আপনারা অনেকেই জানেন না Cryptocurrency কি ? এটি কিভাবে কাজ করে এবং বাজারে এর মূল্য কত বা কিভাবে এটি কিনবেন তার সমস্ত তথ্য এখন থেকে পেয়ে যাবে...

What Is Cryptocurrency meaning In Bengali-Cryptocurrency কি?

What Is Cryptocurrency meaning In Bengali-Cryptocurrency কি?

what Is Cryptocurrency meaning In Bengali জানুন কিভাবে Cryptocurrency ব্যবহার করবেন,কয় প্রকারের হয়ে থাকে,blockchai Technology কিভাবে কাজ করে।

What Is Cryptocurrency meaning In Bengali-Cryptocurrency কি?

8 10 99

আপনারা অনেকেই জানেন না Cryptocurrency কি ? এটি কিভাবে কাজ করে এবং বাজারে এর মূল্য কত বা কিভাবে এটি কিনবেন তার সমস্ত তথ্য এখন থেকে পেয়ে যাবেন। 

এখান কার বাজারে এটি খুব প্রচলন রয়েছে এবং পরবর্তী দিনেও এর  চাহিদা  অনেক বৃদ্ধি পাবে বলে আসা করা যাচ্ছে।  Cryptocurrency অনেক প্রকারের হয়ে থাকে। 

Cryptocurrency কে Digital Currency ও বলা হয়ে থাকে কারন এটি কেবল অনলাইনে মাধ্যমে লেনদেন হয়ে থাকে। Physically এর ব্যবহার নেই. 

যেমন বিভিন্ন দেশে তাদের নিজের Currency রয়েছে যেমন বাংলাদেশের টাকা ,ভারতের রুপি, মার্কিনযুক্ত রাষ্ট্রের ডলার এই সব Currency গুলি সে দেশে সরকার দ্বারা নিয়ন্ত্রন হয়ে থাকে। কিন্তু Cryptocurrency ক্ষেত্রে কোনো সরকার নিয়ন্ত্রণ করে না কারন এটি একটি Decentrallized Currency .


Cryptocurrency বর্তমানে অনেক প্রকারের হয়ে থাকে। আপনি যেটির মাধ্যমে লেনদেন করতে পারেন তাদের মধ্যে Bitcoin অন্যতম। তো দেখে নিন কিভাবে এই কার্রেন্সির বাজারে এল কিভাবে আপনি কিনতে পারেন কোন মাধ্যমে কিনবেন তার সমস্থ তথ্য -

What Is Cryptocurrency meaning
Cryptocurrency 


What Is Cryptocurrency - Cryptocurrency কি?

আপনি সোজা বুঝে নিতে পারেন Cryptocurrency একটি অনলাইন ডিজিটাল Decentrallized Currency যেটি কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় না। এটি একটি digita asset এটিকে  আপনি যেকোনো জিনিস কেনার বা sarvice এর  ব্যবহার করতে পারেন। 


এটি একটি Peer to Peer Electronic System যেটির ব্যবহার আমরা Internet এ কোনো Regular এর পরিবর্তে Cryptocurrency ব্যবহার করে কোনো জিনিস বা সার্ভিসে ব্যবহার করতে পারেন। 

সারা বিশ্বের Marketplace এ Cryptocurrency ব্যবহার অনেক দিন আগেই প্রচলনশুরু হয়ে চলেছে। Bitcoin হচ্ছে সবার প্রথম  Cryptocurrency. বর্তমানে ৮০০ ও বেশি Currency রয়েছে  কিন্তু তার মধ্যে কিছুই currency ব্যবহার রয়েছে। 


Cryptocurrency কয় প্রকারের হয় ?

Cryptocurrency সাধারন অনেক প্রকারের হয়ে থাকে কিন্তু তার মধ্যে কিছু এমন কারেন্সী রয়েছে যেগুলি ব্যবহার ভালো রয়েছে এখানকার দিনে তারমধ্যে রয়েছে যেমন - 


1. Bitcoin ( BTC )

Cryptocurrency এর নাম শুনলেই আমরা Bitcoin বুঝে থাকি কেননা এটি হচ্ছে বিশ্বের প্রথম Cryptocurrency. এটি 2009 সালে Santoshi Nakamoto বানিয়েছেন। Bitcoin একটি online digital Decentrallized Currency. যেটি আপনি যেকোনো good বা Sarvice কেনার জন্য ব্যাবহার করতে পারেন। 


2021 1 bitcoin সমান ভারতীয় মুদ্রায় প্রায় 48 লক্ষ ও বাংলাদেশ মুদ্রায় 54 লক্ষ টাকা হয়ে থাকে। এই কার্রেন্সির উপর কোনো রূপ সরকার বা কোনো এজেন্সির নিয়ন্ত্রণ নেয়। 

Bitcoin image
Bitcoin Digital Currency


2. Dogecoin ( DOGE )

Dogecoin Cryptocurrency টি 6 ডিসেম্বর 2013 সালে  Billy Markus ও Jackson Palmer বানিয়েছেন। এটি একটি Peer To Peer Cryptocurrency যেটির ব্যবহার যেকোনো good বা Sarvice এর ক্ষেত্রে করতে পারেন। 


3. Litecoin ( LTC )

Litecoin একটি Decentralized Currency. যদি সাধারণত Peer To Peer Cryptocurrency হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটিকে 7 অক্টোবর 2011 সালে Charlie Lee বানিয়েছেন। এটিকে Open Source Software এর মাধ্যমে MIT/X ১১ License এর অন্তগত বানানো হয়েছে। এটিতে Scrypt Algorithm ব্যবহার হয়ে থাকে।

2021 এই 1 Litecoin সমান ভারতীয় মুদ্রায় প্রায় 21 হাজার টাকা এবং বাংলাদেশ মুদ্রায় 24 হাজার টাকা মূল্য হয়ে থাকে। 


4. Ethereum ( ETH )

বিটকয়েনের মতো এটিও একটি Open Source Decentrallized Currency. একটি একটি কম্পিউটারিং Blockchain প্লাটফর্ম যেটিকে 30 জুলাই 2015 তে vitalic buterin ও Gavin Wood বানিয়েছে। এটি সাধারণত Digital Token বানানোর কাজে ব্যবহার হয়ে থাকে। 


বর্তমানে 1 Ethereum  সমান ভারতীয় মুদ্রায় 1 লক্ষ 78 হাজার টাকা এবং বাংলাদেশ মুদ্রায় 2 লক্ষ টাকা হয়ে থাকে। 


5. Dash ( DASH )

এটির অর্থ হলো digital cash .এটিও একটি Open Source Peer To Peer Cryptocurrency. এটি আগে XCoin বা Darkcoin বলা হতো। এটি 18 জানুয়ারি 2014 Evan Duffield বানিয়েছে। এটি তে Bitcoin এর তুলনায় অনেক বেশি Advance features দেওয়া রয়েছে। যেমন Instantsend , Privatesend মতো কিছু ভালই সুবিধা। এটি মাধ্যমে খুব সহজে ইউসার Transaction করতে পারবেন এখানে Securety ও Privacy এই দুই ভালো দিয়ে থাকে।


বর্তমানে 1 Dash  সমান ভারতীয় মুদ্রায় 23 হাজার টাকা এবং বাংলাদেশ মুদ্রায় 26 হাজার  টাকা হয়ে থাকে। 


Blockchain Technology কি?

অনেকেরই প্রশ্ন থাকে যে BlockChain Technology কি ? ব্লকচেইন একটি ডিজিটাল মাধ্যম যার  সাহায্যে Cryptocurrency বা অন্যান্য ডিজিটাল Transction হয়ে থাকে। যেখানে সমস্থ Transction হিসাব Entry হয়ে থাকে। 


আরও জানুন 


Cryptocurrency এর লাভ 

  • Cryptocurrency payment এর ক্ষেত্রে খুব ভালো Secure মানা যাই। এখাবে লেনদের ক্ষেত্রে কোনো ত্রুটি হয় না। 

  • অন্যান্য digital Payment এর তুলনায় এটি বেশি Secure.

  • এখানে Transaction Fees অন্যান্য পেমেন্টের তুলনায় অনেক কম হয়ে থাকে। 

  • এখানে কোনো ব্যাক্তির Account Proffile অন্যের তুলিয়ান অনেক সুরক্ষিত হয়। 

  • Cryptocurrency Blockchain এর মাধ্যমে লেনদেন হয়ে থাকে ফলে কোনো রূপ fraud হওয়ার আশঙ্কা নেই। 

  • High Privecy Securty দেওয়ার জন্য লেনদের তথ্য Hack হওয়ার আসা 0% .


Cryptocurrency এর ক্ষতি 

Cryptocurrency এর যেমন অনেক ভালো দিক রয়েছে ঠিক তেম কিছু দুর্বলতা রয়েছে কারন এটি একটি সম্পূর্ণ Digital প্রক্রিয়া তাই এর কিচি খারাপ দিকও রয়েছে। 

  • এখানে লেনদেন কোনো রূপ ত্রুটি হলে এটিকে Reverse করা যাবে না। মানে করুন কোনো ব্যাক্তি কে ভুল করে লেনদেন করে ফেলেছেন এ  ক্ষেত্রে এখানে কোনো আপনার টাকা ফিরিয়ে আনার কোনো পদ্ধতি নেই। 


  • দ্বিতীয় Cryptocurrency লেনদেন করার জন্য Wallet Id আপনি কে ঠিক ভাবে মনে রাখতে হবে বা সঠিক জায়গায় লিখে রাখতে হবে। কোনো কারনে Id ভুলে লেগে একে ফিরিয়ে পাওয়ার কোনো পদ্ধতি নেই। 


আসা করি বন্ধুরা বুঝতে পেরেছেন Cryptocurrency কি ব্যবহার করবেন। এই  অবশ্য নিচে কমেন্ড বক্সে জানান। 


0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.