আজকে আমরা আলোচনা করবো Mutual Fund বিষয়ে। বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা মিউচুয়াল ফান্ড বিষয়ে কোন ধারণা নেই যদিও আছে কিন্তু সঠিক তথ্...

What Is Mutual Fund In Bengali | মিউচুয়াল ফান্ড কি?

What Is Mutual Fund In Bengali | মিউচুয়াল ফান্ড কি?

আজকে এই আর্টিকেল টিতে সম্পূর্ণ ভাবে জানাবো What Is Mutual Fund In Bengali-মিউচুয়াল ফান্ড কি?বর্তমানে কয় প্রকারের মিউচুয়াল রয়েছে ও কি কি

What Is Mutual Fund In Bengali | মিউচুয়াল ফান্ড কি?

8 10 99

  আজকে আমরা আলোচনা করবো Mutual Fund বিষয়ে। বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা মিউচুয়াল ফান্ড বিষয়ে কোন ধারণা নেই যদিও আছে কিন্তু সঠিক তথ্য না থাকায় এখানে নিজের টাকা বিনিয়গ করতে ইচ্ছুক নয়। তাই আজকে এই আর্টিকেল টিতে সম্পূর্ণ ভাবে জানাবো What Is Mutual Fund In Bengali-মিউচুয়াল ফান্ড কি?, বর্তমানে কয় প্রকারের মিউচুয়াল রয়েছে এবং কিভাবে এখানে সঠিক ভাবে টাকা Invest করবো। 

Mutual Fund এমন একটি টাকা আয় করার সহজ মাধ্যম যেখানে আপনি খুব অল্প সময়ের মধ্যে ভালো টাকা আয় করতে পারেন। এখানে আপনাকে কোন Hard Work করতে হবে না কেবল সঠিক Fund এ টাকা বিনিয়োগ করতে হবে যেখানে পরবর্তী দিনে ভালো টাকা Reture দেওয়া হবে। এই বিনিয়োগ আপনি মাসিক ৫০০ টাকা থেকেও শুরু করতে পারেন। 

অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ড এবং Share Market কে একই বিষয় ভাবে কিন্তু সেটা নয় এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। 

তাই আজকে আমরা সম্পূর্ণ তথ্য জেনে নেব মিউচুয়াল ফান্ড কি,কিভাবে এখানে টাকা বিনিয়গ করতে হয় ও কিভাবে সম্পূর্ণ পদ্ধতি টি পরিচানলা করা হয় তার বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নেব। 

What Is Mutual Fund In Bengali - মিউচুয়াল ফান্ড কি?

মিউচুয়াল ফান্ড একটি সম্মিলিত টাকা বিনিয়োগ Money Fund যেখানে আমার আপনার মতো সমস্থ ব্যক্তিদের বিনিয়গের টাকা এক জায়গায় রাখা হয়। যেটিকে একজন ফান্ড ম্যানেজার দ্বারা পরিচানলা করা হয় যেখানে সেই ব্যক্তি বিনিয়োগ কারিদের বেশি পরিমান মুনাফা বা Profit দেওয়ার জন্য ভালো মানের বিভিন্ন জায়গাতে এই টাকা Invest করে থাকে। 
Mutual Fund Image

মিউচুয়াল ফান্ডের সমস্ত রকমের টাকা বিনিয়োগের কায্য কলাপ একজন ব্যক্তি দ্বারা করা হয় যাকে Professional Fund Manager বলা হয়। মিউচুয়াল ফান্ডের টাকা সমস্থ কিছুর দেখা শুনা এই ম্যানেজার করে থাকে কোন জায়গায় টাকা Invest করলে ভালো টাকা Profit পাওয়া যাবে। 

Mutual Fund এর সংস্থা কিছু গতিবিধি SEBI ( সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ) অধীনে হয়ে থাকে। যেখানে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের টাকা কোন জায়গায় বিনিয়োগ করা হলো, যেখানে বিনিয়োগ টাকা সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ ভাবে SEBI এর উপরে থাকে।

মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ ভারতবর্ষের যেকোন বর্গের ব্যক্তিরা করতে পারে যেখানে টাকা Invest মাত্র ৫০০ টাকা মাসিক হিসেবে করতে পারেন।

History Of Mutual Fund -মিউচুয়াল ফান্ডের ইতিহাস

ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করা অনেক দিন থেকে হয়ে আসছে। ১৯৬৩ সালে ভারতীয় রিভার্ভ ব্যাঙ্ক ও ভারত সরকার দ্বারা UTI সংস্থার গঠন করা হয় এবং তারই সাথে এই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগের কাজ শুরু হয়।

এই UTI সংস্থা গঠন হওয়ার সাথে সাথে এর সম্পূর্ণ কাজের প্রক্রিয়া ভারতীয় রিভার্ভ ব্যাংকের অধীনে করা হয় কিন্তু পরবর্তী সময়ে ১৯৭৮ সালে uti কে রিজার্ভ ব্যাংকের থেকে সম্পূর্ণ ভাবে আলাদা করে দেওয়া হয় এবং তার পরিবর্তে UTI সংস্থা ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ কাজ শুরু করে।

Type Of Mutual Fund- মিউচুয়াল ফান্ড কয় প্রকার

বর্তমানে সাধারণত মিউচুয়াল ফান্ড দুই প্রকারের হয়ে থাকে - (১ ) Structure Mutual Fund (২) Asset Mutual Fund
mutual fund

1. Structure Mutual Fund

মার্কেটে গঠন মূলক মিউচুয়াল ফান্ড আবার দুই প্রকারের হয়ে থাকে Open ended mutual Fund , Clous Ended mutual fund

Open-ended Mutual Fund

এই মিউচুয়াল ফান্ড স্কীমে বিনিয়োগকারী কে এটা সম্পূর্ণ অনুমতি দিয়ে থাকে যেখানে এই Fund যেকোন মুহূর্তে কিনতে বা বিক্রি করতে পারেন। এখানে কোন রূপ লিমিট অথবা কোন নিয়ম থাকে না যে বিক্রি বা কেনার জন্য।

Close Ended mutual fund

এই ধরনের মিউচুয়াল ফান্ডের মেয়াদ বা সময় আগের থেকে নির্ধারিত করা হয় এই ফান্ডে আপনি NFO জারি হওয়ার পরেও টাকা বিনিয়োগ করতে পারেন .এই ধরনের মিউচুয়াল ফান্ড কে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তী সময়ে এই মিউচুয়াল ফান্ড কে ট্রেডিং ও ব্যবহার করতে পারেন .

2. Asset Mutual Fund

Asset Mutual Fund সাধারন ৫ প্রকারের হয়ে থাকে যেখানে আপনি খুব সহজে টাকা বিনিয়োগ করতে পারেন -

  • Equity Funds
  • Debt Fund
  • Liquid Mutual Funds
  • Money Market Funds
  • Balanced Mutual

2.1 Equity Funds

আপনি যদি মিউচুয়াল ফান্ডে দীর্গ মেয়াদি জন্য টাকা বিনিয়োগ করতে চান তাহলে Equity Funds আপনার জন্য সবচাইতে উপযোগী। এই ফান্ড টি শেয়ার বাজারের বিনিয়োগ করে থাকে ফলে এর Risk অনেক বেশি হয়ে থাকে। এর পাশাপাশি অন্যান্য যেকোন মিউচুয়াল ফান্ড গুলির চেয়ে এর সুদের হার অনেক বেশি হয়ে থাকে।

2.2 Debt Fund

এই মিউচুয়াল ফান্ডে অন্যান্য যেকোন ফান্ড গুলির তুলনায় রিস্ক অনেক কম হয়ে থাকে। এই ধরনের ফান্ড গুলি সাধারণত কোন সরকারি কাজে ম কোন কোম্পানি ও মানি মার্কেটিং কাজে ক্ষেত্রে বিনিয়োগ করা হয়। অন্যান্য যেকোন ফান্ড গুলির চেয়ে এটি অনেক সুরক্ষিত হয়ে থাকে।

2.3 Liquid Mutual Funds

Liquid Mutual Funds অন্যান্য সমস্থ ফান্ড গুলির চেয়ে এক কম সময়ের হয়ে থাকে যেখানে আপনি মাত্র ৯০ দিনের জন্য অথবা তার থেকেও কম সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন।
এখানে আপনার টাকা বিভিন্ন সরকারি কাজে যেমন tesary বিল , সরকারি সিকিউরিটি তে Invest করে থাকে।

2.4 Money Market Funds

Money Market Funds একটি অনেক Short Term মিউচুয়াল ফান্ড স্কীম যেখানে আপনি খুব কম সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন হতে পারে কিছু দিনের জন্য বা কিছু মাসের এখানে টাকা ইনভেস্ট করতে পারেন বিনা কোন Risk এ

এই মিউচুয়াল ফান্ড কে সম্পূর্ণ Risk Free ফান্ড বলা হয়। এখানে আপনার টাকা খুব সুরক্ষিত জায়গায় নিবেশ করা হয়।

2.5 Balanced Mutual

Balanced Mutual কে অনেকেই হাইব্রিড ফান্ড ও বলা হয়ে থাকে। অনেক ব্যক্তি আছেন যারা Equity Funds ও Debt Fund এই দুই ফান্ডে টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে ই Balanced Mutual নিবেশ করতে পারে।
আপনি যদি এই ফান্ডে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে পরবর্তী দিনে মূল টাকার ভালো


মিউচুয়াল ফান্ডে কিভাবে টাকা বিনিয়োগ করব -How To Invest In Mutual Fund

মিউচুয়াল ফান্ডে আপনি খুব সহজে টাকা invest করতে পারেন যেকটি আপনি নিজের স্মার্টফোন থেকে সম্পূর্ণ পদ্ধতি করতে পারেন। বর্তমানে অনেক মোবাইল এপ্লিকেশন রয়েছে যার সাহায্যে আপনি খুব সাজে এখানে টাকা বিনিয়োগ করতে পারেন। যেমন - Groww App , Investap ও আরো অনেক

অথবা আপনি কোন ব্যাংকার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও যেকোন মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে পারেন। যেখানে আপনকে কোন ফান্ড স্কীমে টাকা বিনিয়োগ করার আগে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে। কোন ফান্ড ম্যানেজার দ্বারা এই টাকা কে ম্যানেজ করা হবে সম্পূর্ণ তথ্য সেই মুহূর্তে দেওয়া হবে।

Conclusion

তাহলে বন্ধুরা আশাকরি বুঝতে পারলেন What Is Mutual Fund In Bengali-মিউচুয়াল ফান্ড কি? কিভাবে এখানে টাকা ইনভেস্ট করতে হয় এবং জানলেন কোন কোন মিউচুয়াল ফান্ড হতে পারেন আপনার জন্য সবচাইতে উপযোগী। এই নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ড বক্সে জানান।

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.