বর্তমানে অনেকেই আছেন যারা ব্লোগ্গিং করে টাকা উপার্জন  করছেন বা যারা আগামী দিনে ব্লোগ্গিং করার জন্য তৈরী হচ্ছেন তাদের জন্য একটি বিশেষ তথ্য বা...

গুগল সার্চ কনসোল কি? | What Is Google Search Console

গুগল সার্চ কনসোল কি? | What Is Google Search Console

গুগল সার্চ কনসোল কি? What Is Google Search Console,জানুন কিভাবে কোন ওয়েবসাইট কে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয় এবং এই টুলে থেকে ব্যবহার।

গুগল সার্চ কনসোল কি? | What Is Google Search Console

8 10 99
বর্তমানে অনেকেই আছেন যারা ব্লোগ্গিং করে টাকা উপার্জন  করছেন বা যারা আগামী দিনে ব্লোগ্গিং করার জন্য তৈরী হচ্ছেন তাদের জন্য একটি বিশেষ তথ্য বা টুলের বিষয়ে জানা খুবই জরুরি। 
আজকে এই আর্টকলের মাধ্যমে গুগল সার্চ কনসোল কি? কেন এই টুলের ব্যবহার করা প্রয়োজন সমস্থ কিছু আমরা জেনে নেব। 

গুগল সার্চ কনসোল একটি গুগলের প্রোডাক্ট তাই গুগল সার্চ ইঞ্জিনে কোন ওয়েবসাইট বা ব্লগ submit করার জন্য এই টুলের মাধ্যমে সাবমিট করতে হয়।

বিভিন্ন সার্চ ইঞ্জিনর নিজের নিজের SEO Tool রয়েছে যেখান ওয়েবসাইটের সমস্ত কিছু Input, Output ডাটা কন্ট্রোল করা হয়। 

এই টুলের মাধ্যমে ওয়েবসাইট জড়িত সমস্থ কিছু তথ্য সরাসরি ভাবে গুগল সার্চ ইঞ্জিনে স্টোর হয়ে থাকে তার পাশাপাশি ওয়েবসাইট কে Analysis করা বিশেষ ভূমিকা পালন করে। 

গুগল সার্চ কনসোল কি ? What Is Google Search Console

গুগল সার্চ কনসোল একটি গুগলের প্রোডাক্ট যার সাহায্যে যেকোন ওয়েবসাইটের Input Output Data মনিটর করে থাকে গুগল সার্চ ইঞ্জিন। 
google search console

এই টুলের সাহায্যে কোন ওয়েবসাইট বা ব্লগ কে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে খুব সহজে Submit করা হয়। কোন ওয়েবসাইটের SEO বিষয়ে জড়িত যেকোন তথ্যের জন্য গুগল এই টুলের ব্যবহার করে Analysis করে থাকে। 
   কোন পোস্ট আর্টিকেল কে গুগল সার্চ ইঞ্জিনে Rank করা জন্য এই টুলের ভিত্তিতে করা হয়। এছাড়াও Crawl, Ranking Keyword, Performance সমস্থ কিছু এই 

তাহলে আমরা দেখে নেব এই টুলের মধ্যে কোন কোন ফীচার বর্তমানে রয়েছে এবং কিভাবে এই টুলের মধ্যে নিজের এবিসিতে কে সাবমিটে করবেন। 

গুগল সার্চ কনসোলে কিভাবে ওয়েবসাইট সাবমিট করবো ?

কোন ওয়েবসাইট কে গুগলের মধ্যে Submit করানোর জন্য গুগলের সার্চ কনসোল টুলের মাধ্যমে করতে হবে। 

কোন ওয়েবসাইট কে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য দুটি বিকল্প থাকে যেকোন একটি কে বেছে নিয়ে আগের পদ্ধতিতে যেতে হবে। 

প্রথমে গুগল সার্চ কনসোল টুল খোলার পর যেখানে দুটি বিকল্প দেওয়া থাকে  Domain Verify ও URL Prefix .

যেখানে Domain Verify মানে হল ওয়েবসাইট কে verify করার জন্য কেবল Domain Name প্রয়োজন হবে যেখানে সম্পূর্ণ ভাবে সাবমিট পদ্ধতি Domain buy DNS Server মাধ্যমে হয়ে থাকে। 

এখানে কেবল Domain Name Enter করে Submit করতে হবে যেখানে বেবিতে সাইট কে Verify করার জন্য বিভিন্ন Verify Code এর বিকল্প দেওয়া হয়, যেমন HTML File, HTML Tag, Google Analytics, Google Tag Manager, Domain Name Provider .

দ্বিতীয় URL Prefix মাধ্যমে যদি ওয়েবসাইট কে verify করতে চান তাহলে এখানে আপনাকে ওয়েবসাইটের সম্পূর্ণ URL টি Enter করতে হবে ( https://www.example.com/ ) যেখানে উপরের মতো বিভিন্ন বিকল্পের মধ্যে ওয়েবসাইট কে Verify করতে পারবেন। 

Domain Verify ও URL Prefix Verify এর মধ্যে পার্থক্য কি ?

ডোমেইন ভেরিফায়ের মাধ্যমে ওয়েবসাইট সম্পূর্ণ ভেরিফাই হয়ে থাকে ফলে সেই ডোমেইনের মধ্যে যত পেজ বা Subdomain কে কোন আলাদা ভাবে verify করানোর প্রয়োজন হয় না। অটোমেটিক সেই ডোমেইন এর মাধ্যমে Verify হয়ে থাকে। 
google search console Verify


এবং URL Prefix মাধ্যমে ওয়েবসাইটকে ভেরিফাই করলে যেখানে বিভিন্ন পেজ বা Subdomain কে আলাদা ভাবে সার্চ কনসোলের মধ্যে Verify ককরতে হবে।  

Google Search Console Feature -গুগল সার্চ কনসোল ফীচার সমূহ 

কোন ওয়েবসাইট কে গুগল সার্চ কনসোলের মধ্যে Submit করার পর। সেখানে বিভিন্ন প্রকারের Option পেয়ে থাকি সেগুলির ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তাহলে আমার দেখে নেব সার্চ কনসোলের মধ্যে বিভিন্ন Tool Feature এর বিষয়ে। 

1. Overview 

Overview মানে সার্চ কনসোলের Dashboard. যেখানে ওয়েবসাইটের সমস্থ ধরনের তথ্য এই টুলের প্রথম পেজ পেয়ে থাকবেন। 

ওয়েবসাইটের Performance, Coverage, Experience সমস্থ কিছুর ডাটা এখানে পেয়ে থাকবেন। এছাড়াও এখানে ওয়েবসাইটের Insights ডাটা এক্সেস করতে পারেন। 

1.1 Performance

গুগল সার্চ কোলসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানু টুল যেখানে আপনি ওয়েবসাইটের সমস্ত কিছু ডাটা analysis করতে পারেন। 

যে ওয়েবসাইটের মধ্যে কয় জন ভিসিটর এসেছে, সাইট Impression কত এছাড়াও কোন Keyword বর্তমানে Rank করছে বা কোন কীওয়ার্ড থেকে ক্লিক বেশিহচ্ছে। এখানে ক্লিক মানে Visitor .

কোন আর্টিকেল টি কোন ডিভাইস

 , কোন Country থেকে বেশি Visitor নিয়ে আসছে সমস্ত কিছু তথ্য এখানে থেকে মনিটর করা সম্ভব। 

1.2 URL Inspection 

এই অপসনের মাধ্যমে কোন Url পোস্ট আর্টিকেল কে গুগলের মধ্যে ম্যানুয়াল ভাবে Indexing করতে পারেন। এছাড়াও এখান থেকে আর্টিকেলের Live Status Check করতে পারেন। যে পেজ টিকে গুগল বোর্ট Crawl বা Indexing করেছে কি না। 

2. Index 

এই টুলের মধ্যে Index একটি অ্যাডভান্স ফীচার যেখানে আপনি ওয়েবসাইটের মধ্যে আশা যেকোন সমস্যা ও অন্যান্য Crawl বিষয়ে তথ্য পেয়ে থাকবেন। 

এই মানু বরে তিন অপসন দেওয়া থাকে 

2.1 Coverage 

এই কাভারেজ মানু থেকে আপনি খুব সহজে ওয়েবসাইটের মধ্যে যেকোন পেজে বা Url মধ্যে থানা সমস্যার Information পেয়ে থাকবেন। 

এখানে মোট চারটি বিকল্প দেওয়া থাকে Error, Valid With Warning ,Valid, Excluded.এই চারটি বিকল্পের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে যেখানে Error মানে যে Url এ ভালো রকম সমস্যা রয়েছে যেটিকে খুব শিগ্রী ঠিক করতে হবে। 

Valid With warning যে url মধ্যে কিছু পরিমানে সমস্যা রয়েছে যেটিকেও সঠিক করতে হবে এবং Valid, Excluded এই দুটির মানে Url কোন রূপ সমস্যা নেই। 

2.2 Sitemap 

কোন সার্চ ইঞ্জিন বোর্ট সেই ওয়েবসাইট Crawl করে তার Sitemap এর মাধ্যমে। তার একটি সার্চ ইঞ্জিন ওয়েবসাইট সাবমিট করার সাথে সেখানে Sitemap সাবমিট করা প্রথম কাজ। 

যেকোন ওয়েবসাইটের সাইটম্যাপ একটি নিদিষ্ট ফরম্যাটে সাবমিট করতে হবে।
Eg - https://www.example.com/sitemap.xml 

2.3 Removals 

ওয়েবসাইটের মধ্যে থাকা কোন Url বা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে Remove করতে চান তাহলে এই মানু থেকে খুব সহজে করতে পারবেন। 

অথবা ওয়েবসাইটের ব্যক্তিগত কোন ডাটা কে সার্চ ইঞ্জিন থেকে Remove করতে চান তাহলে এখানে থেকে খুব সহজে করতে পারবেন। 

3. Experience 

বর্তমানে গুগল তার সার্চ ranking ফ্যাক্টরে এই পেজ experience টি নতুন অ্যাড করলো। এখানে কোন ওয়েবসাইটের মধ্যে পেজের পাশাপাশি সেখানে কত গুলি গুড ইউআরএল রয়েছে সেগুলিও মনিটর করা হবে। 

3.1 Page Experience 

গুগল এই পেজ এক্সপেরিয়েন্স মাধ্যমে খুব সহজে সেই ওয়েবসাইটের মধ্যে কত গুলি Good Url রয়েছে বা কত গুলি Mobile Useble Url রয়েছে সেগুলি খুব সহজে গুগল analysis করতে পারবে। 

কোন পেজের Loading Speed কেমন সেটি খুব সহজে বুঝতে পারা যায়। 

3.2 Core Web Vitals 

এই টুলের মাধ্যমে খুব সহজে বুঝতে পারা যায় যে মোবাইল ও Desktop  ইউসার দের জন্য কত গুলি Google ও কত গুলি Poor Url রয়েছে। সেটি খুব সহজে Analysis করতে পারেন। 

4. Links 

গুগল সার্চ কনসোল এর linkes থেকে আপনি খুব সহজে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটের পেজ বা আর্টিকেলের মধ্যে কত গুলি Internal Link ও কত গুলি External link রয়েছে। 

এবং কোন আর্টিকেল থেকে ও আর্টিকেলের Link Building তৈরি করা হয়েছে। 

5. Setting 

সেটিং থেকে আপনি খুব সহজে নিজের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল এক্সেস করতে পারেন যেমন - সাইট ভেরিফাই , সাইট Remove 

Conclusion

গুগল সার্চ কনসোল একটি গুগলের seo tool যার সাহায্যে গুগল বোর্ট ওয়েবসাইটের পেজ, URL কে Crawl ও Indexing করে থাকে এবং ওয়েবসাইটের যেকোন Error বা সমস্যা এই টুলের মাধ্যমে খুব সহজে Fix করে থাকে। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.