জুলাই ২৫, ২০২১
How To Earn Money With Twitter - বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে যেখান থেকে অনেক টাকা আয় করা যায় তার মধ্যে একটি হল Twitter.বন্ধুরা আ...
টুইটার থেকে টাকা আয় | How To Earn Money With Twitter
টুইটার থেকে টাকা আয় | How To Earn Money With Twitter
টুইটার থেকে টাকা আয়,how To earn money with twitter,জানুন কিভাবে অনলাইন মাধ্যমে টাকা আয় করবেন স্মার্টফোনের ব্যবহার করে,অনলাইন থেকে টাকা আয়।
টুইটার থেকে টাকা আয় | How To Earn Money With Twitter
8
10
99
How To Earn Money With Twitter-বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে যেখান থেকে অনেক টাকা আয় করা যায় তার মধ্যে একটি হল Twitter.বন্ধুরা আপনারা জানেন ফেসবুকের পাশাপাশি Twitter একটি অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেখান প্রচুর পরিমানে ইউসার Engagement রয়েছে। বর্তমানে একটি একটি Profession সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসেবে ব্যবহার হয়ে থাকে। এখানে কোন Target Audience ছাড়া কোন সাধারণ ইউসারের পরিমান অনেক কম হয়ে থাকে।
আপনি যদি টুইটারের ব্যবহার করে টাকা আয় করতে চান তাহলে আপনাকে সবার প্রথম এখানে একটি একাউন্ট বানিয়ে নিতে হবে। যেখানে আপনাকে দৈনন্দিন কন্টেন্ট পোস্ট করে Follower বাড়িয়ে বিভিন্ন পদ্ধতিতে টাকা আয় করতে পারেন।
টুইটার একটি Professional প্লাটফর্ম হওয়ার ফলে এখানে আপনি টাকা আয় করার অনেক বিকল্প পদ্ধতি পেয়ে যাবেন। তাহলে দেখে নিন টুইটারের ব্যবহার করে কোন কোন পদ্ধতিতে টাকা আয় করবেন বা টুইটার থেকে টাকা আয়।
How to Earn Money with Twitter- টুইটার থেকে টাকা আয়
বন্ধুরা টুইটার একটি অনেক হাই ট্রাফিক সোশ্যাল মিডিয়া সাইট যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ইউসার এই প্লাটফর্মে সময় দিয়ে থাকে। তাই আপনি যদি Twitter থেকে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে জানতে হবে Twitter কি , কিভাবে কাজ করে ও একাউন্ট কিভাবে Follower বাড়ায়।
What Is Twitter- টুইটার কি?
টুইটার একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সাইট যেখানে কোন পোস্ট,Store ও ভিডিওর মধ্যে যেকোন Information শেয়ার করা হয়। যেখানে কোন পোস্ট বা Twit কে লেখার জন্য ১৪০ শব্দের মধ্যে সম্পূর্ণ করতে দেওয়া হয়। এখানে কোন তথ্য কে পোস্ট কাকে Twit বলা হয়।
এখানে কোন নিজের পোস্ট শেয়ার করা ছাড়াও অনড় পোস্ট আপনি শেয়ার বা Retweet করতে পারেন।
টুইটার একাউন্টের ফলোয়ার কিভাবে বাড়াবো
কোন একাউন্টের Riche অথবা ফলোয়ার বাড়ানোর জন্য সবার প্রথমে আপনাকে একাউন্টটি ভাব ভাবে Customization করে নিতে হবে যেমন- ID টিতে ভালো মানের একটি Profile Picture ( DP ),Banner,Bio ,Location,ও DOB দিয়ে সম্পূর্ণ ভাবে সাজাতে হবে।
ও সবার শেষে একাউন্ট টিতে ভালো মানের ও High Quality Content পোস্ট করতে হবে যেটির সাহায্যে আপনার অক্কোউন্টের ফলোয়ার বেড়ে থাকে। একটি পোস্ট করার আগে আপনাকে কিছু বিষয়ে জানতে হবে যেমন -
Trending Topic এ Content Post করা
আপনি যদি চান আপনার একাউন্টের মধ্যে খুব তাড়াতাড়ি বেশি সংখক ফলোয়ার আসে তাহলে আপনাকে প্রতিদিন ট্রেন্ডিং বিষয়ের উপর কাজ করতে হবে বা কন্টেন্ট পোস্ট করতে হবে যেটি আপনি কোন Image অথবা Video ফরম্যাটের মাধ্যমেও দিতে পারেন।
আপনার কন্টেন্ট উপর ভিত্তি করে ইউসারা আপনার একাউন্টের সাথে Engege হয়ে থাকে। তাই একটি টুইটার একাউন্টের জন্য ভালো মানের কন্টেন্ট খুবই লাভ জনক হয়ে থাকে।
Use Hashtag -হ্যাশট্যাগের ব্যবহার
বন্ধুরা একটি পোস্ট কে টুইটারের মধ্যে Rank করানোর জন্য সঠিক ও Trending Hashtag এর ব্যবহার করতে হবে। সাধারণত এখানে আপনি একের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনাকে সঠিক হাস্যটাগ ব্যবহার করতে হবে আপনার পোস্টার জন্য। বর্তমানে অনলাইন বিভিন্ন সাইট রয়েছে যেখানে থেকে আপনিকোন হ্যাশট্যাগের ট্রেন্ডিং দেখতে পারেন।
একটি হ্যাশট্যাগ তখনি ট্রেন্ড আসে যখন সেই হ্যাশট্যাগের ব্যবহার করে ১০০০ জন ইউসার কোন পোস্ট করে। আপনি টুইটারে কোন হ্যাশট্যাগে কত পরিমান পোষ্ঠছে সেটি খুব সহজে দেখতে পারেন।
How to Earn Money with Twitter- টুইটার থেকে টাকা আয়
আপনার যদি টুইটর একাউন্টে ভালো মানের ফলোয়ার হয়ে থাকে থাকে তাহলে আপনি এখান থেকে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা আয় করতে পারেন যেমন -
Twitter Ticket Space
Twitter Space Ticket মানে হল টুইটারে অফিসিয়াল Monitization পদ্ধতি যেখানে থেকে আপনি সরাসরি টাকা উপার্জন করতে পারেন। এখানে আপনি তখনি টাকা আয় করতে পারেন যে মুহূর্তে আপনার একাউন্টে ১০০০ ফলোয়ার হবে এবং সঙ্গে শেষ ৩০দিনে ৩টি লাইভ Host থাকতে হবে।
Twitter Space Ticket থেকে কেমন ভাবে টাকা দিয়ে থাকে। মনে করুন আপনি একজন Business Infulencer যেখানে আপনি আপনর Twitter Handel এ Business Tips Share করেন। এখানে আপনি Twitter Space Ticket সাহায্যে আপনার ভিডিও Prime বানাতে ব্রেন। যেখানে কোন ইউসার আপনার ভিডিও দেখার জন্য ticket কিনে দেখতে পারেন। এই ticker মূল্য সম্পূর্ণ ভাবে আপনি নির্ধারিত করে থাকবেন।
বর্তমানে এই টাকা আয়ের পদ্ধতিটি কেবল মাকিন যুক্ত রাষ্ট্রের ইউসার দের জন্য রয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন দেশের ইউসার দের জন্য উপলব্ধ রয়েছে।
Paid Promotion
টুইটারে যদি আপনার ভালো মানের ফলোয়ার হয়ে থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির paid Promotion করে টাকা আয় করতে পারেন। এখানে আপনি কোন প্রোমোশনের জন্য নিজের মত করে টাকা চার্জ করতে পারেন প্রমোশন দেওয়া কোম্পানি থেকে।
এখানে আপনি Paid Promotion কোন Service বা Product করতে পারেন ইমেজ অথবা ভিডিওর মাধ্যমে।
Affiliate Marketing
আপনি যদি আপনার একাউন্ট থেকে একটি নিদিষ্ট টপিকের উপর Content Post করেন তাহলে আপনি খুব সহজে এফিলিয়াট মার্কেটিং করে টাকা আয় করতে পারেন। প্রথমে আপনাকে যেকোন একটি Affiliate Program join করে সেখানে প্রোডাক্টের লিংক জেনারেট করে নিজের টুইটার একাউন্টে পোস্ট করতে হবে।
তারপর কোন ইউসার আপনার এই লিংকের ব্যবহার করে কোন পণ্য কিনে থাকে তাহেল আপনি এখানে সেই Affiliate Program Site থেকে আপনি কমিশন পেয়ে থাকবেন। একটি নিদিষ্ট সময়ের মধ্যে।
Self Service Sell
আপনি যদি অনলাইনের মাধ্যমে কোন সার্ভিস অথবা কোন প্রোডাক্ট বিক্রি করেন তাহলে এখানে আপনি নিজের ক্যাটাগরি অনুযায়ী টার্গেট গ্রাহক পেয়ে থাকবেন।
Twitter Page Operator
বন্ধুরা আপনি যদি Twitter Page ভালো ভাবে ম্যানেজ করতে জানেন তাহলে এক্ষেত্রেও আপনি ভালো টাকা আয় করতে পারেন। বর্তমানে বিভিন্ন কোম্পানির একটি অফিসিয়াল Twitter Handal Page অবশ্য থাকে এবং সেটিকে Oparate করার জন্য একজন Expert এর প্রয়োজন হয়ে থাকে।
Twitter Ads Expert
বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং বা কোন কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়া অনেক সাধারণ একটি বিষয়। তা আপনি যদি একজন Twitter Ads Campaning Expert হয়ে থাকেন তাহলে আপনি যেকোন কোম্পানির বিজ্ঞাপন অথবা Ads Campanin চালিয়ে নিজের Service Charge নিতে পারেন।
Short Link থেকে টাকা আয়
বন্ধুরা Short Link মানে হল আপনি কোন Url কে একটি বিশেষ Third party Ads Site থেকে Replace করে নতুন Short link বা URL জেনারেট করে নিজের টুইটার একাউন্টে Tweet করেন তাহলে সেই লিংকে কোন ইউসার ক্লিক করে তাহলে সেই URL থাকা তথ্যর আগে একটি বিজ্ঞাপন দেখিয়ে থাকে। ফলে সেখান থেকে আপনি টাকা আয় করতে পারেন।
বর্তমানে বিভিন্ন সাইট রয়েছে যার সাহায্যে আপনি URL কে Short করে টাকা আয় করতে পারেন।
Conclusion
তাহলে বন্ধুরা বুঝলেন কিভাবে টুইটার থেকে টাকা আয় করবেন- How To Earn Money With Twitter ও কোন কোন পদ্ধতিতে টাকা আয় করবেন , এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সের সাহায্যে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.