেকে টাকা ইনকাম করতে পারবেন। 

  1. আলজেরিয়া 
  2. আর্জেন্টিনা 
  3. অস্ট্রেলিয়া 
  4. বাহরাইন 
  5. ব্রাজিল 
  6. কানাডা 
  7. চিলি 
  8. কলম্বিয়া 
  9. ডেনমার্ক 
  10. ইজিপ্ট 
  11. ফিনল্যাণ্ড 
  12. ফ্রান্স 
  13. জার্মানি 
  14. হংকং 
  15. ভারত 
  16. ইন্দ্রোনেসিয়া 
  17. ইরাক 
  18. ইতালি 
  19. জাপান 
  20. জর্ডান 
  21. কুয়েত 
  22. লেবানন 
  23. মালয়েশিয়া 
  24. মক্সিকো 
  25. মরক্কো 
  26. নেদারল্যান্ডস 
  27. নিউ জিলণ্ড 
  28. নাইজেরিয়া 
  29. নরওয়ে 
  30. ফিলিপিন্স 
  31. পোল্যান্ড 
  32. রাশিয়া 
  33. সৌদি আরব
  34. সিঙ্গাপুর 
  35. সাউথ আফ্রিকা 
  36. সাউথ কোরিয়া 
  37. স্পেন 
  38. সুইডেন 
  39. সুইজারল্যান্ড 
  40. তাইওয়ান 
  41. থাইল্যান্ড 
  42. টার্কি 
  43. ইউনাইটেড আরব এমিরেটস 
  44. ইউনাইটেড কিংডম 
  45. ইউনাইটেড স্টেট 
  46. ভিয়েতনাম  

শর্টস ভিডিও চ্যানেল আইডিয়া ( YouTube Shorts Channel Ideas 2021 )

আপনি যদি একজন ভালো ও তাড়াতাড়ি শর্টস ফান্ড থেকে টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমে আপনাকে একটি সঠিক Niche ও সঠিক ক্যাটাগরি বেছে নিতে হবে।

 আপনি যদি এই শর্টস চ্যানেল তৈরি করতে চান এবং আপনি বুঝতে পারছেন না যে কোন বিষয়ে চ্যানেল বানাবো তাহলে নিচের দেওয়া এই ৫ টি ক্যাটাগরি ইউটিউব শর্টস চ্যানেলের উপর আপনি কাজ শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি এখানে Grow হতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। 


#1 Food Recipe 

আমরা জানি যেকোন ইউসার বা যেকোন ব্যক্তি Food বা খাবারের ভিডিও অনেকে বেশি পরিমানে পছন্দ করে থাকে। কারন Food ক্যাটাগরি অনেক বড় Niche তাই এখানে ভিডিও দেখার ইউসার ও অনেক বেশি। 

ফুড বিষয়ে ভিডিও আপনি নিচের লোকাল ভাষায় শুরু করতে পারেন বা অন্য কোন ভাষাতেও শুরু করতে পারেন। 

#2 Facts Channel 

আমাদের মধ্যে যেকোন ইউসার দের বিভিন্ন বিষয়ে যেকোন প্রকারের তথ্য বা সেই বিষয়ে জানার খুবই আগ্রহ হয়ে  থাকে।  তাই এই ধরনের Facts Video অনেক পরিমানে ইউসারা পছন্দ করে থাকে। 

ভিডিও মধ্যে অবশ্য আপনাকে নিজের Voice Over দিতে হবে এবং সম্পূর্ণ তথ্য ৫৯ সেকেন্ডের মধ্যে ভিডিও বানাতে হবে। 

#3 Education 

আপনি যদি কোন বিষয়ে মাস্টারি করে থাকেন এবং সে বিষয়ে আপনার ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ধরনের কন্টেন্ট বানাতে পারেন। অনেক ইউসার রয়েছে যারা এই ধরনের শর্টস টিপস পছন্দ করে থাকে। ( যেমন - History, Geography, Science )

#4 Government Scheme

বর্তমানে প্রায় দিনে যেকোন ধরনের সরকারি যোজনা এসে থাকে সাধারণ মানুষ দের জন্য। কিন্তু এ বিষয়ে  সাধারণ মানুষ সময় মতো জানতে পায় না। তাই বিষয়ে শর্টস ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেল ১ মাসের মধ্যেই ভালো জায়গায় চলে যাবে। 

কারন এই ধরনের Information যেকোন ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে। 

#5 Motivation  Video 

অনেক ইউসারা রয়েছে যারা নিজের জীবনে কিছু পরিবর্তন বা নতুন কিছু করার জন্য ইউটিউবের মধ্যে এই ধরনের Motivation ভিডিও দেখে থাকে এবং অনেক বেশি পরিমানে View এসে থাকে এই ধরনের ভিডিও তে ।  

আপনার যদি এই বিষয়ে কোন আইডিয়া নাও থাকে তাহলেও আপনি অন্যের ভিডিও থেকে copy করে ভিডিও বানাতে পারেন কেবল Voice Over আপনার নিজের দিতে হবে। 

Conclusion

বন্ধুরা আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ইউটিউব শর্টস ভিডিও থেকে টাকা আয় করা অনেক সহজ ভালো মাধ্যেম। আমাদের এই আর্টিকেল টি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার ও কম্যান্ড করে জানান। 

কোন রূপ প্রশ্ন থাকলে নিচে জানাতে পারেন। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.