বন্ধুরা আজকে আমার আলোচনা করবো গুগল লেন্স কি ? What Is Google Lens App , বর্তমানে এই প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ফটো সার্চিংর কাজ হয়ে থাকে। এ...

গুগল লেন্স কি? | What Is Google Lens App

গুগল লেন্স কি? | What Is Google Lens App

জানুন গুগল লেন্স কি?,What Is Google Lens App, কিভাবে স্মার্টফোনের মধ্যে এই এপ্লিকেশন টিকে ইনস্টল করে ব্যবহার করতে হয় এবং কি কি সুবিধে পেয়ে থাকি।

গুগল লেন্স কি? | What Is Google Lens App

8 10 99
বন্ধুরা আজকে আমার আলোচনা করবো গুগল লেন্স কি? What Is Google Lens App, বর্তমানে এই প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ফটো সার্চিংর কাজ হয়ে থাকে। এখানকার দিনে এই অপ্পের ব্যবহার ক্রমশই বেড়েই চলেছে। 

এই অপ্পের সাহায্যে খুব সহজে যেকোন ইমেজ অথবা ফটোর সমস্ত কিছু তথ্য অল্প সময়ের মধ্যে বের করতে পারেন। বন্ধুরা এটিকে বলতে পারেন কোন ফটো সার্চ ইঞ্জিন এপ্লিকেশন যেটির সাহায্যে আপনি যেকোন ফটোর ইনফরমেশন যাতে পারেন। 

এটি একটি গুগল এর প্রোডাক্ট যেমন Blog,Youtube, Google Docs, Google Assistant মতো এটিও কাজ করে থাকে ,যেটি আপনি খুব সহজে নিজের স্মার্টফোনের মধ্যে ইন্সটল করে ব্যবহার করতে পারেন। তাহলে দেখে নিন এটিকে কিভাবে ব্যবহার করবেন ও এর থেকে কোন কোন সুবিধে পেয়ে থাকবেন। 

গুগল লেন্স কি?- What Is Google Lens App

গুগল লেন্স হল একটি অনলাইন ইমেজ সার্চিং এপ্লিকেশন যেটির মাধ্যমে যেকোন ইমেজ কে ক্যাপচার করে অনলাইন থেকে তার সমস্ত তথ্য নিতে পারেন অল্প সময়ের মধ্যে। গুগল লেন্স আপনি কোন স্মার্টফোনে ব্যবহার করতে পারেন অবশ্য কোন ইমেজ কে মোবাইল ক্যামেরা দ্বারা ক্যাপচার করে অনলাইন থেকে ডাটা Collect করে ইউসার দের মোবাইল Screen এ দিয়ে থাকে। 
google Lens


গুগল লেন্স একটি দ্রুত আধুনিক প্রযুক্তির দ্বারা কাজ করে খুব কম সময়ের মধ্যে কোন ইমেজের তথ্য আমাদের কে প্রদান করে থাকে। 

এই প্রোডাক্ট টি গুগল কোম্পানি দ্বারা ২০১৪ সালে লঞ্চ করা হয়েছে। বর্তমানে এই প্রোডাক্ট টির ব্যবহার অন্যান্য গুগলের প্রোডাক্টের চেয়ে অনেক কম হয়ে থাকে। বলা যেতে পারে অনলাইন ইউসারদের মধ্যে এখানে ৪০ ইউসার এর ব্যবহার জানে না। 

গুগল লেন্স কিভাবে কাজ করে- How To Work Google Lens 

আমরা সবাই জানি অনলাইনের সবচাহিতে বড় সার্চ ইঞ্জিন হল গুগল যেখানে বিভিন্ন তথ্য বা ডাটা Store হয়ে থাকে যেকটি কোন ইমেজ বলুন বা কোন ভিডিও বা অন্যান্য কোন ডাটা সমস্ত কিছু গুগল ডাটা স্টোরে Save করে রাখে। 

আমরা গুগল লেন্স এর মাধ্যমে কোন ইমেজ সার্চ করে থাকি তাহলে সেই ইমেজের তথ্য প্রদান করার জন্য গুগল তার Artificial Intelligence প্রযুক্তির ব্যবহার করে যেই ইমেজ কে Analysis করে গুগল স্টোরে থাকা ডাটা ইউসার দের দিয়ে থাকে। 

কোন ইমেজ সার্চ করে আগে সেই ইমেজের সমস্থ কিছু ডাটা গুগলের সার্ভারে স্টোরে থাকতে হবে। যেটি সরাসরি ভাবে গুগল করে থাকে। 

মনে করুন আপনি একটি ফটো উপলোডে করছেন কোন এক অনলাইন প্লাটফর্মে সেটি হতে পারে আপনার নিজের ইমেজ বা অন্য কোন সেখানে ইমেজ উপলোডের সাথে সমস্ত তথ্য দিয়ে থাকেন নাম, ঠিকানা ,DOB. এই সমস্ত তথ্য উপলোডে করার পর সেই  তথ্য গুলি গুগলের ডাটা স্টোরে save হয়ে থাকে। এবং পরবর্তী সময়ে কেউ যদি আপনার ইমেজ টি গুগল লেন্স মাধ্যমে সার্চ করে তাহলে আপনার এই ডাটা ইউসার কে প্রদান করে থাকে। 

গুগল লেন্স কিভাবে ব্যবহার করবেন 

বন্ধুরা আপনি যদি গুগলের এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চান তাহলে আপনি টিকে দুই ভাবে ব্যবহার করতে পারেন একটি মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে ও সরাসরি গুগল সার্চ ব্রাউসারের মাধ্যেম। 

Google Lens Application 

আপনি যদি এই আধুনিক প্রযুক্তি টি মোবাইল app এর মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Google Lens App টি সার্চ করে Install করে নিতে হবে। 

এপ্লিকেশন টি ডাউনলোড করার পর সেটিকে ব্যবহার করতে পারেন। যেখানে আপনি বিভিন্ন বিকল্প পেয়ে যাবেন কোন ইমেজ সার্চ করে জন্য। 


প্রথমে আপনি এখানে কোন বস্তু কে সরাসরি ভাবে ক্যামেরা দ্বারা ফটো ক্লিক করে সার্চ করে ইমেজের  বিষয়ে থাকা বিভিন্ন ধরনের তথ্য নিতে পারেন। 

অথবা আপনার মোবাইলের Gallery তে Save থাকা ইমেজ কে সরাসরি উপলোডে করে তার মধ্যে থাকা সমস্ত তথ্য নিতে পারেন। 

Google Search Browser  

আপনি যদি আপনার স্মার্টফোনের মধ্যে গুগল লেন্স app টি Install করতে চান না তার জন্য আপনি গুগল সার্চ ব্রাউজারে মাধ্যেম ব্যবহার করতে পারেন। এখানেও আপনি এপ্লিকেশনের মতো সমস্ত Option পেয়ে যাবেন। যেখানে এক ক্লিকে এই পরিষেবা টি শুরু করতে পারেন। 

এই দুটি প্লাটফর্মে গুগল লেন্স সার্ভিস টিকে ব্যবহার করার জন্য অবশ্য আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেট নামক পরিষেবা টি থাকতে হবে। 

গুগল লেন্স থেকে কোন কোন সুবিধে পেয়ে থাকেন 

গুগল লেন্স পরিষেবা টি থেকে আপনি ইমেজ বিষয়ে যেকোন সুবিধে পেয়ে থাকেন। যেটি আপনি কোন তথ্যের সাথে সাথে দৈনন্দিন জীবনের সাথে জড়িত কিছু তথ্যও নিতে পারেন যেমন -

Translate 

আপনি যদি কোন Student হয়ে থাকেন তাহলে এই এপ্লিকেশন টি আপনার জণ্য অনেক কার্যকরী হয়ে থাকে।  আপনি যদি কোন text না বাক্যের Translate করতে চান যেমন ইংলিশ থেকে বাংলা , ইংলিশ থেকে হিন্দি তে খুব সহজে এই aap টি সাহায্যে করতে পারেন ইমেজের সাহায্যে কেবল সেই Text লেখাটির ইমেজ ক্যাপচার করতে হবে। 

Text 

মনে করুন আপনি কোন একটি ইমেজ ফরম্যাটে থাকা টেক্সট লেখা কে নিজের মোবাইলের মধ্যে Text ফরম্যাটে পরিবর্তন করতে চান তাহলে আপনি এই এপ্লিকেশন তীর সাহায্যে খুব সহজে করতে পারবেন। যেটিকে আপনি যেকোন মোবাইল Text editor, ম্যাসেজ বা চ্যাটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। 

Search Image 

গুগল লেন্স app সবচাহিতে বেশি ব্যবহার হয়ে থাকলে কোন ইমেজের তথ্য নেওয়ার জন্য। যেটি আপনি খুব সহজে বস্তুটির ফটো তুলে করতে পারেন। 

HomeWork 

বন্ধুরা আপনি যদি কোন স্কুল অথবা Tuition এর Homework করতে চান যেমন কোন Math, English Grammar যেকোন Homework কেবল সেটির ইমেজ আপনাকে গুগল লেন্সের মাধ্যমে ক্যাপচার করে সার্চ করলে সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মাশয়ে এই হোমেওয়ার্কের সমাধান প্রদান করে থাকে। 

Shopping 

আপনি যদি কোন প্রোডাক্টের Shopping করতে চান এবং আপনি সেই প্রোডাক্টের কোন দাম বা information নেয় তাহলে আপনি এই প্রোডাক্টের ছবি সরাসরি গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করলেন সেই মুহূর্তে প্রডাক্টির সমস্ত তথ্য চলে আসবে। দাম ও অন্যান্য সমস্ত কিছু। 


Place 

বন্ধুরা আপনি যদি কোন অচেনা Turism Place যেতে চান এবং সেই জায়গার কোন তথায় আপনার জানা নেয় তাহলে আপনি যদি সেই জায়গার ছবি গুগল লেন্স উপলোডে করেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে এই জায়গার তথ্য আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবে। 

Dining 

আপনি যদি কোন Recipe বানাতে চান কিন্তু আপনার কাছে সেই খাবারে কোন তথ্য নেই তাহলে আপনি যেই Recipe বা Dishes image গুগল লেন্সের সাহায্যে ফটো তুলে সার্চে করলে তার সমস্ত ইনফরমেশন খুব সহজে নিতে পারেন। 

Conclusion

তাহলে বন্ধুরা বুঝলেন গুগল লেন্স কি?- What Is Google Lens App, এবং কিভাবে এই প্লাটফর্মের সাহায্যে কোন ইমেজের সাহায্যে কোন বস্তুর তথ্য নিতে পারেন যেটি আপনি সম্পূর্ণ নিজের স্মার্টফোনে সাহায্যে করতে পারেন।  এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.