আজ কে জানবো ইন্টারনেট কি? কিববে ইন্টারনেট কাজ করে এবং কে আবিষ্কার পারেন এটিকে।  Internet এ মাধ্যমে কিভাবে একাধিক কম্পিউটার কে এক সাথে সংযুক...

ইন্টারনেট কি ? | Internet Meaning In Bengali

ইন্টারনেট কি ? | Internet Meaning In Bengali

ইন্টারনেট কি ? - Internet Meaning In Bengali কিববে ইন্টারনেট কাজ করে এবং কে আবিষ্কার পারেন এটিকে। Internet এ মাধ্যমে কিভাবে একাধিক কম্পিউটার সংযুক্ত

ইন্টারনেট কি ? | Internet Meaning In Bengali

8 10 99

আজ কে জানবো ইন্টারনেট কি? কিববে ইন্টারনেট কাজ করে এবং কে আবিষ্কার পারেন এটিকে।  Internet এ মাধ্যমে কিভাবে একাধিক কম্পিউটার কে এক সাথে সংযুক্ত করে। 

অনেকেই জানেন না যে Internet কি? অনেকই নিজের Smartphone থেকে ইন্টারনেট জালান কিন্তু জানেন একই কিভাবে আপনার Phone Connect হচ্ছে। 

বর্তমানে এমন কোনো জায়গা নেয় যেখানে ইন্টারনেট নেয়, পৃথিবীর প্রায় সব দেশেই ইন্টারনেট নিজের জায়গা করে নিয়েছে।  

ইন্টারনেটের সাহায্যে যেকোনো ধরনের সমস্যা আপনি খুব অল্প সময়ে সমাধান করতে পারেন। কোনো খাবার অর্ডার করতে চান বা কোনো তথ্য জানতে যান খুব কম সময়ের মধ্যে জানতে পারেন  হাতে  ফোন। থেকে। 


Internet Meaning In Bengali


তাই আজ আমরা জেনে নেব যে ইন্টারনেট কি। কিভাবে এটি আবিষ্কার হলো বা কে আবিষ্কার করলো এই অদ্ভুত জিনিস টি এবং জন্য কিভাবে হাতের মোবাইল এ আসছে। 


ইন্টারনেট কি? 

ইন্টারনেট হল অন্তর জালিক প্রোটোকল সিস্টেম যেটিকে আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু এর ব্যবহার বা অনুভব করতে পারবেন না। ইন্টারনেটের জাল সারা বিশ্বে এটি জড়িয়ে আছে। যেখানে সংস্থা কম্পিউটার নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত আছে। 

এই সংস্থা কম্পিউটার নেটওয়ার্ক একে অপরের সাথে Internet Protocol ( IP ) এর মাধ্যমে সংযুক্ত হয়। এ যেকোনো ডেভিসের Internet Protocol Address থাকা অবশ্যক। 

Internet Protocol কি?

Internet Protocol বা Internet Address এটি একটি Identifying Number. প্রত্যেক সিস্টার্ন এই নম্বর আলাদা হয়ে থাকে। এটি একটি Unique Address এটির মাধ্যমেই  ইন্টারনেট কোন সিস্টেম Data Access করতে পারে। 

যেকোনো Networking কাজ করার জন্য IP No থাকা অতি আবাসিক।  এই Ip নাম্বারের সাহায্যে যেকোনো Telecom কোম্পানি গুলো তাদের ইউসার দের Monitor করতে পারেন। 

কোনো সিস্টেম হ্যাক হবার মূল কারন হলো এই IP Address তাই বিশ্বে অনেক বড় বড় Agency এই Address কে দিন দিন Secure করে চলেছে। 

IP সাধারণত  দুই ধরনের হয় - IPV4  &  IPV6

Internet Full- Form 

Internet Full-Form - Interconnected Network. এটি একটি নেটওয়ার্ক  যে সারা বিশ্ব Web Server গুলি কে এক সাথে Connect করে সেই কারনে এটিকে World Wide Web ( WWW ) বলা হয়। 

সারা বিশ্বের বিভিন্ন Private ও পাবলিশ সংস্থা, Hospital , Research organization এ অন্যান্য Server কে এক সাথে Connect রয়েছে। 


ইন্টারনেট কে আবিস্কার করেন 

ইন্টারনেট আবিষ্কারের কোনো একজন বিজ্ঞানী হাত নেই এর পিছনে অনেক বড় বড় বিজ্ঞানীর অবদান রয়েছে।  সময়ের সাথে সাথে একাধি Scientist প্রচেষ্টায় এটিকে Develop করা হয়েছে।

মার্কিনযুক্ত রাষ্ট্রে এক এজেন্সী Advanced Research Projects Agency এই বিষয়ে খোঁজ শুরু করে যে কিভাবে কোনো Technology এর মাধ্যমে এক কম্পিউটার অন্য কম্পিউটার এর সাথে Connect করা যায়। 

Internet Meaning In Bengali



পরবর্তী এই এজেন্সী সল্ 1969 তে  ARPANET এ স্থাপনা করেন যেখান এক কম্পিউটার কে আরেক কম্পিউটারের সাথে Connect করা যত। 

এবং 1980 সালে এর নাম হয় Internet এবং 1983 সালে থেকে ARPARNET মাধ্যমে সারা বিশ্ব এই কাজ শুরু হয়। 

ইন্টারনেট কাজ কিভাবে করে 

ইন্টারনেট কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে Connect হয়ে। নেটওয়ার্ড Connect হয় Gateways র মাধ্যমে Internet Backbone এর সাথে। যেখানে সংস্থা কম্পিউটার Connect হয় ইন্টারনেটের সাথে Ip Address এর মাধ্যমে। 
 
যেমন জাল সমগ্র জায়গা জুড়ে ছাড়িয়ে একাধিক বিন্দুর মাধ্যমে একে অপরের রেখাকে সংযুক্ত করে  ঠিক সেইরকম ইন্টারনের জালও তার একাধিক Point এ মাধ্যমে বিভিন্ন কম্পিউটার কে একটি নেটওয়ার্ক মধ্যে সংযুক্ত করে। 

World Wide Web কি? 

World Wide Web একই ইন্টারনেটের মুখ্য বিষয় এটি নেটওয়ার্কের সংস্থা Hypertext Support করে থাকে।  সাহায্যে ইন্টারনেট ইউসার দের প্রয়াজন মতো Data Access করে। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.