বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি রিসেল ব্যবসা করে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন সম্পূর্ণ আপনি নিজের স্মার্টফোনের ব...

মিশো অ্যাপ থেকে টাকা আয় | Earn Money Meesho Reselling App

মিশো অ্যাপ থেকে টাকা আয় | Earn Money Meesho Reselling App

মিশো অ্যাপ থেকে টাকা আয়-Earn Money Meesho Reselling App জানুন কিভাবে মোবাইলের মাধ্যমে কোন টাকা না লাগিয়ে ব্যবসা করে টাকা আয় করবেন,

মিশো অ্যাপ থেকে টাকা আয় | Earn Money Meesho Reselling App

8 10 99

বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি রিসেল ব্যবসা করে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন সম্পূর্ণ আপনি নিজের স্মার্টফোনের ব্যবহার করে যেখানে আপনাকে কোন রূপ টাকা বিনিয়োগ ছাড়াও সরাসরি অনলাইনে পণ্য বিক্রি করে কমিশনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। 

বর্তমানে একাধিক বিভিন্ন ছেলে-মেয়েরা মিশো অ্যাপ থেকে পণ্য বিক্রি করে টাকা আয় করে চলেছে, এখানে আপনি যেকোন ধরনের Product বিক্রি করতে পারেন। কেবল আপনার কাছে একটি স্মার্টফোন ও ফেসবুক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 

মিশো প্লাটফর্ম থেকে টাকা উপার্জন করা খুবই সহজ এবং এখানে আপনি টাকা উপার্জন সম্পূর্ণ ভাবে আপনার নিজের মাধ্যমে করে থাকতে পারেন।  এখানে আপনি কোন প্রোডাক্টের উপর কত পরিমান কমিশন বসবেন সেটি সম্পূর্ণ ভাবে আপনার উপরে নির্ভর হয়ে থাকে। 

তাহলে দেখে নিন কিভাবে Meesho Application থেকে পণ্য বিক্রি করে টাকা আয় করে হয়। 

রিসেল বিসনেস কি? - What Is Resell Business 

রিসেল ব্যবসা মানে হল কোন অন্যের Product এর জন্য নিজের মাধ্যমে বিক্রির অর্ডার নিয়ে এসে পণ্য বিক্রি করে টাকা আয় করা কে রিসেল বিসনেস বলে। যেখানে সেই প্রোডাক্টের সমস্ত অর্ডারের Control আপনার কাছে থাকবে যেখানে পণ্যের দাম কত হবে , এবং সেখানে আপনি কত টাকা কমিশন যোগ করবেন। 
Meesho Reselling App

সহজ ভাষায় বলতে গেলে যেমন আপনি কোন দোকান করেছে সেখানে সমস্ত Item কোন Supply এর কাছ থেকে কিনে এনেছেন তার পর কোন গ্রাহক কে মাল বিক্রি করে টাকা উপার্জন করছেন এই পদ্ধতিতে প্রথমে আপনাকে টাকা invest করতে হচ্ছে  তারপর বিক্রি করে টাকা আয় করছেন। 

কিন্তু রিসেল ব্যবসার ভাষায় বুঝতে গেলে আপনি একটি দোকান খুলেছে কিন্তু সেখানে কোন পণ্য বা মাল নেই যেখানে কোন গ্রাহক যদি মাল কেনার জন্য আসে তাহলে সেই মালের অর্ডার নিয়ে আপনি Supply দিয়ে দিলেন, যেখানে Supply সেই মাল টি গ্রাহক টিকে দিয়ে দেয় সঙ্গে তার কাছ থেকে পণ্যের মূল্য টিও Collect করে নেয়। তারপর সেই পণ্যের কমিশন রূপে Supplier আপনাকে টাকা দিয়ে থাকে এখানে পণ্যের দাম সম্পূর্ণ ভাবে আপনি নির্ধারিত করে থাকেন। 

মনে করুন একটি সাবানের দাম ১০ টাকা সেখানে আপনি নিজের কমিশন ৫ টাকা যোগ করে দিয়ে সাবানটির দাম ১৫ বলে বিক্রি করলেন তাহলে এখানে আপনি সরাসরি ভাবে ৫ টাকা আয় করলেন কোন রূপ Investment ছাড়াই। 

মিশো অ্যাপ কি?-What Is Meesho App  

মিশো একটি অনলাইন রিসেল E-Commerce প্লাটফর্ম যেখান থেকে আপনি যেকোন Product  কিনতেও পারেন বা কোন Product নিজের মাধ্যমে বিক্রি করে টাকা আয় করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের Item পেয়ে যাবেন যেটি আপনি খুব সহজে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি টাকা আয় করতে পারেন। 

মিশো এপ্লিকেশন হচ্ছে ভারতের সবচাহিতে বড় রিসেল একমার্স প্লাটফর্ম যেখানে একাধিক বিভিন্ন Product item Store রয়েছে। এই অ্যাপ টি আপনি খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। 


মিশো অ্যাপ থেকে কিভাবে টাকা আয় করবো?

মিশো এপ্লিকেশন ভারতে একটি সব চেয়ে বড় রিসেল বিসনেস প্লাটফর্ম যেখানে যেকোন ইউসার খুব সহজে এই অ্যাপের সাহায্যে ব্যবসা করে টাকা আয় করতে পারে। কেবল আপনার কাছে একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে। 

মিশো ইকমার্স প্লাটফর্মে আপনি কোন শপিং item ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স item ও পেয়ে যাবেন সেল করার জন্য। এখানে আপনাকে কোন পণ্য বিক্রি করার জন্য মিশো কোন ভাবেই আপনাকে টাকা বা কমিশন দেয় না। এখানে আপনি টাকা আয় সম্পূর্ণ ভাবে নিজেকে করতে হবে যেটি আপনি প্রোডাক্টের মূল্যের সাথে নিজের কমিশন যোগ করে টাকা করতে হবে। 

ধরে নিন মিশো থেকে আপনি কোন একটি T-Shirt বিক্রি করবেন আপনার সোশ্যাল মিডিয়া সাইটে।  এবং সেই  T-Shirt এর দাম মিশো তে ২০০ টাকা থাকে তাহলে আপনি এটিকে আপনার সোশ্যাল মিডিয়াতে বেচার জন্য একটি নিদিষ্ট ও সঠিক কমিশন যোগ করে নিতে হবে। 

মনে করুন  T-Shirt এর দাম ২০০ টাকা এবং তার সাথে আপনার কমিশন ৫০ টাকা তাহলে  T-Shirt টির দাম হয় ২৫০ টাকা। তারপর আপনি এই Item টিকে কোন অনলাইন প্লাটফর্মে ২৫০ টাকা মূল্যে বেচতে পারেন। তাহলে এখানে আপনার সরাসরি ৫০ টাকা আয় করে থাকেন সেটি সরাসরি সঠিক সময়ের মধ্যে মিশো আপনার ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে দিয়ে থাকে। 


কোন কোন প্লাটফর্মে মিশো প্রোডাক্ট বিক্রি করতে পারি 

বর্তমানে যত অনলাইন প্লাটফর্ম বা সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে Facebook ও WhatsApp Business যাচ্ছে সবচেয়ে high Engagement সাইট। এখানে আপনি খুব সহজে যেকোন Item এর জন্য সঠিক গ্রাহক পেয়ে থেকেন। 

আপনি খুব সহজে Whatsapp Business এপ্লিকেশনের সাহায্যে নিজের অনলাইন Store খুলে সেখানে প্রয়োজন মতো Product Listing বা Catalogue  Add করে Order নিয়ে আসতে পারেন। 


এছাড়াও আপনি ফেসবুক ও একটি বিশেষ Feature দিয়ে থাকে এই ধরনের পণ্য বিক্রি করার জন্য যেটির ম্যান Facebook Market Place . এখানেও আপনি খুব সহজে যেকোন Item Add করে তার Sell Order নিয়ে আসতে পারেন। এখানে আপনি WhatsApp Business এর তুলনায় অনেক বেশি পরিমানে গ্রাহক পেয়ে থাকবেন। 


কিভাবে ফেসবুক মার্কেট প্লেস প্রোডাক্ট অ্যাড করবেন 

একটি প্রোডাক্ট কে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বই স্টেপ নিচে দেওয়া হল -

এখানে পণ্য বিক্রি করার জন্য আপনাকে দুটি সাইটে আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে প্রথমে আপনাকে জানতে হবে মিশো অ্যাপের সম্পূর্ণ ব্যবসার 


মিশো অ্যাপের পণ্য কিভাবে বিক্রি করবেন 

মিশো থেকে কোন পণ্য বিক্রি করার জন্য নিচের দেওয়া পদ্ধতি গুলি Follow করুন 

  • প্রথমে আপনাকে মিশো অ্যাপ টি ডাউনলোড করে মোবাইল নম্বরের সাহায্যে একাউন্ট বানিয়ে সেখানে নিজের নাম অথবা শপের নাম আপনি দিতে পারেন সঙ্গে আপনাকে অবশ্য ব্যাঙ্ক একাউন্ট নম্বর টি অ্যাড করে দিতে হবে যেটির মাধ্যমে মিশো থেকে আসা টাকা আপনি নিতে পারবেন। 
  • তারপর আপনি যে Product বা Item টি বিক্রি করবেন তার ছবি, দাম , Description copy করে নিতে হবে। 
  • এরপর আপনাকে ফেসবুক মার্কেট প্লেস এসে Sell অপশনে ক্লিক করে প্রোডাক্টের ছবি সমেত সমস্ত কিছু Copy করা তথ্য Add করে দিতে হবে। 
  • এখানে আপনাকে অবশ্য মনে রাখতে হবে মিশো প্রোডাক্টের দামের সাথে আপনার কমিশন যোগ করে দিতে হবে। মনে করুন প্রোডাক্টের মূল্য ১০০ টাকা + আপনার কমিশন ৫০ টাকা = ১৫০ মোট পণ্যের দাম। 
  • তারপর যদি এই পণ্যের কোন অর্ডার আসে থাকে আপনি সেই গ্রাহকের সমস্ত কিছু Order details নিয়ে মিশো তে সেই পণ্যের অর্ডার করে দিতে হবে অর্ডার করা ব্যক্তির ঠিকানাতে। 
  • অর্ডার যে যাওয়া পর গ্রাহক কে সরাসরি Courier এর মধ্যে বাড়ির ঠিকানাতে সঠিক সময়ে ডেলিভেরী করে থাকে এবং সাথে সেই পণ্যের মূল্য মিশো Collect করে থাকে। 
  • অর্ডার করা পণ্যের দাম আপনি যেটি নির্ধারিত করবেন যেটির বিল অর্ডার করা গ্রাহকের কাছে যাবে সেখানে কোন রূপ মিশোর নাম বা বিল উল্লেখ থাকবে না। 
  • তারপর পণ্যের মধ্যে আপনার কমিশন সঠিক সময়ে মিশো ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে দিয়ে থাকে। 
  •  কোন কারনে গ্রাহক অর্ডার করা পণ্য রিটার্ন করে থাকে তাহলে সেটি আপনাকে সরাসরি মিশো প্লাটফর্মে গিয়ে করতে হবে। 


Conclusion

তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে মিশো অ্যাপ থেকে টাকা আয় করবেন। যেটি আপনি সম্পূর্ণ নিজের মোবাইলের মাধ্যমে ব্যবসা করে টাকা আয় করে থাকেন। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সে জানান।

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.