কন্টেন্ট এমন একটি মাধ্যমে যার সাহায্যে সারা বিশ্বে যেকোনো ধরনের তথ্য খুব সহজে মানুষের কাজে পোছে গিয়ে থাকে। এখন কার দিনে যেকোনো Marketing ব...

Content Meaning In Bengali- কন্টেন্ট কি ?

Content Meaning In Bengali- কন্টেন্ট কি ?

Content Meaning In Bengali- কন্টেন্ট কি ? কিভাবে কন্টেন্ট রাইটার শিখবেন, কোনো মাধ্যমে কন্টেন্ট থেকে টাকা আয় করবেন এবং Contant কয় প্রকারের হয়

Content Meaning In Bengali- কন্টেন্ট কি ?

8 10 99

 কন্টেন্ট এমন একটি মাধ্যমে যার সাহায্যে সারা বিশ্বে যেকোনো ধরনের তথ্য খুব সহজে মানুষের কাজে পোছে গিয়ে থাকে। এখন কার দিনে যেকোনো Marketing বলুন বা Information বলুন সব জায়গায় কন্টেন্ট ব্যবহার হয়ে থাকে। 

কন্টেন্ট অনেক প্রকারের হয়ে থাকে।  কন্টেন্ট যে প্রকারের হোক না কেনো তার মূল্য উদেশ্যে হলো ইউসার দের কে তার বিষয়বস্ত বা তাৎপর্য বোঝানো। 

আজ থেকে কয়েক একশো বছর ধরে এই কন্টেন্টের ব্যবহার চলে আসছে। পার্থক্য একটায় সেই সময় content কোনো Newspaper বা Magazine মাধ্যমে পেয়ে থাকতেন। 

যেকোনো কাজে বলুন কন্টেন্টের প্রয়োজন হয়ে থাকে তাই দিন দি Content writer এর চাহিত বেড়ে চলেছে। ভারতে বলুন বা বাংলাদেশে এই প্রয়োজন অনেক বেশি হয়ে আসছে। 


তাই আজ আমরা জেনে নেব Content writer কিভাবে হবে না এবং এর সমস্ত তথ্য। 

Content Meaning In Bengali


Content Meaning In Bengali- কন্টেন্ট কি?

কন্টেন্ট মানে হলো কোনো বিষয়ের মূল Information বা বিষয়বস্তু। যেকোনো জিনিস বা বিষয় কে বোঝানোর জন্য বিষয়বস্তু থাকা প্রয়োজন। যেটিকে কন্টেন্টের মাধ্যমে বোঝানো হয়। 


Content Writing কি ?

যেকোনো বিষয়বস্তু কে বোঝানোর জন্য যে মাধ্যমে ইউসার দের বোঝানো হয় তাকে contant writting বলে। কন্টেন্ট রিটেটিং অনেক ভাবে ইউসার দের কাছে বোঝাতে পারেন ভিডিও ,অডিও , Image বা Text এর মাধ্যমে। 


Content Writing কয় প্রকারের হয় 


কন্টেন্ট রিটেটিং সাধারণত চার প্রকারের হয়ে থাকে। সারা বিশ্বে এই চার মাধ্যমে যেকোন ধরনের information ইউসার দের কাজে পৌঁছে থাকে। যেমন - 

Text content 

text contant হলো সারা বিশ্বের সবচাইতে পুরনো মাধ্যমে। আমরা দেখে থাকে যেকোনো product বা অন্য কোন বিষয়ে বোঝানোর জন্য Text কোন্টানেটের ব্যবহার হয়ে থাকে।  

আগে কার দিনে Text contant কোনো News Papre বা Magazine এর মাধ্যমে পেয়ে থাকতেন ইউসারা এবং বর্তমানে এখন এই Text contant ইন্টারনেটে Blog এর মাধ্যমে পেয়ে থাকে। 


Audio Content 

Text কন্টেন্টের পর আসে অডিও কন্টেন্ট যেটি আমরা রেডিও তে শুনে থাকি। যেখানে অনেক ইউসারা এই ধরনের কন্টেন্ট শুনতে পছন্দ করে থাকে।  কিন্তু এখন কার দিনে অডিও কন্টেন্ট ইন্টারনেটে Podcast এর মাধ্যমে আসে থাকে। 

যেখানে যেকোনো বিষয়ের মূল বিষয়বস্তু সংক্ষেপে  audio sound এর দেওয়া থাকে। 


Content Meaning In Bengali- কন্টেন্ট কি ?

Video Content 

এক সার্ভে অনুসারে জানা গিয়েছে যে যেকোনো কন্টেন্টের তুলনায় ভিডিও কন্টেন্ট সব চাইতে বেশি পছন্দ করে থাকে।  যেখানে কোনো information ভিডিও গ্রাফিক্স এর মাধ্যমে Text ,Audio, Image, animation কে ব্যবহার করে ইউসার দের দিয়ে থাকে। 

এবং এই কন্টেন্ট পরবর্তী দিয়ে অনেক Grow করবে হলে জানা যাচ্ছে। এর মধ্যে Youtube হচ্ছে ভিডিও কন্টেন্টের বড় মাধ্যম। যেখানে বিভিন্ন ধরেন কন্টেন্ট রয়েছে। 


Image Content 

এই তিন ধরনের কন্টেন্ট ছাড়াও আরও এক Contant রয়েছে যেটির দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। সেটি হল image contant.যেখানে Image Graphics বা Infographics মাধ্যমে যেকোনো বিষয়ের তথ্য দিতে পারেন। এখানে যেকোন তথ্য Image এর মাধ্যমে বোঝানো হয়। 


Content Writer কিভাবে শিখব 

কন্টেন্ট writer শিখার আগে আপনাকে জানতে হবে কন্টেন্ট কয় ধরনের হয় এবং সেগুলি কোন কোন কাজে ব্যবহার হয় তার মূল তথ্য। 

 কন্টেন্ট সাধারণত ৫ প্রকারের হয়ে থাকে যেগুলোর আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কন্টেন্ট হয়ে থাকে। তার মধ্যে 

  • Legal Writer 
  • News Writer 
  • Blog Post Writer 
  • Books Writer 
  • Media Writer 

Legal Content Writer

Legal Writer মানে হলো যে কন্টেন্ট গুলো কোন আইনি বিষয়ের উপর লেখা হয়। আমরা দেখে  থাকি  আমাদের কোনো সরকারি notice বা কোনো জমি জায়গার নতি তে যে কন্টেন্ট থাকে সেটি সম্পূর্ণ Legal কন্টেন্ট হয়.

এই কন্টেন্ট লেখার জন্য সেই writter এ নিদিষ্ট সরকারি অনুমতি থাকে যে কেউ এই কন্টেন্ট লিখতে পারে না এবং এটি শেখার জন্য নিদিষ্ট প্রতিষ্ঠান থেকে Legal Writter শিখতে হবে। 


News Content Writer 

News Writter হওয়ার আগে আপনাকে জানতে হবে এই কন্টেন্টের ব্যবহার কোথায় রয়েছে। আমরা দেখে থাকি বিভিন্ন News Paper বিভিন্ন খবর এসে থাকে এবং তার ধরন সম্পূর্ণ আলাদা যার মধ্যে সেই বিষয়বস্তুর ঘটনা উল্লেখ থাকে। 

কেবল ওই  ঘটনা বিষয়বস্তুর উল্লেখ ছাড়া অন্য কোনো  বিষয় লেখা হবে না এই কন্টেন্ট. News Contant Writer হওয়ার জন্য সাংবাদিকতা নিয়ে পড়াশুনা করতে হবে। এই Journalism Course করে থাকলে আপনি এই  কন্টেন্ট খুব ভালো লিখতে পারবেন। 




Blog Post Content Writer 

এই ধরনের কন্টেন্ট লেখার জন্য বিশেষ কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই। কেবল আপনি যে বিষয়ে Blog টি বানাবেন তার Idea থাকলে আপনি এই কন্টেন্ট লিখতে পারেন। কেবল আপনাকে Basic কিছু Tarms জানতে হবে। 

কিভাবে Topic টির Introduction বা ভূমিকা লিখবেন, সংক্ষপে সারমর্ম লিখবেন সেগুলি আপনাকে খুব ভালো কিভাবে জানতে হবে। 


Books Content Writer


Books contant যেকোনো কন্টেন্ট থেকে সম্পূর্ণ আলাদা এবং এখানে অনেক নিয়ম থাকে। এই কন্টেন্ট যে কেউ লিখতে পারে না এই জন্য কোন কোর্স তো করতে হয় না. কিন্তু এটি খুব Proffesonaly ভাবে লেখা হয়। 

আপনারা পড়েছেন বিভিন্ন ধরনের বই সেখানে দেখেছেন কিভাবে Miningful Informantion দেওয়া থাকে। একটি একটি  লাইনের জন্য নিদিষ্ট তাৎপর্য রয়েছে। 

Content Meaning In Bengali


Media Content Writer 


Media Contant সাধারণত বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এই কন্টেন্ট খুব অল্প শব্দের মধ্যে লিখতে হয়। যেখানে কম শব্দে সম্পূর্ণ তথ্য দিতে হয় কন্টেন্ট এ। 

এই Contant লেখার জন্য আপনাকে অবশ্য মার্কেটিং বিষয়ে Knowledge থাকতে হবে। একাধিক প্লাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন typer কন্টেন্ট হয়ে থাকে। 

Social Media Marketing,Youtuve video Marketing, অনলাইন বিজ্ঞাপন এই সব বিষয়ে কন্টেন্ট Audio,Video, Image এর  মাধ্যমে দিয়ে থাকতে হয়। 

Content Writer থেকে কিভাবে আয় করবেন 

Content Writer শেখার পর কিভাবে টাকা উপার্জন করবেন এ নিয়ে অনেকের অনেক প্রশ্ন। আপনি কন্টেন্ট Writter হয়ে আপনি বিভিন্ন দিক থেকে টাকা আয় করতে পারবেন। 

Blog Post - আপনি আপনার একটি Blog বানিয়ে যেখানে information কন্টেন্ট দিয়ে আপনার web page এ Visitor নিয়ে এসে টাকা আয় করতে পারেন। যেমন- টেকনিক্যাল চ্যানেল, Education চ্যানেল।


Freelancing - এখন কার দিয়ে Content Writer থেকে সবচাইতে বেশি টাকা আয় করা যায় freelancing থেকে যেখানে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য Content Writter নিয়ে থাকে। যেখান বিভিন্ন কন্টেন্টের জন্য আলাদা আলাদা টাকা দিয়ে থাকে এই সব মার্কেটিং কোম্পানি গুলি। 

Offline work - বিভিন্ন কোম্পানি বা Organisation তারা তাদের কন্টেন্ট লেখার জন্য অনেক Permanent  content writer নিয়ে থাকেন, যেখানে আপনি Job করে মাসে মোটা টাকা আয় করতে পারবেন। 


আসা করি বুঝেছেন Content কি।  এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচ্ছে কমেন্ট বক্সে জানান। 

0 Post a Comment:

Please Do Not enter any spam link in the comment box.