আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি নিজের কম্পিউটারের জন্য একটি Bootable Pendrive বানাবেন। একটি PC তে যেকোন প্রকারের অপারেটিং সিস্টেম install কর...

What Is Bootable Pendrive In Bengali | Bootable pendrive কি ?

What Is Bootable Pendrive In Bengali | Bootable pendrive কি ?

What Is Bootable Pendrive In Bengali | Bootable pendrive কি ?

8 10 99

 আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি নিজের কম্পিউটারের জন্য একটি Bootable Pendrive বানাবেন। একটি PC তে যেকোন প্রকারের অপারেটিং সিস্টেম install করার জন্য সেখানে এই bootable পেনড্রাইভের প্রয়োজন অবশ্য পড়ে থাকে। 

এই পেনড্রাইভবের মধ্যে আপনি যেকোন অপারেটিং সিস্টেম load করতে পারেন যেমন Windows ১০,৭,৮. আগে কার দিনে এই Bootable Pendrive এর পরিবর্তে CD ক্যাসেট বা DVD ব্যবহার করে সিস্টেমের মধ্যে Operating Software install করা হত। 

যেকোন কম্পিউটারের মধ্যে অপারেটিং সিস্টেমে ইন্সটল করার পাশাপাশি কোন pc ফরম্যাট করার জন্য এই পেনড্রাইভের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আপনি যদি একটি সাধারণ পেনড্রাইভ কে Bootable Pendrive বানাতে চান তাহলে আমাদের এই Post Article টি শেষ পর্যন্ত পড়ুন কারন এখানে খুব সহজ ভাষায় বলা হয়েছে যে কিভাবে Bootable pendrive বানাবেন এবং কিভাবে তার মধ্যে অপারেটিং সিস্টেম ফাইল লোড করবেন। 

What Is Bootable Pendrive In Bengali- Bootable Pendrive কি?

Bootable Pendrive এমন এক Device যেটির মাধ্যমে কোন কম্পিউটার কে Boot অথবা Start করা হয়। এই পেনড্রাইভের সাহায্যে কোন নতুন সিস্টেমে অপারেটিং সফটওয়্যার install করার জন্য ব্যবহার হয় অথবা কোন সিস্টেম থেকে পুরোনো অপারেটিং সফটওয়্যার কে Uninstall করার জন্য ব্যবহার করা হয়। 

Bootable Pendrive

Bootable Pendrive কে কোন Manual Operating Systme Device বলতে পারেন কারন কোন নতুন Pc এই পেনড্রাইভের সাহায্যে Start হয়ে থাকে এবং কম্পিউটার হার্ডডিস্ক ডিভাইসের মধ্যে অপারেটিং সিস্টেম ফাইল উপলোড করা হয়। 

কোন কম্পিউটারে এই Bootable Pendrive এর পরিবর্তে কোন CD অথবা DVD Device ও ব্যবহার করে PC তে অপারেটিং সিস্টেম লোড করতে পারেন। 

bootable Pendrive বানানোর জন্য এই রকম সাধারণ পেনড্রাইভ কে ব্যবহার করা হয় যেটি প্রথমে bootable Pendrive এ Convart করা হয় এবং তারপর সেখানে অপেরেটিং সফটওয়্যার ফাইল লোড কার হয়। এটিকে যেমন পদ্ধতি bootable বানানো হয় ঠিক তার থেকেও সহজে পুনরায় সাধারণ পেনড্রাইভে পরিবর্তন করা হয়। 

এই পেনড্রাইভে আপনি খুব সহজে নিজের পিসি থেকে বানাতে পারেন যেটির জন্য অনলাইনে একটি Tool আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখে নি কিভাবে Bootable Pendrive বানাবেন। 


কিভাবে Bootable Pendrive বানাবো 

Bootable Pendrive আপনি খুব সহজে অনলাইনের Media Creation Tools এর মাধ্যমে বানাতে পারেন যেটির জন্য কিছু জিনিস অবশ্য থাকতে হবে 

Pendrive - একটি Normal ৮ GB Pendrive যেটির মধ্যে কোন রূপ ফাইল থাকবে না। 

Computer - Bootable Pendrive বানানোর সম্পূর্ণ পদ্ধতি টির জন্য অবশ্য কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে। 

Operting Software File - যে ওপার্টারিং সিস্টেম জন্য bootable Device বানাতে চান তার ISO File আপনার কম্পিউটারের মধ্যে থাকতে হবে যেটি আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। 

Internet Connection - bootable pendrive বানানোর জন্য আপনার কম্পিউটারের মধ্যে অবশ্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে যার থেকে আপনাকে অপারেটিং সফটওয়্যার টিকে Downlode করে নিতে হবে। আপনি যদি Windows Operating System ডাউনলোড করতে চান তাহলে আপনাকে Microsoft এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ISO File টি  Downlode করে নিতে হবে। 

Rufus Tool - আপনার কম্পিউটারের মধ্যে Rufus Tool Install থাকলে হবে যেটি আপনি অনলাইন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। Rufus এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে এর Last update New Version টি ডাউনলোড করে নিতে হবে। 

Bootable Pendrive বানানোর পদ্ধতি 

এই সমস্ত tool গুলিয়ে থাকার পর আপনাকে আমাদের নিচের দেওয়া Step By Step পদ্ধতি follow করতে হবে যেখানে খুব সহজ পদ্ধতিতে একটি Bootable Pendrive কিভাবে বানাতে হয় তার সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। 

  • প্রথমে আপনাকে ডাউনলোড করা Rufus এপ্লিকেশন টি open করে নিতে হবে। 
  • Next  সবার উপরে USB সাথে Connect করে Pendrive টি Select করে নিতে হবে এবং তার নিচের Option এ Operating সফটওয়্যারের ISO ফাইল টিকে Select করে পরবর্তী Process চলে যেতে হবে। 

  • Pertition Scheme এ MBR অপসন Select করে তার মধ্যে কোন রকম আর পরিবর্তন না করে Start বোতামে ক্লিক করে নিতে হবে। 

  • Start বোতামে ক্লিক করার পর সেখানে একটি warring দেওয়া হবে জেটিতে বলা হবে আপনার Pendrive এর মধ্যে থাকা কোন রূপ ডাটা ফাইল Delete করার জন্য বলা হবে আপনাকে Ok Option এ ক্লিক করার  সঙ্গে সঙ্গে আপনার Bootable Process শুরু হয়ে যাবে। 

  • ৫ মিনিট সময় নেওয়ার পর এখানে আপনার Bootable Pandrive টি সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে যাবে এখানে আপনাকে Pendrive কে অবশ্য Rename করে নিতে হবে যে operating System জন্য বানিয়েছেন। 


>> আরও পড়ুন What Is BIOS Meaning In Bengali 


Bootable Pendrive এর কাজ এবং সুবিধে কি?

bootale Pendraive এর অনেক কাজ রয়েছে যেটি একটি নতুন কম্পিউটারে জন্য খুব প্রয়োজন যেমন -

  • একটি নতুন কম্পিউটার সিস্টেম কে কোন অপারেটিং সিস্টেম না থাকা অবস্থায় Start করা। 
  • নতুন Pc তে Operating System install করার জন্য Bootable Pendrive প্রয়োজন হয়ে থাকে। 

  • কোন কম্পিউটারের অপেরেটিং সিস্টেম কে ফরম্যাট করার জন্য এই পেনড্রাইভের মধ্যে খুব সহজে করতে পারেন। 

সুবিধে 

Bootable Pendrive এর ব্যবহার করার অনেক সুবিধে রয়েছে -

  • Bootable Pendrive এর সবচেয়ে বড় সুবিধে হল এটিকে আপনি খুব সহজে নিজের বাড়িতে বসে বানাতে পারেন। 
  • যেকোন ৮ GB Pendrive কে  Bootable বানিয়ে পুনরায় Normal Pendrive এ পরিবর্তন করতে পারবেন। 
  • এই Bootable Pendrive কে যত দিন খুশি প্রয়োজন অক্ষত অবস্থায় রাখতে পারেন। 
  • CD ও DVD ডিভাইসের চেয়ে একটি খারাপ হওয়ার আসা অনেক কম থাকে কারন এটি একটি Memory Chip Device.

Conclusion

তাহলে বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনের মাধ্যমে একটি Bootable Pendrive বানাতে হয় এবং জানলেন কিভাবে কোন কম্পিউটারের মধ্যে নতুন ভাবে অপারেটিং সিস্টেম install করবেন। What Is Bootable Pendrive In Bengali এই বিষয়ে কোন রূপ প্রশ্ন থাকলে নিচে কমেন্ডের মাধ্যমে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.