বন্ধুরা আজকে আমরা জানব একটি খুব সহজ বিষয়ে যেটি আমরা  প্রতিদিন জীবনে সেই নাম উচারন করে থাকে সেটি হল DP. আশাকরি আপনারা অনেকেই শুনে ছেন কারন আ...

DP Meaning In Bengali | DP মানে কি?

DP Meaning In Bengali | DP মানে কি?

DP Meaning In Bengali - DP মানে কি? Dp Full Form in Bengali, সোশ্যাল মিডিয়াতে কেন Dp ব্যবহার করা হয় এবং DP Meaning In Whatsapp মানে কি?

DP Meaning In Bengali | DP মানে কি?

8 10 99

 বন্ধুরা আজকে আমরা জানব একটি খুব সহজ বিষয়ে যেটি আমরা  প্রতিদিন জীবনে সেই নাম উচারন করে থাকে সেটি হল DP. আশাকরি আপনারা অনেকেই শুনে ছেন কারন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাই আজকে খুব সহজ মাধ্যমে জেনে নেব DP Meaning in Bengali?

বর্তমানে আমরা ইন্টারনেটের দুনিয়ায় সাথে বিভিন্ন ভাবে জড়িয়ে পরেছি তার মধ্যে একটি হল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এখানে একজন ইউসার নিজের profile বানানোর সময় বিভিন্ন Step কে পূরণ করতে হয় তার মধ্যে DP Setting রয়েছে সবার প্রথমে। 

যেকোন প্লাটফর্মে নিজের Account বানানোর সময় অবশ্য আপনার একটি DP বা Profile Image এর প্রয়োজন হয় এটি আপনার Identity কে ইঙ্গিত করে। যেকোন Account Create করার জন্য একটি DP এর প্রয়োজন অবশ্য হয়ে থাকে। 

এই বিষয়ে আমার আরও সংক্ষেপে তথ্য নিয়ে নেব 

DP Image

DP Meaning In Bengali - DP মানে কি?

DP হল যেকোন Account এর Photo Identity যেখানে DP এর Full form Display Picture অনেকেই আবার এর নাম Desktop Profile বলে থাকে। বিভিন্ন ইউসার এটিকে একাধিক নাম ব্যবহার করে থাকে। 

বর্তমানে যেসময় থেকে ইন্টারনেট পরিষেবা ও স্মার্টফোনের ব্যবহার দ্রুত হওয়ার সাথে সাথে DP ওর প্রচলন শুরু হতে থাকে যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তে Dp এর ব্যবহার শুরু হয়। ইন্টারনেটে যেকোন Profile বানানোর জন্য একটি Profile Image অবশ্য থাকতে হবে। 

DP Full Form কি?

DP Full Form Display Picture. এই Dp অনলাইন server এ বিশেষ security মাধ্যমে ইউসার দের Account Data server এ store হয়ে থাকে। যেটিকে সম্পূর্ণ ভাবে ইউসার তার ইচ্ছে মতো operate করে থাকে। 

অনেকেই এই আবার DP এর কে DeskTop Profile বলে থাকেন কিন্তু সেটি সঠিক উত্তর নয়। কিন্তু এটিরো একটি ইতিহাস রয়েছে যেটি হল -

আগেকার দিনে যখন স্মার্টফোনের ব্যবহার ছিলে না কেবল কম্পিউটারের প্রচলন ছিল তখন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন একাউন্ট বানানো বা কোন সফটওয়্যারে নিজের account বানানোর সময় এখানে Image কে Desktop Profile বলে থাকতেন। 

এবং পরবর্তী সময়ে যখন স্মার্টফোনের ব্যবহার আসে তখন এর  সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসে যেখানে নিজের একাউন্ট বানানোর সময় যে Image দেওয়া হয় তখন তাকে Display Picture. এই নাম টি বিশেষ করে whattsapp ও Facebook প্লাটফর্ম থেকে প্রচলন হয়। 


DP এর ব্যবহার কোথায় হয়ে থাকে 

এখানকার দিনে সমস্ত Communication সম্পূর্ণ ভাবে ইন্টারনেট অনলাইনের মাধ্যমে হয়ে পড়েছে তাই যেকোন প্লাটফর্মে নিজের প্রোফাইল বানানোর সময় Dp মানে Display Picture এর প্রয়য়োজন হয়ে থাকে। যেমন -

DP Meaning In Whatsapp

এখানকার দিনে Whattsapp সবচাইতে বেশি জনপ্রিয় Messaging সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যেটি প্রচুর পরিমানে ইউসার Commuinication করে থাকে। তাই এখানে নিজের প্রোফাইল কে আকর্ষণীয় বানানোর জন্য ভালো মানের DP ব্যবহার করতে হবে। তাই আমরা জেনে নেব DP Meaning In Whatsapp বিষয়ে .

DP এর ব্যবহার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলির তুলনায় Whattsapp এ অনেক বেশি হয়ে থাকে যেখানে আপনি End to End ইউসার দের সাথে Connect হয়ে তাদের কে একটি আকর্ষনীয়া Profile Photo Show করতে পারে।

আরও পড়ুন - Podcast কি?

Whattsapp Dp লাগানোর জন্য সেটিকে প্রথেম সঠিক Size করে নিতে হবে যেটি আপনি যেকোন application এর মাধ্যমে খুব সহজে করতে পারেন. DP বানানোর জন্য আপনাকে 192 pix By 192 pix মাপের imageটি বানাতে হবে .                                                                               

 DP Meaning In Facebook  

এখানকার দিনে ফেইসবুক সবচাইতে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যেখানে যেকোন ধরনের content Publish করতে পারেন নিজের personal Profile থেকে. অনেক ইউসার রয়েছে যারা তাদের প্রোফাইল কে attractive বানানোর জন্য ভালো মানের Image Uplode করে থাকে . 

Facebook একটি Professonail  প্লাটফর্মে তাই এখানে আপনার Account Profile Picture অনেক আকর্ষণীয় হতে হবে। যেখানে আপনার এই image Profile দেখে আপনাকে Friends Requiest পাঠিয়ে থাকে।                                                                                                                                                                                                                                                                               এখানে আপনার acoount dp খুব সহজে বানাতে পারেন যেকোন Android Application এর মাধ্যমে অথবা আপনি সরাসরি নিজের মোবাইল ক্যামেরা থেকে তোলা ছবি সরাসরি uplode করতে পারেন। 


DP ব্যবহারে করার সুবিধা 

আমাদের যেকোন Account Profile এর জন্য একটি Display picture এর প্রয়োজন হয়ে থাকে তার থেকে প্রোফাইল টি আরও attractive বানাতে পারেন ও সুন্দর করতে পারেন এছাড়াও আরও অনেক সুবিধে রয়েছে যেমন 

  • কোন Profile কে attractive বানানোর জন্য dp খুব প্রয়োজন হয়ে থাকে। 
  • DP দেওয়ার জন্য আপনার Profile একটি Real Account বলে Verify করে থাকে। 
  • Dp থাকার জন্য কোন ইউসার আপনার Account খুব সহজে খুঁজে নিতে পারে। 
  • DP মাধ্যমে যেকোন ইউসার দের সাথে সঠিক ভাবে চ্যাট করতে পারেন। 

আশাকরি বন্ধুরা বুঝতে পারলেন DP Meaning In Bengali মানে কি কিভাবে DP প্রচলন হয় ইন্টারনেট জগতে। বন্ধুরা এই নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্য নিচে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.