মে ২৯, ২০২১
বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইন্টারনেট জগতের সবচাইতে বড় রহস্য Dark web এর বিষয়ে। অনেকেই এর নাম কোন কোন মাধ্যমে শুনে থেকে ছেন কিন্তু এটির ...
What Is Dark Web In Bengali -ডার্ক ওয়েব কি ?
What Is Dark Web In Bengali -ডার্ক ওয়েব কি ?
What Is Dark Web In Bengali -ডার্ক ওয়েব কি? জানুন কিভাবে সারা বিশ্বে Illegal কাজ গুলি ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এবং Tor Browser কি, Hacking কি?
What Is Dark Web In Bengali -ডার্ক ওয়েব কি ?
8
10
99
বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইন্টারনেট জগতের সবচাইতে বড় রহস্য Dark web এর বিষয়ে। অনেকেই এর নাম কোন কোন মাধ্যমে শুনে থেকে ছেন কিন্তু এটির বিষয়ে কোন Deeply তথ্য জানেন না তাই আজকে আমরা খুব সহজে জেনে নেব What Is Dark Web - ডার্ক ওয়েব কি ?
note-এই বিষয় টি কেবল General Knowledge বাড়ানোর জন্য প্রকাশিত করা হচ্ছে এটিকে কোন practical কাজের সাথে জড়াবেন না কারন এটি একটি গোপনীয় ইন্টারনেট বিষয়।
আমরা প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি নিজে মোবাইল দ্বারা এবং সেখান থেকে বুঝেনি যে আমরা ইন্টারনেটের সমস্থ কিছু জেনে ফেলেছি। কিন্তু আসলে সেটা নয় ইন্টারনেট অনেক বড় একটি জায়গা যেখানে আমাদের মতো ইউসার দের কে কেবল ৪ % ব্যবহার করার জন্য দেওয়া হয় বাকি ৯৬ % সম্পূর্ণ আমাদের থেকে গোপন রাখা হয় ।
আমরা Dark Web জানার আগে আমাদের কে জানতে হবে Internet কি ? কিভাবে ইন্টারনেট থেকে আমরা খুব সহজে তথ্য পেয়ে থাকি। তার সমস্থ বিষয়ে সংক্ষপে জেনে নেব।
What Is Internet- Internet কি ?
ইন্টারনেট এমন একটি অন্তর্জালিক পরিষেবা যেখানে সমস্থ কম্পিউটার Network গুলিকে IP Address দ্বারা একে অপরের সাথে Connect হয়ে রয়েছে।
এই ইন্টারনেটে আমরা সমস্থ কিছু তথ্য পেয়ে থাকি। Internet তিন ভাগে ভাগ হয়ে রয়েছে Surface Web ,Deep Web এবং Dark Web.
আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটিকে Surface Web বলে যেটি পুরো ইন্টারনেটের ৪% হয়ে থাকে।
যেসব তথ্য খুব ব্যক্তিগত হয়ে থাকে এবং সেই তথ্য গুলি তথ্যের মালিকানা অনুমতি ছাড়ার ব্যবহার করা যায় না সেগুলোকে Deep Web বলা হয়। এই সব তথ্য গুলি কোন search Engine Index এ করা হয় না।
এবাং Dark Web হলো Deep Web এর ভেতরের অংশ কে বলা হয়। সারা বিশ্বে যত Illegal বা বেআইনি কাজ হয় সমস্ত কিছু এই Dark Web এর মাধ্যমে হয়ে থাকে।
What Is Dark Web In Bengali- ডার্ক ওয়েব কি?
ইন্টারনেট জগতে যেসব তথ্য গুলিকে কোন সার্চ ইঞ্জিন Index করা হয় না এবং কোন সাধারণ web Browser দ্বারা এইসব সাইট গুলিতে Visit করা যায় না এই web Space কে আমরা সহজ ভাষায় dark Web বলা হয়।
Dark Web হলো এমন এক Internet Space যেখানে কোন সাধারণ ইউসার খুব সহজে যেতে পারেনা। এখান থেকে তথ্য নেওয়া কোন সাধারণ ইউসারের পক্ষে সম্ভব প্রায় না বরাবর।
এখানে বিশ্বের যত খারাপ কাজ গুলি হয়ে থাকে যেমন Hacking, Drugs জাতীয় Illegal কার্য্যকলাপ গুলি এই Dark Web এর মাধ্যমে হয়ে থাকে যেটিকে ব্যবহার করার জন্য বিশেষ্য tool মাধ্যমে হয়ে থাকে।
ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করবেন
dark web মধ্যে প্রবেশ করে যেখানের তথ্য নেওয়ার বিষয়ে কিছু পদ্ধতি রয়েছে যেটি আপনি খুব সহজেও করতে পারেন বা খুব কঠিন ও বলতে পারেন না ।
ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য আপনাকে কিছু বিষয়ে জানতে হবে যেগুলির তথ্য আপনার জানা খুব প্রয়োজন।
Dark web Browser
ডার্ক ওয়েব এর যেকোন তথ্য নেওয়ার জন্য বিশেষে Browser রয়েছে যেটির সাহায্যে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি কোন সাধারণ ব্রাউসার ব্যবহার করে তথ্য নিয়তে পারবেন না। কারন এই সব Browser এ ডার্ক ওয়েব সাইট গুলি Access করা না।
তার জন্য বিশেষ browser রয়েছে যেটির মাধ্যমে এখানে সমস্থ তথ্য খুব সহজে নিতে পারেন। যেটি হল Tor Browser .
Tor Browser কি ?
Tor Browser এমন একটি Open Source প্লাটফর্ম যেখানে যেকোন তথ্য গোপন রাখা হয়। ডার্ক ওয়েব এর সমস্থ তথ্য কেবল এই ব্রাউসারে মাধ্যমে পেয়ে থাকবেন। এছাড়া অন্য কোন ব্রাউসার থেকে এই তথ্য Access করতে পারবেন না।
Tor Browser কে The Onion routing technology এর মাধ্যমে বানানো হয়েছে। যেখানে সমস্থ information এর ও ইউসারের IP Address Track করা সম্ভব নয়। বলতে পারেন এই ব্রাউসারে ইউসার দের সমস্থ তথ্য গোপন থাকে।
এই ব্রাউসার কে কেবল Security Purpose জন্য বানানো হয়েছিল যেখানে বিভিন্ন জরুরি কাজ গুলি করা হতো পরবর্তী সময়ে hacker দ্বারা এই ব্রাউসার অনেক fraud কাজ শুরু হয়।
Dark Website
যেকোন fraud কাজ নিদিষ্ট একটি ওয়েবসাইট থেকে হয়ে থাকে কারন ইন্টারনেতে কোন কিছু সার্চ করলে তার একটি Location ও নাম অবশ্য থাকবে এই What Is Dark Web In Bengali.
ডার্ক ওয়েবে কোন Communication করার জন্য একটি বিষয়ে ওয়েবসাইট থাকে যেটি কেবল Tor Browser Access করে অন্যান্য কোন ব্রাউজারে এই Website গুলি Open করা যায় না।
কারন এই ওয়েবসাইট গুলি বানানোর সময় কেবল Tor এর ভিত্তিতে বানানো হয় যেখানে এই সাইট গুলির Extension .Onion হয়ে থাকে। যেটি Tor Browser ছাড়া অন্য কোন প্লাটফর্মে এর অস্তিত নেই।
Dark web links কি ?
ডার্ক ওয়েবের ওয়েবসাইট কোন Web স্পেসে Host থাকে না এগুলি কেবল তাদের ব্যক্তিগত কম্পিউটার কে Web space বানিয়ে থাকে যেটিকে আমরা hosting বলি। ফলে এই সাইট গুলি কোন সার্চ ইঞ্জিন Index হয় না। তার জন্য কোন ইন্টারনেতে সার্চ করলে যাদের কোন অস্তিত থাকে না ।
তাই এই সাইট গুলির মাধ্যমে কোন রূপ যোগাযোগ করার জন্য Dark web links মাধ্যমে করে থাকে। যেখান একজন ইউসার তার সাইটের Link অন্য একজন ইউসার কে Transfer করে communication করে থাকে।
যেখানে এই Link টিকে ওপেন করলে সেই প্রথম ইউসারের কম্পিউটারের বানানো Web space খুলে যাবে। তারপর এখান থেকে যেকোন তথ্য খুব সহজে নেওয়া যায় ।
Dark Web Search Engine
dark web search engine মানে হলো যেসব সার্চ গুলি থেকে এই Dark Web সমস্থ anonymous কাজ গুলি করার সময় ইউসার দের কোন পার্সোনাল Information ভাগ বা সংগ্রহ করে না।
বর্তমানে অনেক এরকম সার্চ ইঞ্জিন রয়েছে যেখান ইউসার দের কোন তথ্য Publicly করে না কারন এই সব সার্চ ইঞ্জিন গুলির সাথে Tor ব্রাউসারের এক বড় বৈশিষ্ট রয়েছে । এই রকম সার্চ ইঞ্জিন গুলির মধ্যে
- DockDock Go
- Searx
- Hidden Wiki
- daniel
Dark Web এর ভালো ও খারাপ ব্যবহার
Dark Web এর যেমন খারাপ দিক রয়েছে ঠিক তার অপর দিকে তার ভালো ব্যবহারও রয়েছে সাধারণত এই ব্রাউজার কে কিছু জরুরি কাজের জন্য তৈরী করা হয়েছিল যেটি সম্পূর্ণ দিক দিয়ে ভালো ব্যবহার করার জন্য।
তাও এটিকে আমরা নিজেদের কাজের স্বার্থে দুই ভাবে ব্যবহারকরে থাকি ভালো ও খারাপ।
আরও পড়ুন
অপব্যবহার
এই web এর মধ্যে বিশ্বের যত খারাপ কাজ এর মাধ্যমে হয়ে থাকে। যেমন Hacking ,frauding, Drugs deals, Illegal weapons Deal সমস্থ কিছু অপব্যবহার কাজ গুলি হয়ে থাকে।
Dark Web এর যেকোন সাইটে ভিসিট করার সময় যেকোন মুহুতে আপনার information hack হওয়ার সম্ভাবনা হতে পারে। তাই এই সাইট গুলির থেকে যত নিজের সরিয়ে রাখতে পারেন তত ভালো।
সুব্যবহার
আমরা অনেক দেখে থাকি যে কোন ব্যাংকার ব্যক্তিগত কিছু তথ্য থাকে যেটি কোন সার্চ ইঞ্জিন আমরা খোঁজ করলে সেগুলি পাওয়া যায় না কারন এগুলি Publicly হলে অনেক সমস্যায় হতে পারে যেটিকে deep Web বলে হয়।
বিভিন্ন দেশের এমন কিছু তথ্য রয়েছে যেগুলি এই Dark Web এর মধ্যে পড়ে। যেটি গোপন রাখা অনেক প্রয়োজন।
Conclusion
বন্ধুরা আসাকরি আপনাদের কে বুঝতে পড়েছি যে What Is Dark Web. বা ডার্ক ওয়েব মানে কি? বন্ধুরা এই বিষয় টিকে কেবল নিজের মধ্যে Knowledge বাড়ানোর রূপে নিবেন কারন আপনি জানবেন তবেই অন্য কে সঠিক তথ্য বোঝাতে পারবেন
ধন্যবাদ
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.