আমরা প্রায় অনেক সময়ে অনলাইনের মাধ্যমে যেকোন পণ্য কিনে থাকি এবং অনলাইনের মারফতে সেই পণ্যের মূল্য পেমেন্ট করে থাকি কিন্তু আমরা কি এটা জানি যে...

What Is Payment Gateway | পেমেন্ট গেটওয়ে কি?

What Is Payment Gateway | পেমেন্ট গেটওয়ে কি?

What Is Payment Gateway | পেমেন্ট গেটওয়ে কি?

8 10 99

 আমরা প্রায় অনেক সময়ে অনলাইনের মাধ্যমে যেকোন পণ্য কিনে থাকি এবং অনলাইনের মারফতে সেই পণ্যের মূল্য পেমেন্ট করে থাকি কিন্তু আমরা কি এটা জানি যে এই পেমেন্ট কোন মাধ্যমে বা কোন পদ্ধতিতে নেওয়া হচ্ছে। না জানেন তো জেনে নিন 

বর্তমানে ডিজিটাল টেকনোলজি সারা বিশ্বে প্রচলন তাই বিভিন্ন কাজের সাথে সাথে আমাদের Online Payment পদ্ধতিও খুব সহজে হয়ে পড়েছেন Payment Gateway এর সাহায্যে। এখনকার দিনে অনেক কোম্পানি রয়েছে যারা এই Payment Gateway Service দিয়ে থাকে। এই Payment পদ্ধতি সম্পূর্ণ ভাবে ডিজিটাল মাধ্যম যেটি খুব সহজে কোন গ্রাহকদের কাছ থেকে টাকা receive করে Marchent কে দিয়ে থাকে সরাসরি ব্যাঙ্ক অক্কোউন্টের মাধ্যমে। 

তাই আমরা কোন পণ্যের মূল্য পেমেন্ট করার আগে এটা ভালো ভাবে জেনে নেওয়া যাক যে What Is Payment Gateway- পেমেন্ট গেটওয়ে কি?, কিভাবে এই পদ্ধতি টি ব্যবহার করতে হয় এবং বর্তমানে কোন কোন কোম্পানি দ্বারা এই পেমেন্ট সার্ভিস দেওয়া হয় সম্পূর্ণ তথ্য। 

What Is Payment Gateway- পেমেন্ট গেটওয়ে কি?

payment Gateway এমন এক পদ্ধতি যেখানে কোন E-commerce অথবা ব্যবসার কোন পণ্যের মূল্য Received করার জন্য ব্যবহার হয়ে থাকি। এই মূল্য গ্রাহক দের কাজ থেকে কোন Debit Card বা Credit কার্ডের থেকে নিয়ে থাকে। যেটি একটি সম্পূর্ণ Third Party পদ্ধতি এই পেমেন্ট গেটওয়ে গ্রাহক দের কাছ থেকে টাকা নেওয়ার পর সেই টাকা Marchent এর ব্যাঙ্ক অক্কোউন্টে সরাসরি ট্রানফার করে থাকে। 

payment Gateway

Payment Gateway এটি একটি সফটওয়্যার যেখানে কেবল Payment Received করা হয় যেটি সম্পূর্ণ তিনটি পদ্ধতিতের মাধ্যমে হয়ে থাকে যেখানে একজন টাকা Pay করে, অন্য ব্যক্তি টাকা Recevied করছে এবং তৃতীয় টাকা সঠিক পদ্ধতিতে পরিচালনা করছে। 

Payment Gateway সমস্থ প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে Encrypeted হয়ে থাকে যে মাধ্যমে টাকা পেমেন্ট করা হয় তার সমস্ত তথ্য গোপন থাকে। সমস্থ তথ্য Encrypeted থাকার ফলে কোন রূপ হ্যাকিং করার পর সেগুলি কোন  কাজে আসে না। 


Payment Gateway কিভাবে কাজ করে-How To Work Paymnt Gateway 

পেমেন্ট গেটওয়ায় একটি অনলাইন ডিজিটাল প্রক্রিয়া যেটি সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে এটিকে ব্যবহার করতে পারবেন এবং এর কাজেও সম্পূর্ণ ভাবে ডিজিটালি হয়ে থাকে। 

Payment Gateway এক বিশেষ পদ্ধতিতে কাজ করে থাকে যেটি আপনাকে কেবল টাকা collect করার জন্য ব্যবহার হয়ে থাকে। এটি আপনি কোন অনলাইন E-Commerce বা কোন ব্যবসার জন্য নিজের ওয়েবসাইট লাগাতে পারেন। 

এটি সাধারণ খুব সহজ ভাবে কাজ করে থাকে ধরে নিতে পারেন কোন গ্রাহক ও পণ্যের সাথে জড়িত একটি সম্পূর্ণ শেষ প্রক্রিয়া। 

এই পেমেন্ট গেটওয়ে সার্ভিস নেওয়ার জন্য আপনাকে যেকোন একটি গেটওয়ে কোম্পানির সাথে যোগাযোগ করে তার সার্ভিস নিতে পারেন ,যেখানে আপনার ব্যাঙ্ক একাউন্ট Details, Business Details ,প্যান কার্ড নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করে নিতে হবে। 

এরপর কোন product এর পেমেন্ট Recevied করার সময় এই পেজ Automatic Payment Gateway পেজে Redirect হয়ে যাবে। যেখানে আপনাকে Debit কার্ডের অথবা Credit কার্ডের সম্পূর্ণ তথ্য দিয়ে টাকা Peyment প্রক্রিয়া টি সম্পূর্ণ করে নিতে হবে। টাকা আপনার একাউন্ট থেকে কাটার আগে আপনার Bank Registration Mobile Number ভেরিফিক্যাশন OTP মাধ্যমে টাকা টি কাটা হবে। 

পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা কাটার কিছু সময় পরে সেই টাকা Marchent ব্যাঙ্ক অক্কোউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় Payment Gateway সার্ভারের মাধ্যমে। মূল টাকা থেকে এই Gateway সার্ভিসের কমিশন চার্জ কেটে নেওয়া হয়। 

payment gateway Infographics


Payment Gateway Service Provider Company 

বর্তমানে আমাদের সমস্থ কাজের পদ্ধতি সম্পূর্ণ ডিজিট্যালি হওয়ার কারনে বিভিন্ন ধরনের লেনদেন ডিজিটাল হয়ে পড়েছে একাধিক পেমেন্ট গেটওয়ের সাহায্যে। বর্তমানে আমরা চারটি কোম্পানি জেনে নেব যারা ভালো মানে সার্ভিস দিয়ে থাকে। 


Paypal 

Paypal হল সবচাইতে পুরোনো ও বিশ্বাস যোগ Payment gateway Provider Company. যেটির মাধ্যমে আপনি কোন National Payment নেওয়ার পাশাপাশি Inernertional Payment ও খুব সহজে নিতে পারেন। যেটি সরাসরি আপনার ব্যাঙ্ক অক্কোউন্টের মাধ্যমে ট্রান্সফার করে থাকে। 

এটি ১৯৯৮ সালে তৈরি হয় যেটির মূল উদেশ্য ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের টাকার লেনদেন করার জন্য ব্যবহার হয়ে থাকতো। বর্তমানে এই পেমেন্ট গেটওয়ের ব্যবহার ২০০ মিলিয়নের বেশি কাস্টমারা করে থাকে। 

CCAvenue 

এটি ভারতের সবচেয়ে ভালো ও পুরোনো পেমেন্ট গেটওয়ে এখন থেকে আপনি ভারতবর্ষের ২০০ থেকেও বেশি ব্যাঙ্ককে টাকা লেনদেন করতে পারেন। এই পেমেন্ট গেটওয়ে কে আপনি যেকোন E-Commerce Business এর জন্য ব্যবহার করতে পারেন কোন অসুবিধে ছাড়াই। 

ভারতে যে পরিমানে Payment Gateway এর মাধ্যমে টাকা Receveid করা হয় তার মধ্যে সবচেয়ে ভালো ও Secure Payment Gateway মানা হয়। 

>> Demant Account মানে কি ?

PayUmoney 

ভারতবর্ষের মধ্যে ৫০% চেয়েও বেশি এই PayUmoney Payment Gateway ব্যবহার হয়ে থাকে এটির মাধ্যমে আপনি যেকোন ক্ষেত্রে টাকা Payment করতে পারেন আবার Payment Recevied ও করতে পারেন। 

এই পেমেন্ট গেটওয়ে কে অন্যান্য সব গুলির চেয়ে অনেক ভালো ও Secure মানা হয়। এর মাধ্যমে আপনি অনেক বড় পরিমানের টাকার লেনদেন করতে পারেন সম্পূর্ণ কোন রূপ সমস্যা ছাড়াই। এই পেইমেন্ট গেটওয়ে সাধারণত বেশি সরকারি দপ্তরের পাশাপাশি বড় বড় Shoping কোম্পানির পেইমেন্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে। 

>> QR Code মানে কি ?

Paytm 

Paytm এর নাম তো প্রায় অনেকেই শুনেছেন যেটি ২০১০ সালে ভারতে Lunch হয় তারপর থেকেই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এখনকার দিনে আপনি ছোটখাট পেমেন্ট খুব সহজে এই Paytm এ মাধ্যমে খুব সহজে নিতে পারেন। 

>> Amazon Affiliate Marketing কি?

এখানকার দিনে paytm এর মাধ্যমে অনেক পেমেন্ট Accepet হয়ে থাকে। যেটি সম্পূর্ণ ভাবে আপনি  ব্যাংকার মাধ্যমে করতে পারেন। 

Conclusion

তাহলে বন্ধুরা আশাকরি বুঝতে পারলেন What Is Payment Gateway- পেমেন্ট গেটওয়ে কি? এবং কিভাবে এই গুলি অনলাইনের মাধ্যমে টাকা Receveid করে থাকে। এই নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.