বন্ধুরা আজকে এই পোস্ট টিতে আমরা আলোচনা করব ইন্টার্নশিপ কি ? Internship Meaning in Bengali . আমরা অনেকেই এই নাম টির সাথে পরিচিত কিন্তু এর সঠি...

Internship Meaning in Bengali | ইন্টার্নশিপ কি?

Internship Meaning in Bengali | ইন্টার্নশিপ কি?

Internship Meaning in Bengali- ইন্টার্নশিপ কি? জানুন কিভাবে intern থেকে নিজেকে Job জন্য তৈরি করবেন এবং কি কি benefit student দের জন্যে.

Internship Meaning in Bengali | ইন্টার্নশিপ কি?

8 10 99
বন্ধুরা আজকে এই পোস্ট টিতে আমরা আলোচনা করব ইন্টার্নশিপ কি ? Internship Meaning in Bengali. আমরা অনেকেই এই নাম টির সাথে পরিচিত কিন্তু এর সঠিক কোন পরিভাষা কি সেটা অনেকের অজানা তাই আজকে আমরা এই Article টির মধ্যে এই বিষয়ে তীর সম্পূর্ণ ব্যাখ্যা জেনে নেব। 
আমরা সবাই সাধারণত ছাত্র জীবন থেকে পেরিয়ে এসেছি আবার অনেকেই আছেন ছাত্র জীবনে। তো আমরা অনেক সময় শুনে থাকি এই জায়গা থেকে Internship করতে হবে। এত দিন করতে হবে নানা ধরনের প্রশ্ন। 

তার আজকে এই বিষয়টির বিষয়ে সম্পূর্ণ জেনে নেব কিভাবে আপনি ইন্টার্নশীপ কিভাবে করবেন কথার থেকে করবেন। একটি সঠিক internship কিভাবে খুঁজতে হবে তার ভিবিন্ন তথ্য নিয়ে এছেছি এই পোস্ট টিতে। এই বিষয়ে জানার জন্য অবশ্য article টি সম্পূর্ণ পড়তে হবে বিশেষ করে Student রা। 

ইন্টার্নশিপ কি? Internship Meaning in Bengali

বন্ধুরা ইন্টার্নশীপ মানে হলো প্রশিক্ষণতা। যেটি আপনার শিক্ষা জীবন সম্পূর্ণ করার পর করতে হয়। এখানে আপনি যেকোন একটি বিশেষ  উপরে ইন্টার্নশীপ করতে পারেন। 

ইন্টার্নশীপ মানে আপনি ধরে নিতে পারেন কাজের প্রশিক্ষণ। যেটা যেকোন কোম্পানি বা সরকারি সংস্থা গুলি দিয়ে থাকেন। এখানে আপনি নিজের Field অনুযায়ী কাজের প্রশিক্ষণ নিতে পারেন এবং এর  পাশাপাশি এখানে আপনাকে মাসে কিছু পরিমান বেতন হিসাবে টাকাও দেওয়া হয়। 

Internship Meaning in Bengali

এই Internship আগে কেবল Medical Field এই দেওয়া হতো কিন্তু বর্তমানে বিভিন্ন কাজের Field ও দিয়ে থাকে। যেখানে আপনি নিজের পড়াশুনা সম্পূর্ণ করে Internship Join করতে পারেন এই Internship ৩ মাস থেকে ২-৩ বছর পর্যন্ত হয়ে থাকে। 

একজন ছাত্র তার পড়াশুনার মাধ্যমে যা কিছু শিখে তার থেকেও বেশি এই ইন্টার্ণশীপের মাধ্যমে অনেক বেশি শিখে। পড়াশুনার মাধ্যমে কেবল বই যা লেখা থাকে সেই শিখানো হয় কিন্তু ইন্টার্নশীপ আপনাকে live Project এ কাজ করতে পারবেন। 

যেটি আপনার পক্ষে অনেক কার্যকরি এবং এখান থেকে আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে। এছাড়া Internship সম্পূর্ণ করার পর যেকোন Job পাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে । 

Type Of Internship- ইন্টার্নশীপ কয় প্রকারের 

সাধারনত Internship কোন প্রকারের হয় না বিভিন্ন Field এ তাদের কাজের অনুপাতে ইন্টার্নশীপ থাকে medical, digital marketing, Business Management সবার পৃথক পৃথক রয়েছে তার মধ্যেও Internship কে দুই ভাবে করে থাকে  Paid Internship ও Unpaid বা Free Internship.

Paid Internship

অনেক কোম্পানি রয়েছে এখান কার দিনে যেখানে student দের Internship করার জন্য টাকা নিয়ে থাকে.এখানে আপনি টাকা বিনিময়ে অনেক Advance Skill শিখতে পাবেন . 

এই সব কোম্পানি তে ইন্টার্নশীপ করার  অনেক সুবিধে রয়েছে যেটির মধ্যে একটি Job পাওয়ার আসা বাড়,Office Work Pattern কে ভালো ভাবে বোঝাও নিজের মধ্যে Working experience Develop করা। 

একটি free Internship এর চেয়ে এখানে আপনি অনেক বেশি Communication Skill বাড়াতে পারবেন . আপনাকে একটি কথা মাথয় রাখতে হবে Internship Free বা Paid কোনতেই আপনার Job Confirm থাকে না। 

Free Internship

নাম শুনে মনে হয় যে এখানে কাজ শেখার Source অনেক কম .কিন্তু বর্তমানে যত Student Internship করে থাকে তার মধ্যে ৮০%  Free Internship হয়ে থাকে। 

এখানে আপনি free হলেও  অনেক কাজের অভিগতা বাড়াতে পারেন . অনেক student আছেন যারা Paid ইন্টার্নশীপ করার Fee দেওয়ার জন্য করে না .তারা এই ফ্রি ইন্টার্নশীপ করে থাকে। 

এখানেও আপনি যেকোন কোম্পানির হয়ে কাজ করতে পারেন যেখানে Live Project কাজ করে নিজের মধ্যে work experience Develop করতে পারেন। এখানে আপনি কাজ শেখার জন্য মাসিক কিছু পরিমান selary ও পেয়ে থাকবেন। 

ইন্টার্নশীপ থেকে কি কি শিখবেন

ইন্টার্নশীপ একটি ভালো মাধ্যমে যেখানে আপনি কোন কোম্পানিতে কাজ না করে নিজের মধ্যে Work experience বাড়াতে পারেন .এর পাশাপাশি নিজের মধ্যে আরও কিছু Develop .করতে পারেন যেমন-

Work Experience

পড়াশুনার জীবন থেকে বেরনো পর ইন্টার্নশীপ মাধ্যমে কোন ছাত্র অফিসার Practical পরিবেশে কাজ করার অভিগতা অর্জন করতে পারে . যেখানে এই Practical এর মাধ্যমে Work experience অনেক Valuable হয়ে থাকে। এখানে থেকে একজন ছাত্র নিজের মধ্যে Communication Skill, Computer Knowledge, Team Work মত অভিঙ্গত টে বাড়াতে পারবে .

Practical Knowledge

ইন্টার্নশীপ থেকে একজন ছাত্র তার working Life এর জন্য নিজেকে অনেক দিক দিয়ে তৈরি করতে পারে . কারন আমরা পড়াশুনার সময় কেবল Theory এর মাধ্যমে সমস্থ কিছু শেখানো হয় এবং এখানে  কিন্তু কোন Live Office working experience শিখানো হয় না। এখানে School Theory Knowledge কে Practical Knowledge পরিবর্তন করতে পারবেন .

internship থেকে আমরা এই সমস্থ কিছু শিখে থাকি যাতে যেকোন field job এর জন্য নিজেকে তৈরি করতে পারি .

Office work image

Professional Network build

যেকোন কাজের ক্ষেত্রে Professional Network থাকে এটি প্রয়োজনীয় যেখানে যেকোন Problem কে সমাধান করতে সাহায্য করবে ও নিজের মধ্যে Skill কেউ বিকাশ করতে Help করবে .

Intern থেকে একজন student Professional Expert দের থেকে কাজ শেখার সুযোগ এবং সেই industry তে সম্পূর্ণ তথ্য পেয়ে থাকে . এছাড়াও Expert দের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে ভালো Opportunity পেয়ে থাকে .

Confidence develops


ইন্টার্নশীপ থেকে student Confidence পেয়ে থাকে কোন office work করার জন্য। internship সম্পূর্ণ করার পর একজন ছাত্র যেকোন Office work এর জন্য সব দিক দিয়ে তৈরি হয়ে উঠে।  এখানে থেকে সে office Work Pattern কে খুব ভালো ভাবে বুঝে উঠতে পারে অং নিজের একটি ভলো Employ রূপে তিতি করতে পারে। 

Career Goal find

একজন Student সে পড়াশুনার মধ্যে কোন দিনেই তার Goal বুঝতে পারে না যে সে কোন field Expert, কিন্তু Intern থেকে একজন Student এটা ভালো ভাবেই বুঝতে পারে সে কোন Field সবচাইতে best. একটি Skill থেকে অনেক ভাবে নিজের Expert বানানো যায়। 

Internship কিভাবে খুজবেন 

একটি ভালো Internship করার জন্য আপনাকে একটি উন্নত ও বিশ্বাসী প্লাটফর্ম থেকে খোজ করতে হয়ে .বাত্ত্মানে অনেক প্লাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি ভালো Intern খুজ তে পারেন তার মধ্যে Internsala হলো সবচাইতে ভালো। 

এখানে আপনি খুজ সহজে নিজের niche অনুযায়ী internship করতে পারেন যেখানে আপনি ইন্টার্নশীপের সময় , Salary, কাজের ধারন সমস্থ কিছু দেখতে পারেন। 

এই প্লাটফর্ম থেকে ইন্টার্নশীপের জন্য apply করার আগে দেখে নিতে পারেন কোন কোম্পানি টে Intern করতে চান সেখানে কি কি বিষয়ে কাজ করিয়ে থাকে সমস্থ কিছু। 

Conclusion

বন্ধুরা একটা ভালো Working life এর জন্য এটা ভালো ভাবে জেনে নেওয়া প্রযোজন যে Internship কিভাবে ও কোন মাধ্যমে করতে হয় . আসা করি আপনার বুঝতে পারে ছেন Internship Meaning in Bengali- ইন্টার্নশিপ কি ?

Internship Meaning in Bengali - ইন্টার্নশিপ কি?- ভিডিও 

এই ভিডিও টি HR Perception-HRP ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আপনি যদি দৈনিক পড়াশুনা ও ক্যারিয়ার বিষয়ে কোন তথ্য নিতে চান তাহলে ভিডিওর মাধ্যমে গিয়ে চ্যানেল টিকে  Subscribe করুন। 

1 টি মন্তব্য

Please Do Not enter any spam link in the comment box.