ডোমেইন প্রায় সব মানুষেই এই নাম টির সঙ্গে পরিচিত। বর্তমানে অনেক ব্যবসা দাররা নিজেদের ব্যবসা কে অনলাইন করতে চান,যাতে ব্যবসা বাড়ে। এই অনলাইন প...

Domain Meaning In Bengali - ডোমেইন কি ?

Domain Meaning In Bengali - ডোমেইন কি ?

Domain Meaning In Bengali -ডোমেইন কি? কিভাবে ডোমেইন কিনবেন। all type Of domain, জেনে নিন কিভাবে আপনার ব্যবসা কে অনলাইন করবেন ইন্টারনেটে

Domain Meaning In Bengali - ডোমেইন কি ?

8 10 99

 ডোমেইন প্রায় সব মানুষেই এই নাম টির সঙ্গে পরিচিত। বর্তমানে অনেক ব্যবসা দাররা নিজেদের ব্যবসা কে অনলাইন করতে চান,যাতে ব্যবসা বাড়ে। এই অনলাইন পদ্ধতির মারফতে আপনি যেকোনো জায়গায় আপনার ব্যবসা করতে পারবেন ঘরে বসে। 


বর্তমান মহামারী পরিস্থিতে অনলাইন ব্যবসা সবচাইতে বেশি কার্যকরী প্রমাণিত হচ্ছে। এবং পরবর্তী দিনেও এই অনলাইন ব্যবসা বাড়বে বলে জানা যাচ্ছে। 


যদি আপনি আপনার ব্যবসা অফলাইন থেকে অনলাইন করতে চান তাহলে তার আগে আপনাকে জানতে হবে ডোমেইন কি? Domain Meaning In Bengali.কোনো ডোমেইন নেওয়া ব্যবসার জন্য কার্যকরি। 

তাই আজ কে আমরা যেন নেব ডোমেইন কি? ডোমেইন কয় প্রকার এবং কিভাবে অনলাইন থেকে ডোমেইন কিনবেন। 


Domain Meaning In Bengali

 Domain Meaning In Bengali - ডোমেইন কি ?


ডোমেইন হচ্ছে একটি Particular Uniq Web Address.যেখানে  Web Address যেকোনো একটি সাইটের জন্য Allotmen করা হয়। ডোমেইন DNS ( Domain Name System ) মাধ্যমে কাজ করে থাকে।  ডোমেইনের জন্য একই Ip থাকা আবশ্যক। 


 কোনো ওয়েবসাইট Ip Address এর মাধ্যমে Internet System এ কাজ করে থাকে কিন্তু ইউসার দের সুবিধের জন্য domain নাম ব্যবহার হয়ে থাকে। 

Domain Hosting Server এর উপরে কাজ করে, hosting হলো ইন্টারনেট জায়গা যেখানে Web page এর সংস্থা Data Store হয়। এবং এই হোস্টিং এর  মাধ্যমে ইউসার রা খুব সহজে ইন্টারনেট তাদের প্রয়োজন মতো ডাটা পেয়ে থাকেন। 

সহজ ভাষায় বুঝতে। পারেন যে ডোমেইন মানে হলো কোনো দোকানের নাম এবং হোস্টিং হল সেই দোকানের জায়গা যার উপরে দোকান টি বানাবেন বা সমস্থ দোকানের জিনিস রাখবেন। 


ডোমেইন কয় প্রকার  - Type Of Domain 


সাধারণত domain  দুই প্রকারের হয়ে থাকে TLD( Top Level Domain ) ও Country Code Top Level Domain এগুলি কে আমরা Extension মানে পরিচিত। 


Top Lavel Domain কি ?


TLD হলো কোনো Business বা অন্যান্য যেকোনো কাজের ক্ষেত্রে যেসব Extension ব্যবহার হয়ে থাকে এবং কোনো Country কে ইঙ্গিত করে না তাদের কে TLD হলে হয়। যেমন -


  • .com ( Commercial )
  • .org ( Organization )
  • .gov ( government )
  • .Info ( Information )
  • .tech ( Technology )


type of Domain



Country Code Top Level Domain কি ?


Country Level Domain হলো এমন একটি Domain Extension যেটি নিদিষ্ঠ কোনো একটি Country বা দেশ কে ইঙ্গিত করে।মানে আপনি একটি Website বানাচ্ছেন যেটি কেবল কোনো একটি  দেশের জন্য সে ক্ষেত্রে এই Country Lavel Domain নিতে পারেন।  যেমন  

  • .in ( India )
  • .us ( United State Of America )
  • .pk  ( Pakisthan )
  • . bd ( Bangladesh )


Domain কিভাবে কিনবেন ?


ডোমেইন কেনার আগে আপনাকে অবশ্য কিছু কথা মাথায় রাখতে হবে হবে যেমন সঠিক ডোমেইন নাম নির্বাচন করা, নামের শব্দ ঠিক মতো রাখা ,


  • আপনি যখন কোনো ডোমেইন কিনবেন তখন আপনাকে অবশ্য দেখতে হবে আপনার ওয়েবসাইট বিষয় অনুযায়ী ডোমেইন তীর নাম রাখতে হবে। 


  • ডোমেইন টির মধ্যে কত গুলি শব্দ রয়েছে। যত শব্দ কম হবে তত আপনার ওয়েবসাইটের জন্য ভালো করেন। ছোট domain name হলে খুব সহজে ইউসার রা মনে রাখতে পারবে।


  • ডোমেইন নামের মধ্যে কীওয়ার্ড থাকলে ভালো হবে যাতে করে খুব সহজে বোঝা যাই সাইট টির বিষয় নিয়ে। 


  • সঠিক Site থেকে Domain কেনা কারন Domain কেনার পাশাপাশি তার Privecy ও Securty কথাও মাথায় রাখতে হবে। ভালো ডোমেইন কেনার সাইট - Namechim , Godaddy, bigrock  


Subdomain কি?

Subdomain হলো মাইন মেইনের একটি শাখা যেখানে একই সাইটের উপরে কাজ করে থাকে। subdomain সাধারণত কোনো ভাষা, ভিন্ন বিষয়ে বা কোনো ক্যাটেগরির মধ্যে হয়ে থাকে। 

মনে করুন কোনো একটি website ইংরেজি ভাষায় রয়েছে সেখানে অন্য কোনো ভাষার ব্যবহার করতে পারবেন না সে ক্ষেত্রে আপনি Subdomain ব্যবহার করে যেকোনো ভাষায় Content লিখতে পারেন। 

ঠিক সে রকম কোনো দ্রব্যের উপরেও করতে পারেন যেমন Mobile, Laptop, Tv দের ক্ষেত্রেও আলাদা আলাদা একই সাইটের Subdomain ব্যবহার করতে পারেন। 


বন্ধু কোনো ডোমেইন কিনে আগে এই কটি নিদেশ অবশ্য ভালোভাবে মাথায় রেখে Domain Buy করবেন। 

هناك تعليقان (2)

  1. ইন্টারনেটের সব পরিভাষাগুলির একটি কনটেন্ট পেলে খুশি হতাম

    ردحذف

Please Do Not enter any spam link in the comment box.