يونيو 26, 2021
What Is Incognito Mode In Bengali - বন্ধুরা আমরা প্রায় সবাই স্মার্টফোনের মাধ্যমে বা কোন কম্পিউটারে থেকে ইন্টারনেট ব্রাউসিং করে থাকি কিন্তু...
What Is Incognito Mode In Bengali | ইনকোগনিটো মোড কি?
What Is Incognito Mode In Bengali | ইনকোগনিটো মোড কি?
What Is Incognito Mode In Bengali | ইনকোগনিটো মোড কি?
8
10
99
What Is Incognito Mode In Bengali-বন্ধুরা আমরা প্রায় সবাই স্মার্টফোনের মাধ্যমে বা কোন কম্পিউটারে থেকে ইন্টারনেট ব্রাউসিং করে থাকি কিন্তু আমরা এটা কি জানি যে এই ব্রাউসিং কতটা সুরক্ষিত বা পরবর্তী সময়ে কি কোন সমস্যা হতে পারে এ বিষয়ে সমস্ত কিছু তথ্য জেনে নেব।
যেকোন ব্রাউসারের ইন্টারনেট পরিষেবা নেওয়া বর্তমানে অনেক ক্ষতি ও ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে তাই বিভিন্ন Web Browser এর মধ্যে একটি বিশেষ Advance Feature দেওয়া হয় যেটির মাধ্যমে আপনি নিজের ব্রাউসিং ডাটা কে Secure অবস্থায় Access করতে পারেন। এই Advance Feature টির হল Incognito Mode.
আমরা প্রায় একানকার দিনে সমস্থ ইন্টারনেট ওয়েব ব্রাউসারের মধ্যে এই Incognito Mode অ্যাডভান্স পরিষেবা টি দেখতে পাওয়া যায়।যেটি ব্রাউজারের মধ্যে Hide অবস্থায় থাকে, আপনি যদি এই পরিষেবা টি ব্যবহার করতে চান তাহলে আপনাকে Manually ভাবে এটিকে চালু করতে হবে। তাই আমার জেনে নেব What Is Incognito Mode In Bengali - ইনকোগনিটো মোড কি?
What Is Incognito Mode In Bengali - ইনকোগনিটো মোড কি?
Incognito Mode মানে হল Private Internet Access. আমরা সাধারণত যেকোন ব্রাউসার থেকে আমাদের প্রয়োজন মতো Information Search করে থাকি যেটি আমাদের ব্যক্তিগত তথ্যয় হোক বা কোন ব্ঙ্কিং বিষয়ে হোক কিন্তু আমার এটা জানি না যে আমার এই Web ব্রাউসারে এই সমস্থ তথ্য সার্চ করে থাকি সেগুলি যেকোন মুহূর্তে চুরি হতে পারে। তাই ইউসারা এই সমস্থ গুরুত্বপূর্ণ Information গুলি যাতে গোপনীয়তা ও সুরক্ষিত ভাবে ব্যবহার করতে পারে তার জন্য বর্তমানে সমস্থ ওয়েব ব্রাউসরের মধ্যে এই Incognito Mode option টি দেওয়া থাকে। যেটির সাহায্যে আপনি এই সমস্থ গুরুপূর্ণ তথ্য ইন্টারনেট সার্চ করার সময় Information গুলিকে Hide অবস্থায় রাখতে পারেন।
Incognito Mode কিভাবে কাজ করে
যেকোন ওয়েব ব্রাউজারের Window দুটি ভাবে ভাগ করা থাকে একটি Normal Window যেটি আমার সাধারণ ব্রাউসার Interface এ ব্যবহার করে থাকি এবং অন্য টি হল Incognito Window যেটি একটি Secure Window.
এটিকে ব্যবহারে করার জন্য Web ব্রাউসার একটি সম্পূর্ণ আলাদা Window দিয়ে থাকে ইউসার দের ব্যবহার করার জন্য। এই Feature আপনাকে Chrome Browser এর Normal Window Interface এ Home page থেকে উপরে Three Dot এ ক্লিক করে New Incognito Window Option এর মাধ্যমে ব্যবহার করতে পারেন।
Incognito Mode থেকে আপনি যেকোন জরুরি ইনফরমেশন সার্চ করতে পারেন যেখান এই সমস্থ গুরুত্বপূর্ণ ডাটা কোন ভাবেই চুরি হয় সম্ভব নেয়। কারন এখানে সার্চ করা ডাটা info Packet গুলি Encrypeted অবস্থায় থাকে। যেটি আপনি ধরে নিতে পারেন ঠিক VPN এর মতো কাজ করে থাকে।
Incognito Mode এ কোন Information সার্চ করার পর এখানে কোন রূপ ডাটা Search History তে Save হয় না। ফলে কোন দ্বিতীয় ব্যক্তি আপনার সার্চ করার ডাটার তথ্য জানতে পারে না। আপনি যদি কোন Cyber Cafe থেকে internet Access করেন তাহলে সেখানে অবশ্যয় Incognito Mode On করে নেওয়া উচিত।
Incognito Mode Option টি On করে ব্যবহারের সময় আমাদের ব্রাউসারে কোন রূপ Cookies Inbuild হয় না যার ফলে ইউসার Activity কে কোন ভাবেই track করতে পারে না কোন third Party. আমরা অনেক সময় দেখেছি Amazon বা অন্য কোন Shoping সাইটে কোন Product Search করার পর সেই Product আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা ওয়েব ব্রাউসারে তার ads দেখতে পায়, এগুলি আসলে Cookies ডাটার মাধ্যমে এসে থাকে।
যেসময় আমরা সেই shoping সাইটে কোন প্রোডাক্ট ক্লিক করে সেই মুহুতে আপনার ওয়েব ব্রাউসারে একটি Cookie Save করে দেওয়া হয়। যার ফলে আপনার বিভিন্ন Activity কে সেই সাইট গুলি Track করে।
এখানে Incognito Mode এ এই ধরনের কোন Tracking Cookies Save হয় না। কারন ইনকোগনিটো মোডে কোন Third Party Cookies আপনাকে Track করতে পারে না।
কিন্তু এখানে আপনাকে আরও কিছু বিষয়ে বলে দেওয়া হয় যে আপনি যে বিষয়ে সার্চ করছেন সেই সব ডাটা প্যাকেট সেই সাইটে Save থাকবে যেখানে থেকে আপনি ডাটা নিয়ে আস্তে চান অথার্ৎ যে সাইটে Visite করেন।
এছাড়াও Incognito Mode এ মধ্যে আপনার Data Packet গুলি ওয়েব সার্ভারও Save হয়ে থাকে কারন আপনার সমস্থ ইউসার Activity সেই Hosting Server Ip Address এর মাধ্যমে হয়ে থাকে।
Incognito Mode ব্যবহারের সুবিধা
What Is Incognito Mode-একজন ইউসার তার ইউসার Activity সমস্ত ডাটা কে সুরক্ষিত রাখার জন্য সবচাইতে ভালো পদ্ধতি হল Incognito Mode এ Browser ব্যবহার করা। এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন যেমন -
- নিজের পার্সোনাল Activity Data Save থাকে যেখানে সার্চ করা ডাটা কোন ভাবেই সার্চ History তে Save হয়ে থাকে না।
- কোন রূপ জরুরি ইনফরমেশন চুরি করার মতো সুযোগ থাকে না।
- ওয়েব ব্রাউজারের কোন Third Party Cookies আপনার Activity কে Track করতে পারে না।
- সার্চ করা ডাটা প্যাকেট Enrypted অবস্থায় থাকে ফলে কোন হ্যাকারা এই ডাটা Read করতে পারে না।
- কোন রূপ ইউসার Intent হিসেবে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় না।
Incognito Mode ব্যবহারের অসুবিধা
ইনকগনিটো মোডে ব্যবহার করার যেমন কোন ভালো দিক রয়েছে ঠিক তার বিপরীতে কিছু পরিমান অসুবিধেও রয়েছে। আপনি যদি মনে করেন আপনার সার্চ করা ডাটা সম্পূর্ণ বলে Secure সে ক্ষেত্রে আপনি এটা ভুল ভাবছেন। তাহলে দেখে নিন এই মোডে ইন্টারনেট ব্যবহারে করার জন্য কোন কোন সমস্যার মধ্যে পড়তে পারেন।
- আপনার ব্যবহার করা সার্চ ডাটা যেকোন মুহূর্তে Recovery করা যাবে Visit করা ওয়েব সার্ভার থেকে।
- এছাড়াও যেকোন মুহুতে আপনার Ip Address থেকে সমস্থ কিছু ডাটা Recovery করতে যাবে এখানে Permanentlly কোন ডাটা Delete হয় না কেবল Hide অবস্থায় থাকে।
Incognito Mode কিভাবে ব্যবহার করব - How To Use Incognito Mode
ইনকোগনিটো মোড একটি ডাটা Security সিস্টেম যেখানে আমরা অনায়াসে যেকোন ডাটা Activity করতে পারেন কোন রূপ সমস্যা ছাড়াও। তাই বর্তমানে যেকোন Device বা যেকোন ওয়েব ব্রাউসারের মধ্যে এই advance Feature টি দেওয়া থাকে।
সাধারণ এই Incognito Mode পদ্ধতি টি আমরা কোন ওয়েব ব্রাউসারের মাধ্যমে ব্যবহার করে থাকি তাই কোন কোন ব্রাউসারে কিভাবে Use করবেন।
What Is Incognito Mode In Chrome Browser
Chrome একটি Secure ওয়েব ব্রাউসার যেখানে আপনি খুব সহজে incognito Mode ব্যবহার করতে পারেন। যেখানে আপনাকে এই Feature টি ব্যবহার করার জন্য একটি নতুন Window Tab দেওয়া হয়।
যেটিকে আপনি কম্পিউটার থেকে ব্যবহার করলে Chrome ব্রাউসারের Home Page গিয়ে Three Dot এ ক্লিক করে New Incognito Window তে ক্লিক করে একটি নতুন tab মাধ্যমে ব্যবহার করতে পারেন এবং স্মার্টফোনের ক্ষেত্রে Chrome ব্রাউসার ওপেন করার পর সেখানে Three Dot এ ক্লিক করে New incognito Tab ক্লিক করে খুব সহজে ব্যবহারে করতে পারেন।
What Is Incognito Mode In youtube?
যেকোন ওয়েব ব্রাউসারের পাশাপাশি আপনি Youtube ও Incognito Mode ব্যবহার করতে পারেন। যেখানে আপনার সমস্থ্য Personal ডাটা Show হয় না যেমন নিজের নাম,মোবাইল নম্বর, Email Id.
এখানে ইউটিউব একাউন্ট টি সম্পূর্ণ Incognito Id উপর Access হয়ে থাকে সেখানে কোন Email Id দ্বারা Login হয় না।
Youtube Account টি incognito মোডে থাকা অবস্থায় যেখানে আপনি কোন চ্যানেল কে Subscribe করতে পারবেন না কোন ভিডিও তে Like ও Comment করতে পারবেন না। এছাড়াও আপনার Watch করা কোন ভিডিওর History Save হয় না।
এই Feature ব্যবহার করার জন্য আপনাকে ইউটিউব Account Icon এ ক্লিক করে Turn On Incognito অপশনে ক্লিক করার সাথে সাথে Youtube account টি Incognito Mode হয়ে যাবে। যেখানে আপনার কোন Email id বা নাম Show করবে না।
Use Firefox Browser
ক্রোম ব্রাউজারের পাশাপাশি আপনি এটিকে Firefox ব্রাউসারেও ব্যবহার করতে পারেন যেখানে Pc ও ক্ষেত্রে three লাইনে ক্লিক করে New Private Window তে ক্লিক করতে হবে এবং স্মার্টফোনের ক্ষেত্রে নিচের দিকে three ডটে ক্লিক করে Setting গিয়ে Private Browsing ক্লিক করলেই এই পরিষেবা টি নিতে পারেন।
Safari Browser
Safari ব্রাউসারও খুব সহজে ব্যবহার করতে পারেন Incognito Mode Advance Feature টি। যেখানে সাফারি ব্রাউসারের উপরের File Option এ ক্লিক করে New Private Window এ ক্লিক করে feature টি ব্যবহার করতে পারেন।
এছাড়াও আপনি আরও অন্যান্য ব্রাউসার গুলিতেও এই Incognito feature খুব সহজে ব্যবহার করতে পারেন যেখানে Incognito Window অথবা Private Window এই দুই নামে বুঝে ব্যবহার করতে পারেন।
Conclusion
আশাকরি বন্ধুরা বুঝতে পেরেছেন যে Incognito Mode মানে কি?- What Is Incognito Mode এবং কিভাবে এই Feature টি ব্যবহার করে আমরা আমাদের গোপন তথ্য Secure করতে পারি ইন্টানেটের ওয়েব ব্রাউসারে। তাহলে এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.