مايو 16, 2021
বন্ধুরা আজকে আমরা জানব Call Forwarding Meaning In Bengali-কল ফরওয়ার্ডিং কি? কিভাবে আপনার মোবাইল নম্বরে আসা ইনকামিং কাল কে অন্য একটি মোবাইল...
Call Forwarding Meaning In Bengali - কল ফরওয়ার্ডিং কি?
Call Forwarding Meaning In Bengali - কল ফরওয়ার্ডিং কি?
আজকে আমরা জানব call forwarding meaning In bengali-কল ফরওয়ার্ডিং কি? কিভাবে আপনার মোবাইল নম্বর টির ইনকামিং কল অন্য নম্বরে ট্রান্সফার করবেন।
Call Forwarding Meaning In Bengali - কল ফরওয়ার্ডিং কি?
8
10
99
বন্ধুরা আজকে আমরা জানব Call Forwarding Meaning In Bengali-কল ফরওয়ার্ডিং কি? কিভাবে আপনার মোবাইল নম্বরে আসা ইনকামিং কাল কে অন্য একটি মোবাইল নম্বরে Forward করবেন। আমরা একটি সহজ ব্যাখ্যার মাধ্যমে জেনে নেব যে Call Forward Meaning মানে কি?
আমরা অনেক সময় দেখে থাকে যে কোন ব্যাক্তি কে Call করার সময় আমাদের কে বলে থাকে এই Call Forward করার হচ্ছে অন্য একটি মোবাইল নম্বরে এটি কে আসলে কল ফরওয়ার্ডিং বলে।
আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই পদ্ধতি টি আমরা যাতে করে এক মোবাইল দুই বা তার বেশি মোবাইল নম্বরের ইনকামিং কল receive করতে পারি।
তাই টেকনোলজি এর ভাষায় আমরা জেনে নেব কল ফরওয়ার্ডিং কাকে বলে এবং কিভাবে আপনার মোবাইল এই Call Forward বা Call Divert পদ্ধতি টি করবেন। তার সম্পূর্ণ সংক্ষপে তথ্য
Call Forwarding Meaning In Bengali - কল ফরওয়ার্ডিং কি?
কল ফরওয়ার্ডিং কে সাধারণত আমরা Call Divert নামেও জেনে থাকি। টেকনিক্যাল ভাষায় এই পদ্ধতির অৰ্থ হল Telephone Sim Switching Stystem. যেখানে একটি মোবাইল নম্বরে আসা ইনকামিং কল অন্য মোবাইল নম্বরের Tranfar করা।
এই Call Forwarding প্রক্রিয়া টি সবার প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় যেটি Emest J Bonanno নামক একব্যক্তি বানায়। তিনিই ই পদ্ধতি ব্যবহার করেন এক মোবাইল নম্বরের ইনকামিং কল কে অন্য একটি নম্বরে Shift করা।
সেখানে এই পরিষেবা শুরু করার জন্যে *৭২ নম্বরে dial করে পরিষেবা Activate করতে হতো এবং *৭৩ নম্বরে Dial করে এই পরিষেবা টি বন্ধ বা Deactivation করতে হতো।
কল ফরওয়ার্ডিং এর সুবিধা
বন্ধুরা কল ফরওয়ার্ডিং এর কেবল একটিক পরিষেবা দিয়ে থাকে কিন্তু এর গুরুত্ব অনেক। এখানে আপনি খুব সহজে ই একটি নম্বরের ইনকামিং কল কে অন্য নম্বরের ট্রান্সফার করতে পারেন।
মনে করুন আপনি কোথাও অন্য কোন জায়গায় বেড়াতে যাবেন এবং আপনার কাজে দুটি স্মার্টফোন আছে জেটিতে দুটি পৃথক পৃথক sim লাগানো আজে। যেটিতে আপনার খুব প্রয়োজনীয় incoming Call আসে।
কিন্তু আপনি বেড়াতে যাওয়ার সময় কেবল একটি স্মার্টফোনই নিয়ে যেতে পারবেন অন্য্ মোবাইল নিয়ে যেতে পারবেন না আপনাকে বাড়িতে রেখে যেতে হবে। আবার সেটিও খুব প্রয়োজন সেই নম্বরের ইনকামিং কল গুলি আপনাকে receive করা খুব জরুরি।
সেই ক্ষেত্রে আপনি ঘরে রাখা মোবাইল নম্বর টি অন্য অপর মোবাইল নম্বরটির সাথে কল ফরওয়ার্ডিং করতে পারেন। যাতে করে ঘরে রাখা মোবাইলে আসা ইনকামিং কল আপনার সাথে থাকে নম্বর টিতে নিতে পারেন। এই থেকে আপনার সমস্যা সমাধার হয়ে যে আপনি বেড়াতে একটি মোবাইলও নিয়ে গেলেন আবার বাড়িতে রাখা নম্বরটির সমস্থ ইনকামিং কল সেই মোবাইল টিতেও পেয়ে গেলেন।
বন্ধুরা আমরা দেখে নেব কোন কোন পদ্ধতির মাধ্যমে এই পরিষেবা টি নিতে পারবেন
কল ফরওয়ার্ডিং কত প্রকার - Type Of Call Forwarding
কল ফরওয়ার্ডিং এই পরিষেবাটি বিভিন্ন কোম্পানি তাদের গ্রাহক দের দিয়ে থাকেন যেটি আপনি এই কোম্পানি গুলিতে Dial করেও নিতে পারেন বা এই পরিষেবার জন্য আপনি আপনার স্মার্টফোন থেকেও করতে পারেন যেখানে Call Setting এ এই পরিষেবার করার সুবিধা দেওয়া রয়েছে।
আপনাকে এই call forwarding বা Call divert পরিষেবা নেওয়ার আগে এত আপনাকে জানতে হবে যে এই পরিষেবা কি প্রকারের।
call forwarding সাধারণত চার প্রকারের হয়ে থাকে
- Always Forward
- Forward When busy
- Forward when Unanswered
- Forward when unreachable
Always Call Forwarding
এই কল ফরওয়ার্ডিং পদ্ধতির মানে হলো কোন নম্বরের আসা সমস্থ incomein call অন্য Divert করা নম্বরের অটোমেটিক ট্রানফার হয়ে যাবে। এই পদ্বতি টি যদি Activert করেন তাহলে সেই নম্বরের আসা সমস্থ কল অন্য নম্বরের খুব সহজে চলে যাবে।
Forward When Busy
এই কল ফরওয়ার্ডিং এর মানে হলো যে মুহূর্তে আপনার নম্বরের কল করা দুই ব্যাক্তি মধ্যে এক ব্যাক্তি কে Busy বলা হয় সে ক্ষেত্রে আপনি অন্য নম্বরে এই কল ফরওয়ার্ডিং পদ্ধতি টি করে অন্য ব্যাক্তি আপনার এই ইনকামিং কল এর উত্তর দিতে পরে।
মনে করুন আপনি আপনার ফোনে কোন ব্যাক্তির সাথে কথা বলছেন ঠিক সেই সময় আপনার ওই নম্বররে আরেক ব্যাক্তি কল করে যেখানে সেই ব্যাক্তি কে Call Waiting বা Busy দেখায়। এবার আপনি যদি ওই ব্যাক্তির ইনকামিং কল এর উত্তর সেই মুহুতে দিতে চান তাহলে আপনেকে Forward When Busy পদ্ধতিটি ব্যবহার করতে হবে।
এখানে আপনার সেই সময় আসা ইনকামিং কল টি অন্য কোন নম্বরে ট্রানফার করে দ্বিতীয় ব্যাক্তি আপনার ওই কল এর উত্তর দিতে পারে।
Forward when Unanswered
এই কল ফরওয়ার্ডিং টি করার মানে হলো যে মুহূর্তে আপনার নম্বরের আসা ইনকামিং কল এর কোন উত্তর দিতে পারছেন না বা কল Receved করতে পারছেন না সেক্ষত্রে কল করা ব্যাক্তি কে Unanswered Signal দেয়।
এখানে আপনি যদি Forward when Unanswered পদ্বতিটি ব্যবহার করেন তাহলে আপনার নম্বরের আসা ইনকামিং কল অন্য কোন ব্যাক্তিকে ট্রানফার করে সেই ব্যাক্তি আপনার কল এর উত্তর দিতে পারে।
Forward when unreachable
অন্যান্য কল ফরওয়ার্ডিং পদ্ধতি গুলির এটিও অনেক কার্য করি। এই পদ্ধতি টি সেই মুহূর্তে ব্যবহার করতে পারেন যে মুহূর্তে আপনার ফোনের কোন নেটওয়ার্ড না থাকে বা battery Down হলে।
মনে করুন আপনি এমন কোন স্থানে আছেন যেখানে কোন কিছুর সুবিধে নেই এবং আপনার কাছে দুটি ফোন আছে একটি তে Network Full ও Battery ও full এবং অপর ফোন টিতে আপনার না আছে Full Network না battery .সেই ক্ষেত্রে আপনি ফরওয়ার্ডিং পদ্ধতি ব্যবহার করে এই ফোনের সমস্থ ইনকামিং কল Battery full থাকে phone টিতে ট্রান্সফার করতে পারেন।
Call Forwarding Setup কিভাবে করবেন
অনেকেরই প্রশ্ন আসে যে এই পদ্ধতি টি কিভাবে করব এবং কথার থেকে করব। তো বন্ধুরা চিন্তার কোন কারন নেই আমি আপনাদের খুব সহজ মধ্যে এই পদ্ধতিটি করা দেখাবো।
দেখুন এই পদ্ধতিটি দুই ভাবে করতে পারেন যেখান আপনি Dial Call এর মাধ্যমে এই পরিষেবা চালু করতে পারে এবং দ্বিতীয় আপনি নিজে manualy ভাবে hand Set থেকে করতে পারেন। যেখানে বিভিন্ন কোম্পানি তাদের Hand Set এই পরিষেবা বিভিন্ন বিকল্পের মাধ্যমে দিয়ে থাকে।
Dial Call মাধ্যমে Call Forwarding
এই পদ্ধতির মাধ্যমে কল ফরওয়ার্ডিং চালু করা খুঁজে সহজ এখন একটি Dial call এর মাধ্যমে এই পরিষেবা শুরু করতে পারেন। বিভিন্ন Telecom Network কোম্পানি গুলি এই পরিষেবা টি দিয়ে থাকে তাদের নিজে দের Dial Call অনুযায়ী। বিভিন্ন কোম্পানির Call Forwarding Code ভিন্ন ভিন্ন হয়।
All Network Call Forward Code
Jio Call Forward Code
- Call Forward Unconditional - *401* < Mobile No >
- Forward when Unanswered - *403* < Mobile No >
- Forward When busy - *405* < Mobile No >
- Forward when unreachable - *409* < Mobile No >
Airtel, Vodafone, Idea ( VI ) Call Forward Code
- Always Forward - **21*< Mobile No>
- Forward When busy - **67< Mobile No >
- Forward when Unanswered - **61< Mobile No >
- Forward when unreachable - **62< Mobile No >
Manually Hand Set মাধ্যমে Call Forwarding
এই পদ্ধতি টির থেকে Call divert পরিষেবা শুরু করা খুব সহজ। বিভিন্ন কোম্পানির Hend Set এ বিভিন্ন ভাবে এই পদ্ধতির সেটিং Option দেওয়া থাকে। একটি স্মার্টফোনে কিভাবে Call divert পরিষেবা চলি করবেন নিচের স্টেপ by স্টেপ দেওয়া হল।
- প্রথমে আপনার Hand Set এর সেটিং আস্তে হবে তারপর Call Setting Option এ ক্লিক করতে হবে কোন কোন ফোনে এই সেটিং Call history তেওঁ দেওয়া থাকে কিন্তু বিষয় টি একই।
- call Setting আসার পর Samsung ফোনের ক্ষেত্রে Supplementary Services এ ক্লিক করতে হবে।
- তারপর Call Forwarding এ ক্লিক করে নিতে হবে
- পরবর্তী আপনাকে নির্বাচন করতে হবে Voice Call বা Video Call দুটোর মধ্যে যেকোন একটা।
- Next আপনার চারটি ফরওয়ার্ডিং চলে আসবে আপনার প্রয়োজন মতো বিকল্প টিতে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর আপনাকে কোন নম্বর টিতে এই নম্বর এর call Forward করতে চান তার ১০ সংখ্যার নম্বর বসান।
- সবার শেষ আপনেকে Save বা Enable বোতামে ক্লিক করে পরিষেবা টি শুরু করতে হবে।
তো বন্ধুরা আপনার বুঝতে পারলেন কিভাবে সহজ পদ্ধতির মাধ্যমে Call Forwarding করতে পারবেন। এই বিষয়ে কোন মন্তব্য থাকলে নিয়ে অবশ্য জানান।
0 Post a Comment:
Please Do Not enter any spam link in the comment box.