আজকে আমরা জানবো কিভাবে আপনি ইবুক বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। বন্ধুরা বর্তমান পরিস্থিতে আমাদের বিভিন্ন জি...

ইবুক বিক্রি করে টাকা আয় | How To Start Ebook Selling Business

ইবুক বিক্রি করে টাকা আয় | How To Start Ebook Selling Business

ইবুক বিক্রি করে টাকা আয় | How To Start Ebook Selling Business

8 10 99
আজকে আমরা জানবো কিভাবে আপনি ইবুক বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। বন্ধুরা বর্তমান পরিস্থিতে আমাদের বিভিন্ন জিনিস বা পণ্য অনলাইন থেকে কিনে থাকে যেকটি কোন জামাকাপড় বলুন বা কোন দৈনন্দিন দিনে ব্যবহারের পণ্য বলুন সমস্ত কিছু আমাদের এই করোনা কালে কিনে থাকি অনলাইন থেকে,ঠিক সেরকম আমাদের পড়াশুনার জন্য যেকোন বিষয়ের বই ও আমরা অনলাইন থেকে কিনে থাকি। 

এখানকার দিনে আপনার ছাত্রদের পড়াশুনার ধরণ অনেক অ্যাডভান্স হয়ে পড়েছে যেখানে আগে পড়ার জন্য ছাত্ররা বই ব্যবহার করত কিন্তু এখন তারা অনলাইন ইবুক ব্যবহার করে থাকে। যেকোন বয়ের তুলনায় আর দাম অনেক কম হয়ে থাকে। 

এবং আপনি এই ইবুক কে সরাসরি নিজের স্মার্টফোনের সাহায্যে পড়তে পারেন যেকটি আপনি যেকোন জায়গায় ক্যারি করতে পারেন। কারন এটি আপনার মোবাইলের মধ্যে থাকে। 

তাহলে আপনারা দেখে নেব কিভাবে ইজবুক বানাবেন এবং কিভাবে বিক্রি করবেন অনলাইনের মাধ্যমে 

What Is Ebook - ইবুক কি?

ইবুক মানে হল একটি PDF Folder যেটিকে আপনি যেকোন ডিভাইস থেকে ওপেন করে পড়তে পারেন। যেকোন বুকের একটি softcopy অবশ্য তৈরী করা হয় যেটি আমরা Ebook বলে থাকি। 
ebook image


এই ইবুকের মূল্য হার্ডকপি বুকের তুলনায় অনেক কম হয়ে থাকে। এখানকার দিনে অনলাইনে বিভিন্ন ধরনের Premium ইনফরমেশন Note পাওয়া যায় সেগুলো এক ধরনের ইবুক হয়ে থাকে কেবল সেটিতে কোন ক্যাটালগ ব্যবহার না করার জন্য ইবুক মনে হয় না। 

বন্ধুরা আপনি যদি এই ইবুকের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি খুব সহজে কোন রূপ টাকা না ইনভেস্ট করে এই ব্যবসা করতে পারেন সম্পূর্ণ আপনার স্মার্টফোনের মাধ্যমে। 

সবার প্রথমে আমরা জেনে নেব ইবুক কিভাবে বানানো 

How To Create Ebook In Bengali - ইবুক কিভাবে বানাবো 

বন্ধুরা বর্তমানে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি খুব সহজে ফ্রীতে ইবুক বানাতে পারেন এবং সেটিকে যেকোন মাধ্যমে বিক্রি করতে পারেন। 

Canva থেকে ইবুক তৈরি 

বন্ধুরা আপনি যদি ইবুক থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ভালো ও উন্নত ডিসাইনের টেমপ্লেটের ব্যবহার করে তৈরি করতে পারেন যেটি আপনি খুব সহজে ক্যানভা থেকে ফ্রীতে বানাতে পারেন। 

প্রথমে আপনাকে ক্যানভের অফিসিয়াল ওয়েবসাইটে আস্তে হবে যেখানে আপনাকে নিজের গুগল একাউন্ট বা ফেসবুক একাউন্ট দ্বারা Sign In করে নিতে হবে। 

তারপর ক্যানভার হোম পেজ বিভিন্ন ধরনের বিকল্প চলে আসবে কিন্তু আপনাকে উপরে সার্চ বক্সে সরাসরি ইবুক লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের Ebook টেম্পলেট এসে যাবে যেখানে আপনি নিজের প্রয়োজন মতো টেম্পলেট ব্যবহারকরে ইবুক বানাতে পারেন। 

এখানে আপনি একটি ইবুক বানানোর জন্য বিভিন্ন Elements পেয়ে যাবেন  যেটির সাহায্যে আপনি একটি আকর্ষণীয় ইবুক বানাতে পারেন। যেমন - যেকোন ধরনের ইমেজ অ্যাড ও  Text font ব্যবহার করতে পারেন সম্পূর্ণ এক ক্লিকের সাহায্যে। 

ইবুক বিক্রি করে টাকা আয়-How To Start Ebook Selling Business in Mobile 

বন্ধুরা ইবুক একটি আধুনিক প্রযুক্তির মাধ্যম যেখানে যেকোন তথ্য কে একটি ডিজিটাল পদ্ধতিতে Represent করে ইউসারদের ব্যবহারে এসে থাকে। এখানে আপনি যেকোন ধরনের ইবুক সেল করে টাকা আয় করতে পারেন। 

মনে করুন আপনি কোন Current Affairs, Course, Health Tips বিষয়ে যেকোন প্লাটফর্মে তথ্য দিয়ে থাকেন। সেখানে আপনি এই তথ্য ইবুকের মাধ্যমেও দিতে পারেন আপনার ইউসার দের এবং এই ইবুকের একটি সঠিক মূল্য নির্ধারিত করতে পারেন। এবং সেখান থেকে ভালো টাকা আয় করতে পারেন। 

কোন প্লাটফর্মে ইবুক সেল করবেন 

আপনি যদি ইবুকের মাধ্যমে টাকা আয় করতে চান বা ইবুক ব্যবসা শুরু করতে চান তাহলে বর্তমানে আপনি বিভিন্ন প্লাটফর্ম পেয়ে যাবেন এই ইবুক বিক্রি করার জন্য কেবল আপনার সেই প্লাটফর্মে ভালো মানের ফলোয়ার থাকতে হবে। যেমন -

Facebook Page থেকে Ebook সেল 

বন্ধুরা আপনি যদি একটি ফেইসবুক পেজ বানান এবং সেখানে নিয়মিত বিশেষ একটি ক্যাটাগরি তে তথ্য দিয়ে ভালো পরিমানে ইউসার Base তৈরি করতে পারেন তাহলে আপনি এখানে খুব সহজে আপনার ইবুক বিক্রি করতে পারেন আপনার ফেসবুক Audience দের। 

Facebook Group এর মাধ্যমে ইবুক বিক্রি 

আপনি যদি আপনার সাধারণ ফেইসবুক একাউন্ট থেকে একটি বিশেষ ক্যাটাগরির উপর গ্রুপ বানান এবং সেখানে প্রতিদিন বিভিন্ন ইউসার প্রয়োজনীয় তথ্য বিষয়ে আলোচনা করা হয়। সেখানে আপনি নিজের গ্রুপের ক্যাটাগরি অনুযায়ী ইবুক বানিয়ে সেই গ্রুপের ইউসার দের বিক্রি করে টাকা আয় করতে পারেন। 

Instagram Page এর মাধ্যমে ইবুক বিক্রি 

বন্ধুরা আপনাকে যদি একটি ইনস্টাগ্রাম পেজ থাকে এবং সেখানে যদি অনেক পরিমানে ফলোয়ার থাকে তাহলে এখানেও আপনি ইবুক সেল করতে পারেন আপনার ইউসার দের। অবশ্য আপনার ebook এর category এবং আপনার উসারদের টপিক এক হয়ে হবে। 

Youtube চ্যানলে ইবুক বিক্রি 

বর্তমানে যত সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে ইউটিউব হচ্ছে একটি অন্যতম প্লাটফর্ম , এখানকার দিনে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের পড়াশুনা ক্লাসও করিয়ে থাকে। এখানে আপনার যদি সাবস্ক্রাইবার অনেক পরিমানে হয়ে থাকে তাহলে আপনি এখানেও কোন কোর্স কে Ebook এর মাধ্যমে ইউসার দের সেল করতে পারেন। 

Telegram চ্যানলে ইবুক বিক্রি 

যেকোন সোশ্যাল মিডিয়ার থেকেও টেলিগ্রাম কিন্তু কোন পিছিয়ে নেই। এখানেও আপনি নিজের পেজ বানিয়ে কন্টেন্ট পোস্ট করে ভালো ইউসার বানিয়ে তাদের ইবুকের মাধ্যেম যেকোন কন্টেন্ট দিতে পারেন। 

Conclusion

আপনি ebook ব্যবসা খুব সহজে শুরু করতে পারেন কেবল আপনার কাছে একটি স্মার্টফোন ও ইন্টারনেট পরিষেবা থাকতে হবে এবং আপনার মধ্যে সসেই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে জেবিষয়ে আপনি কন্টেন্ট পোস্ট করবেন। তাহলে দেখলেন - ইবুক বিক্রি করে টাকা আয় -Ebook Selling Business.এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.