জুন ০৫, ২০২১
আমরা প্রায় অনেকেই ফেইসবুক ব্যবহার করে থাকি কিন্তু এটা জানেন কি কিভাবে ফেইসবুক থেকে টাকা উপার্জন করতে হয়। না জানেন তো এই পোস্টার মাধ্যমে জে...
ফেসবুক থেকে টাকা আয় করার ৫টি সেরা পদ্ধতি ২০২১
ফেসবুক থেকে টাকা আয় করার ৫টি সেরা পদ্ধতি ২০২১
how to earn from facebook কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়। facebook পেজ থেকে কেমন করে টাকা উপার্জন করতে হয় জেনে নিন খুব সহজে।
ফেসবুক থেকে টাকা আয় করার ৫টি সেরা পদ্ধতি ২০২১
8
10
99
আমরা প্রায় অনেকেই ফেইসবুক ব্যবহার করে থাকি কিন্তু এটা জানেন কি কিভাবে ফেইসবুক থেকে টাকা উপার্জন করতে হয়। না জানেন তো এই পোস্টার মাধ্যমে জেনে নিন যে কিভাবে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্ম থেকে টাকা আয় করা যায়। how to earn from facebook .
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অন্যান্য এপ্লিকেশন গুলির চেয়ে ফেসবুক সবার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ফেসবুকের Globally 5B ইউসার রয়েছে যেটি সোশ্যাল মিডিয়া জগতে অনেক বড় একটি Record.
এটি যেমন কোন ইউসার দের Fun করার প্লাটফর্ম ঠিক তার উল্টা দিকে ব্যবসাদার দের জন্য অনেক বড় একটি ব্যবসার জায়গা যেখানে প্রতিদিন Millions টাকার ব্যবসা হয়ে থাকে ফেসবুক থেকে। কারন এখানে ইউসার Engagement সবচাহিতে বেশি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্ম গুলির তুলনায়।
তাই আমরা খুব সহ ভাবে জেনে নেব facebook থেকে কোন কোন পদ্ধতিতে টাকা উপর্জন করতে পারেন।
ফেইসবুক থেকে কিভাবে টাকা আয় করবো-how to earn from facebook
ফেইসবুক বিশ্বের সবচাহিতে বড় সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে যেখানে প্রতিদিন অনেক ইউসার এখানে সময় কাটিয়ে থাকে তাই এখানে বন্ধুদের সাথে চ্যাট করার পাশাপাশি এখানে টাকা উপার্জনের জায়গাও ভালো রয়েছে।
বন্ধুরা দেখে নিন ফেসবুক থেকে কোন কোন মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
Facebook Page থেকে টাকা আয়
ফেসবুকে আপনি Fun করার সাথে সাথে যদি একটি page বানাতে পারেন যেটি খুব একটা কঠিন নয় খুব সহজে ফেসবুকে আপনি page Create করতে পারেন। এবং সেখানে আপনি প্রতিদিন নিয়মিত post পাবলিশ করে Page Like বা followr বাড়াতে পারেন।
facebook পেজে যখনি অনেক পরিমানে follower হয়ে যাবে তার পর আপনি Page টিকে facebook দ্বারা Monetize করতে পারেন। এখানে ফেইসবুক monetization On করার জন্য ফেসবুকের কিছু Role রয়েছে যেটি আপনার পেজে সম্পূর্ণ করতে হবে।
এখানে আপনার Page যদি ফেসবুক Ads এর জন্য Eligible হয়ে যায় তাহলে এখানে থেকে আপনি ভালো টাকা আয় করতে পারেন। এই Ads গুলি facebook সরাসরি চালিয়ে থাকে আপনার ভিডিওর মধ্যে।
এছাড়াও আপনি অন্য ভাবেও Page থেকে Earn করতে পারেন যেমন যখন আপনার Page এ ভালো Follower হয়ে যাবে সেখানে আপনি যেকোন কোম্পানির Paid Promotion করতে পারেন যেখানে সেই কোম্পানির Product সম্বন্ধে আলোচনা করে ভালো টাকা আয় করতে পারেন।
Facebook Group থেকে টাকা আয় কিভাবে করবো
বর্তমানে যেকোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ইউসারা তাদের বন্ধুদের সাথে একসাথে চ্যাট করে থাকে যেখানে এক সাথে সমস্থ ইউসার Connect হয়ে নিজেদের মধ্যে Communication করে থাকে। এই গ্রুপ হতে পারেন কোন Education বা ব্যবসার Purpose হিসেবে আলোচনা হয়ে থাকে।
এখানে Group এ যদি অনেক পরিমানে ইউসার Join হয়ে থাকে তাহলে এখানে আপনি যেকোন ধরনের বা গ্রুপের বিষয় অনুযায়ী কোম্পানির Paid Promotion করে টাকা উপার্জন করতে পারেন। যেটি আপনার সাথে সরাসরি কোম্পানি গুলি করে থাকে।
এছাড়াও এখানে আপনি নিজের EBOOK বিক্রি করে টাকা আয় করতে পারেন। এখানে আপনার Group টি Business Topic বা কোন চাকরি মূলক বিষয়ে হয়ে থাকে তাহলে এখানে বিভিন্ন ধরনের Business Idea Book, Current Affairs Book , GK Ebook ইত্যাদি বিক্রি করতে পারেন।
Facebook Market Place থেকে টাকা আয়
বর্তমানে ফেসবুক সাধারণ ইউসার দের জন্য একটি বিকল্প দিয়েছে Online Marketplace এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে নিজের marketplace এ Shop বানিয়ে যেখানে পণ্য list করে যেকোন ধরনের মাল বিক্রি করতে পারেন।
এখন কার দিনে অনেক এরকম Reselling প্লাটফর্ম রয়েছে যেখানে থেকে পণ্য বেছে Facebook Marketplace বিক্রি করতে পারেন। এখানে আপনি নিজের ইচ্ছে মতো পণ্যের দাম নির্ধারিত করতে পারবেন। Facebook এ আপনি এই ব্যবসা করার জন্য অনেক পরিমানে গ্রাহক পেয়ে থাকবেন।
এই ব্যবসা করার জন্য দুটি প্লাটফর্মে join করতে হবে একটি Facebook Marketplace এবং Meesho Reselling প্লাটফর্ম যেখানে প্রথমে আপনাকে Meesho তে গিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে হবে তারপর সেই পণ্যের ছবি সমেত কেনার Link দিয়ে দিতে হবে Facebook Marketplace.
Facebook Ads দ্বারা টাকা আয়
অনেকেই আছেন যারা facebook ads দ্বারা টাকা উপর্জন করতে পারেন। এখানে আপনার টাকা আয় দুইভাবে করতে পারেন একটি facebook Ads Expart দ্বারা এবং নিজের পণ্যের বিজ্ঞাপন দ্বারা টাকা যায় করতে পারেন।
যেখান আপনি যদি একজন Ads Expert হন তাহলে আপনি অন্যের product এর Ads Campaign চালিয়ে সেখান থেকে টাকা আয় করতে পারেন কেবল আপনার একটি Facebook Business Account থাকতে হবে ।
এখানে টাকার কোন Limite নেই দিনে যত কাস্টমারের Ads Run করতে পারেন। মানে করুন কাস্টমারের কাছে আপনি ১০০০ টাকা Ads র জন্য চার্জ করলেন যেখানে আপনি ৭০০ টাকা Ads Campaign Run করলেন এবং ৩০০ টাকা আপনার আয় ধরে নিতে পারেন।
অন্য দিকে আপনি যদি কোন পণ্য বিক্রি করছেন কোন facebook page দ্বারা বা কোন Website দ্বারা যেখানে আপনি facebooke ads চালিয়ে Sells আনতে পারেন যেটি উপরের Ads Expert দ্বারা করতে হবে বা আপনি নিজেই ads Run করতে পারেন কেবল আপনার একটি Facebook এ Business Account থাকতে হবে।
Affiliate Marketing দ্বারা টাকা আয়
আপনি যদি একজন affiliate marketer হন তাহলে আপনি এখন থেকে অনেক টাকা উপর্জন করতে পারবেন। কারন facebook এ অনেক ইউসার এসে থাকে যার মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের পণ্য Affiliate Link এর মাধ্যমে কিনে থাকে।
এই পদ্ধিতে টাকা আয় করার আগে আপনার কোন Ecommerce সাইট নিজের Affiliate Account বানাতে হবে। যেমন Amazon, flipkart, Bdshope মতো বড় সাইট গিয়ে নিজের একাউন্ট বানিয়ে নিতে হবে। তারপর যেখান থেকে পণ্যের লিংক Generate করে Facebook Page বা Group লাগিয়ে পণ্য বিক্রি করে সেখান থেকে commission এর মাধ্যমে টাকা আয় করতে পারেন।
তো বন্ধুরা দেখলেন কিভাবে ফেইসবুক থেকে টাকা আয় করা যায়। এটা খেয়াল রাখবেন যেকোন business করার আগে আপনার Page বা Group এ ভালো পরিমানে Follower থাকতে হবে। এই নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.