অনেকেই শেয়ার বাজারে টাকা নিবেশ করে থাকে এবং সেখান থেকে প্রচুর টাকাও উপার্জন করে থাকে ,বর্তমানে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা একটি উন্নত ব্যব...

Equity Meaning In Bengali | ইকুইটি মানে কি?

Equity Meaning In Bengali | ইকুইটি মানে কি?

Equity Meaning In Bengali - ইকুইটি মানে কি? জেনে নিন কোন কোম্পানির ইকুইটি কিভাবে চেক করবেন সম্পূর্ণ বাংলায়

Equity Meaning In Bengali | ইকুইটি মানে কি?

8 10 99
অনেকেই শেয়ার বাজারে টাকা নিবেশ করে থাকে এবং সেখান থেকে প্রচুর টাকাও উপার্জন করে থাকে ,বর্তমানে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা একটি উন্নত ব্যবসা পরিণত হয়ে উঠেছে। তাই আমাদের মধ্যে প্রায় ব্যক্তি এই শেয়ার বাজারে বা স্টক মার্কেটে শেয়ার কিনি টাকা উপার্জন করতে চাই। 

কিন্তু অনেকেই শেয়ার বাজারের সম্পূর্ণ তথ্য না থাকায় সঠিক ভাবে টাকা ইনভেস্ট করতে পরে না।  তাই একজন ব্যক্তি তখনি শেয়ার বাজার থেকে টাকা আয় করতে পারবে যে মুহূর্তে তার কাছে সঠিক তথ্য থাকবে। 

তাই আজকে আমরা স্টক মার্কেটের Equity মানে কি সেই বিষয়ে জেনে নেব আমাদের মধ্যে প্রায় অনেকের জানা নেয় Equity Meaning In Bengali বা ইকুইটি কথার অর্থ কি? 

Equity Meaning In Bengali - ইকুইটি মানে কি?

শেয়ার বাজারে Equity মানে হল কোম্পানির মধ্যে বিনিয়োগ করি ব্যক্তিদের মালিকানা অধিকার। মানে করুন আপনি শেয়ার বাজারে কোন কোম্পানির ষ্টোক বা শেয়ার কিনলেন সেখানে যত শতাংশ আপনার কোম্পনির মধ্যে অধিকার হয়ে থাকে সেটিকে Equity বলা হয়। 
equity

আরও সরল ভাবে বুঝতে গেলে কোন কোম্পানির মালিক ও টাকা বিনিয়োগ কারীর ভাগ অংশ কে বোঝায়। 
কোন কোম্পানি খোলার জন্য যদি ৫০ লক্ষ টাকার প্রয়োজন হয়ে থাকে এবং কোম্পানি খোলার মালিকের কাছে যদি এত টাকা না থাকে বা ৩০ লক্ষ টাকা থাকে তাহলে সেক্ষেত্রে মালিক বাকি ২০ লক্ষ টাকার ৪০% অংশ বিক্রি করে টাকা নিয়ে আস্তে পারে। 

 এখানে কোম্পানির এক শেয়ার যত মূল্য হবে সেটি বিনিয়োগ কারীর Equity বা Share বা Stock বলা হবে। 

সাধারণত Equity মোট দুটি বিষয়ের উপরের করে - i. Share Capital, ii. Reserves Revenue 

Share Capital

শেয়ার ক্যাপিটাল হল কোন কোম্পানির Face Value অর্থাৎ কোন কোম্পানি পাবলিক ও প্রাইভেট সেক্টরে সাহায্যে শেয়ার কে Res করে থাকে।  

কোন কোম্পানি তৈরি হওয়ার সময় বা শেয়ার বাজারে রেজিস্টার হওয়ার পর কোম্পানির এক শেয়ার যে মূল্য থাকে সেটিকে কোম্পানির Face Value বা Share Capital হয়ে থাকে। 

Reserves Revenue 

Reserves Revenue সেটি হয়ে থাকে যে টাকা কোম্পানি মুনাফার মাধ্যমে কামিয়ে অর্জন করে থাকে। এই টাকা কোম্পানি নিজের প্রয়োজন মতো বিভিন্ন কাজে ইনভেস্ট করে থাকে। যেমন - কোম্পানির ব্যবসা কে আগে বাড়ানোর জন্য খরচ  করতে পারে বা কোম্পানির Feature প্ল্যানের জন্য Invest করতে পারে। 

কোম্পানির Equity কিভাবে চেক করবেন 

যেকোন কোম্পানির Equity Check করার জন্য সেই কোম্পানির Balance Sheet মাধ্যমে খুব সহজে চেক করতে পারেন। 

কোম্পানির এই ব্যালান্স শিট প্রতি বছরে এসে থাকে এবং এটিকে কোম্পানির Annual Report বলা হয়ে থাকে। 
কোন কোম্পানির ব্যালান্স শিট টি কোম্পানির Assets ও Liabilities এর মধ্যে ভিত্তি করে হয়ে থাকে। মনে করুন কোন কোম্পানির Assets ৫০ লক্ষ টাকা হয়ে থাকে এবং Liabilities ২০ লক্ষ টাকা হয়ে থাকে তাহলে এখানে কোম্পানির Equity = Assets - Liabilities ( ৫০ লক্ষ -২০ লক্ষ =৩০ লক্ষ ) = Equity .

Conclusion

তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে Equity Meaning In Bengali মানে কি এবং কোন কোম্পানির Equity কিভাবে বুঝবেন সেট আসা করি সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.