YouTube Tips for Beginners -বর্তমানে প্রায় মানুষ ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার জন্য একটি অন্যতম দিক বেছে নিচ্ছে কিন্তু অধিকাংশ creator দ...

YouTube SEO Tips In Bangla | ইউটিউব ভিডিও টিপস

YouTube SEO Tips In Bangla | ইউটিউব ভিডিও টিপস

YouTube SEO Tips In Bangla- ইউটিউব ভিডিও রাঙ্ক করানোর সহজ উপায়, জানুন কিভাবে ভিডিও optimize করতে হয়,কিভাবে ইউটিউব কীওয়ার্ড রিসার্চ করবেন

YouTube SEO Tips In Bangla | ইউটিউব ভিডিও টিপস

8 10 99

YouTube Tips for Beginners-বর্তমানে প্রায় মানুষ ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার জন্য একটি অন্যতম দিক বেছে নিচ্ছে কিন্তু অধিকাংশ creator দের কাছে সঠিক কোন Youtube Tips বা তথ্য না থাকার কারনে তাদের কে এই প্লাটফর্ম থেকে ছেড়ে চলে যেতে দেখা যায়। 

ইউটিবের মধ্যে কোন চ্যানেল তৈরী করার আগে আপনাকে জানতে হবে Youtube seo tips, Youtube keyword research এই সমস্থ কিছু জরুরি বিষয়ে যার সাহায্যে আপনি খুব সহজে ইউটিউবের মধ্যে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। 

এই বন্ধুরা আজকে এই পোস্ট টির মাধ্যেমে আপনি সম্পূর্ণ ভাবে জেনে যাবেন যে কিভাবে এই প্লাটফর্মে সঠিক ও স্মার্ট ভাবে কাজ করতে হয় ও কিভাবে খুব তাড়াতাড়ি Grow হতে হয়। আপনি যদি একজন সফল Youtuber হতে  চান তাহলে এই আর্টিকেলটির সম্পূর্ণ টিপস নিজের মাথার মধ্যে ঢুকিয়ে তারপর কাজ করুন। কারন ২০২১ -২০২২ আর পুরোনো ইউটুবে নেই সম্পূর্ণ চেঞ্জ। 

YouTube SEO Tips In Bangla 

কোন ইউটিউব চ্যানেল তৈরি করার আগে এটা প্রথমে সঠিক নির্বাচন করতে হবে যে আপনি কোন ক্যাটেগরির উপর চ্যানেলটি বানাবেন। এর একটি চ্যানেলের মধ্যে যেকোন টপিকে ভিডিও বানিয়ে দিয়েও সেখান থেকে টাকা যায় করা যেত। 

YouTube tips


কিন্তু বর্তমানে এই ধরনের Mixing চ্যানেল YouTube কোন ভাবেই টাকা দেবে না বা Monitization On করবে না। তাই যেকোন এক ক্যাটেগরির উপর চ্যানেল বানাতে হবে। 

তারপর চ্যানেল বানানোর পর আপনাকে করতে হবে SEO. তাহলে জেনে নিন ইউটিউবে কিভাবে স্মার্টওয়ার্ক করতে হয় 

SEO For YouTube Channel - ইউটিউব ভিডিও টিপস 

কোন চ্যানেল Create করার পর চ্যানেল টিকে ভালো ভাবে Youtubeseo Friandly Optimize করতে হবে। তারজন্য আপনাকে প্রথমে চ্যানেলটির ক্যাটাগরি অনুযায়ী Keyword Placement করতে হবে, চ্যানেলের Complete Description দিতে হবে। 

এছাড়াও চ্যানেল টির Banner, Logo, Verification, Social Link সমস্ত কিছু অ্যাড করতে হবে। এই হল চ্যানেলটি Basic youtube seo tips Setting যেটির Ranking এর জন্য বিশেষ কোন গুরুত্ব নেয়। 

YouTube Keyword Research

কোন ভিডিও বানানোর আগে এটা আগে রিসার্চ করে নিতে হবে যে কোন কীওয়ার্ড এর উপর ভিডিও টি বানাবেন তার জন্য অবশ্য আপনাকে YouTube Keyword Research করতে হবে। যেখান থেকে আপনাকে একটি সঠিক Volume সম্পন্ন Keyword Find করে নিতে হবে। 

অবশ্য Keyword টির Monthly Searches ভালো ও Competition কম থাকতে হবে। তবেই আপনি নিজের ভিডিও কে Search Result এ Top ৫ এ নিচে আস্তে পারেন। 

ইউটিউব ভিডিওর জন্য অবশ্য আপনাকে কোন Keyword Research Tool থেকে কীওয়ার্ড বেছে নিতে হবে। তাই নিচের দেওয়া Tool গুলি বর্তমানে Youtube এর জন্য খুব জনপ্রিয়। 

YouTube Keyword Research Tool

বর্তমানে স্মার্ট ভাবে ইউটিউবে কাজ করার  জন্য আপনাকে সঠিক কীওয়ার্ড রিসার্চ জানতে হবে তার জন্য আপনি নিচের দেওয়া জনপ্রিয় বেস্ট টুলস দুটির ব্যবহার জানতে হবে। যেখান থেকে আপনি খুব সহজে একটি Best Keyword রিসার্চ করতে পারবেন। 

TubeBuddy 

বন্ধুরা বর্তমানে এই টুলের ব্যবহার করে আপনি খুব সহজে একটি সঠিক Keyword Find করতে পারবেন। এটি ২০২১ এর  ইউটিউব ভিডিও বানানোর জন্য সঠিক কীওয়ার্ড রিসার্চ টুল মানা হয়। 

এটি  আপনি ফ্রি তেও ব্যবহার করতে পারেন তার জন্য আপনার কীওয়ার্ড রিসার্চ করার জন্য লিমিট রয়েছে। এটি আপনি Google Chrome Extension ব্যবহার করতে পারেন অথবা মোবাইল ফ্রি তে ব্যবহার করার জন্য আপনাকে Yendex Browser ব্যবহার করতে পারেন। 

যেখানে Yendex Browser সম্পূর্ণ Desk Top এর মতো সুবিধে দিয়ে থাকে এই টুল ব্যবহার করার জন্য কারন মোবাইল নরমাল ফীচার আপনি এই টুলের বেশি সুবিধে পাবেন না। 

VidIQ 

Tubebuddy এ মতো VidIQ একটি YouTube SEO Tool যেখানে এই টুলের ব্যবহার করেও আপনি নিজের টপিক অনুযায়ী কীওয়ার্ড রিসার্চ করতে পারেন। এই টুলের ব্যবহার আপনি কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও ভালো করতে পারবেন। 

এই মোবাইল এপ্লিকেশনের সাহায্যে আপনি অসংখক কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তার জন্য আপনাকে কোন রূপ Pro Plane নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি অ্যাডভান্স লেবেলে কীওয়ার্ড রিসার্চ করেন সেক্ষেত্রে আপনি এই টুলের Pro Plane নিতে পারেন। 

Google Trand 

বন্ধুরা ইউটিউবের মধ্যে তাড়াতাড়ি Grow জন্য সবচাইতে সঠিক টুল হল Google Trand. এই টুলে আপনি কোন কীওয়ার্ড Tranding Topic  পেয়ে যাবেন। Youtube sseo tools এর মধ্যে এটি  ৯০% কার্যকরী হয়ে থাকে। 

YouTube Video SEO 

ভিডিওর জন্য কীওয়ার্ড রিসার্চ করার পর এবং ভিডিও তৈরি করার পর চলে আসে YouTube Video SEO Optimization. ইউটুবে কোন ভিডিও Rank করানোর জন্য এই টপিক টি অনেক প্রয়োজন। তাই আমরা জেনে নেব কিভাবে একটি Video কে Optimization করতে হয়। 

Optimize YouTube Video 

একটি ভিডিও কে SEO Friendly Optimize করার জন্য অনেক গুলি SEO পেরামিটার কভার করতে হয়। এগুলিকেয় সাধারণত SEO Fector বলা হয় optimize youtube video for seo এর মধ্যে পড়ে। যেমন -

Video Quality 

একটি ভিডিও এখনই ইউটিউবের মধ্যে রাঙ্ক করে থাকে যখন ভিডিওর Quality ভালো হয়ে থাকে। ভিডিওর গ্রাফিক্স ভালো হওয়ার সাথে সাথে Audio Quality অবশ্য ভালো হতে হবে। তা না হলে কোন কারণেই ভিডিও ইউটিউবের মধ্যে রাঙ্ক বা Performance ভালোহবে না। 

Video Rename 

VIdeo Optimize করার প্রথম ফেক্টর হল ভিডিওর Rename করা। কোন ভিডিও কে YouTube Search Algorithm তার video File এর নামের মাধ্যমে সার্ভারে স্টোর করে থাকে। সেখানে ভিডিওর ID সাথে এই নাম কানেক্ট করে সার্চ রেজাল্টে এসে থাকে। 

Video Size 

ভিডিও বানানোর সময়ে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ভিডিও যেন বেশি হেভি না হয়ে যায়। তার জন্য আপনাকে অনলাইনে যেকোন Tool এ সাহায্যে ভিডিওর Size ক করে নিতে হবে। 

YouTube Video Upload Process In Bengali 

ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার  একটি সঠিক পদ্ধতি রয়েছে। যেটির ভিত্তি তে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। নিচের দেওয়া পয়েন্ট গুলি দেখুন 

  • ভিডিও পাবলিশ করার আগে আপনেকে অবশ্য একটি মিনিং ফুল Title রাখতে হবে ,যেটি সার্চ করলে আপনার ভিডিও টপ ৫ সার্চের মধ্যে আসে , কারন Latest Video ইউটিউব বেশি Promote করে থাকে। 
  • প্রয়োজনের বেশি Tag ব্যবহার করা যাবে না, বেশি ট্যাগ ব্যবহার করে ইউটিউব ভিডিও কে স্পাম বলে মনে করে। 
  • Description এ ট্যাগ ব্যবহার করে Meaningful Sentence লিখতে হবে ,যে কোন বিষয়ে ভিডিও টি রয়েছে। 
  • ভিডিওর Description এ Time Stamp ব্যবহার করতে হবে। যেখান থেকে বোঝা যাবে কোন টপিক টি কোন সময়ে কভার করা হয়েছে। 
  • ভিডিওর মধ্যে দুই এ বেশি HashTag ব্যবহার করা। 
  • ভিডিওর মধ্যে Internal Link ব্যবহার করতে হবে, যাতে Watch Time বাড়ে।

YouTube Video Ranking Checker

কোন ভিডিও কে পাবলিশ করার পর দুই তিন পর আপনাকে সেই ইউটিউব ভিডিও দেখুন এবং  Ranking Chack করুন। ভিডিওর Ranking Chack করার জন্য আপনি Tubebuddy ও VidIQ Chrome Extension এর সাহায্যে খু সহজে করতে পারবেন। 

YouTube Video Ranking Chacker থেকে আপনি নিজের ভিডিওর স্থান Analysis করার পাশাপাশি পুনরায় ভিডিওর SEO করতে পারেন। ফলে ভিডিওর View আসবে এবং ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। 

Conclusion

তাহলে বন্ধুরা আপনারা YouTube SEO Tips আর্টিকেল থেকে খুব সহজ পদ্ধতিতে বুঝলে যে কিভাবে একটি ভিডিও কে ইউটিউবের মধ্যে রাঙ্ক করতে হয়। ইউটিউব টিপস বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টের সাহায্যে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.