আজকে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের রাজ্যধনী কলকাতাতে কোন ধরনের ব্যবসা বর্তমান সময়ে ভালো মানের চলার সম্ভবনা রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যার...

Manufacturing Business Ideas in Kolkata

Manufacturing Business Ideas in Kolkata

জেনে নিন কলকাতা শহরের ১০ টি সেরা ব্যবসার আইডিয়া Manufacturing Business Ideas in Kolkata যে বর্তমানে কোন ধরনের ব্যবসা কম বিনিয়োগে করা সম্ভব।

Manufacturing Business Ideas in Kolkata

8 10 99
আজকে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের রাজ্যধনী কলকাতাতে কোন ধরনের ব্যবসা বর্তমান সময়ে ভালো মানের চলার সম্ভবনা রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাদের কলকাতা শহরে ব্যবসা করে টাকা উপার্জন করতে চাই। 

কলকাতা শহরের মধ্যে যেকোন ব্যবসাতে অনেক মানে কম্পিটিশন রয়েছে তাই আজকে এমন ১০ টি ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া আপনাদের কে জানাবো যেটির কম্পিটিশন অনেক কম এবং অনেক লাভ জনক ব্যবসা। 

তাহলে আপনি যদি কলকাতা শহরে কোন ব্যবসা করার জন্য ভাব ছেন তাহলে আপনি এই আর্টিকেল টি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। এখানে Top 10 Manufacturing Business Ideas in Kolkata বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। 

Manufacturing Business Ideas In Kolkata

বন্ধুরা এই ১০ টি সেরা কলকাতা ব্যবসা আইডিয়া আপনি যদি করতে চান তাহলে আপনি সম্পূর্ণ ভাবে নিজের বাড়ির থেকে এই ব্যবসা শুরু করে পারেন ,তারপর কোন দোকানে সাপ্লাই করতে পারেন। 
Business Ideas

তাহলে দেখে নিন আজকের এই ১০ টি কলকাতা শহরে করার মতো সেরা ব্যবসার মাধ্যম। 

1. Mineral Water ( জলের বোতল )

আপনার কাছে যদি কিছু পরিমান অর্থ থাকে এবং আপনি যদি এই Minaral Water Bottle Making ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক সময়ে ভালো টাকা উপার্জন করতে পারবেন। 
Mineral Water


কারন যেকোন ব্যক্তি বাড়ির বাইরে বেরলে সে বাজারের দোকান থেকে জলের বোতল কিনে নিজের প্রয়োজন মিটিয়ে থাকে। এই ব্যবসার কোন শেষ নেই আগামী দিনে এই ব্যবসার চাহিদা আরও বৃদ্ধি পাবে। 

এই ব্যবসা শুরু করার জন্য অব্যশই আপনার কাছে পানীয় জলের Resource থাকতে হবে এবং সঙ্গে বিনিয়োগ করার জন্য টাকা ভালো পরিমানে থাকতে হবে। এখানকার দিনে বিভিন্ন Mini Water Filter মেশিন বের হয়েছে যেটি সাহায্যে আপনি পানীয় জল কে ফিল্টার করে বোতলে প্যাক করে বিক্রি করতে পারেন। 

2. Papad Making ( পাঁপড় তৈরি )

পাপাড অন্য একটি ভারতীয় মুখ রুচি খাবার। যেটি ভারতের অধিকাংশ মানুষ খেয়ে থাকে এবং বাজারে এই প্রোডাক্টের চাহিদাও অনেক বেশি। সঙ্গে আপনারা দেখে থাকেন আমাদের কলকাতা মানুষ এই পাপাড অনেক বেশি পছন্দ করে থাকে। 
Papad Making

এই  ব্যবসা করার জন্য আপনাকে প্রথমত জানতে হবে পাঁপড় এর মধ্যে কোন ধরনের উপকরণ ব্যবহার করা হয়। যেটি আপনি খুব সহজে ইন্টারনেট থেকে পেয়ে যাবেন এবং পাপাড তৈরি করা খুব সহজ একটি পদ্ধতি। 

এখানে আপনার পরিমানে অনেকে কম টাকা ইনভেস্ট করতে হবে যেখানে আপনাকে কাঁচা মালের উপকরণে ও Roleing মেশিন টাকা বিনিয়োক করতে হবে। 

3. Hand Sanitizer ( স্যানিটিজের তৈরি )

করোনা মহামারী তে কোন প্রোডাক্ট যদি সব চাহিতে বেশি ব্যবহার হয়ে থাকেতো সেটি হলো Hand Sanitizer. বর্তমানে এই Product এর চাহিদা অনেক বেশি রয়েছে এবং আগামী দিনেও আরও বেশি হয়ে থাকবে। 
Hand Sanitizer

Sanitizer তৈরি করার জন্য আপনাকে কাঁচা মালের উপকরণের ব্যবহারের অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে কিভাবে sanitizer তৈরি করা হয় সেটিকে জানতে হবে। Sanitizer তৈরি করা আপনি অনলাইন থেকে শিখতে পারেন বা অথবা স্যানিটিজের কোর্স করতে পারেন। 

এই ব্যবসাতে আপনাকে নিজের প্রয়োজন অনুযায়ী টাকা ইনভেস্ট করতে হবে। কাঁচা মালে ও Product এর প্যাকেটিং আপনাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। 

4. Use & Throw Papad Crockery, Cup, Glass ( কাগজের তালা পাতা তৈরি )

আমাদের এই manufacturing business ideas in Kolkata আর্টিকলে  জেনে নেব  আমরা অনুষ্ঠান বাড়ি বা শুভ কাজে খাওয়া দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের পাত্রের ব্যবহার করে থাকি এবং তারপর সেটিকে ফেলে দিয়ে থাকি। যেমন - কাগজের তালা পাতা, প্লাস্টিকের চামচ ,গ্লাস, ন্যাপকিন ইত্যাদি। 
Papare Crockery

এই ধরনের জিনিস আমাদের অনেক প্রয়োজন হয়ে থাকে এবং সেটিকেও ব্যবহার করতে অনেক সহজ ও সুবিধে হয়ে থাকে। তাই এই ধরনের ব্যবসা যদি করেন তাহলে কলকাতার মতো শহরে অনেক ভালো ভাবে চলবে। 
এই ব্যবসা আপনাকে কাঁচা মালের সাথে সাথে এই ধরনের মেকিং মেশিনও টাকা বিনিয়োগ করতে হবে। যেটি কম বেশি কিছু পরিমান টাকার প্রয়োজন হয়ে থাকে। 

5. Candle Making ( মোমবাতি তৈরি )

মোমবাতি আমাদের বিভিন্ন শুভ কাজের সাথে জড়িয়ে থাকে কোন জন্ম দিন বলুন বা কোন শুভ অনুষ্ঠান বলুন সবজায়গা তে মোমবাতির প্রয়োজন হয়ে থাকে। 
Candle Making

বর্তমানে সাধারণ মোমবাতির তুলনায় বিভিন্ন ডিজাইনের মোমবাতি বেশি পরিমানে ব্যবহার হয়ে থাকে। যদি আপনি কলকাতা মতো বড় শহরে এই ব্যবসা শুরু করেন তাহলে এখান থেকে ভালো পরিমানে টাকা আয় করতে পারেন। 

আপনি এই ব্যবসা করার জন্য অনেক কম পরিমান টাকা ইনভেস্ট করতে পারেন। কোন মোমবাতি তৈরী করার জন্য বিভিন্ন প্রকারের ডাইসের ও কালার উপকনের প্রয়োজন হয়ে  থাকে। 


6. Spices Making ( মশলা তৈরি )

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির মশলাতে ভেজাল মেশানোর ফলে যেকোন ব্যক্তি তার বাড়িতে রান্নার মশলা ব্যবহার করার আগে ভালো ভাবে দেখে থাকে যে মশলা তে কোন প্রকারের কাঁচা উপকরণ ব্যবহার করা হয়েছে। 
Spices Making

কলকাতা মতো বড় শহরে যদি মশলা পিষায় মেশিন দ্বারা কাঁচা মশাল পিষায় ব্যবসা শুরু করেন তাহলে অনেক বেশি টাকা আয় করতে পারবেন কারন এটি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। 

এই ব্যবসাতে আপনাকে ছোট একটি বাড়িতে মেশিন বসিয়ে সেখানে মশলা পিষায় করে প্যাকেট করে বিক্রি করতে পারেন। এই ব্যবসাতে আপনার অনেক কম পরিমানে টাকা বিনিয়োগ করতে হবে।  

7. Soda & Fruit Drink (সোডা ও ফলের জুস )

কলকাতা মতো বড় শহরে বিভিন্ন মানুষের আসা যাওয়া হয়ে থাকে তাই তারা যেকোন খাবারের তুলনায় কোন সোডা বা ফলের জুস বেশি পছন্দ করে থাকে। কারন যেকোন খাবারের তুলনায় এটি অনেক কার্য্য করি হয়ে থাকে। 
Friut Drink

এই ব্যবসা করার জন্য বর্তমানে অনেক কম খরচে জুস মেকিং মেশিন রয়েছে যেটির মাধ্যমে আপনি খুব সহজে যেকোন স্বাদের জুস বা সোডা তৈরি করতে পারেন। যেটিকে আপনি সরাসরি কলকাতার কোন স্থানে বসিয়ে ব্যবসা শুরু করতে পারেন। 

8. Furniture Making 

এখানকার দিনে যেকোন মানুষ তার ইচ্ছে মতো বাড়ি সাজানোর জিনিস ব্যবহার করে তার বাড়িতে, এগুলোর মধ্যে একটি হল Furniture Item . আমরা দেখে থাকি এখানকার দিনে কাঠের তৈরি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস বাজারে বিক্রি হয়ে থাকে। যেটি কোন বাড়িতে ব্যবহার করলে সেই বাড়ির সন্দর্য্য আরও বেড়ে যায়। 
Furniture Making

তাই আপনি যদি একজন কাঠের শিল্পী হয়ে থাকেন তাহলে আপনি বাড়িতে ব্যবহার যোগ্য বিভিন্ন প্রকারের ছোট বড় বাড়িতে সাজানোর জিনিস তৈরি করতে পারেন। এবং এই ব্যবসা করে আপনি অনেক পরিমানে টাকা উপার্জন করতে পারবেন, যার টাকা আয় করার কোন লিমিট নেই। 

9. Garden Tiles ( বাগানের টাইলস )

কলকাতা তে অনেকেই আছেন যারা অল্প জায়গার মধ্যে তাদের বাড়ির বাগান সুন্দর ভাবে সাজাতে চাই বাগানে সুন্দরময় গাছের পাশাপাশি হাঁটার জন্য উন্নত ডিজাইনর Cement Tiles ব্যবহার করে থাকে। 
Garden Tiles

তাই বর্তমানে এই ধরনের উন্নত মানের Cement Tiles এর চাহিদা কলকাতার মতো জায়গাতে প্রচুর পরিমানে রয়েছে। 

আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার কাছে ভালো পরিমানে টাকার পাশাপাশি এক খানা বড় জায়গার প্রয়োজন হয়ে থাকে। যেখান থেকে tiles এর Production এর কাজ করা সম্ভব। 

10. Sticker Making 

এখানকার ছেলে মেয়েরা তাদের গাড়িতে, বাড়িতে ও বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন ধরনের Sticker ব্যবহার করে থাকে যাতে আরও ভালো দেখায়। 
Sticker Making

তাই আপনি যদি এই ব্যবসা তে কিছু পরিমান টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করেন তাহলে এখান থেকে ভালো মানের টাকা আয় করা সম্ভব। বর্তমানে কলকাতা শহরে এই Sticker এর চাহিদা অনেক বেশি এবং আগামী দিনে বাড়বে বলে আসা করা যাচ্ছে। 

Conclusion

বন্ধুরা আমাদের এই ১০ টি manufacturing business ideas in kolkata. আপনি যদি শুরু করতে চান তাহলে বর্তমানে অনেক টাকা উপার্জন করতে পারেন। এই ১০ টি ব্যবসার আইডিয়ার বিষয়ে কোন রিপ জিজ্ঞাসা বাদ থাকে তাহলে নিচে কমেন্টের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.