বর্তমান সময়ে আমাদের সমস্থ কাজ ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে যেখান আমরা বিভিন্ন ডাটা Shere করে থাকে internet, App বা সোশ্যাল মিডিয়ার ম...

Encryption meaning in Bengali | এনক্রিপশন মানে কি?

Encryption meaning in Bengali | এনক্রিপশন মানে কি?

Encryption meaning in Bengali | এনক্রিপশন মানে কি?

8 10 99
বর্তমান সময়ে আমাদের সমস্থ কাজ ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে যেখান আমরা বিভিন্ন ডাটা Shere করে থাকে internet, App বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কি আপনি জানেন আপনার এই ডাটা চুরি হতে পারে কোন হ্যাকার দ্বারা। এবং পরবর্তী সময়ে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে হয়। 
এখন কার দিতে এই রকম ডাটা চুরি স্ক্যাম আমরা অনেকেই শুনে থাকে। এই ডাটা চুরি হওয়ার পর এগুলি অনেক টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানি কে বিক্রি করে থাকে এই হ্যাকারা এবং তারপর এই কোম্পানি গুলো আমাদের কে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করে থাকে। 

তাই ইন্টারনেটের App বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি ইউসার দের ডাটা কে সুরক্ষা রাখার জন্য একাধিক online Security সেবা দিয়ে থাকে যাতে ইউসার দের ডাটা কোন ভাবে চুরি না হয় তার মধ্যে একটি সুরক্ষা হল Encryption .

আমরা সরাসরি সহজ ভাবে জেনে নেব Encryption meaning in Bengali. কিভাবে এই পদ্ধতি টির মাধ্যমে ইউসার দের ডাটা সুরক্ষিত থাকে। এবং জানব কিভাবে Encryption পদ্ধতি টি কাজ করে। 

Encryption meaning

Encryption meaning in Bengali - এনক্রিপশন মানে কি?

ইউসার দের কোন প্রকারের ইনফরমেশন text বা ডাটা কে কোন বিশেষ Algorithm এর সাহায্যে একটি কোডে পরিবর্তিত করে সেই info কে সুরক্ষা করা কেই Encryption বলা হয়। 

মনে করি আপনি whatsapp কোন একজন কে কিছু ডাটা বা text পাঠালেন তারপর আপনার সেই পাঠানো  Text send করার পর সেই ব্যক্তির কাজে অব্দি সেই ডাটা একটি বিশেষ কোড ফরম্যাটে পরিবর্তিত হয়ে যায় যাতে ওই ডাটা কেন চুরি করে পড়তে না পারে। 

যেখানে এই প্রক্রিয়ায় আপনি একজন Sender এবং Text send করা ব্যাক্তি একজন Receiver এই দুই সূত্র কাজ করে।  আপনি যে information Text send করছেন যেটিকে Plain Text বলে এবং Reciver যে ডাটা পায় তাকে Cipher Text বলে যেটি একটি Cncypeted File .

Cipher Text মানে কি?

Cipher Text মানে হলো ইউসার দ্বারা কোন Text Information Send করার পর ইউসারের Send এবং Received এই মাঝে  Text Information টি যে ফরম্যাটে পরিবর্তন হয় তাকে Cipher Text বলে। Cipher Text আবার CypherText ও বলা হয়ে থাকে। 


Type Of Encryption - এনক্রিপশন কয় প্রকার

Encryption সাধারনত দুই প্রকারের হয়ে থাকে - Symmetric এবং Asymmetric

Symmetric

Symmetric এটি একটি অনেক পুরানো পদ্ধতি বা Encryption techniques এর মধ্যে অনেক Outdated Mathod যেখানে এই পদ্ধতিতে ইউসার কোন ডাটা বা info কোন এক ব্যক্তিকে Send করার সাথে সাথে Unlock Key টি কেউ  Send করতে হত কারন এই একটি  Key এর মাধ্যমে দুই জন ইউসার এই ডাটা কে প্রথমে Lock তারপর Unlock করতে হয় ।

Symmetric


বর্তমানে এই পদ্ধতির ব্যবহার অনেক কম হয়ে থাকে কারন এটি একটি Risk পদ্ধতি যেখানে একটি key এর উপর নির্ভার করে সমস্থ Data .

Asymmetric

বর্তমানে যত ডাটা tranfer হয়ে থাকে তার সমস্থ ডাটা কে সুরক্ষিত রাখার জন্য এই Asymmetric Encryption techniques এর ব্যবহার করা হয় । এই পদ্ধতিতে দুটো Key এর ব্যবহার করা হয় .যেখানে Send করা ডাটা কে Public Key দ্বারা Encryped বা Lock হয় এবং Receiver Private Key দ্বারা এই ডাটা কে Decryped বা Unlock করতে হয় । 

Asymmetric


Decryption Meaning In Bengali 

ইউসার দের কোন ডাটা বা information  কে Ecryption করার পর যে ব্যাক্তি কে information টি পাঠানো হয়েছে এবং সে এই ডাটা টি দেখার জন্য একটি Key এর মাধ্যমে Open করা কে Decryption বলে। 

সোজা ভাবে বুঝতে গেলে কোন Text Lock করার প্রক্রিয়া কে Ecryption বলে এবং Text টিতে Unlock করার প্রক্রিয়া কে Decryption বলে। 


Encryption ব্যবহার হওয়া কিছু তথ্য 

Encryption পদ্ধতি কাজের জন্য বেশি কিছু Method এর মাধ্যমের জন্য হয়ে থাকে যেগুলি আপনাদের  জানা খুব প্রয়োজন -

  • Algorithm - মানে হলো ইউসার দের কোন ডাটা বা Text  সুরক্ষিত করার জন্য encryption বা dencryption যে প্রক্রিয়ায় কাজ করে ডাটা Lock unlock পদ্ধতি সম্পন্ন হয় তাকে Algorithm বলে । 
  • Plaintext - ইউসারা কোন ডাটা Encryped করার আগে এবং Dencryped করার পর Text টি যে  ফর্মম্যাটে থকে এবং খুব সহজে পড়তে পারে তাকে Plaintext বলে । 
  • Ciphertext / CypherText -  ইউসার দ্বারা পাঠানো কোন ডাটা Send এবং received এর মাঝ পথের প্রক্রিয়া Data টি যে ফর্মম্যাটে থাকে তাকে Ciphertext . এই text টি কোন ব্যক্তি পড়তে পারবেন না কারন এটি একটি Code এর ফোমে থাকে । 
  • Decipher - এটির মানে হলো কোন Encryped Data কে Unlock করা কে Decipher বলে । 
  • Key - Key হলো Encryption এর মূল জিনিস .যেটিকে আমরা Password বলে থাকি, key মূলত দুই প্রকারের হয়ে থাকে Public Key ও Private Key

কোন text বা ডাটা Encryped করার সময় যদি আপনি public key দ্বারা Lock করলে তাহলে সে ডাটা কে  কেবল Private Key দ্বারায় unlock হবে .

Encrypt Meaning In Bengali

Encrypt কথার অর্থ কোন ডাটা কে বাস্তবিক অবস্থা থেকে কোন কোড অবস্থায় পরিবর্তম করা কে বলে মানে নিজের তথ্যকে কোন Password দ্বারা সুরক্ষিত রাখা .
 
যেখানে আপনি নিজের স্মার্টফোনের সমস্থ ডাটা কে Encrypt করে রাখতে পারেন যাতে আপনার মোবাইলে এই ডাটা কেন না যেন পড়তে বা দেখতে পারে .

মনে করুন আপনি নিজের Call History টিকে Encrypt করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনার মোবাইল থেকে কেউ Call History দেখতে চাই কিন্তু সে দেখতে পাবেনা আপনার অনুমতি ছাড়া.

এছাড়া আপনি ফোনের memory Card কে Encrypt করতে পারেন যাতে করে আপনি ছাড়া সেই কার্ডের ভেতরে থাকে ডাটা অন্য কেউ দেখতে না পারে .

এই পদ্ধতি টি করার জন্য আপনি খুব সহজে নিজের মোবাইলের Setting গিয়ে Security Option গিয়ে করতে পারেন .এখানে Memory Card টিকে Encrypt করার জন্য একটি ছই সংখ্যার password দিয়ে কার্ড টিকে Encrypt  করতে হবে .

এখানে আপনার  Memory card টি Encrypt করার সঙ্গে সঙ্গে Paswword  Protect  হয়ে যাবে যেখানে এই কার্ড টিকে আপনার অনুমতি ছাড়া কেউ এর ভেতরে থাকে ফাইল গুলিকে দেখতে পাবে না। অথবা অন্য কোন Device এর খোলার চেষ্টা করলেও সেটি কিন্তু Open  হবে না। 

End to End  Encrypted Meaning In Bengali 

এখানে End to End  encryption মানে হলো কোন দু জন ইউসার এর মধ্যে ডাটা লেনদেন করা যেখানে এই  দুজন ছাড়া অন্য কোন তৃতীয় ব্যক্তি এই ডাটা কে দেখতে পাবে না। 

এই পদ্ধতিতে অনেক উন্নত মানের টেকনোলজি ব্যবহার করার হয় যেখানে ডাটা কে Encrypted করার সাথে সাথে ডাটার Privecy security  দিয়ে থাকে কারন এই পদ্ধতি তে ইউসার কোন text ছাড়া Video , Audio বা Image file Tranfer  হয়ে থাকে যেখান এই High quality data কে বিশেষ টেকনোলজি দ্বারা সুরক্ষিত করা হয়। 

যেমন WhatsApp এই End to End Encryption Techniques কাজ করে যেখানে আপনি কোন ডাটা shere করলে সেই ডাটা যাকে পাঠিয়েছেন সে ছাড়া এই অন্য কেউ এই data দেখতে পাবে না। 

আসাকরি বুঝতে পেরেছেন কিভাবে Encrytion Technology মাধ্যমে আমাদের ডাটা সুরক্ষিত থাকে এবং চুরি হওয়ার হাত থেকে বাঁচে আমাদের ব্যক্তিগত informaton . এই নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.