জুন ০৫, ২০২১
আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকে বা কোন ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে আপনাকে এটা জানা অবশ্য দরকা...
Search Engine Optimization Meaning in Bengali- SEO কি?
Search Engine Optimization Meaning in Bengali- SEO কি?
search engine optimization meaning in bengali- seo কি? কিভাবে এসইও করব একটি আর্টিকেলের জন্য onpage seo কিভাবে করব জানুন খুব সহজে সম্পূর্ণ তথ্য
Search Engine Optimization Meaning in Bengali- SEO কি?
8
10
99
আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকে বা কোন ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে আপনাকে এটা জানা অবশ্য দরকার Search Engine Optimization বা SEO কি? তাই আজকে এই পোস্টার মাধ্যমে জেনে নেব Seo কি কিভাবে করতে হবে তার সমস্থ তথ্য।
বন্ধুরা ইন্টারনেট জগতে যেকোন webpage গুলি নিয়নিত ভাবে কাজ করে চলেছে কেবল SEO এর মাধ্যমে। যদি SEO না থাকতো তাহলে আমরা অনলাইন থেকে সঠিক তথ্য নিতে পারতাম না কারন ইন্টারনেট কোন তথ্যটি সঠিক বা কোন তথ্য টি আমাদের প্রয়োজন নয় সেটা আমরা বিচার করতে পারতাম না।
তাই যেকোন website বা কোন পোস্ট কে Search Engine Rank করানোর জন্য সঠিক ভাবে Seo করা খুব প্রয়োজন। আপনি যদি একটি Article কে ভালো ভাবে SEO না করলে তাহলে সেই পোস্ট টিতে সার্চ ইঞ্জিনে কোন ভাবেই Rank করতে পারবে না।
কোন পোস্ট কে এসইও করার আগে আপনাকে জানতে হবে SEO কিভাবে করতে হয় ,এবং কয় প্রকারের হয়। সমস্থ কিছু তার আগে আমরা জেনে নেব Search Engine কি ?
Search Engine কি? What is a Search Engine in Bengali
সার্চ ইঞ্জিন একটি Software Programm যেটি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে। এই search Engine এ বিভিন্ন ধরনের information তার Data Server এ Lode হয়ে থাকে। যার মাধ্যমে ইউসার দ্বারা ইন্টারনেতে কোন তথ্য Quiry Search করলে সেটা Search Engine SERP ( Search Engine Result Page ) রূপে দিয়ে থাকে। যেকোন তথ্য প্রথমে Google, Bing এর মতো Search Engine গুলিতে Submit করতে হয় যেটি সাধারণ ভাষায় বলতে পারেন যে ওয়েবসাইট টি কোন বিষয়ের।
Search Engine Optimization Meaning in Bengali- SEO কি?
Search Engine Optimization এমন এক প্রক্রিয়া যার সাহায্যে Blog Post Article কে সার্চ ইঞ্জিনের Top এ নিয়ে আস্তে পারেন। সোজা ভাবে বুঝতে গেলে SEO মানে Search Engine কে বোঝানো যে আপনার Article টি কোন বিষয়ে রয়েছে। যাতে কোন ইউসার এই বিষয়ে খোঁজ করে তাহলে তাকে এই Result দেখানো। এই হচ্ছে SEO এর মূল পরিভাষা।
Search Engine Optimization Techniques করার বিভিন্ন মাধ্যম রয়েছে যেটিকে আপনাকে সঠিক ভাবে করতে হবে আপনার WebPage এর জন্যে।
SEO কয় প্রকারের হয় - Type Of Search Engine Optimization
Seo সাধারণত তিন প্রকারের হয়ে থাকে যেমন
- Onpage SEO Technique
- Off-Page SEO Technique
- Technical SEO Technique
Onpage SEO Technique কি ?
একটি Article লেখার পর তার Onpage seo করা খুব প্রয়োজন। Onpage SEO Technique মাধ্যমে আপনি নিজের পোস্ট কে বিভিন্ন ভাবে optimize করতে পারেন যেটি থেকে আপনি খুব সহজে সার্চ ইঞ্জিনের Result এ নিজের পোস্ট আনতে পারেন।
একটি Article এর Onpage Seo মধ্যে অনেক কিছু বিষয় পড়ে যেমন -
Keyword Research
একটি Article এর জন্য সবার প্রথম কাজ হলো সঠিক SEO Keywords নির্বাচন করা। যেটিকে কোন Keyword Research Tool এর মাধ্যমে ভালো ভাবে খুঁজে নিতে হবে যে কোন কীওয়ার্ড টি আপনার পোস্টার জন্য উপযুক্ত। তারপর keyword টির সঠিক ভাবে Placement করা। কোন Article Search Engine এ rank করে কোন Keyword এর উপর ভিত্তি করে। Article Title
কোন আর্টিকেল কে একটি সঠিক তথ্য বোঝানোর জন্য সেটা ভালো কীওয়ার্ড সম্পন্ন Title দিতে হবে যেখানে article টির মূল কীওয়ার্ড এর পাশাপাশি Focus Keyword ও থাকতে হবে।
Heading
একটি পোস্টার article এর মধ্যে সঠিক Heading ব্যবহার করতে হবে কারন কোন পোস্ট হেডিং এর মাধ্যমেও Search Engine এ Rank হয়ে থাকে। তাই পোস্ট টিতে H 1,H2 দিতে হবে যেখানে অবশ্য কীওয়ার্ড উল্লেখ থাকলে হবে।
Search Description
আর্টিকেল লেখার পর সেখানে Search Description অবশ্য দিতে হয়। যেখানে Description লেখার জন্য ১৫০ শব্দের মধ্যে text টি লিখতে হবে যার Size ৯২০ Pixel এর মধ্যে হতে হবে। এটির সাহায্যে খুব সহজে Search Engine বুঝে থাকে কোন বিষয়ে Article টি রয়েছে।
Image Optimization
একটি আর্টিকেলে যতক্ষন না Image placement করেন ততক্ষন সেই Article টি সম্পূর্ণ SEO Friendly Article হয় না। সেখানে সঠিক Image ব্যবহার করতে হবে এর Size যত কম হবে তত ভালো। এরপর Image File টিকে সঠিক Rename করতে হবে keyword এর মাধ্যমে।
Alt Tag
article এর মধ্যে Image ব্যবহার করার সময় সেখানে Alt Tag অবশ্য দিতে হবে কারন অনেক সময় Internet Speed ভালো না থাকায় image Lode হয় না। যার ফলে সেখান error দিয়ে থাকে এবং যদি Alt Tag তাহলে সেই error এর পরিবর্তে Alt Tag Show করবে। SEO দিক দিয়ে এটা অনেক কার্য করি আবার Alt Tag এর সাহায্যে Image Search Engine এ rank হয়ে থাকে।
Internal Link
কোন ওয়েবসাইটের Avarge time বাড়ানোর জন্য বড় মাধ্যম Internal Link যেখানে আপনার এক Article থেকে অন্য Article এ Redirect হয়ে থাকে ফলে ইউসার অনেক সময় সেই সাইটে Time দিয়ে থাকে।
Off-Page SEO Techniques কি?
যেকোন আর্টিকেল Rank করানোর জন্য যেমন On Page Seo Techniques প্রয়োজন ঠিক তার বিপরীতে Off Page Seo Techniques খুব প্রয়োজন যেখানে একটি পোস্টার জন্য অফ পেজ এসইও মানে search engine এ Article টি boost করানো।
Off page seo করা জন্য এখানে অনেক Topic রয়েছে যেগুলি কে আপনাকে ভালো ভাবে করতে হবে
Backlink
Off Page Seo মানে সাধারণত ব্যাকলিংক কে বোঝানো হয়। যেখানে একটি article rank করানোর জন্য Backlink বানানো খুব প্রয়োজন। কোন Article কে তাড়াতাড়ি boost করানোর জন্য Backlink অনেক কার্যকরি।
ব্যাকলিংক মানে আপনার Article এর লিংক অন্য ওয়েবসাইট থাকা কে ব্যাকলিংক বলা হয়। যেখানে high Authority সাইট থেকে আপনার Site এ Refer করে থাকে। ফলে আপনার সাইটের Authorty বাড়ে যার থেকে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে উপরে আস্তে থাকে।
এখানে আপনি Backlink নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন Guest posting বা Comment এর মাধ্যমে Backlink নিতে পারেন খুব সহজে।
Social Media Sharing
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অনেক পরিমানে ইউসার রয়েছে যেখানে article share করলে এখান থেকে ভালো পরিমানে Visitor নিয়ে যেতে পারেন আপনার ওয়েবসাইটে। তার মধ্যে Facebook,Quora,Pinterest হচ্ছে উল্লেখযোগ্য।
Technical SEO কি?
search engine Optimization বিষয়ে technical SEO খুব প্রয়োজন একটি ওয়েবসাইটের জন্য যেখানে এই পদ্ধতির মাধ্যমে webpage বিভিন্ন ভাবে Performance করে থাকে যেমন
Page Speed
একটি ওয়েবসাইট তখনি ভালো ভাবে Rank করে যখন সাইট টির Speed দ্রুত হয়। যেখানে দ্রুত হলে ওয়েবপেজ টি খুব তাড়াতাড়ি open হয়ে থাকে।
এখানে আপনাকে Website Speed বাড়ানোর জন্য পোস্টে কম মাপের Image লাগাতে হবে , CSS, Javascript কম ব্যবহার করতে হবে।
Search Engine এ Website Submission
আপনার সাইট কে তৈরী করার সাথে সাথে সেটিকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে submission করতে হবে যাতে যেকোন সার্চ ইঞ্জিন আপনার সাইট show হয়ে থাকে।
SSL Certificate
কোন ওয়েবসাইট কে publish করার আগে সেটিকে প্রথমে Secure বানাতে হবে যেটা SSL Certificate এর মাধ্যমে হয়ে থাকে। যদি আপনার সাইটে SSL না থাকে তাহলে কোন সার্চ ইঞ্জিন কোন ভাবেই আপনার সাইট rank করা কোন ভাবেই সম্ভব নয়।
বন্ধুরা আরও অনেক ফ্যাক্টর রয়েছে SEO জন্য যেগুলি এতটা প্রয়োজন নেই আপনার Web Page এর জন্য।
তাহলে বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন Search Engine Meaning In Bengali বিষয়ে এই বিষয়ে কোন ভুল ত্রুটি থাকে তাহলে নিচে অবশ্য জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.