আমরা প্রায় অধিকাংশ মানুষ ব্যাংকার Debit Card অথবা Credit Card এর ব্যবহার করে থাকি এবং এর দুর্দান্ত পরিষেবার সুবিধে নিয়ে থাকে।   বর্তমানে এমন...

Debit Card Credit Card Difference | ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কি?

Debit Card Credit Card Difference | ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কি?

Debit Card Credit Card Difference, জানুন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি?ম কিভাবে এই ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড পাওয়া যায়।

Debit Card Credit Card Difference | ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কি?

8 10 99
আমরা প্রায় অধিকাংশ মানুষ ব্যাংকার Debit Card অথবা Credit Card এর ব্যবহার করে থাকি এবং এর দুর্দান্ত পরিষেবার সুবিধে নিয়ে থাকে। 
বর্তমানে এমন কোন ব্যাঙ্ক গ্রাহক নেই যে এই ডেবিট কার্ডের সুবিধে না নিয়ে থাকে। এবং ডেবিট কার্ডের ব্যবহারের তুলনায় ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক কম রয়েছে। 
আমাদের মধ্যে প্রায় ব্যাঙ্ক গ্রাহকরা এই সমস্থ কার্ড গুলির বিষয়ে সম্পূর্ণ তথ্য ঠিক মতো জানে না বা ইন্টারনেটে এই বিষয় সঠিক কোন তথ্য না থাকার কারনে  এর বিষয়ে সম্পূর্ণ তথ্য জানে না। 

তাই আজকে আমরা এই কার্ড গুলির বিষয়ে সম্পূর্ণ ভাবে জন্য এবং কিভাবে কাজ করে, কোন কোন ভিত্তি তে এই পরিষেবা গুলি দেওয়া হয় তার তথ্য। তাছাড়া জন্য এই কার্ড গুলির মধ্যে পার্থক্য কি রয়েছে। 

What Is ATM Card- এটিএম কার্ড কি?

ATM Card হল একটি টাকা বের করার কার্ড জেটিকি সম্পূর্ণ ভাবে একটি নিদিষ্ট ব্যাংকার মাধ্যমে দেওয়া ও নিয়ন্ত্রণ করা হয়। এই কার্ডটি গ্রাহকের ব্যাংকার সাথে লিংক হয়ে থাকে। 
Atm Card

যে পরিমানে টাকা ATM মেশিন থেকে বের করতে চান সেই পরিমানে টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে বর্তমানে থাকতে হবে। 
এই কার্ডের মাধ্যেম কেবল ATM মেশিন থেকেই টাকা তোলা বা খরচ করা সম্ভব নয়। সাধারণ ভাবে বুঝতে গেলে ATM Card কেবল ATM মেশিনেই কাৰ্যকরি।  

এই কার্ডের সাহায্যে আপনি কোন অনলাইন ট্রান্সক্শন করেত পারবেন বা অনলাইন পরিষেবা এই কার্ডে সক্রিয় নয়। 

এই কার্ড নিদিষ্ট ব্যাংকার হয়ে থাকে Rupay বা Visa মতো কোম্পানির এই কার্ড হয় না। এই কার্ডটিতে ব্যাংকার নাম, ATM Card Number , Valid Date ও CVV Number দেওয়া থাকে। 
বর্তমানে বিভিন্ন ব্যাংকে এই atm card এর পরিবর্তে Debit Card ব্যবহার অনেক বেশি পরিমানে হয়ে থাকে। 

What Is Debit Card -ডেবিট কার্ড কি?

বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক গ্রহক এই ডেবিট কার্ডে ব্যবহার করে থাকে যেটির থেকে ATM Machine থেকে টাকা তোলার পাশাপাশি অনলাইন Transaction করার মতো পরিষেবা পেয়ে থাকেন। এই কার্ডে থেকে কেবল টাকা Debit করা হয়। 

ডেবিট কার্ডের পরিষেবা নেওয়ার জন্য অবশ্য একটি ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে,যার সাহায্যে লেনদেন করতে পারবেন। 

এই ডেবিট কার্ড বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যেটি সরাসরি ব্যাংকার সাথে যুক্ত হয়ে থাকে এবং এই পরিষেবার সুবিধে নেওয়ার জন্য ব্যাঙ্ক গ্রাহকের কাছ থেকে বছরে একটি নিদিষ্ট চার্জ নিয়ে থাকে।

ডেবিট কার্ডের মধ্যে যে পরিমান টাকা তুলতে বা Withdrawal করতে চান সেই পরিমান টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে থাকতে হবে। সহজ ভাবে বলতে গেলে যে পরিমান ব্যাঙ্ক একাউন্টে টাকা থাকবে সেই পরিমান আপনি টাকা তুলতে পারবেন। এবং দিনে এই কার্ডের সাহায্যে টাকা তোলার একটি নিদিষ্ট পরিমান নির্ধারিত থাকে। 

বর্তমানে বিভিন্ন কোম্পানির ডেবিট হয়ে থাকে একটি ব্যাঙ্ক একাউন্টে বর্তমান সময়ে যেকোন একটি কোম্পানির ডেবিট কার্ডের পরিষেবা নিতে পারেন। পরবর্তী সময়ে খুব সহজে এই কোম্পানি পরিবর্তন করতে পারেন। 

What Is Credit Card - ক্রেডিট কার্ড কি?

ক্রেডিট কার্ড এমন একটি পরিষেবা যেটি ডেবিট কার্ড ও এটিএম কার্ডের থেকে সম্পূর্ণ আলাদা এই কার্ডের পরিষেবা নেওয়ার জন্য কোন রূপ ব্যাঙ্ক একাউন্টের প্রয়োজন হয় না। 

যেকোন ব্যাঙ্ক অথবা ফিনান্স দপ্তর থেকে এই কার্ডের সুবিধে নিতে পারেন। এই কার্ডের পরিষেবা আপনাকে আপনার ফিন্যান্স Activity অনুসারে প্রদান করে থাকে। যত ভালো আপনার Finance Activity থাকবে তত বেশি ক্রেডিট কার্ডে সুবিধে পেয়ে থাকবেন। 

যেকোন ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ডে দিয়ে থাকে এবং সঙ্গে গ্রাহকের finance Record অনুসারে এই কার্ডের সুবিধে দিয়ে থাকে যেমন - মাসে বা দিনে কত Amount এ কথা তুলতে পারবে। 
debit card

সহজ ভাষায় বুঝতে গেলে ক্রেডিট কার্ডে ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয় এবং সঠিক সময়ে এই লোনের টাকা ব্যাঙ্ক কে দিতে হবে। এই টাকা দেওয়ার জন্য গ্রাহক ব্যাঙ্ক কে একটি নিদিষ্ট মূল্যে সুদ দিয়ে থাকে। 

Debit Card Credit Card Difference- ডেবিট কার্ড ও ক্রেডিট  কার্ডের মধ্যে পার্থক্য কি?

 বর্তমানে আমাদের সবচাইতে বেশি পরিমানে ব্যবহার হয়ে থাকে ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ড তাই  আজকে আমরা জেনে নেব এই দুই ফিন্যান্স কার্ডের মধ্যে পার্থক্য কি। 
  • প্রথমত ডেবিট কার্ডের মানে হল টাকা debit করা মানে তোলা অন্য দিকে ক্রেডিট কার্ডের মানে টাকা জমা দেওয়া। 
  • ডেবিট কার্ডের কেবল আপনার জমানো টাকা তোলা সম্ভব এবং ক্রেডিট কার্ডের জমা টাকা সাথে কোন সম্পর্ক নেই। 
  • ডেবিট কার্ডের জন্য অবশ্য একটি রাষ্ট্রীয় ব্যাঙ্ক একাউন্ট থাকা প্রয়োজন অন্য দিকে ক্রেডিট কার্ডের জন্য কোন ব্যাঙ্ক একাউন্টের প্রয়োজন হয় না। 
  • ডেবিট কার্ডে কোন রূপ লোন দেওয়া হয় কিন্তু ক্রেডিট কার্ডে একটি নিদিষ্ট পরিমান লোন দেওয়া হয় যেটি গ্রাহক নিজের প্রয়োজন মতো খরচ করতে পারবেন এবং এই লোনের টাকা মাসিক হিসেবে শোধ করতে হবে। 
  • ডেবিট কার্ডের সাহায্যে যেকোন ATM মেশিন থেকে টাকা তোলা সম্ভব কিন্তু ক্রেডিট কার্ডে এই রূপ কোন পরিষেবা দেওয়া হয় না। 
  • Debit Card এর সাহায্যে যেকোন অনলাইন লেনদেন করা সম্ভব অন্য দিকে ক্রেডিট কার্ডের সাহায্যেও যেকোন অনলাইন টাকার ডেনডেন করা সম্ভব। 
  • ডেবিট কার্ড একটি সেভিং অথবা কারেন্ট একাউন্ট এর সাথে লিংক হয়ে থাকে কিন্তু ক্রেডিট কার্ড কোন ব্যাঙ্ক একাউন্টের সাথে লিংক থাকে না। 

Conclusion

তাহলে আপনার বুঝতে পারলেন যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কি এবং Debit Card Credit Card Difference এদের মধ্যে পার্থক্য কি? এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.