বন্ধুরা আজকে আমরা জানব সোশ্যাল মিডিয়ার একটি খুব জনপ্রিয় android application বিষয়ে যারনাম IMO- What Is IMO Apps . হতো আপনারা এর নাম শুনেছেন।...

What Is IMO App Meaning- IMO অ্যাপ কিভাবে ব্যবহার করব?

What Is IMO App Meaning- IMO অ্যাপ কিভাবে ব্যবহার করব?

আজকে জেনে নেব What Is IMO Apps meaning এর বিষয়ে যে কিভাবে এই অ্যাপের সাহায্যে ভিডিও কল করবেন এবং নিজের Pc কোন মাধ্যমে ব্যবহার করবেন।

What Is IMO App Meaning- IMO অ্যাপ কিভাবে ব্যবহার করব?

8 10 99

 বন্ধুরা আজকে আমরা জানব সোশ্যাল মিডিয়ার একটি খুব জনপ্রিয় android application বিষয়ে যারনাম IMO- What Is IMO Apps. হতো আপনারা এর নাম শুনেছেন। এটি সোশ্যাল মিডিয়ার জগতে অনেক ভালো একটি জায়গা করে নিয়েছে।  

সাধারণত এই অ্যাপ টিকে আমরা মোবাইল ফোনে খুব সহজে ব্যবহার করে থাকি যেটি অনেকেই জানে কিন্তু আমাদের অনেক ইউসার আছেন যারা Computer বা Laptop এ এই সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকে ব্যবহার করতে চাই। 

তাই আমরা আজকে IMO app detail এর সমস্থ তথ্যের সাথে কিভাবে PC তে ব্যবহার করবেন তার সম্পূর্ণ Tips জনাব এই পোস্ট টির মাধ্যমে -Imo App For PC.


What Is IMO - IMO অ্যাপ কি?

IMO একটি social Media application যেটি মোবাইল App এর পাশাপাশি কম্পিউটারেও ব্যবহার হয়ে থাকে। এটি একটি Video calling ও Massage ছাড়াও বিভিন্ন মিডিয়া ফাইল share করা যায়। 

যেভাবে আমরা Facebook, Whatsaap app গুলির মাধ্যমে নিজেদের প্রিয়জনের সাথে অনলাইনে কথা বলে থাকি ঠিক সে রকম IMO ওর মাধ্যমে আমরা খুব সহজে বন্ধুদের সাথে Audio Video, Massage শেয়ার করতে পারি। 

এই এপ্প টি ২০০৭ সালে তৈরি হয়েছে যেটিকে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার হয়ে থাকে। এই application অন্যান্য সোশ্যাল মেডিয়ার তুলনায় অনেক বেশি সুবিধা দিয়ে থাকে যেখানে Globaly এই অপ্পের ইউসার ৫০০ মিলিয়নের বেশি রয়েছে। 

imo app Image

IMO Full Form 

অনেকেই আছেন যারা imo App Meaning সম্বন্ধে কোন ধারনা নেই। বর্তমানে অনেক ইউসার আছেন যারা Internet এ imo Full Form সার্চ করে থাকে কিন্তু আসল কথা এই application এর  imo শব্দের কোন সম্পূর্ণ অর্থ নেই। কেবল ইউসার দের সুবিধের জন্য এই এপের নাম এত ছোট রাখা হয়েছে। 

IMO কিভাবে Downlode করব - Imo App Downlode Apk 

imo সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন টিকে ডাউনলোড করার জন্য আপনাকে স্মার্টফোনের App Store বা Play Store এসে সার্চ করলে Apps টি এসে যাবে যেটিকে সরাসরি Install করে কিছু পদ্ধতির মাধ্যমে Account বানিয়ে নিতে হবে। 

imo Android  app Image

  • IMO এপ্লিকেশন টিকে ইনস্টল করার পর প্রথমে App টিকে Open করে নিতে হবে। 
  • Registration নে নিজের মোবাইল নম্বর দিয়ে Next এ Click করতে হবে। 

  • পরবর্তী নতুন একটি পেজ খুলে আসবে যেখানে মোবাইল নম্বরে আসা OTP নম্বর টি Enter করে Next করতে হবে। 

  • তারপর নিজের নাম টি Enter করে Next করতে হবে। 

  • Next করার সঙ্গে সঙ্গে আপনার Display Picture টি Uplode করে দিতে হবে। 
  • এই সমস্থ প্রক্রিয়া টি করার পর  IMo তে আপনার একাউন্ট টি খুলে যাবে। এবং আপনি ব্যবহার করতে পারবেন। 


IMO Apps PC তে কিভাবে Downlode করব - IMO App for PC 

Imo App মোবাইলে ব্যবহার করার পাশাপাশি Pc তেও খুব সহজে চালাতে পারেন। প্রথম প্রথম এই apps টি কেবল মোবাইলের জন্যই ব্যবহার করা যেত পরবর্তী সময়ে কম্পিউটার বা ল্যাপটপের জন্য ব্যবহার করা সক্ষম করা হয় যেটি আপনি PC তে যেকোন Operating System এর জন্য ডাউনলোড করতে পারেন। 

কিভাবে PC Imo Install করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেওয়া হল -

  • যেখানে আপনার কম্পিউটারে যেকোন ওয়েব ব্রাউসার ওপেন করে সার্চ বক্সে Imo.Im লেখে সার্চ করলে Imo এর অফিসিয়াল ওয়েবসাইট এসে যাবে যেখান থেকে Operating System অনুযায়ী Apps টি install করতে পারবেন। 

  • ডাউনলোড করা file টিকে Open করে install করে নিতে হবে। 

  • তারপর ইন্টারনেটের সাহায্যে IMO তে Account বানিয়ে ব্যবহার করতে হবে 

  • Registration পদ্ধতি সম্পূর্ণ উপরের দেওয়া Process কে Follow করুন। 

How To Use IMO 

আপনার মোবাইল IMO সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন Install হয়ে যাওয়ার পর এটি কে ততটাই চালানো সহজ যতটা facebook ,Instagram ও whatsapp আপ্লিকেশন চালিয়ে থাকে। 

facebook, Instagram মতো এখানেও আপনি যেকোন Photo, Video ,Audio file খুব সহজে  Share করতে পারবেন। 

IMO Application চালানো লাভ কি?

IMO app install  করার পর এখানে আপনি নিজের প্রয়োজনের অনেক কিছু সুবিধে রয়েছে যেটি আপনার কাজের হয়ে থাকে। যেমন 

  • এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি High Quality Video Calling করার সুবিধে রয়েছে। সঙ্গে বন্ধুদের সাথে Group Video Calling এর মতো advance feature রয়েছে যেটি অন্যান্য app দেওয়া থাকে না। 
  • IMO তে যতখুশি Text Massaging করতে পারবেন খুব সহজে এবং এখানে বিভিন্ন Sticker ব্যবহার করে Massage কে আরও সুন্দর বানাতে পারেন। 
  • Facebook, Whatsapp এর মতো এখানেও Live Status Share করতে পারবেন। 
  • IMO সোশ্যাল মিডিয়া তে আপনি Group Create করার সুবিধে পেয়ে যাবেন যেখানে আপনি নিজেদের বন্ধুদের সাথে Fun করার জন্য ব্যবহার করতে পারেন। 
  • এছাড়াও IMO app আপনি যেকোন Media File Share করতে পারবেন। 

Conclusion 

তো আশাকরি বন্ধুরা আপনার বুঝতে পারলেন কিভাবে IMO App Downlode করে নিজের মোবাইল ফোনে বা PC তে ব্যবহার করবেন। এই বিষয়ে কোন প্রশ্ন থাকে নিচে অবশ্য জানান। 

২টি মন্তব্য

Please Do Not enter any spam link in the comment box.