বর্তমান সময়ে যেকোন সিনেমা ঘরে তুলনায় OTT প্লাটফর্মে বেশি পরিমান নতুন নতুন সিনেমা Releses হয়ে থাকে যেগুলিকে আমরা Web Series বলে থাকি। ভারতের ...

Web Series Meaning In Bengali 2021 | ওয়েব সিরিজ কি?

Web Series Meaning In Bengali 2021 | ওয়েব সিরিজ কি?

বন্ধুরা জানুন ওয়েব সিরিজ অথবা web series meaning in bengali মানে কি, এবং বর্তমানে ott মানে কি ও কিভাবে কাজ করে থাকে জানুন সম্পূর্ণ বাংলায়

Web Series Meaning In Bengali 2021 | ওয়েব সিরিজ কি?

8 10 99
বর্তমান সময়ে যেকোন সিনেমা ঘরে তুলনায় OTT প্লাটফর্মে বেশি পরিমান নতুন নতুন সিনেমা Releses হয়ে থাকে যেগুলিকে আমরা Web Series বলে থাকি। ভারতের পাশাপাশি অন্যান্য সব দেশেও এই Web Series এর অনেক খানি প্রভাব পড়েছে। 
২০২০ সাল থেকে করোনা আসার পর সমস্থ ছবি কোন সিমেনা থিয়েটারের তুলনায় OTT প্লাটফর্মে Release য়ে থাকে। যেটি খুব সহজে যেকোন ইউসার তার স্মার্টফোনের সাহায্যে দেখতে পারে। 

বর্তমানে web Series Release হওয়ার জন্য অনেক Ott সাইট রয়েছে যেখানে আপনি যেকোন কোন ধরনের নতুন ছবির Premium cost এ দেখতে পারেন। যেকোন OTT সাইটে ছবি দেখার জন্য আপনাকে নিদিষ্ট ৩ মাস অথবা ১ বছরের সুবক্ৰিবেশন নিতে হবে। 

বন্ধুরা যেকোন Ott প্লাটফর্মে ছবি দেখার আগে জানতে হবে Web Series কি বা Web Series Meaning In Bengali.আপনি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য নিতে চান তাহলে এই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন। 

Web Series Meaning In Bengali- ওয়েব সিরিজ কি?

Web Series সাধারণত দুটি শব্দ মিলিয় হয়ে থাকে যেখানে Web মানে হল ইন্টারনেট এবং Series মানে হল কোন জিনিসের পার্ট পার্ট বা বিভিন্ন ভাগে আসা , এই দুটি শব্দ কে মিলিয়ে ইংরেজি তে Web Series বলা হয়ে থাকে। 
এই সব Web Series কেবল মাত্র OTT প্লাটফর্মের মধ্যে এসে থাকে যেটি যেকোন ইউসার খুব সহজে নিজের স্মার্টফোনের সাহায্যে দেখতে পারে। 

বর্তমানে বিভিন্ন OTT সাইট বা এন্ড্রোইড এপ্লিকেশন রয়েছে যেখান থেকে আপনি এই সমস্থ Web Series গুলিয়ে দেখতে পারেন। 

যেকোন OTT সাইটে গুলির মধ্যে Netflix, Amazon Prime Video, Hotstar হল ২০২১ এর সালে সবচাইতে জনপ্রিয় সাইট যেখানে যেকোন Web Series দেখার জন্য আপনাকে এই সব সাইট গুলিতে  মাসিক বা বছরের Subscription নিতে হবে। 

যত দিনের জন্য Subscription নিবেন তত দিন পর্যন্ত যেকোন ধরনের Web Series এই প্লাটফর্মে দেখতে পারেন। মেয়াদ শেষ হলে আপনাকে পুনরায় এই প্লাটফর্মের জন্য Subscription নিতে হবে। 

OTT প্লাটফর্ম মানে কি?

OTT Full-From- Over The Top. এই প্লাটফর্ম গুলি ইন্টারনেটের মাধ্যমে কাজ করে থাকে যেখানে ইন্টারনেট যেকোন ভিডিও ও অডিও কনটেন্ট কে আমাদের ডিভাইস এ উপলদ্ধ করিয়ে থাকে। 
যেকোন ইউসার এই Ott প্লাটফর্ম কেবল ১৮ বছরের ব্যক্তি হলেই এখানে নিজের একাউন্ট বানিয়ে সেখানে যেকোন ধরনের কনটেন্ট দেখতে পারবেন। 

OTT প্লাটফর্মে যেকোন ধরনের কনটেন্ট পাবলিশ হয়ে থাকে যেসব ভিডিও কনটেন্ট কোন টিভি অথবা চ্যানেল টেলিকাস্ট করা সম্ভব নয় সেই সব জাতীয় ভিডিও  এই OTT প্লাটফর্মে কোন বাধা ছাড়াই পাবলিশ হয়ে থাকে। 

OTT প্লাটফর্ম কিভাবে কাজ করে 

OTT প্লাটফর্মে কেবল ইন্টারনেট মাধ্যমে এক্সেস করে থাকে কারন এটি একটি ওয়েবসাইট যেখানে তার সার্ভারে যেকোন ধরনের ডাটা স্টোর করে ইউসার কে ইন্টারনেটের সাহায্যে যেকোন ভিডিও দেখিয়ে থাকে । 

যেকোন OTT প্লাটফর্মের সার্ভার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং এই প্লাটফর্ম গুলির সার্ভার লোকেশন সেই দেশের লোকাল এরিয়ার মধ্যে হয়ে থাকে যাতে ইউসার কোন রূপ ভিডিও দেখার সময় ভিডিও লোড হতে কম সময় লাগে এবং ভিডিও Buffering যেন না হয়ে থাকে। 

কোন OTT সার্ভারে টেকনিকাল সমস্যা হলে কেবল সেই সার্ভারের ইউসার দের সমস্যায় পড়তে হবে অন্য সার্ভারের ইউসার দের কোন রূপ সমস্যা হবে না। কারন সার্ভার অনুযায়ী ইউসার ভাগ হয়ে থাকে। 

আমরা দেখে থাকি Youtube কোন রূপ সমস্যা হলে সমস্ত ইউসার দের Youtube এর Problem হয়ে থাকে কারন এর সার্ভার এক জায়গাতে হয়ে থাকে। YouTube সাধারণত এক প্রকারের OTT প্লাটফর্ম। 

Web Series 2021 List

বর্তমানে ভারতের বিভিন্ন ছবি এই সমস্থ OTT প্লাটফর্মে Release হয়ে থাকে তার মধ্যে অন্যতম Mirzapur Part I Part II , এছাড়াও ২০২১ এ বাংলায় কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ Release হতে চলেছে তার মধ্যে -
  • রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি 
  • দুজনে 
  • মানভঞ্জন 
  • কার্টুন 
  • চপকথা ২

Conclusion

বন্ধুরা ওয়েব সিরিজ কেবল মাত্র আমাদের ভারতে সীমিত নেই আসা করা যাচ্ছে আগামী দিনে ৭০ শতাংশ ছবি এই ওয়েব সিরিজ হয়ে থাকবে এবং সিনেমা ঘরের তুলনায় OTT PlatformRelease হয়ে থাকবে। 
তাহলে বন্ধুরা Web Series Meaning In Bengali কি আসা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.