জুন ০৪, ২০২১
আজকে আমরা এই article টিতে জেনে নেব Podcast Meaning in Bengali এই মুহুর্তে দাড়িয়ে প্রায় অনেক ইউসারা এটা জানে না যে পডকাস্ট কি ? কিভাবে Podc...
Podcast Meaning In Bengali-পডকাস্ট কি?
Podcast Meaning In Bengali-পডকাস্ট কি?
Podcast Meaning In Bengali- পডকাস্ট কি? কিভাবে google পডকাস্ট এ নিজের চ্যানেল বানাব এবং কিভাবে podcast চ্যানেল থেকে টাকা উপার্জন করবো
Podcast Meaning In Bengali-পডকাস্ট কি?
8
10
99
আজকে আমরা এই article টিতে জেনে নেব Podcast Meaning in Bengali এই মুহুর্তে দাড়িয়ে প্রায় অনেক ইউসারা এটা জানে না যে পডকাস্ট কি ? কিভাবে Podcast Channel শুরু করতে হয় এবং কোন কোন মাধ্যমে এখানে টাকা উপার্জন করা যায় এটি সহজ ভাবে জেনে নেব।
বন্ধুরা Podcast মানে হল Voice Casting যেখানে বিভিন্ন ধরনের এপ্লিকেশনের মাধ্যমে এই সব কাস্টিং গুলে হয়ে থাকে। Podcast মানে ধরে নিন Radio channel যেটিকে ইন্টারনেট জগতে নাম দিয়েছে Podcast. এখানে রেডিও এর মতই বিভিন্ন ধরেনর তথ্য কেবল Audio voice এর মাধ্যমে দিয়ে থাকে।
বর্তমানে এই Podcast প্লাটফর্মের প্রচলন দিন দিন বেড়েই চলেছে। আমাদের ভারত বাংলাদেশে এর সম্পূর্ণ ভাবে প্রচার শুরু হয় নি। কিন্তু অন্যান্য দেশে বিশেষ করে মাকির্ন যুক্তরাস্ট্রে এর প্রচল অনেক পরিমানে বৃদ্ধি পেয়েছে।
তাই আজকে আমরা খুব ছোট Description এর মাধ্যমে জেনে নেব কিভাবে আপনি নিজের Podcast Channel বানাবেন এবং কিভাবে এখান থেকে টাকা আয় করবেন।
Podcast Meaning In Bengali- পডকাস্ট কি?
পডকাস্ট একটি voice Casting. যেখানে কেবল গলার আওয়াজের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে থাকে এটিকে আবার অন্য ভাবে বলতে গেলে এটি একটি Redio যেটিকে Internet জগতে Podcast নাম পরিচিত .
কোন রেডিও তে আপনি তথ্য বা Anchoring করতে চান তাহলে সেখানে অনেক পদ্ধতি রয়েছে এটি একজন ব্যক্তির জন্য অনেক অস্বাভিক ব্যপার। তাই ইন্টারনেটে এই podcast প্লাটফর্মে একজন সাধারন ব্যক্তি খুব সহজে চ্যানেল বানিয়ে বিভিন্ন রকমের তথ্য দিতে পারে।
যেমন Youtube, blog বা facebook page বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা share করে থাকেন ঠিক সেরকম এখানেও আপনি নিজের একটি Page বা চ্যানেল বানিয়ে নিজের অভিজ্ঞতা share করতে পারেন।
অন্যান্য প্লাটফর্মে গুলতে Youtube, Facebook চ্যানেলে ভিডিও কন্টেন্টের পাশাপাশি Image,PDF সমস্থ কিছু share করতে পারেন কিন্তু এখানে কেবল Voice content ই share করতে পারেন একাধিক বিকল্প থাকে না।
একজন সাধারন ব্যক্তি খুব সহজে এখানে Redio Jockey রূপে Anchoring করতে পারে। এই প্লাটফর্মে আপনি নিজের Topic অনুযায়ী তথ্য দিতে পারে
Podcast কিভাবে শুরু করবেন
পডকাস্ট শুরু করা খুবই সহজ বিষয় যেমন কোন Youtube বা Facebook চ্যানেল খুলে সেখানে বিভিন্ন ধরনের তথ্য Uplode করে থাকেন নিজের স্মার্টফোন থেকে ঠিক সে ভাবেও Podcast চ্যানেলও আপনি খুব সহজে নিজের স্মার্টফোন থেকে শুরু করতে পারেন।
প্রথমে এটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন বিষয়ের উপর Expert সে বিষয়ে Podcast চ্যানেল টি তৈরি করতে হবে।
বর্তমানে ইন্টারনেটে অনেক সুবিধে রয়েছে podcast শুরু করা এমন অনেক Application আছে যে গুলির মাধ্যমে Podcast চ্যানেল বানতে পারেন যেমন -
- Google Podcast
- Anchor
- khabri
- Podbean
- Spatify
- Rediopublic
এই সব android Application গুলিকে app store থেকে সরসরি free টে Downlode করে ব্যবহার করতে পারেন। এখানে প্রথমে চ্যানেল বানানোর জন্য নিজের Email Id ও মোবাইল নম্বর দিয়ে চ্যানেল টিকে Create করে নিতে হবে।
যেখানে আপনাকে একটি চ্যানেল নামের সাথে সাথে এটা জানাতে হবে আপনি কোন টপিকের উপর content publish করবেন।
চ্যানেল বানানোর পর আপনাকে content Audio ফরম্যাটে Record করতে হবে অথবা সরাসরি Live Telecast এর মাধ্যমে content দিতে পারেন।
কোন বিষয়ে Podcast চ্যানেল বানাবেন
বর্তমানে podcast এমন একটি মাধ্যমে যেখানে কোন ইউসার কে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয় না। কেবন কানে শুনলে Content. এখান কার দিয়ে অনেক মানুস এই সব ধরনের content পছন্দ করে থাকে সেগুলির মধ্যে হল
- Health Tips
- Technology Tips
- Fitness tips
- Motivational Tips
- Love Story
এই সব বিষয়ের উপর চ্যানেল বানিয়ে খুব ভালো content দিয়ে নিজের চ্যানেল কে অনেক Followr বাড়াতে পারেন। কারন এই সব audio content অনেকেই পছন্দ করে থাকে। আজ থেকে ২০ বছের আগে আমাদের যেকোন তথ্য নেওয়ার একমাত্র মাধ্যমে ছিল রেডিও তরঙ্গ .যেখানে এক একটি FM Radio চ্যানেল গুলির অনেক নাম হয়ে থাকতে।
কারন এই সব চ্যানেল গুলিতে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেত এমন কি আমাদের সবথেকে প্রিয় খেলে Cricket এই রেডিও চ্যানেলে থেকেই Live Score Update পেয়ে থাকতাম।
Padcast চ্যানেল বানানোর জন্য কি কি প্রয়োজন
একটি podcast চ্যানেল তৈরি করার জন্য বিশেষ কোন সরঞ্জামের প্রয়োজন হয় না কেবল একটি স্মার্টফোন, একটি Mic, মোবাইলের মধ্যে ভালো Audio Editing এপ্লিকেশন, ইন্টারনেট পরিসেবা ও নিজের ভালো গলার শব্দ।
যেখানে একটি উন্নত Mic এর সাহায্যে আপনি খুব ভালো quality Audio record করতে পারবেন একটি podcast চ্যানেলের content এর ক্ষেত্রে Audio Quality অনেক দিক দিয়ে মেটার করে .কারন Audio Quality ভালো না হলে আপের content কেউ পছন্দ করবে না .
podcast content এর জন্য একটি ভালো audio editing Application প্রয়োজন কারন একটি content কে publish করার আগে ভালো ভাবে Edit করে নিতে হবে যাতে কোন রূপ Bad Sound Effect না থাকে।
Podcast থেকে কিভাবে টাকা আয় করবেন
আপনি যদি একটি ভালো podcast চ্যানেল বানিয়ে থাকেন এবং সেখানে ভালো content দিয়ে অনেক followr বাড়াতে পারেন তাহলে এখান থেকে আপনি মাসে অনেক টাকা উপার্জন করতে পরবেন। podcast চ্যানেলে কিছু মাধ্যম রয়েছে যেখান থেকে টাকা আয় করতে পরবেন খুব সহজে যেমন
Audio Ads দ্বারা
আপনি যে এপ্লিকেশনের মাধ্যমে podcast চ্যানেল বানাবেন যেখানে আপনার চ্যানেলের জন্য সেই Application কিছু audio বিজ্ঞাপন চালিয়ে থাকে যেখানের থেকে আপনার চ্যানেলের Income এসে থাকে এবং সেই টাকা সরাসরি bank Account এর মাধ্যমে আপনাকে দিয়ে থাকে।
Paid Promotion
paid Promotion হলো podcast চ্যানেলের সবচাইতে ভালো টাকা আয়ের উৎস যেখানে আপনি নিজের content এর মাঝে মাঝে যেকোন কোম্পানির এর Promotion করতে পারেন। এখানে বিজ্ঞাপন কেবল audio formate হয়ে থাকে।
অথবা কোন product এর বিষয়ে আলোচনা করতে পারেন যেখান এইসব বিজ্ঞাপনের জন্য কোম্পানি গুলি সরাসরি আপনার চ্যানেলের সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন দিয়ে থাকে।
Subscription
আপনার চ্যানেল যদি অনেক বড় মানের হয়ে থাকে এবং আপনার content শুনে কোন কাজে এসে থাকে তাহলে আপনি এই কন্টেন্টের জন্য Paid Subscription শুরু করতে পারে। যেখানে এর থেকে আরও ভালো content এর কথা বলে ইউসার দের paid Subscription নেওয়ার জন্য বলতে পারেন। আপনার Subscription চার্জ নিজের content অনুযায়ী ঠিক করতে হবে .
Conclusion
বন্ধুরা আসাকরি বুঝতে পেরেছেন Podcast Meaning In Bengali-podcast কি ? কিভাবে নিজের চ্যানেল বানাবেন এখানে .এই নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানান .
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.